নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গীতা

২৬ শে মে, ২০২০ রাত ১১:১৮



বাবাঃ তোকে যে গীতাটা পড়তে দিয়েছিলাম, সেটা পড়েছিস? বলি মাথায় কিছু ঢুকলো?
পুত্রঃ হ্যাঁ বাবা, খুব মন দিয়ে পড়েছি। এই বলে ছেলে বাবার মাথায় হঠাৎ পিস্তল ঠেকালো আর বললো- মৃত্যুর জন্য তৈরী হও।

বাবাঃ আরে আরে, করছিস কি? আমি তোর বাবা। তোর জন্মদাতা।
পুত্রঃ গীতায় বলেছে- না কেউ কারও বাবা, না কেউ কারো ছেলে। আমরা সবাই ঈশ্বরের সন্তান।
পিতাঃ শান্ত হ, গুলি ছুটে গেলে আমি মরে যাব যে...
পুত্রঃ বাবা, নশ্বর দেহ'ই মৃত্যুপ্রাপ্ত হয়। আত্মা কখনো মরে না। আত্মা অমর। গীতায় লেখা আছে।
পিতাঃ মারিস না আমায়। পিস্তলটা সরিয়ে রাখ। হঠাৎ গুলি বেড়িয়ে গেলে আমি যন্ত্রনায় ছটফট করতে করতে মরে যাব। আমি মরতে চাই না। প্লীজ। দয়া কর।
ছেলেঃ কেন বৃথাই চিন্তা করছো বাবা? গীতায় লেখা আছে, 'নৈনং ছিন্দন্তি শস্ত্রানি, নৈনং দহতি পাবক'। মানে হলো- আত্মাকে তলোয়ার দিয়ে কাটা যায়না, আগুনে পোড়ানো যায় না। সব জেনেও এত ভীত কেন বাবা?

পিতাঃ নিজের ছোট ছোট ভাইবোন গুলোর কথা, নিজের মায়ের কথা তো একবার ভাব। ওদের কি হবে?
পুত্রঃ এই দুনিয়ায় কেউ কারও নিজের নয়। পৃথিবীর সমস্ত সম্পর্ক স্বার্থের ওপর দাড়িয়ে আছে। একথাও গীতায় আছে।
পিতাঃ হে পুত্র, আমায় হত্যা করে তুমি কি পাবে? তোমার লাভ কি?
পুত্রঃ ধর্মযুদ্ধে নিহত হলে তোমার স্বর্গপ্রাপ্তি হবে। আর আমি তোমার ধনসম্পদ পাবো।
পিতাঃ বাবা, এরকম অন্যায় করিস না, দয়া কর...ভগবানের দোহাই লাগে।
ছেলেঃ বাবা তুমি কোনও চিন্তা করো না। আত্মা যেমন পুরোনো, জীর্ন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে, তুমিও তদ্রূপ নতুন শরীর ধারণ করার প্রস্তুতি নিতে তৈরী হও। বিদায় পিতাশ্রী...

নীতিকথাঃ এটা হলো কলির যুগ। কলি যুগের বাচ্চাদের আদিসত্য, আদিধর্ম বা আদি ধর্মগ্রন্থ যুগের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন না। বরং ওদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সট্রাগ্রা্ম আর টিকটক দিয়ে ব্যাস্ত রাখুন। নতুবা ওরা অনর্থ বাধিয়ে দেবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২০ রাত ১১:৩১

কল্পদ্রুম বলেছেন: সকল ধর্মগ্রন্থ এক বা একাধিক ধর্ম প্রচারকের মাধ্যমে ছড়িয়েছে।এতে প্রমাণিত হয় কেবল বই পড়ে জ্ঞান অর্জনের ক্ষমতা মানুষের নেই।ধর্মপ্রচারকরা ছিলেন শিক্ষক।বাচ্চাকে পদার্থ বিজ্ঞান কি সেটা না বুঝিয়ে ব্রিফ হিস্টোরি অব টাইম ধরিয়ে দিলে যা হবে,ধর্ম কি তা না বুঝিয়ে গীতা ধরিয়ে দিলেও তাই হবে।

২৬ শে মে, ২০২০ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকুন।

২| ২৭ শে মে, ২০২০ রাত ২:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আত্মার ধারনা গীতারো কয়েক হাজার বছর পুরনো।সকল ধর্মেই আত্মার উপস্থিতি আছে।একমাত্র বস্তুবাদীরা আত্মাকে অশিকার করে।আত্মা থাকা যে বিপদ জনক এটা আপনি সুন্দর ভাবে বুঝিয়েছেলের।

২৭ শে মে, ২০২০ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: আত্মা নিয়ে বিজ্ঞানীরা কি বলেন?

৩| ২৭ শে মে, ২০২০ রাত ২:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কি লিখি আর কি হয়।লিখব বুযিয়েছেন

২৭ শে মে, ২০২০ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।

৪| ২৭ শে মে, ২০২০ সকাল ১১:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্মগ্রন্থ হাজার হাজার বছরের পুরাতন । বর্তমান একুশ শতকের চাহিদা মেটাতে উহা অক্ষম ।
বাস্তবে এর কোনো গুরুত্ব নেই।

আধুনিক শিক্ষা ব্যবস্থায় ধর্মগ্রন্থ নিতান্তই গৌণ।

২৭ শে মে, ২০২০ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: সহমত।

৫| ২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪২

ইসিয়াক বলেছেন: পড়লাম।

২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.