নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৫৯

০৩ রা জুন, ২০২০ রাত ১:১৫



গত্কাল রাতের কথা দিয়ে শুরু করি।
কলকাতার একটা বাংলা মুভি দেখছিলাম। মুভির নাম 'মাটি'। দেশভাগ নিয়ে ঘটনা। তখন রাত আড়াইটা। বেশ ক্ষুধা লাগলো। সুরভি গভীর ঘুমে। হাতের কাছে ডিব্বাতে বিস্কুট কিন্তু খেতে ইচ্ছা করছে না। দুইটা ডিম সিদ্ধ দিলাম। পনের মিনিট পর ডিম সিলে লবন দিয়ে খেয়ে নিলাম একটা। বেশ লাগলো। সিনেমা শেষ হলো রাত সাড়ে তিনটায়। চারটায় বিছানায় গেলাম। কিন্তু ঘুম আসে না। এপাশ ওপাশ করছি। কখন ঘুমিয়ে গেলাম জানি না। ঘুমের মধ্যে সুন্দর একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম হাতির পিটে চড়ে জঙ্গলের ভিতর দিয়ে খুব ঘুরে বেড়াচ্ছি। জঙ্গলের মধ্যে একটা মেয়েকে দেখলাম- ঝর্নার জলে স্নান করছে। খুব সুন্দর মেয়ে। একদম দেবী প্রতিমার মতোন দেখতে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি! মেয়েটা আমাকে বলল, তোমার সাথে আমাকে নিবে? আমি মেয়েটাকে টেনে হাতির পিঠে তুলে নিলাম। মেয়েটা ভয় পাচ্ছিলো। আমি বললাম, ভয় নেই। আমি আছি।

দুপুরে খেয়ে বাইরে গেলাম।
মোবাইলটায় হঠাত সমস্যা দেখা দিয়েছে। ত্রিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনেছি। দেড় বছর পর সমস্যা দেখা দিলো। ইষ্টার্ন প্লাস মার্কেটে গেলাম। তারা বলল, ব্যাটারিতে সমস্যা। নতুন ব্যাটারি লাগালাম। তের শ' টাকা নিলো। তাও ব্যাটারির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। সন্ধ্যা পর্যন্ত এক রাস্তা থেকে আরেক রাস্তায় ঘুরাঘুরি করলাম। বেশ কিছু ছবি তুললাম। বিকেলে এক রেস্টুরেন্টে দেখলাম মূরগী পোড়া (গ্রীল চিকেন) বিক্রি করছে। নান রুটি দিয়ে সামান্য খেলাম। খেতে একটুও ভালো লাগেনি। একডজন সবরি কলা কিনলাম। বাসায় ফিরলাম। নিচে তলায় মার সাথে বসে অনেকক্ষন কথা বললাম। অনেকদিন পর মার সাথে লম্বা আড্ডা দিলাম। মা করোনা পরিস্থিতি নিয়ে অনেক জ্ঞান দিলো। আমি অবাক হই মা এত কিছু জানে কিভাবে?

ড্রাইভার খোদাবক্স।
সন্ধ্যায় দেখি বড় ভাইয়ের ড্রাইভার ছোট ভাইকে অফিস থেকে আনতে যাচ্ছে। ছোট ভাইয়ের অফিস বাড্ডা। সাত টায় অফিস ছু্টি। কি মনে করে আমি গেলাম ছোট ভাইকে আনতে। রাস্তা বেশ ফাঁকা। খোদাবক্স খুব বক বক করছে। সে আমাকে বুদ্ধি দিলো তের লাখ টাকা দিয়ে একটা পুরান হাইস গাড়ি কিনে ফেলতে। তাহলে গাড়ি ভাড়া দিয়ে, সব খরচ বাদ দিয়ে প্রতিমাসে ৩০/৪০ হাজার টাকা ইনকাম করা যাবে। খোদাবক্স ঘ্যান ঘ্যান করে মাথা ধরিয়ে দিয়েছে। ছোট ভাইয়ের অফিসে গিয়ে জানলাম- এক ঘন্টা লেট হবে। জরুরী মিটিং আছে। আমি খোদাবক্সকে বললাম, দয়া করে চুপ করো। রাস্তার মধ্যে দাড়িয়ে না থেকে এয়ারপোর্ট চলো। মুহুর্তের মধ্যে এয়ারপোর্ট থেকে উত্তরা চলে এলাম।

উত্তরা নেমে চা-টা খেলাম।
আবার এলাম বাড্ডা। ছোট ভাইকে নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফেরার আগে ছোট ভাই বলল মিষ্টি খেতে ইচ্ছা করছে। আশে পাশের বেশির ভাগ মিষ্টর দোকান বন্ধ। করোনার কারনে চারটা থেকেই দোকানপাট সব বন্ধ হতে শুরু করে। রামপুরার কাছে এসে একটা মিষ্টির দোকান খোলা পেলাম। ছোট ভাই, আমি আর খোদাবক্স তিনজনে মিলে ইচ্ছা মতো নানান পদের মিষ্টি খেলাম। ছোটবেলায় আমরা চার ভাই খুব মিষ্টি খেতাম। মুহুর্তের মধ্যে এক কেজি মিষ্টি খেয়ে ফেলতাম চার ভাই মিলে। জীবনে চলার পথে হুটহাট ছেলেবেলার অনেক কথা মনে পড়ে যায়। মানুষের জীবনে ছেলেবেলাই সবচেয়ে সুন্দর সময়।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ রাত ১:২৫

ডার্ক ম্যান বলেছেন: ড্রাইভারের কথা শুনে গাড়ি কিনতে যাইয়েন না। ধরা খাবেন। তার চেয়ে অভিনয়ের চেষ্টা করুন ।
ভাইদের কথা তোলায় আমার ভাইদের কথা মনে পড়ল ।

০৩ রা জুন, ২০২০ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: গাড়ি কেনার প্রশ্নই আসে না। এত টাকা পাবো কোথায়!
অভিনয় ?? হা হা হা হে হে হে হে হি হি হি হো হো হো----
ভাইদের সাথে কথা বলুন। দেখা করুন। সব সময় যোগাযোগ অব্যহত রাখুন।

২| ০৩ রা জুন, ২০২০ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


ঢাকার মানুষ কি করোনা নিয়ে সতর্ক মনে হচ্ছে?

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: একদল খুব সর্তক। আরেকদল একেবারেই সর্তক না।

৩| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এত রাত জাগেন কেন? কোন সমস্যা !!
Early to bed and early to rise makes
a man healthy, wealthy and wise

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: ঘুম আসে না বলেই রাত জাগি।

৪| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন: ঢাকার মানুষ কি করোনা নিয়ে সতর্ক মনে হচ্ছে?

আপনার শিষ্যের সে খবর রাখার সময় কই? সারাদিন বদ চিন্তা আর রাতে
স্নানরতা যুবতী নারীর স্বপ্ন দর্শন !! একটু বোঝান তাকে এসব ভালো না!!

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: বদ চিন্তা আমার মাথায় আসে না। একজন নারীকে স্বপ্নে দেখা আনন্দময়। বদ এর কিছু নাই।

৫| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন: চাঁদগাজী বলেছেন: ঢাকার মানুষ কি করোনা নিয়ে সতর্ক মনে হচ্ছে?

আপনার শিষ্যের সে খবর রাখার সময় কই? সারাদিন বদ চিন্তা আর রাতে
স্নানরতা যুবতী নারীর স্বপ্ন দর্শন !! একটু বোঝান তাকে এসব ভালো না!!


কে কারে বোঝাবে??? =p~ =p~ :P

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: নুরু সাহেব উজাইছেন। অতি উজাইছেন।

৬| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৫৮

ডার্ক ম্যান বলেছেন: নুরু ভাই আপনি হুজুর মানুষ । রানু ভাইকে তাবিজ পানি পরা দিয়ে রাতে স্বপ্নে দেখা বন্ধ করতে পারেন কিনা দেখেন ।

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: পানিপড়ায় আজও লোকজনের বিশ্বাস আছে?

৭| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভুয়া মফিজ বলেছেনঃ কে কারে বোঝাবে??? =p~ =p~ :P

ঠিকইতো !! দূজনতো একই তরণীর যাত্রী !!
গুরু যদি শতগুন শিষ্য তার চার গুন !!

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: চিন্তা করবেন না। আপনাকে থামানোর ব্যবস্থা করছি।

৮| ০৩ রা জুন, ২০২০ রাত ২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডার্ক ম্যান বলেছেন: নুরু ভাই আপনি হুজুর মানুষ । রানু ভাইকে তাবিজ পানি পরা দিয়ে রাতে স্বপ্নে দেখা বন্ধ করতে পারেন কিনা দেখেন ।

আগে তার গুরুকে তাবিজ কবজ করতে হবে।
সে এখনো রাতে বিড়াল খোঁজে !!
সে ঠিক হলে তার শিষ্যও লাইনে আসবে!!

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: কি জানি একটা লাইন আছে না- পিপিলিকার পাখা গজায়--------

৯| ০৩ রা জুন, ২০২০ রাত ২:৩৩

কলাবাগান১ বলেছেন: মিথ্যা একই স্বপ্ন বলে আর কত পোস্ট দিবেন..। আপনার স্বপ্নে খালি মেয়ে মানুষ ই আসে??? মিথ্যার ও একটা সীমা থাকা উচিত

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: মিথ্যা বলি না ভাই। মিথ্যা বলে লাভ কি?

১০| ০৩ রা জুন, ২০২০ রাত ২:৫৬

কানিজ রিনা বলেছেন: আপনার মা এত জানে বলেই আপনিও
বেশ জ্ঞানী।

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: আমি নির্বোধ এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।

১১| ০৩ রা জুন, ২০২০ ভোর ৬:৪৯

নিমো বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন: রাতে স্নানরতা যুবতী নারীর স্বপ্ন দর্শন !!
সর্বকালের সেরা ল্যাস্যময়ী পোস্ট থেকেই বোধহয় এই প্রেরণা প্রাপ্তি। ;)

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: এটা হতে পারে।

১২| ০৩ রা জুন, ২০২০ সকাল ১০:৩১

ডি মুন বলেছেন: বাহ, এই করোনার ভেতরেও তো বেশ আনন্দেই তো দিন কাটাচ্ছেন। সাবধানে থাকবেন।

আমি অবশ্য বহুদিন পর আজকে বাইরে গিয়ে পাশের বাজার থেকে বাজার করে আসলাম।
গিয়ে দেখি আগে যেখানে সবজির দোকান ছিলো সেটা নেই। দূরে সরিয়ে একটা খোলা জায়গায় নিয়ে গেছে।
ভালো লাগলো সতর্কতা দেখে। এয়ারফোর্স ক্যান্টনমেন্টে থাকি বলে রেস্ট্রিকশন বেশি।

কবে আবার সব স্বাভাবিক হবে সেই অপেক্ষা।


০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: নিজের আনন্দ নিজেই তৈরি করি।

১৩| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১১

আমি সাজিদ বলেছেন: অপ্রয়োজনে ঘুরতে বের হন কেন? স্বপ্নে অপরিচিত ললনার সাথে ঘেঁষাঘেঁষি করেন কেন?

০৩ রা জুন, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: ভালো লাগে। কিছুক্ষন সান্নিধ্য নিলে কি হয়?

১৪| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৩৯

নতুন বলেছেন: ডিম সিদ্ধ করলেন ২ টা একটা খাইলেন কেন? B-)

০৩ রা জুন, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: একটা সুরভির জন্য। ওর ঘুম ভাংলে খাবে। অথবা সকালে খাবে।

১৫| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৮:১৬

ইসিয়াক বলেছেন:





খান সাহেবের রাজকীয় জীবন!
কাটে বিলাসীতায়।
গরীব দুঃখী লাগি তাহার মনে
কোন জায়গা নাই।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: আমি দরিদ্র মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.