নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
হে ঈশ্বর
মহান ঈশ্বর
আমাকে পাখি বানিয়ে দাও
আমি উড়ে উড়ে, ঘুরে ঘুরে বেড়াবো
কোনো দুঃখ কষ্ট পাবে না আমার নাগাল
আমি সকাল সন্ধ্যা, ঘুরে ঘুরে, দূরে দূরে রবো
চাই না পৃথিবীর কোনো পাপ আমাকে স্পর্শ করুক।
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: তাহলে তো খুব ভালো হয়।
২| ০৩ রা জুন, ২০২০ সকাল ১১:৩৯
কাছের-মানুষ বলেছেন: ঈশ্বর আপনার অনুরোধ রাখলে আমরা একজন ব্লগার হারাবো। ব্যাপারটা দুঃখজনক হবে।
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: কয়দিন পর আমি এমনিতেই হারাবো।
৩| ০৩ রা জুন, ২০২০ সকাল ১১:৪১
সাইন বোর্ড বলেছেন: উড়তে পারা দারুণ অনুভূতির ব্যাপার !
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: ভোগান্তিও আছে।
৪| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিজন রয় বলেছেন: ঈশ্বর আপনার অনুরোধ অবশ্যই রাখবেন, আগে হোক আর পরে হোক। - আমারো তাই মনে হচ্ছে। মৃত্যুর পর একটা কিছুতো হবেই হবে। তবে সমস্যা হচ্ছে পাখি মোবাইল টাওয়ারের ফ্রিকোয়েন্সিতে আঘাতপ্রাপ্ত যদি নাও হয় তাহলে ভোজনপ্রেমিক কোনো বাঙালী নির্ঘাত সেই পাখি মেরে ভাজি করে খাবে। সাথে পাখি ভাজির ফেসবুকে একটা পিকচার আপলোড!
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: ভয়ানক।
৫| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৫৪
নেওয়াজ আলি বলেছেন: লেখা আনন্দময়
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বদের হাড্ডি !!!
যখন দেখলো মানুষ হওয়ার কারনে
বি্ভিন্ন ঘাটের পানি পান করা যাবেনা
তখনই স্বাধ জাগলো পাখি হবার। যাতে
জাত পাত বিচার না করে সব পাখিদের
সাথে যথেচ্চার করা যাবে!! ওস্তাদ আর
সাগরেদ দূজনে দূজনার !!
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: আহ মুরুব্বী ট্রাই টূ আন্ডারসট্রেন্ড।
৭| ০৩ রা জুন, ২০২০ দুপুর ২:২৭
গুরুভাঈ বলেছেন: পাখি বানিয়ে দাও বললেই তো হবেনা, কোন জাতের পাখি হতে চান সেইটাও বলতে হবে। কাক, কবুতর, চড়ুই, বাজ, দোয়েল, কোয়েল, শীতের পাখি, উটপাখি।
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: ঝামেলায় ফেলে দিলেন।
৮| ০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ
৯| ০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঈশ্বর আছেন কেবল মাত্র মানুষের মনে।
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: আমিই আমার ঈস্বর। বানান টা ভুল হলো- ঈশ্বর।
১০| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আহ মুরুব্বী ট্রাই টূ আন্ডারসট্রেন্ড।
বুঝছিতো, সব বলবেন বয়সের দোষ!!
Character is nothing its lack of opportunity
০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: না বয়স না। বয়স কোনো বিষয় না।
১১| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৮:১৯
ইসিয়াক বলেছেন:
সারাজীবন পাপ করে তুমি এখন হতে চাও পাখি?
বোঝে সবই ঈশ্বর। কাকে দিতে চাও ফাঁকি?
মিষ্টি কথায় চিড়া ভিজবে না হিসাব দিতে হবে।
দীর্ঘ কারাবাসের শেষে তবেই মুক্তি পাবে।
০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: ভুলে গেছেন বোধহয়! ঝড় আসছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২০ সকাল ১১:২৭
বিজন রয় বলেছেন: ঈশ্বর আপনার অনুরোধ অবশ্যই রাখবেন, আগে হোক আর পরে হোক।