নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের শাহেদ জামাল (পাঁচ)

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৪১



আপনারা কি হারিকেন চিনেন?
হারিকেন হচ্ছে জ্বালানি তেলের মাধ্যমে বদ্ধ কাচের পাত্রে আলো জ্বালাবার ব্যবস্থা। সম্ভবত মোঘল আমলের আগে থেকে বাংলায় শুরু হয় হারিকেনের ব্যবহার। গ্রামে রিকশা আর ভ্যান গাড়ির নিচে থাকে হারিকেন। সেই আলোতে তারা গ্রামের মাটির পথ ধরে এগিয়ে যায়। হারিকেনের আলোই ছিল গ্রামের মানুষদের একমাত্র ভরসা। কুপি বাতি ও হারিকেনের কেরোসিন তেল আনার জন্য প্রতিটি গৃহস্থ বাড়িতেই ছিল বিশেষ ধরনের কাচের ও প্লাস্টিকের বোতল। সেই বোতলের গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হতো বাঁশের খুটিতে। এমন এক সময় ছিল তখন সবার ঘরে ঘরে হারিকেন বা কুপি পাওয়া যেত না। যদি কোনো দিন কোনো বাড়িতে কেরোসিন না থাকতো তাহলে সেই পরিবারের রাতের সকল কাজ বন্ধ থাকতো এবং সন্ধ্যা হলেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যেতো।

শাহেদ জামাল ছোটবেলায় কুপি বা হারিকেন দেখেছে।
তাদের ঘরে কুপি, হারিকেন দুটাই ছিলো। আলো জ্বালাবার জন্য হারিকেনের ভিতরে থাকতো কাপড়ের সলাকা। তেল শুষে নিয়ে আলো জ্বলতো। এই আলো বাড়ানো বা কমানোও যেত। অবশ্য তেল শেষ হয়ে গেলে আলো এমনিতে আলো কমে যেত। শাহেদ জামালের মনে হচ্ছে হারিকেনের মতো তার তেল কমে গেছে। সে খুব বুঝতে পারছে তার জীবনের আলো কমতে শুরু করেছে। খুব শ্রীঘই হয়তো তার আলো একেবারে নিভে যাবে। সময় খুব কম। অবশ্য তাতে কারো'ই কিছু যাবে আসবে না। সে আগাগোড়া একজন ব্যর্থ মানুষ। জীবন তাকে কিচ্ছু দেয়নি। সেও এক জীবনে কাউকে কিচ্ছু দিতে পারেনি। শাহেদ জামাল তার জীবনটা জোর করে আনন্দময় করে তুলতে চেষ্টা করেছে বারবার। কিন্তু সে বারবার ব্যর্থ হয়েছে। অবশ্য শাহদ জামাল আজও প্রতিদিন বলে- Life Is Beautiful.

আজ শাহেদ জামাল রমনা পার্কে যায় নি।
সকাল থেকেই আকাশ মেঘলা। কিছুক্ষন আগে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ভাবগতিক দেখে মনে হচ্ছে- আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি চলবে। শাহেদ জামালের সব থেকেও যেন কেউ নেই। কেউ একজন থাকলে ছুটে তার কাছে যেত। এবং গিয়ে বলতো আজ আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে। সাথে গরুর মাংস আর ইলিশ মাছ ভাজা। অবশ্য নীলাকে ফোন করে বললে সে ঠিকই সব ব্যবস্থা করবে। কিন্তু মেয়েটাকে আর জ্বালাতে ইচ্ছা করে না। শাহেদ জামাল একটা চায়ের দোকানে বসে আছে অনেকক্ষন ধরে। আসলে তার কোথাও যাওয়ার নেই। তার চলছে অসহযোগের ছুটি। দোকানদার বিরক্ত হলেও কিছু বলতে পারছে না। বাইরে বৃষ্টি হচ্ছে সে যাবে কিভাবে? অবশ্য এর মধ্যে শাহেদ জামাল বেশ কয়েকবার চা সিগারেট খেয়েছে। মনে হয় একশ' টাকা বিল হয়ে গেছে। শাহেদ জামাল বিড়বিড় করে বলল- Life Is Beautiful. ঠিক তখন ধারে কাছে কোথাও বাজ পড়লো।

প্রতি মুহুর্তে দেশে কত কি ঘটে যাচ্ছে!
স্বাস্থ্য সচিব বদল: ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নান হলেন নতুন স্বাস্থ্য সচিব। অতি তুচ্ছ বিষয় নিয়ে ভাবতেও আজকাল খুব ভালো লাগে শাহেদের। 'Intangible Cultural Heritage' এর বাংলা অনুবাদ কি হওয়া উচিৎ? মানুষ ছুটে চলি এক অজানা গন্তব্যে। যখন মানুষ থমকে যায়, তখন মনে হয় ছিটকে গেছে রেস থেকে। কি এক অদ্ভুত দোদুল্যমান মানুষের জীবন। রাস্তায় প্রায় সবার মুখেই মুখোশ। স্যরি মাস্ক। এই এক আজব দুনিয়া! ভারতের জনসংখ্যা ১২০ কোটি। আক্রান্ত ২ লাখ। আমাদের জনসংখ্যা ১৭ কোটি। আক্রান্ত ৫০ হাজার। অনুপাত করলে আমাদের অনেক বেশি। তবে মৃত্যু কম। ডাক্তাররা বলছেন, অনেকেই মারা যাচ্ছেন ভয় পেয়ে স্ট্রক করে অথবা ইমিউনিটি ধরে রাখতে না পেরে। করোনা উপসর্গ দেখা দিলে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে মোটামোটি সবারই ধারণা হয়ে গেছে। তাই ভয় না পেয়ে সাহসিকতার সাথে একে মোকাবিলা করলে মৃত্যুর হার আরও কমবে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর পোস্ট।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: জ্বী।
আসসালামু আলাইকুম।

২| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নিজের ভাবনা সাহেদ জামালের উপর আর কত চালাবেন।
ভয় পাবেন না। একটা কিছু ভালোই হবে। মনোবল শক্ত
রাখুন। রমনা পার্কে বেশী না ঘুরে ঘরে সময় দিন।সুরভীকে
বলুন যা খেতে চান।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: আর এক ঘন্টা পর আপনার উপর ঝড় আসা শুরু হবে। একের পর এক ঝড় আসতেই থাকবে। এবার ঠালা সামলান।

৩| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: জ্বী।
আসসালামু আলাইকুম।

ওয়া্লাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু?

আমার প্রচুর পরিমাণে টাকা থাকলে সারা দুনিয়া ঘুরে বেড়াতাম।
কিন্তু আমার কোন টাকা নাই।

আফসোস!

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

রাজীব নুর বলেছেন: দুনিয়া ঘুরে কি হবে? তার চেয়ে ভালো অসহায় মানুষদের পাশে দাড়ান।

৪| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমি হারিকেন আর কুপি বাতির আলোতে পড়েছি। পরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার পর আর সেই সুযোগ পাইনি।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩০

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৫| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: দুনিয়া ঘুরে কি হবে? তার চেয়ে ভালো অসহায় মানুষদের পাশে দাড়ান।

আমি নিজেই প্রচন্ড রকম অসহায়। দেশে যেতে পারছি না। দেশে আমার একটি থাকার মতো জায়গা নেই। আমাকে থাকতে হবে নবাবপুরে রোডে হোটেল ভাড়া করে।

আমি কোটিপতি হলে অসহায় মানুষদের পাশে অবশ্যই দাঁড়াতাম। কিন্তু আমি কোটিপতি নই।
আফসোস!

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: না নবাবপুর হোটেলে থাকার দরকার নেই। আপনি আমার বাসায় থাকবেন। আমার ছোট বাসা কিন্তু হয়ে যাবে।

৬| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:২৫

কল্পদ্রুম বলেছেন: দোকানে দেখলাম হারিকেন শো পিস হিসেবে বিক্রি হচ্ছে। ভিতরে অবশ্য সলতের বদলে লাইট লাগানো।

০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৭| ০৫ ই জুন, ২০২০ সকাল ৭:১৫

ইসিয়াক বলেছেন: আমার এখনো মনে পড়ে ১৯৮১/৮২ সালে ঢাকাতেও হারিকেন ব্যবহার হতো।

০৫ ই জুন, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.