নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই সমাজ- ২৫

০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৫০



ফেরীতে ঘাট গুলো লোকজনের বেহাল দশা।
কোনো নিয়ম মানা হচ্ছে না। বাসে উঠতেও লোকজনের ধাক্কাধাক্কি চলছে। ছবি গুলো দেখলে আতকে উঠতে হয়। যারা এই ভিড় তৈরি করছে তাদের কি করোনা ভয় নেই? ভয় অবশ্যই আছে। বেঁচে থাকার জন্যই তারা মৃত্যু ভয় তুচ্ছজ্ঞান করছে। কয়েকদিন আগে আম্পানে কলকাতা লন্ডভন্ড হয়ে গেল। এখন নতুন আগেক ঝড় আসছে। ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে আরব সাগরের পাড়ে ভারতের উপকূলে। Panagi থেকে ২২০ কিলোমিটার দূরে যে ঘূর্নিঝড়টি সন্ধ্যার দিকে Kundapura থেকে Mumbai উপকূলে আঘাত হানার জোর প্রস্তুতি নিচ্ছে, এর নাম "নৈসর্গ"। ভাবছেন এমন সুন্দর নাম কারা দিয়েছে? ঠিক। বাংলাদেশ থেকে প্রস্তাব করা নাম।

ছবিতে দেখলাম-
হাজী কামাল লিবিয়ায় মানব পাচারের মূল হোতা। তিনি আপাদ মস্তকই 'হাজী' তাতে কিন্ত কোনো সন্দেহ নাই! হজ্জ করলেই নাকি শিশুর মতো পাপমুক্ত হওয়া যায়। মুমিনের পাপ মুক্ত হওয়ার প্রত্যাশার হজ্জ ব্যাবসা বন্ধ হওয়া উচিত। র‍্যাবকে ধন্যবাদ জানাই- এই হাজী সাহেবকে গ্রেফতার করেছে বলে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী করোনা নিয়ে হাসপাতালে ভরতি। বেসরকারি হাসপাতালে। সরকারের বড় দায়িত্বে যারা মন্ত্রী, সচিব, ডিজি তারা অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে যাচ্ছে কেন? নাসিম সাহেব যদি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন অন্ততপক্ষে হাসপাতাল থেকে দালাল দূর করতে পারতেন- তাহলে সাধারন মানুষের অনেক উপকার হতো।

কিছু খবর আমাকে পিড়া দেয়।
বয়োবৃদ্ধ মানুষজন করোনায় মরছেন দেখে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো খুব খুশি। কারণ, তাঁদের পেনশন ফান্ড এবং বয়স্কভাতা ও চিকিৎসা-ব্যয়ের বিশাল অংকের অর্থ বেঁচে যাবে। ''গঠনমূলক কিছু না বলতে পারলে চুপ থাকুন : ট্রাম্পকে পুলিশ প্রধান।'' এরকম কথা কি আমরা আমাদের রাজনীতিবিদদের বলতে পারবো?
শুনলাম- রাজধানীর খিলগাঁওয়ে রেজা ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পেয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়। এ কারণে তাদেরকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

যেখানে দুই মাসের অধিক সময় ধরে দেশ অঘোষিত লকডাউনে ছিল। সবাই এক প্রকার কর্মহীন অবস্থায় আছে। অনেক অফিস বেতন বন্ধ করেছে। করেছে কর্মী ছাঁটায়। অনেক প্রতিষ্ঠান বেতন কর্তন করেছে। ঈদে বোনাস দেয় নি। সেখানে কি করে গণপরিবহন দ্বিগুণ ভাড়া দাবি করে। কোনো ভাবেই ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধি গ্রহণযোগ্য ও ন্যায় সঙ্গত নয়। এটা বন্ধ করা উচিৎ। পক্ষান্তরে কিভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে গণপরিবহনে যাত্রী আনা নেওয়া করা যায় সে জন্য কাজ করায় এখন প্রধান দায়িত্ব ও কর্তব্য। এটিই এখন প্রধান অন্তরায়।

কোভিড ১৯ পজিটিভ মানেই মৃত্যু নয়... মনের জোরটাই বাঁচিয়ে রাখুক সবাইকে।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো পোস্ট।
কভিড ভাইরাস চলে যাবে।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: ডিসেম্বরে পুরো বিশ্ব থেকেই যাবে।

২| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩২

চাঙ্কু বলেছেন: নৈসর্গ ঘুর্নিঝড়ের নাম? আমরা দেখি সেইরাম রোমান্টিক!
বাংলাদেশের সবচেয়ে বিশৃংখল সেক্টর মনে হয় গনপরিবহন!

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সব সেক্টরই বিশৃংখলায় ভরা।

৩| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


করোনা প্রমাণ করেছে যে, কোন দেশই হাসপাতালগুলো ব্যক্তি মালিকানায় থাকা উচিত নয়।

০২ রা জুন, ২০২০ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: হাসপাতাল মানেই দারুন ব্যবসা।

৪| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: চড়ুই পাখি দুটি কি ঝগড়া করেছে? নাকি একে অপরের প্রতি অভিমানে রয়েছে? হাজী কামাল হোক বা ব্রাজিলের প্রেসিডেন্ট হোক বা করোনাই হোক, এই নিয়ে আর কিছু বলতে চাই না। আজ ভাইয়ের কাছে একটাই প্রশ্ন যেন চড়ুই পাখির সংসারটা না ভাঙ্গে।

০২ রা জুন, ২০২০ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: না ভাঙবে না। সামান্য মান অভিমান চলছে।

৫| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৩

ইসিয়াক বলেছেন:




দূর হোক করোনা। দূর হোক অনিয়ম।

০২ রা জুন, ২০২০ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: বললেই তো হয় না।

৬| ০২ রা জুন, ২০২০ রাত ৮:০৮

সাইন বোর্ড বলেছেন: অন্য দেশের তুলনায় বাংলাদেশে কম বয়ষ্ক মানুষ বেশি মরছে ।

০২ রা জুন, ২০২০ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: আল্লাহর রহমত ভাই।

৭| ০২ রা জুন, ২০২০ রাত ৮:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নামাজ,রোজা,হজ্ব মানুষকে সৎ করে না।

০২ রা জুন, ২০২০ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: একদম ঠীক।

৮| ০২ রা জুন, ২০২০ রাত ৮:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নামাজ,রোজা,হজ্ব মানুষকে সৎ করে না।

বলুন নামাজ,রোজা,হজ্ব
অ-মানুষকে সৎ করে না।
তবে মানুষকে সৎ করে।

০২ রা জুন, ২০২০ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সব মানুষই অসৎ।

৯| ০২ রা জুন, ২০২০ রাত ৮:২২

ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশে বিশৃঙ্খলার আলামত দেখা যাচ্ছে । সতর্ক থাকুন ।

০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: করোনার কথা বলছেন?

১০| ০২ রা জুন, ২০২০ রাত ৮:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ঝড়ের নৈসর্গিক রুপ দেখার খুব শখ !!

০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: শখ বাদ দেন। ঝড় খুব খারাপ জিনিস।

১১| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৩২

গুরুভাঈ বলেছেন: সময় তিভির খবরে শুনলাম "সদরঘাট বিশ্বের সবচাইতে বড়ো ফেরিঘাট"। তথ্য কি সঠিক?

০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: বুড়িগঙ্গাতে তো কোনো ফেরী নাই। সদরঘাটে কোনো ফেরী চলাচল করে না।

১২| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৪১

আমি সাজিদ বলেছেন: ডিসেম্বরে করোনা না গিয়ে যদি অক্টোবর নভেম্বরে চলে যায়? কিভাবে এতো সিউর হচ্ছেন?

০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: আরো আগেই যাবে। আমি হাতে বেশি সময় নিয়ে বলেছি। তাছাড়া শুধু আমাদের দেশে না। পুরো বিশ্ব থেকেই ডিসেম্বরের মধ্যে করোনা বিদায় নেবে।

১৩| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৪

আমি সাজিদ বলেছেন: গুরুভাই এই তথ্য প্রযুক্তির যুগে অনেক কিছুই শোনা যাবে, বুড়িগঙ্গায় সবচেয়ে বিশুদ্ধ পানি, সদরঘাট পৃথিবীর সবচেয়ে বড় ফেরিঘাট এমন আর কি। তবে কি আমার ভাঙ্গা বাড়ি আমার কাছে মসজিদ, আবার বিলিওনিয়ারের প্রসাদ তার কাছে মসজিদ। একই কথা। সন্দেহ লাগলে আমি গুগল করি।

০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: গুগলেও অনেক ভুল তথ্য থাকে।

১৪| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৫১

আমি সাজিদ বলেছেন: তথ্য অনেক থাকবেই। ক্রসচেক করে সঠিক ইনফরমেশন বের করা সবার দ্বায়িত্ব।

০২ রা জুন, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: দায়িত্বটুকুই তো কেউ পালন করতে চায় না।

১৫| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৫৬

আমি সাজিদ বলেছেন: 'করোনা চলে যাবে' কথাটা ভুল। করোনার ভাইরাস মিউটেটেড হয়ে তার শক্তিমাত্রা হারাতে পারে। কিংবা এই ভাইরাসের আক্রান্তদের শরীরের খারাপ উপসর্গগুলো কমানোর জন্য কার্যকরী কোন মেডিকেশন প্র‍্যাক্টিসে চলে আসবে। এমন কিছু হতে পারে।ভ্যাক্সিন আসতে ডিসেম্বর পার হবে।

০২ রা জুন, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: করোনা নিয়ে চারিদিকে এত এত নেগেটিভ কথা শুনে মন বিষন্ন হয়ে আছে।
একটু আশার আলো দেখতে চাই।

১৬| ০২ রা জুন, ২০২০ রাত ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দার্শনিক প্রফেসর সাইদুর রহমান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষক। বঙ্গবন্ধু নাকি তাঁকে বলেছিলেন, 10 জন ভালো মানুষের একটি তালিকা দিতে যাতে তিনি তাদেরকে মন্ত্রিসভায় নিয়োগ দিতে পারেন। বঙ্গবন্ধু তাঁর শিক্ষককে মাঝে মাঝেই জিজ্ঞেস করতেন, স্যার , আমার দশজন ভালো মানুষের তালিকাটি কবে দিবেন?

15 ই আগস্ট 1975 সাল পর্যন্ত প্রফেসর সাইদুর রহমান দশ জন ভালো মানুষের তালিকাটি বঙ্গবন্ধুর কাছে দিতে পারেনি।
আফসোস!

০২ রা জুন, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: ভালো মানুষ নেই। সবাই ভালোর মূখোশ পরে থাকে।

১৭| ০২ রা জুন, ২০২০ রাত ১০:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: ভালো মানুষ নেই। সবাই ভালোর মূখোশ পরে থাকে।

খানসাব কি তাদের বাইরে !!!

০৩ রা জুন, ২০২০ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: তা আপনিই ভালো বলতে পারবেন।

১৮| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পদাতিক চৌধুরি বলেছেন: চড়ুই পাখি দুটি কি ঝগড়া করেছে? নাকি একে অপরের প্রতি অভিমানে রয়েছে? আজ ভাইয়ের কাছে একটাই প্রশ্ন যেন চড়ুই পাখির সংসারটা না ভাঙ্গে।

দাদা তেমন সন্ধেহ আপনার মনেও জাগলো !! :(( আমিও তাকে নিয়ে চিন্তিত খুব !!
খানসাবের চড়ুই পাখির মতো উড়ু উড়ু মন!! কখন কি ঘটায় বুঝতে পা্রছিনা। তবে
আশা ও প্রার্থনা করি যেন কোন ঝড়ই চড়ুু পাখির বাসাটাকে ভাংতে না পারে।
টিকে থাকুক শত ঝড়ঝঞ্জার মাঝে।

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: কোনো সংসার ভাঙ্গাভাঙ্গির মধ্যে আমি নাই। হোক মানুষ অথবা চড়ুই।

১৯| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




হাসপাতাল সহ ডাক্তার, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরি ব্যাবসা বন্ধ হবে না।
সরকার দেশ জনগণ এদের কাছে জিম্মি।

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: মানুষের অসহায়ত্ব জিম্মি করে ব্যবসা করা ভালো না।

২০| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ট্রাম্প এর দৈন্য দশা। উত্তাল আমেরিকা।

চিকিৎসা ব্যবস্থা নিঃস্ব করে দিয় নাসিম করোনাক্রান্ত। তিনি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। আর ডঃ জাফর নিজের গড়া গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এটাই আসল খবর। করোনা নগ্ন করে দিয়েছে আসল চেহারা।

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

২১| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বলুন নামাজ,রোজা,হজ্ব
অ-মানুষকে সৎ করে না।
তবে মানুষকে সৎ করে।

নূর হুজুর।

তাহলে রোজা নামাজ এর কাজটা কী? যা মানুষের চরিত্রের উন্নতি করতে পারে না তার আকর্ষণটা তাহলে কোথায়?

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: হে হে---

নুরু সাহেব এসব বুঝবে না। উনি পুরোপুরি আধুনিক হতে পারে নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.