নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মাতা হারি

০৩ রা জুন, ২০২০ রাত ১০:১৬



মাতা হারি হলেন- ইউরোপের মক্ষিরাণী।
এই নর্তকরীর হ্যালেন্ডে জন্ম। আজ থেকে ১০৩ বছর আগে ১৫ অক্টোবর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড কার্যকর হয়েছিল মাতা হারির। যাকে আজও বলা হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বা কুখ্যাত নারী গুপ্তচর। তার অভিনব নগ্ন নাচ দেখার জন্য, তার সাথে যৌনসম্পর্ক করার জন্য বিভিন্ন দেশের মন্ত্রী, জেনারেল, শিল্পপতিরা উন্মুখ হয়ে থাকতেন। তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে যেসব গোপন তথ্য মাতা হারি জানতে পারতেন তা হাতবদল করেই তিনি হয়ে ওঠেন এক সাংঘাতিক গুপ্তচর। ধরা পড়ার পর শেষ জিজ্ঞাসাবাদে মাতাহারি স্বীকার করেন যে হ্যাঁ, তাকে জার্মানরা গুপ্তচর হিসেবে নিয়োগ করেছিল ১৯১৫ সালে।

মাতা হারির আসল নাম মার্গারেট জেল।
জন্ম নেদারল্যান্ডসে ১৮৭৬ সালে। মাতা হারির বৈবাহিক জীবন সুখের ছিল না। কিন্তু পরে প্যারিসে এসে তিনি একজন যৌন-উত্তেজক নাচিয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। একটি মেয়ে নাচতে নাচতে ক্রমশ নগ্ন হতে থাকে- সেই নাচ বলা যায় মাতা হারিরই উদ্ভাবন। ১৯০৩ সালে জেলে প্যারিসে আসেন, সেখানে একটি সার্কাসে তিনি লেডি ম্যাকলিওড নামে ঘোড়শওয়ার হিসেবে কাজ করেন। ১৯০৫ সালের মধ্যে তিনি বিদেশী নর্তকী হিসাবে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯০০ সালের শুরুতে তিনি প্যারিসের হোটেলগুলো মাত করে দেন ক্যাবারে ড্যান্সার হিসেবে। ধনী লোকেরা তার নাচ ও রুপ দেখে মুগ্ধ! সবাই তাকে নিজের করে পেতে চাইতো।

মাতা হারির পিতার নাম এডাম জেল।
মাতার নাম এন্টজে ভ্যান ডার মুলেন। চার ভাইবোনের মধ্যে মাতা হারি ছিলেন সবার বড়। তার পিতা এডামের একটি টুপির দোকান ছিল। পরবর্তীতে তিনি তেল শিল্পে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করে যথেষ্ট সম্পদশালী হন। প্রচুর অর্থবিত্ত থাকায় মার্গারিটা তার শৈশবে বেশ বিলাসী জীবনযাপন করেন। ১৩ বছর বয়স পর্যন্ত তিনি খুব ব্যয়বহুল স্কুলে লেখাপড়া করেন। ১৮৮৯ সালে মার্গারিটার পিতা দেউলিয়া হয়ে যান, তার পিতামাতার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ১৯১৪ সালে মাতা হারি শো করতে গেল জার্মানির বার্লিন শহরে। কিন্তু সে বছর শুরু হল প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানরা তাকে প্যারিস ছেড়ে হল্যান্ডে ফিরে যেতে বললে সে জার্মান বাহিনীর নির্দেশ অমান্য করে প্যারিসেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। জার্মানরা মাতা হারির সকল টাকা পয়সা, গহণা সব সিজ করে নেয়।

মৃত্যুদন্ড কার্যকরের পর কেউ তার দেহ নিতে আসেনি।
কাজেই দেহটা দিয়ে দেয়া হলো প্যারিসের মেডিক্যাল স্কুলে- যাতে সেটা ছাত্রদের কাটাছেঁড়ার প্রশিক্ষণে ব্যবহার করা যায়। তার মাথাটা এ্যানাটমি মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছিল। তবে প্রায় ২০ বছর আগে দেখা যায়, সেটা নিখোঁজ। সম্ভবত কেউ মাথাটা চুরি করে নিয়ে গেছে। মাতা হারির সব কিছু নিয়েই রয়েছে রহস্য। হয়তো তাকে মিথ্যা দোষারোপ করেই হত্যা করা হয়েছে।
মাতাহারির জীবন বিশ্লেষণ করলে মনে হয় মাতাহারি আসলে একজন প্রকৃত শিল্পীই ছিলেন। তার জীবন পুরুষতন্ত্রের কাছে বিসর্জন দিতে হয়েছিল। মারা যাওয়ার পরেই মাতামাতি শুরু হয় মাতাহারিকে নিয়ে। অবাক হওয়ার মতো হলেও সত্য, তাঁকে নিয়ে লেখা উপন্যাস আর জীবনকাহিনির সংখ্যা ২৫০। মঞ্চনাটক হয়েছে, টিভি সিরিজও হয়েছে। বেশ কয়েকটা মুভি হয়েছে। ১৯৩১ মাতাহারি নামের চলচ্চিত্রের নামভূমিকায় অভিনয় করেন গ্রেটা গার্বো।

(তথ্যসুত্র ইন্টারনেট)

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:২৩

কল্পদ্রুম বলেছেন: খুবই বুদ্ধিমতি রমণী।আমি তাকে চিনতাম।বই পড়ে আর কি!

০৩ রা জুন, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: উনাকে জোর করে হত্যা করা হয়। আসলে উনি অনেকের সম্পর্কে অনেক কিছু জানতেন।

২| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:২৫

কল্পদ্রুম বলেছেন: মাতা হারির নাচ সম্ভবত burlesque নামে পরিচিত।এটা এখনো জনপ্রিয়।

০৩ রা জুন, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: ইউরোপের দেশ গুলোতে এই নাচ আজও খুব জনপ্রিয়।

৩| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


ফরাসী সরকার বড় অন্যায় করেছে।

০৩ রা জুন, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই অন্যায় করেছে। ক্ষমতাবানদের হাত আছে।

৪| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:০৯

মীর আবুল আল হাসিব বলেছেন: মাতা হারির নাচ দেখতে ইচ্ছে চাইতাছে......... :(( :(( :(( :((

দেখি ইউটিউবে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারি কিনা? :P :P

০৩ রা জুন, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: লিংকটা আমাকেও দিয়েন।

৫| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:১১

মীর আবুল আল হাসিব বলেছেন: ইউটিউবে উনার নাচের ডেমো দেখে "জিং জিং" করতে মন চাইতাছে...... =p~ =p~ :P :P

০৩ রা জুন, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: না না এসব কথা বলে না।

৬| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:১২

অনল চৌধুরী বলেছেন: মক্ষিরাণী- শব্দটা অসন্মানজনক।

০৩ রা জুন, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।
আমিও তাই মনে করি।

৭| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১২:০২

মীর আবুল আল হাসিব বলেছেন:



লেখক বলেছেন: লিংকটা আমাকেও দিয়েন।
=============================================================

এখানে মাতা হারিকে পাবেন

০৪ ঠা জুন, ২০২০ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৮| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১২:০৪

নেওয়াজ আলি বলেছেন: অনেক পুরাতন ইতিহাস জানালেন








০৪ ঠা জুন, ২০২০ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইতিহাসে এমন হাজারো ঘট্না,
পৈশাচিকতা, নিষ্ঠুরতার ঘটনা
জা্নতে পারা যায়। মাতাহারি
প্রথম জীবনে সুখের হলেও
শেষ জীবন বিষাদময়।

০৪ ঠা জুন, ২০২০ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: যতদিন যৌবন ছিলো ততদিন তার দাম ছিলো।

১০| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৩:৫১

অনল চৌধুরী বলেছেন: মীর আবুল আল হাসিব বলেছেন: ইউটিউবে উনার নাচের ডেমো দেখে "জিং জিং" করতে মন চাইতাছে... এসব বিকুত লোকদের উত্তর দেন কেনো? কোনো সুস্থ মানুষ প্রকাশ্যে এরকম মন্তব্য করে যে ব্লগে অনেক সন্মানিত ব্যাক্তি ও ভদ্রমহিলা আছে? ব্লগ কর্তৃপক্ষের কাজ কি? এসবকে উৎসাহিত করা?

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: উনি ফান করেছেন।

১১| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:০৪

মীর আবুল আল হাসিব বলেছেন:




@অনল চৌধুরী,
আপনার এত ফাটার কারন কি? আপনার পোস্টে ভালো লাগছে, দারুন বলেছেন, অসাধারন লেখা, ভালা লাগলো ইত্যাদি তেলযুক্ত বাক্য ব্যাবহার করিনি তাই?

আমি উক্ত কমেন্টটা করে দুইটা হাসির ইমোটিক দিয়েছি (এর মানে এই না যে, কমেন্ট পরিশুদ্ধ করে নিলাম; জাস্ট বোঝাতে চাইলাম যে কমেন্ট টা মজা করে করেছি )

আপনি চাইলে "আব্দুর রব শরীফ" নামক ব্লগার এর সম্প্রতি লেখাগুলো পড়তে পারেন। আমার কমেন্ট যদি বিকুতি মার্কা হয় তাহলে উনার পোস্ট কেমন তা একটু জানাবেন। আপনার মত হুজুরান দের পরিমান বেশি থাকা সত্বেও বাংলাদেশ পর্ন দেখার তালিকায় উপরের সারিতে কেমন করে থাকে বুঝিনা!!!







০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: শান্ত হোন।

১২| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ তো! মাতাহারি সম্পর্কে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইকে।

০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৩| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অনল চৌধুরী বলেছেন: মীর আবুল আল হাসিব বলেছেন: ইউটিউবে উনার নাচের ডেমো দেখে "জিং জিং" করতে মন চাইতাছে... এসব বিকুত লোকদের উত্তর দেন কেনো?

কোথায় সেই নরাধাম জিং জিং খেলার আমদানীকরক। অচিরে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হোক। :P

০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: জিং জিং সবাই করে। জিং জিং ছাড়া কেউ নাই।

১৪| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১১:২৬

কাছের-মানুষ বলেছেন: তিনিতো দেখছি ভয়াবহ সুন্দরী ছিলেন!

তার ব্যাপারে জানতাম না, তাকে নিয়ে এত লেখা সত্যিই ভাবা যায় না।

০৪ ঠা জুন, ২০২০ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: বেশ কিছু মুভিও আছে। সময় পেলে দেখবেন।

১৫| ০৫ ই জুন, ২০২০ ভোর ৬:৪৭

ইসিয়াক বলেছেন: সুন্দর

০৫ ই জুন, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.