নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেশের সাধারন মানুষ লকডাউন খুলে দেওয়া নিয়ে যা ভাবছেন

২৮ শে মে, ২০২০ দুপুর ২:৫৫



১। সবই যখন খুলে দিচ্ছেন তো সীমিত আকারে বেড়ানোর জায়গাগুলোও খুলে দেন। মরতেই যখন হবেই, ঘরে দম আটকে মরি কেন? টাকাপয়সা এখনো যা আছে তা খরচ করেই মরি। কবরে তো আর টাকা পয়সা চাবানোর সুযোগ নাই। অফিস যখন খুলছে, ট্যুরিস্ট স্পট খুলতে অসুবিধা কী। আমরা সপ্তায় পাঁচদিন অফিস করে দুইদিন রিল্যাক্স করবো না কেন?

২। কাওরান বাজার হইতেছে করোনা'র ফ্যাক্টরি!

৩। উইঘুর মসুলমান ইস্যু নিয়ে এ দেশের যারা দিনরাত চীনের ওপর নানা রকম গজবের স্বপ্ন দেখতো, এখন ভারত-চীন সীমান্তু উত্তেজনায় তারা সবাই চীনের পক্ষে।
এই হলো বাংলাদেশের এক শ্রেণির মসুলমান।

৪। নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেই হবে। পৃথিবী বদলে গেছে, নিজেকেও বদলাতে হবে। খাপ খাওয়াতে হবে বিরূপ পরিস্থিতির সঙ্গে । মানসিক প্রস্তুতি নিতে হবে। মানসিক প্রস্তুতি ব্যক্তির মনোবল বাড়াবে। মনে রাখতে হবে, মানব দেহে ভর করে করোনা বেঁচে থাকে।

৫। অর্থনীতির দুয়ার খুলতে গিয়ে মৃত্যুর দুয়ারটাও খুলে দিলাম কিনা সময়ই তা ভালো বলতে পারবে!
মাঝে মাঝে নিজেকে খুব দুর্ভাগা নাগরিক মনে হয়।

৬। এখনো সংক্রমণ শীর্ষবিন্দুতে পৌঁছেনি,জুনের তিন সপ্তাহ কঠোর হতে হবে:জাতীয় পরামর্শক কমিটি।

৭। বিলাসবহুল ইউনাইটেড হাসপাতালে আগুন। তাও আবার করোনা ইউনিটেই। সেখানে থাকা ৫ করোনা রোগীরই মৃত‍্যূ। রহস‍্যটা কি খুব বেশি জটিল?

৮। জ্বর, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, চোখ লাল/ব্যথা, গলা ব্যথা, সর্দি বা কাশি, পেট ব্যথা, বমি, পেট খারাপ, পিঠে কোমরে ব্যথা, হাতে পায়ে মাংসপেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা, সারা শরীরে ব্যথা, খাবারে ভয়াবহ অরুচি, নাকে গন্ধ না পাওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি যেকোনো দুটো বা একটা সমস্যা থাকলে ধরে নিতে হবে আপনি কোভিড-১৯ সাসপেক্টেড।

৯। জন্মের পরের একমাত্র নিশ্চয়তা মৃত্যু হলেও, মৃত্যু নিয়েই আমদের সব থেকে ভয়।
মানুষটা বলে, পৃথিবীতে জন্মানোটাই হলো শাস্তি, পাপের ফল। আজকাল কথাটা খুব বিশ্বাস করতে ইচ্ছা করে।

১০। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৫। নতুন আক্রান্ত ২,০২৯। সুস্থ ৫০০ জন। নমুনা পরীক্ষা ৯,৩১০। মোট মৃত ৫৫৯। আক্রান্ত ৪০,৩২১। সুস্থ ৮,৪২৫ জন।

১১। করোনা পরিস্থিতি নিয়ে শুরু থেকেই হ য ব র ল, লেজেগোবরে অবস্থা। কর্তৃপক্ষ কি কিংকর্তব্যবিমূঢ়! করোনাকালে কি তাদের 'করুণা' দরকার!

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২০ বিকাল ৩:০৯

শূন্য সারমর্ম বলেছেন: পুরো দেশের দৃশ্যপট তুলে ধরেছেন। উইঘুর ইস্যু ও বিলাসবহুল ইউনাইটেড বাড়তি আবহ তৈরী করেছে।

২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২| ২৮ শে মে, ২০২০ বিকাল ৩:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবন ও জীবিকার তাগিদে লকডাউন শিথিল করা হয়েছে
তার বিকল্প বের করতে হবে, সুযোগ পেলে মহামারী মহা
ছোবল হানবে ।

২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: সবাইকে সাবধান থাকতে হবে।

৩| ২৮ শে মে, ২০২০ বিকাল ৩:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এমনকি প্রচন্ড রকম ধার্মিক লোকেরাও মরতে চায় না।
সবাই বেঁচে থাকতে চায়।

অথচ ধার্মিকদের মরতে আপত্তি থাকার কথা নয় । কেননা, মরলেই তো চির শান্তির জান্নাত লাভ

২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: হে হে---
এরা রিয়েল ধার্মিক নয়।

৪| ২৮ শে মে, ২০২০ বিকাল ৩:৪৩

জুন বলেছেন: ৩ নং বক্তব্যের ব্যাপারে দ্বিমত পোষণ করছি রাজীব নুর। আমি আমরন চীন বিরোধী থাকবো যদি সে সত্যি সত্যি কোভিড ১৯ ভাইরাসের উদ্ভাবক এবং সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য দায়ী হয়ে থাকে।

আরেকটি ব্যাপার খুব রহস্যময় মনে হয় আমার কাছে তা হলো আমাদের দেশের ধনী শিল্পপতিরা বাসার কাজের লোক বা ড্রাইভার এদের মাধ্যমে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কিন্ত তাদের সেই কাজের লোক আর ড্রাইভার এর কি অবস্থা তাতো জানা হলো না :(

২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: আমার মনেও এই প্রশ্ন জেগেছে।

৫| ২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০১

ঢাবিয়ান বলেছেন: লকডাউন যখন দেয়া হয়েহিল তখন যদি সেটা কার্ফু দিয়ে দেয়া হত তাহলে করোনা পরিস্থিতি অনেকখানি কন্ট্রোলে এসে যেত।আর এখনতো সারা বিশ্বেই লকডাউন উঠিয়ে দেয়া হচ্ছে। তাই বাংলাদেশে না উঠিয়েই বা উপায় কি?

২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: লাখ লাখ মানুষ আক্রান্ত হলে তারা কোন হাসপাতালে যাবে? তাদের চিকিতোরাবে কে?

৬| ২৮ শে মে, ২০২০ বিকাল ৪:২৩

নতুন বলেছেন: ১৭ কোটি মানুষকে দাবাইয়া রাখা সম্ভবনা। যেখানে বেশির ভাগই সচেতন না। শিক্ষিত শ্রেনীর কিছু মানুষ মানছেন বাকিরা তোয়াক্তা করছেনা।

আর দেশে ১০ হাজার টেস্টও যদি করে তবে ১০% জনসংখ্যা টেস্ট করতে মনে হয় ৫ বছর লাগবে।

আর আমাদের দেশে ১ বা ২ লক্ষ টেস্ট করার সম্ভবনা দিনে।

তাই আমাদের মতন দেশে এরচেয়ে ভালো কিছু হবার নাই। করোনা সবাইকে সংক্রামিত করে ইমিউনিটি অজ`ন করবে বাংলাদেশ। :(

এখন চিন্তা আমাদের দাদা/বাবার জেনারেসন। করোনা আগামী শীতের মৌসুমে দেশে থাকলে এই জেনারেসনটা আমারা হারাবো।

প্রতিদিন ২০ জনের মৃত্যুর খুবই সীমিত আকারের মৃত্যু দেশের জন্য। তাই সংখ্যাটা যদি না ১০০ বা ৫০০ হচ্ছে ততদিন জনগন বা সরকার কারুরই টনক নড়বেনা। :(

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৫

রাজীব নুর বলেছেন: বয়স্ক মানুষেরা সব মরে সাফ হয়ে যাবে!!!

৭| ২৮ শে মে, ২০২০ বিকাল ৪:২৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: করোনাই শেষ নয়..
আসছে পঙ্গপালের ঝাঁক ।
ইতিমধ্যে ভারতের উত্তরপ্রদেশে ঢুকে গেছে তারা ।
দিনে 200 কিলোমিটার পথ অতিক্রম করছে তারা । খেয়ে ফেলছে 35 হাজার মানুষের খাবার ।

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৬

রাজীব নুর বলেছেন: পঙ্গপালে তো আর মানূষ মরে না। পাঙ্গপাল ভারতে বহু আগে থেকেই আছে।

৮| ২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি ,মানুষের এই ভাবনাগু?
স্বপ্নে প্রদত্ত নাকি গাঁজায় দম দেবার ফল!!
বলেন এগুলো আপনার নিজের ভাবনা।
মানুষের উপর দোষ চাপান কেন?

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৭

রাজীব নুর বলেছেন: আমি তো বনে থাকি না।
আমার ভাবনা আর সাধারন মানূষের ভাবনা একই।

৯| ২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সময় উপযোগী পোষ্ট।ভালো গুরুর ভালো শিষ্য

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১১

ইসিয়াক বলেছেন: আজ আমার খুব জ্বর, সাথে মাথা ব্যথা ,সর্দি,এবং মৃদু কাশি আছে,খাবারে রুচি নেই কোন কিছুর গন্ধও পাচ্ছি না। কে জানে কি হয়েছে। তবে আমার এলার্জি সমস্যা আছে প্রায় এরকম হয় অন্তত মাসে একবার হবেই। সত্যি বললাম । মনে করেন না মজা করছি।
ধন্যবাদ

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: ভয় পাবেন না। আপনার করোনা হয় নি।

১১| ২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

পারভীন শীলা বলেছেন: সরকারী চাকুরে ছাড়া বাকি সবাই চান লক ডাউন তুলে দেয়া হোক।সরকার বেচারা আর কি করবে?

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: সরকার আছে বিশাল বেড়াছেড়ার মাঝে।

১২| ২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

ইসিয়াক বলেছেন:





রবীন্দ্র সংগীত
*************
তুমি এপার ওপার কর কে গো
***************************

তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে?
আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব চেয়ে।।

ভাঙিলে হাট দলে দলে সবাই যাবে ঘরে চলে
আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে।।

দেখি সন্ধ্যাবেলা ও পার-পানে তরণী যাও বেয়ে।
দেখে মন যে আমার কেমন করে, ওঠে যে গান গেয়ে
ওগো খেয়ার নেয়ে।।

কালো জলের কলকলে আঁখি আমার ছলছলে
ও পার হতে সোনার আভা পরান ফেলে ছেয়ে।

দেখি তোমার মুখে কথাটি নাই ওগো খেয়ার নেয়ে–
কী যে তোমার চোখে লেখা আছে দেখি যে সব চেয়ে
ওগো খেয়ার নেয়ে।

আমার মুখে ক্ষণতরে যদি তোমার আঁখি পড়ে
আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে
ওগো খেয়ার নেয়ে।।

২৮ শে মে, ২০২০ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৩| ২৮ শে মে, ২০২০ রাত ১০:১৯

কল্পদ্রুম বলেছেন: ট্যুরিস্ট স্পট খুলে দিলে কোথায় যাবেন? ঐসবও খুলে দেবে শিগগিরই।

২৮ শে মে, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: কই যাবো ঠিক করি নাই।
তবে ঘরে তো দম বন্ধ হয়ে আসছে।

১৪| ২৮ শে মে, ২০২০ রাত ১১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক বলেছেন: আজ আমার খুব জ্বর, সাথে মাথা ব্যথা ,সর্দি,এবং মৃদু কাশি আছে,খাবারে রুচি নেই কোন কিছুর গন্ধও পাচ্ছি না। কে জানে কি হয়েছে। তবে আমার এলার্জি সমস্যা আছে প্রায় এরকম হয় অন্তত মাসে একবার হবেই। সত্যি বললাম । মনে করেন না মজা করছি।

ইসিয়াক ভাই খানসাবের ৮ নম্বরকে পাত্তা দিবেন না। তার ভরসায়ও আস্থা রাখবেন না। খানসাব কখন্ কি বলে তার লেজ মাথা নাই। উপসর্গ বললেন এখন আবার অভয় বাণী।
যাহোক দুঃশ্চিন্তা করবেন না। আল্লাহর উপর ভরশা রাখুন আর তার কাছে প্রার্থনা করুন।
৩৩৩ নম্বরে কল করে ফ্রি পরামর্শ নিন।

২৯ শে মে, ২০২০ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: যারা আমার কথা শুনবে তাদের ভালো হবে।
যারা শুনবে না তারা অন্ধকারে যাবে।

১৫| ২৯ শে মে, ২০২০ দুপুর ২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: যারা আমার কথা শুনবে তাদের ভালো হবে। যারা শুনবে না তারা অন্ধকারে যাবে।

কামাক্ষার জঙ্গলে কত দিন তপস্যা করে
এই বর হাসিল করেছেন। মন্তাজের তাবিজ
তুমার করেন নাাকি? হাদিয়া কতো ?

২৯ শে মে, ২০২০ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: হাদিয়া সারা জীবন দিয়ে আসছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.