নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৫৬

০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:৩০



১। আমাদের ইর‍্যাশনাল চিন্তাই আমাদের এত দুর্দশার কারণ! আমরা যদি র‍্যাশনাল হতে পারি তাহলে সব বাংলাদেশীরই জীবন আমরা সুন্দর করতে পারব! আমরা সবাই সুখী হতে পারব!

২। Happiness is not Destination, Happiness is Journey.

৩। মনুষ্য চরিত্রে এ রকম একটি দিক আছে যে, তোমাকে যদি কেউ অনবরত আঘাত করে, বিদ্রুপ ও গঞ্জনা দেয়, তুমি যদি তার প্রতিবাদ না কর, চুপ করে সব সহ্য করে যাও, তা হলে আঘাতকারীর রাগ ক্রমশ বাড়তে থাকে, সে একটা কিছু চরম আঘাত হানতে চায়।

৪। Selfishness is the root of and source of all natural and moral evils.

৫।
কলকাতার বাস মালিকরাও চেয়েছিল ভাড়া বাড়াতে। রাজি হয়নি পশ্চিমবঙ্গ সরকার। প্রতিবাদে দুইদিন ধর্মঘটও করেছে তারা। সরকার আরও কঠিন হয়েছে, বলেছে- রাস্তায় সরকারি বাসের সংখ্যা দ্বিগুণ করা হবে। অমনি সুড়সুড় করে বেসরকারি সব বাস চালু হয়ে গেছে।

৬।
কেরলার Silent valley national park এর একটি ১৫ বছরের অন্তঃসত্ত্বা হাতি Malappuram এর একটি গ্রামের কাছে চলে আসে খাবারের সন্ধানে। সেখানে গ্রামবাসীরা তাকে একটা আনারস খেতে দেয় । অবলা প্রাণীটা সেটি খেয়েও নেয়। আনারসটির ভেতরে ছিল বারুদ ভর্তি। খাওয়া মাত্রই বাজি গুলো তার মুখে ফেটে যায়। রক্তাক্ত হয়ে ওঠে সারা মুখ। আহত হওয়ার পর হাতিটি এতটাই শারীরিক যন্ত্রণার মধ্যে ছিল যে সে টানা তিনদিন ভেলিয়ার নদীতে দাঁড়িয়ে ছিল।
বোবা প্রানীদের অভিশাপে মানুষ নিশ্চিহ্ন হবে একদিন। মহাবিশ্ব ভুলে যাবে মানুষ বলে কোনো প্রাণীর অস্তিত্ব কখনো ছিলো।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ খুবই খারাপ একটি প্রাণী।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: ৮০% মানুষই দুনিয়া খারাপ। বদ। বদমাশ।

২| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




খুব সম্ভব ১৯৬৯-১৯৭০ সন হবে, আমি তখন পল্লবীতে থাকি। গোটা কয়েক হারামজাদা এক অসহায় কুকুরের লেজে কাপড় বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। মানুষের মাঝে কিছু হারামজাদা সব সময় ছিলো।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: হারামজাদার সংখ্যাই বেশি সমাজে।

৩| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: ৮০% মানুষই দুনিয়া খারাপ। বদ। বদমাশ।

আমি নিজে যে খুব ভালো তাও না । কিন্তু আমি অতটা খারাপ ও না । আমার খারাপগুলো আমার মধ্যে থাকে। তা কারো ক্ষতি করে না।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: সেম টু সেম।

৪| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:০৮

মুক্তা নীল বলেছেন:

হাতিকে এভাবে মেরে ছেলেটা অত্যন্ত দুঃখজনক।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: হাতী আমার প্রিয় প্রানী।

৫| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:১০

মুক্তা নীল বলেছেন:

হাতিকে এভাবে মেরে ফেলাটা অত্যন্ত দুঃখজনক।
আগের মন্তব্যটা মুছে দিয়েন ।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩০

রাজীব নুর বলেছেন: না মুছবো না। থাক। সমস্যা কি?

৬| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: আপনার এই .... টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৫৬
আর জীবনের ডায়েরী-৫৯ হলে।

২০০ হলে আমাকে খাওয়াবেন।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: ওকে।

৭| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:১৮

বিজন রয় বলেছেন: ওটা আসলে জীবনের ডায়েরী না হবে আজকের ডায়েরী।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।

৮| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষই কেবল অমানুষ হতে পারে
অন্য প্রাণি তা পারেনা।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: কথা ঠিকই বলেছেন।

৯| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১

গুরুভাঈ বলেছেন: দু:খজনক। আমাদের এক গ্রামে ঝড়ে অসহায় ২০০ পাখিকে রান্না করে খায় গ্রামবাসি, আর এক মহিলা খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলে বানর।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: আহ!!! এরকম পিথিবী আমার পছন্দ না।

১০| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: জনগন এই কয় মাস ঘরে বসে মেশিনে টাকা ছপিয়েছে। এখন সেই টাকা রাখার যায়গা নাই।

০৩ রা জুন, ২০২০ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: আমার তো কোনো টাকা ছাপার মেশিন নাই। একটা দরকার।

১১| ০৩ রা জুন, ২০২০ রাত ৮:২৭

কল্পদ্রুম বলেছেন: ভারতের গ্রামবাসীর তুলনায় বাংলাদেশের গ্রামবাসীর কমন সেন্স ভালো।অবলা প্রাণীকে বারুদ ভর্তি খাবার দেবে না।

০৩ রা জুন, ২০২০ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: ঠিক।

১২| ০৩ রা জুন, ২০২০ রাত ৮:৫৪

নেওয়াজ আলি বলেছেন: মানুষ যেন দিন দিন হুশ হীন হয়ে যাচ্ছে

০৩ রা জুন, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: মানুষ গত এগারো বছর ধরেই বদ হতে শুরু করেছে। অবশ্য আগেও বদ ছিলো কিন্তু এতটা না।

১৩| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:০১

মীর আবুল আল হাসিব বলেছেন: হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেনঃ- মানুষই একমাত্র প্রানী যারা খাবার এর প্রয়োজন ছাড়াও বিনা কারনে হত্যাকান্ডে লিপ্ত হয়।

০৩ রা জুন, ২০২০ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ সব ঠিক কথাই বলে গেছেন।

১৪| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি ৩ প্যাকেট সিগারেট কিনেছেন।
তিন প্যাকেট সিগারেটের দাম কত টাকা?

০৩ রা জুন, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: ২৮০ টাকা করে পেকেট। ৮৪০।

১৫| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৮:২২

ইসিয়াক বলেছেন:





মানুষ আরো মানবিক হোক।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: হুম।

১৬| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:০৮

সাকলায়েন শামিম বলেছেন: আমাদের সরকার যা করেন তাই আমরা মেনে নিচ্ছি এবং দিন শেষে সরকারকে গালাগালি করছি! কিসের ধর্মঘট, হরতাল এইসব শব্দ বাংলাদেশে এখন আর exits করে না।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: হয়তো!

১৭| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: ২৮০ টাকা করে পেকেট। ৮৪০।

এই তিনপ্যাকে আপনার কয়দিন যাবে? এই আক্রার বাজারে
এত বিলাসিতা কেন? হুকো টানার অভ্যাশ করুন। তাতে
আপনার নেশা পুরণ হবে আবার টাকাও সাশ্রয় হবে। তখন
টাকাটা মন চাইলে কোন গরীবকে দান করুন তাতে মনে
প্রশান্তি আসবে আর গরীব মানুষ দুবেলা পেট পুরে খেয়ে
আপনার জন্য দোয়া করবে। B:-)

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: গরীবকে দান করার মতো টাকা আমার নাই।
আমি দরিদ্র মানূষ কোনো কিছু নিয়েই আমার বিলাসিতা নেই। শুধু সিগারেট খাই। এটাই আমার বিলাসিতা।
অবশ্য সামনের দিক গুলো তে এত দামী সিগারেট আর খাবো না। পোষায় না। আর্থিক অবস্থা নাজুক হয়ে গেছে।

১৮| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১:৪৪

ইসিয়াক বলেছেন:



@নূর মোহাম্মদ নূরু ভাই খানসাহেবের মনে গরিবের জন্য কোন দয়া মায়া নাই B:-/


০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: আরে ভাই আমি নিজেই গরীব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.