নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় বিক্ষোভ, সামুর ব্লগাররা যা ভাবছেন

০৪ ঠা জুন, ২০২০ দুপুর ২:৪৬



বিক্ষোভ মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন নি। আমাদের সরকার কয়েক বছর আগে মতিঝিল থেকে আন্দোলনরত হুজুরদের এক রাতের মধ্যে সরিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। একটা বড় ঝড়ের পেছনে বাতাস ভারী হয়ে থেমে যা্য়, গুজব ছড়ায়। তেমনি মনে হচ্ছে। জানিনা আমেরিকানদের কপালে কি আছে।

আমেরিকাতে যে একজন প্রেসিডেন্ট আছেন- তা মনে হচ্ছে না। সিএনএন, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, বিবিসি, এএফপি, রয়টার্স এরাও ভালো ভূমিকা রাখতে পারছে না। এদিকে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনের প্রতি বিশ্বের অনেক দেশের মানুষ একমত ঘোষনা করেছেন। সামনে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

সাধারন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান লুটপাত হচ্ছে। এটা দুঃখজনকজ। মানুষের দ্বিমুখী চরিত্র দেখতে বড় খারাপ লাগে। দেশে বিদেশে দ্বিমুখী চরিত্রের লোকের অভাব নেই। এরা সব যুগেই ছিলো আছে এবং থাকবে। আজকে পর্যন্ত ১১জন নিহত এবং ৯৩০০জন আটক। পরিস্থিতি যে কোন দিকে যে যায় বলা মুশকিল। অন্যান্য দেশেও আন্দোলন ছড়িয়ে পড়তে সময় লাগবে না।

কেউ কেউ বলেন, ট্রাম্পের ভুল ও একগুঁয়েমীতে আমেরিকা আজ লন্ডভন্ড, এই প্রতিবাদের দরকার ছিলো। আমি বলি- প্রতিবাদ দরকার ছিলো। লুটপাত দরকার ছিলো না। আজ ট্রাম্পকে কেউ বুদ্ধি পরামর্শ দিচ্ছে না। কোনো দেশ এগিয়ে আসছে না। ট্রাম্প বিশাল গর্তে পড়ে গেছে। গতকাল দেখলাম, ট্রাম্প মাত্র দু' শব্দের একটা টুইটার করেছেঃ ফেইক নিউজ!

ট্রাম্প ইতিহাসের সচেয়ে সন্মানহীন আমেরিকান প্রেসিডেন্টে পরিণত হয়েছে। ট্রাম্পের পদত্যাগ এখনও কেউ চাইছে না। তবে অধিক সংখ্যক করোনা আক্রান্ত হয়ে মারা যাবে এই টা নিশ্চিত। বিক্ষোভকারীদের মধ্য থেকে অসংখ্য পরিমাণ আমেরিকান করোনায় আক্রান্ত হবে। অবশ্য একটাই ভরসা যারা আন্দোলন করছেন তারা সবাই তরুন।

ট্রাম্পের ছোট কন্যা টিফানি ও তাঁর মা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসও বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছেন। কূটচাল নাকি আমরিকান সভ্য সমাজের চিত্র নাকি অন্ যকিছু? আজকাল কাউকেই বিশ্বাস করা যায় না। বিশ্বাস করা ঠিকও না। সব শালা মূখোশ পরে থাকে।

আমাদের দেশে, জেনারেল জিয়া ও এরশাদ সাপোর্টার থাকায় গণতন্ত্রের মৃত্যু হয়েছে। ১৯৭৫ সাল অবধি আওয়ামী লীগ গণতান্ত্রিক ছিলো; জিয়া আসার পর, গণতন্ত্র বিদায় নিয়েছে; জিয়ার কারণে, স্বাধীনতা বিরোধীরা দেশকে দখল করে, দেশকে পাকিস্তানে পরিণত করেছে। জয় হোক গণতন্ত্রের।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ২:৫৭

কল্পদ্রুম বলেছেন: Fake news।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: হে হে---

২| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানবতার জয় হোক।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: বললেই তো আর হয় না।
এর জন্য দীর্ঘদিন কাজ করতে হবে।

৩| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



"No Justice, No Peace", এটুকু গতকাল পুরণ হয়েছে; আজকে থেকে বুঝা যাবে, মানুষ নিজের থেকে শান্ত হয় কিনা! মানুষ আমেরিকান মুল্যবোধকে উঁচু রেখেছে।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: মূল্যবোধ তো নাই। থাকলে কি লুটপাত করতো? অরাজকতা করতো?

৪| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুর ব্লগাররা যা ভাবছে তা আপনি
একাই ভেবে রেখেছেন। সামুর ব্লগারদের
ভা্ব্নাগুলো তাদের বলতে দিন।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: ঝড় তুফান আসছে আপনার উপর তা কি করে সামাল দিবেন তাই চিন্তা করুন। আল্লাহ আল্লাহ করুন।

৫| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১

গুরুভাঈ বলেছেন: টাইটেল হওয়ার দরকার ছিলো, সামুর ব্লগার যা ভাবছেন। আমি মনে করলাম এ বিষয়ক সবার পোস্টের সামারি আছে এখানে।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: স্যরি।

৬| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:২০

সাইন বোর্ড বলেছেন: আমেরিকার সাথে তুলনা করা অমুলক, এদেশে অনেকের হাতেই গণতন্ত্রের কবর হয়েছে এবং এখনো হচ্ছে ।

০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ওকে।

৭| ০৫ ই জুন, ২০২০ ভোর ৬:৪৪

নেওয়াজ আলি বলেছেন: আমরা আছি গণতন্ত্রহীন উন্নমনের মহা সাগরে । আমেরিকা নিয়ে বলে ডুবে মরি।

০৫ ই জুন, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: সেটাই নিজের ঘরের টই উদলা, অন্যের বিষয় নিয়ে সমালোচনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.