নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ২৭ (ছবি ব্লগ)

০১ লা জুন, ২০২০ রাত ১১:৪০



আজ বিকেলে বাইরে গিয়েছিলাম।
তখন কিছু ছবি তুলেছি। সেই ছবি গুলো নিয়েই আজকের পোষ্ট। বিশ্বের কোঠাও শান্তি নাই। আমেরিকার হঠাত হলো কি? রাবেয়া রহীম বললেন, ''প্রেসিডন্ট ট্রাম্প হোয়াইট হাউসের বেইজমেন্ট নিরাপত্তা হেফাজতে আছেন।'' গণবিক্ষোভের মুখে গর্তে পালিয়েছেন ট্রাম্প! ইতিহাসে আছে- দুষ্ট শাসকরা গর্তে পালিয়েও রক্ষা পায়নি। দেশে দেশে দুষ্ট শাসকদের পতন ঘন্টা বাজছে... একটা ভিডিওতে দেখলাম- একদল লোক (কালো) একটা দোকানের ভিতর ঢুকে দোকানের জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে। আমাদের দেশে পল্টন, প্রেসক্লাব আন্দোলন হয় কিন্তু কখনও দোকান ভেঙ্গে চুরী ডাকাতি হয় না। পৃথিবীর সবচেয়ে বর্ণবাদী অঞ্চল সম্ভবত দক্ষিণ এশিয়া! এই অঞ্চলের মানুষ এতোটাই বর্ণবাদী যে এক জেলার ছেলের সাথে অন্য জেলার মেয়ে বিয়ে দেয় না। অথচ ধর্ম, বর্ণ, শারীরিক উচ্চতায় সমানে সমান। মেয়ে বিয়ে না দেওয়ার মূল কারণ- ওরা (ঐ জেলা) তরকারীতে ঝাল বেশি খায়!


১।
রাজারবাগ পুলিশ লাইনস। ৭১ এ শহীদ মুক্তিযোদ্ধাদের সৃতির স্মরনে সৌধ।

২।
একলোক শিং মাছ বিক্রি করছে। ৬ শ' টাকা কেজি চাইছে।

৩।
রাজারবাগ পুলিশ লাইনের অনেক গুলোর গেটের একটি।

৪।
তিনটা কুকুর অনেকখানি দূরত্ব রেখে বসে আছে।

৫।
মালিবাগ মোড়। বিকেল চারটা।

৬।
শান্তিবাগ।

৭।
পুটি মাছ কড়া করে ভেজে খেতে বেশ লাগে। অবশ্য লালশাক দিয়ে অল্প ঝোল করে রান্না করলেও ভালো লাগে।

৮।
এত গুলো স্লাভ বসানোর দরকার কি? কয়দিন পর ম্যানহোলের ঢাকনা গুলো চুরী হয়ে যাবে।

৯।
শান্তিনগর।

১০।
ঢাকা শহরের সমস্ত ফুটপাত যদি এরকম বড় আর পরিস্কার থাকতো!

১১।
গলির মোড়ে মোড়ে ভ্যান গাড়িতে সমস্ত কিছু পাওয়া যায়। মাছ, সবজি, মূরগী, ফল, ডাব।

১২।
লিচু উঠেছে। লিচু খুব অল্প সময় থাকে।

১৩।
এই শহরে কিছু মানুষ খুব সচেতন আর কিছু মানুষ একেবারেই সচেতন না।

১৪।
রাস্তায় বের হলেই ভিক্ষুক। উন্নয়নের মহাসড়কে এত এত ভিক্ষুক থাকবে কেন?

১৫।
টিএন্ডটি কলোনী। এখানে তিনতলা সরকারী কোয়াটার ছিলো। এখন বিশাল বিল্ডিং উঠেছে।

১৬।
রাজারবাগ মোড়।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ রাত ১১:৪৪

গুরুভাঈ বলেছেন: স্যাভলন বড়ো বোতোলটার দাম কতো?

০২ রা জুন, ২০২০ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: ফার্মেসীতে গিয়ে খোজ নিন।

২| ০১ লা জুন, ২০২০ রাত ১১:৫৩

অনল চৌধুরী বলেছেন: ট্রাম্প সাংঘাতিক ভয় পেয়েছে।
এর আগে ৯/১১-তে বুশ প্রাণভয়ে বিমান নিয়ে আকাশে উড়েছিলো।

০২ রা জুন, ২০২০ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: বিক্ষোভের জনগন বড় ভয়ংকর।

৩| ০১ লা জুন, ২০২০ রাত ১১:৫৫

কল্পদ্রুম বলেছেন: ঝাল বেশি খাওয়াকে তুচ্ছ করে দেখলেন!
ফটো ডায়েরি ভালো লেগেছে।আরো তুলবেন।ফটোগুলো যত্ন করে রাখবেন।এগুলো ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে।

০২ রা জুন, ২০২০ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: কোনো কিছুই আমি জমিয়ে রাখি না।

৪| ০২ রা জুন, ২০২০ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



১০ নং:

এই ফুটপাত কোন এলাকায়?

০২ রা জুন, ২০২০ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: আমার বাসার কাছেই।
রাজারবাগ এক নম্বর গেটের কাছে।
একদিকে ফরিকাপুল, একদিকে শান্তিনগর, একদিকে রাজারবাগ, একদিকে আইডিয়াল স্কুল।

৫| ০২ রা জুন, ২০২০ রাত ১২:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে পুলিশের বর্বরোচিত নিপীড়নে শ্বাসরোধ করে হত্যার
প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভে সামিল হচ্ছে
হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের দমনে দেশটির প্রায় ২২টি অঙ্গরাজ্যের
৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, বিভিন্ন অঙ্গরাজ্যে এ পর্যন্ত
অন্তত ১ হাজার ৬৬৯ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিওর
কন্যা চিয়ারা ডি ব্লাসিও রয়েছেন।

০২ রা জুন, ২০২০ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: গজব অবস্থা চলছে আমেরিকাতে।

৬| ০২ রা জুন, ২০২০ রাত ১:১৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১৪,উন্নয়ন যত বৈষম্য তত।সুষম উন্নয়ন হয় না।আরোবেশি অসম উন্নয়ন হলে আরো বেশি ফকির বাড়বে।

০২ রা জুন, ২০২০ রাত ২:২৬

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৭| ০২ রা জুন, ২০২০ ভোর ৫:৩১

কাছের-মানুষ বলেছেন: পুটি মাছ আমারো কড়া ভেজে খেতে ভাল লাগে। রাস্তাঘাট মোটামুটি ফাকা মনে হচ্ছে।

০২ রা জুন, ২০২০ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: মোটামোটি ফাকাই বলা চলে।

৮| ০২ রা জুন, ২০২০ সকাল ৭:৪৮

Kazi Emran বলেছেন: পুটিমাছ+জলপাই দিয়ে ঝুল

০২ রা জুন, ২০২০ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: খাইনি কখনও।

৯| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ না।

০২ রা জুন, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১০| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

ইসিয়াক বলেছেন: ভালো।

০২ রা জুন, ২০২০ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.