নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কবিরা সাধারণত হয়ে থাকেন সমাজের সবচেয়ে শান্ত, নিরীহ, ভাবুক এবং নির্জীব মানুষ। সে হিসেবে নজরুল কবির সেই কবিত্বকে ভেঙ্গেচুরে বিদ্রোহী হয়ে উঠেছিলেন একটি শোষিত, শাসিত, নিগৃহীত, নির্যাতিত, পরাধীন জাতির দু:খ বয়ানে এবং সেই পরাধীনতাকে স্বাধীনতায় রুপ দিতে।
যে শতকে কবি জন্মেছিলেন (১৮৯৯) এর পরপরই উনিশ শতকের জন্ম। যে শতকে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, হিটলারের মৃত্যু হয়েছিল, দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল, ভারত স্বাধীন হয়েছিল, পাকিস্তান স্বাধীন হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। অনেকেই বলে থাকেন, নজরুল ভুল সময়ে জন্ম নিয়েছিলেন। ভুল ধারণা। নোবেল পুরষ্কার দিয়ে নজরুলের ওজন মাপা যেত না। নোবেল পুরষ্কার নজরুলের ভার বহন ক্ষমতা নিয়ে জন্মায় নি। তিনি ছিলেন কবিদের কবি, কবিকূল শিরোমণি। সাহিত্যের ধ্রুবতারা, ইতিহাসের ইতিহাস। সাম্যের প্রকৃত উদাহরণ। স্বাধীনতার মূর্ত প্রতীক। বিদ্রোহের আগুন। দুখু মিয়া।
একবার কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথের চেয়ে বড় কবি বলায়, নজরুল এক ব্যক্তির মাথা ফাটিয়ে দিয়েছিলেন।
কাজী নজরুল ইসলামের প্রথম বিখ্যাত কবিতা 'বিদ্রোহী'।
সাপ্তাহিক 'বিজলি'তে প্রকাশিত হয়। ঐ সংখ্যাটি বেরুবার দিন নজরুল সম্পাদক অবিনাশ চন্দ্র ভট্রাচার্যের কাছ থেকে চার কপি কাগজ নিয়ে বললেন, 'গুরুজী'র কাছে নিয়ে যাচ্ছি'। নজরুল দ্রুত চলে গেলেন। বিকেলে এসে সে কাহিনী শোনালেন সবাইকে।
নজরুল তার বাড়িতে গিয়ে গুরুজী গুরুজী বলে চেচাতে থাকেন।
ওপর থেকে রবীন্দ্রনাথ বললেন, কী কাজী অমন ষাড়ের মতো চেচাচ্ছ কেন? কী হয়েছে?
নজরুল বললেন- আপনাকে হত্যা করবো। গুরুজী আপনাকে হত্যা করবো।
রবীন্দ্রনাথ বললেন- হত্যা করবো, হত্যা করবো কি, এসো, উপরে এসে বোস।
নজরুল বললেন, হ্যাঁ সত্যিই আপনাকে হত্যা করবো।
রবীন্দ্রনাথ বললেন আগে বোস- চা পান খাও।
নজরুল রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে দুই হাত নেড়ে নেড়ে 'বিদ্রোহী' কবিতাটি শোনালেন। রবীন্দ্রনাথ স্তব্ধ বিস্ময়ে নজরুলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে উঠে কাজীকে জড়িয়ে ধরে বুকের মধ্যে টেনে নিয়ে বললেন- হ্যাঁ, কাজী তুমি আমায় সত্যিই হত্যা করবে। আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে। তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে কোনও সন্দেহ নেই।
রবন্দ্র্নাথ ঠাকুর বলেছেন- নজরুল ইসলাম সম্বন্ধে তোমাদের মনে যেন কিছু সন্দেহ রয়েছে। নজরুলকে আমি “বসন্ত” গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে ‘কবি’ বলে অভিহিত করেছি। জানি, তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস, তারা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছ। আর পড়ে থাকলেও রূপ ও রসের সন্ধান করোনি, অবজ্ঞাভরে চোখ বুলিয়েছ মাত্র।
কাব্যে অসির ঝনঝনা থাকতে পারে না, এসব তোমাদের আবদার বটে। সমগ্র জাতির অন্তর যখন সে সুরে বাঁধা, অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে, ঐকতান সৃষ্টি হয়, তখন কাব্যে তাকে প্রকাশ করবে বৈকি! আমি যদি আজ তরুণ হতাম তাহলে আমার কলমেও ঐ সুর বাজত।”
(ইচ্ছা আছে কাজী নজরুল ইসলামকে নিয়ে সামু ব্লগে ১০০ পর্বের একটা ধারাবাহিক পোষ্ট দিব। এর আগে আমি রবীন্দ্রনাথকে নিয়ে ১০০ পর্বের ধারাবাহিক পোষ্ট দিয়েছিলাম।)
২৫ শে মে, ২০২০ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে মে, ২০২০ বিকাল ৫:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ হোক জন্ম দিন।
৩| ২৫ শে মে, ২০২০ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প নাই
২৫ শে মে, ২০২০ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: হ্যা।
৪| ২৫ শে মে, ২০২০ বিকাল ৫:৪৬
কল্পদ্রুম বলেছেন: নজরুলকে নিয়ে লেখা আপনার পছন্দের কিছু বইয়ের নাম জানাবেন।
২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: বই গুলো আগে সংগ্রহ করি। তারপর।
৫| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবি নজরুল
করিয়াছ ভুল ।
দাড়ি না রাখিয়া
রাখিয়াছ চুল।
২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭
রাজীব নুর বলেছেন: সাহিত্যিকেরা একে অন্যকে নিয়ে রসিকতা ভালোই করে।
৬| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন হে কবি।
২৫ শে মে, ২০২০ রাত ৮:১৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ২৫ শে মে, ২০২০ রাত ৮:৪৩
ভ্রমরের ডানা বলেছেন: নজরুল আমজনতার কবি! এটাই তার সবচেয়ে সাফল্য! কবিকে জন্মদিনের শুভেচ্ছা!
২৫ শে মে, ২০২০ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ২৫ শে মে, ২০২০ রাত ৮:৪৭
ইসিয়াক বলেছেন: বিনম্র শ্রদ্ধা
২৫ শে মে, ২০২০ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৯| ২৫ শে মে, ২০২০ রাত ৯:১৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নজরুল ৭৬বছর বেঁচে ছিলেন,৩৪বছর ছিলেন নির্বাক।সবাক থাকলে তার আরো অনেক সৃষ্টি আমরা পেতাম।তার ৯০০কবিতা এবং ২০০০গান আমাদের অনেক পাওয়া।১৯৩২সালে আব্বাসউদ্দিনের কন্ঠে তার গান,ও মন রমজানের ওই রোজার শেষে,আজো সমান জনপ্রিয়।
২৫ শে মে, ২০২০ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: নজরুল নিয়ে ব্যাপক গবেষনার দরকার আছে।
১০| ২৫ শে মে, ২০২০ রাত ৯:৩৬
নেওয়াজ আলি বলেছেন: তবে অনেকে আছে যারা রবীন্দ্র প্রেমিক তারা কাজী নজরুলকে তেমন পছন্দ করে না
২৫ শে মে, ২০২০ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: এটা হীনমন্যতা।
১১| ২৫ শে মে, ২০২০ রাত ৯:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব বলেছেনঃ ইচ্ছা আছে কাজী নজরুল ইসলামকে নিয়ে সামু ব্লগে ১০০ পর্বের একটা ধারাবাহিক পোষ্ট দিব।
করোনায় প্রতিদিন যে হারে মানুষ সংহার করছে তাতে শঙ্কা হচ্ছে আপনার সেই ধারাবাহিক দেখা হবে কিনা!!
দোযা করবেন যেন আপনার লেখাটি দেখে যেতে পারি।
ঈদ কেমন কাটলো? পরী কেমন আছে। সুরভী ভালো আছে
জানি তাই জিজ্ঞাসা করলাম না! হেসেল কি আজো ঠেলেছেন?
২৫ শে মে, ২০২০ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: নজরুলকে নিয়ে লেখাটা শুরু করবো। আসলে কিছু বই পত্র যোগাড় করতে হবে।
পরী ভালো আছে। সুরভি মোটামোটি অসুস্থ। না আজ রান্না করতে হয় নি।
আমি চাই আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন।
১২| ২৫ শে মে, ২০২০ রাত ১১:৪৬
খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন।
আশাকরি, আপনার শতপর্বের ইচ্ছেটা পূরণ হবে। আমরাও যেন সবাই তা দেখে যেতে, পড়ে যেতে পারি!
২৬ শে মে, ২০২০ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: অবশ্যই। লকডাউন শেষ হলেই লেখা শুরু করবো।
১৩| ২৬ শে মে, ২০২০ দুপুর ২:২২
জে.এস. সাব্বির বলেছেন: পর্বগুলোর অপেক্ষায় থাকলাম।
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২০ বিকাল ৫:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ হোক জন্ম দিন।