নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বৃষ্টিতে ভিজে সমস্ত পাতারা মেতেছে আজ
গাঢ় সবুজের রঙে
বৃষ্টি পড়ছে ঝুম ঝুমিয়ে
ব্যলকনিতে বসে আছি চুপচাপ
হাতে নিয়ে চায়ের কাপ
মনে পড়ে যায় গত বছর এদিনে বৃষ্টি হয়েছিলো
বৃষ্টি দেখে মুগ্ধ হবার বয়স হারিয়ে গেছে
তবু বৃষ্টি হোক সারাদিন, সারারাত ধরে
গুড়ুম গুড়ুম আকাশ ডাকে, বিজলি চমকায় বেশ
বৃষ্টিতে ভিজতে মন চায় আজ
বৃষ্টির দিনে পাখিদের ভীষন কষ্ট
ভিজে যায় তাদের ঘরবাড়ি
কেউ নেয় না তাদের খবর
পৃথিবীর দুঃখী মানুষ এসো বৃষ্টির কাছে আত্মসমর্পণ করি।
০৫ ই জুন, ২০২০ রাত ১:৩০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
আসলে আমার কোনো খারাপ ইচ্ছা ছিলো না। আমি ফান করেছি।
২| ০৫ ই জুন, ২০২০ রাত ১:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফানতো আমিও করি আপনার সাথে এবং আপনার গুরুর সাথে।
তাই বলে কোন অশ্রদ্ধা বা অপমানজনক কথা বলিনাই কখনো।
আপনি ফান আর অশ্রদ্ধার পার্থক্য জানেন অবশ্যই। আপনার
লেখাটিকে কেউ কেউ জঘন্য বিশেষণে ভূষিত করেছে। একটা
সুন্দর উপভোগ্য বিষয়কে আপনি ন্যাক্কার জনক ঘটনায়
পর্যবেশিত করেছেন। যা আপনার স্বভাবের সাথে কোন ভাবেই
মিলাতে পারছিনা। গুরুজনের সাথে মজা করা যায় তবে অশ্রদ্ধা
করলে তা কেউ সহজে মেনে নেয়না। এক্সজাবিয়ান তার মাসুল
দিচ্ছে এবার আপনিও।
০৫ ই জুন, ২০২০ রাত ২:১৩
রাজীব নুর বলেছেন: মানুষ ভুল করার পরেই বুঝতে পারে।
আমাকে সাবধান হতে হবে।
৩| ০৫ ই জুন, ২০২০ সকাল ৭:০৫
ইসিয়াক বলেছেন: কবিতাটি খুব সুন্দর হয়েছে হৃদয় ছোয়া।
০৫ ই জুন, ২০২০ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০২০ রাত ১:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখিত !! আপনার এমন সাজা হোক
তা আমি চাইনি। কর্তৃপক্ষের নিকট
আবেদন আপনার বিষয়টি পূনঃবিবেচনা
করা হোক।