নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৫৬

০৬ ই জুন, ২০২০ সকাল ১০:২৭



১। মানুষ সব চাইতে বেশি খুশি হয় যখন সে তার মনের কথা অন্যের কাছে খুলে বলতে পারে এবং মানুষ তার প্রতি খুশি হয় যে তার কথা শোনে। পৃথিবীর অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে শুধুমাত্র পরস্পরকে শ্রদ্ধা, সম্মান এবং গুরুত্ব প্রদানের মাধ্যমে এবং এর মূলসূত্র হলো অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা।

২। বন্দুকের গুলি যদি কারো শরীরে বা হৃদয়ে আঘাত করে সেই গুলি সার্জারি করে বের করা যায়। এন্টিবায়োটিক দিয়ে ঘা শুকানো যায়, পেনকিলার দিয়ে কষ্ট দূর করা যায়, কিন্তু কথার গুলি যদি কারো মনে বা হৃদয়ে আঘাত করে তবে তা কোনো সার্জারি করে বা এন্টিবায়েটিক দিয়ে বা পেনকিলার দিয়ে ব্যথা দূর করা যায় না। কথার গুলির ব্যথা সারাজীবনই থাকে। বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হয় কিন্তু কথার গুলি হৃদয়ে লাগবেই।

৩। পৃথিবীতে যত সুস্বাদু ফল আছে তাদের মধ্যে যদি আপনাকে সেইসব ফলের র‌্যাংকিং করতে বলা হয় তবে আপনি প্রথমেই যে ফলের নাম বলবেন তা হল আম। আম এতটাই জনপ্রিয় যে সরকার আম গাছ কে আমাদের জাতীয় গাছ হিসেবে উপাধি দিতে বাধ্য হয়েছে।

৪। যে মানুষটিকে তুমি দেখছ তাকেই যদি তুমি ভাল না বাসতে পারো,তবে তুমি কিভাবে সৃষ্টিকর্তাকে ভালবাসবে যাকে তুমি কোনদিন দেখোইনি!
____মাদার তেরেসা

৫। আমি জানতে চাই আমার মৃত্যুর পর কী হবে?

৬। পথ হারাবেন আবার পথ খুঁজে পাবেন। নিজে হারিয়ে যাবেন, পথ করে যাবেন মানুষের জন্য।

৭। একটি জাঁকজমকপূর্ণ বিয়ে সম্পাদনের পর মডারেট দম্পতি এই ভেবে তৃপ্তির ঢেঁকুর তুলে যাক সারাজীবন মানুষকে বলার মত কিছু একটা পেলাম আর একটি সুন্নাহময় সাধাসিধে বিয়ে সম্পাদনের পর মুমিন দম্পতি এই ভেবে প্রশান্তি অনুভব করে যে আল্লাহর সন্তুষ্টির মধ্যে দিয়ে তাদের দাম্পত্য জীবন শুরু হল এবং এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ তুমি আমাদের এই প্রশান্তিকে জান্নাত পর্যন্ত বিস্তৃত কর।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২০ সকাল ১০:৩৮

কল্পদ্রুম বলেছেন: পোস্টের স্রোত থেমে নেই।

০৬ ই জুন, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: হা হা হা---
পোষ্ট চলবেই।

২| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩১

ইসিয়াক বলেছেন: আম আমার সবচেয়ে প্রিয় ফল।

০৬ ই জুন, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: আমারো।

৩| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩২

ইসিয়াক বলেছেন: ১ নম্বরটা অসাধারণ লাগলো।

০৬ ই জুন, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:৫৯

মীর আবুল আল হাসিব বলেছেন: আম আছে বলেই গরমকাল এত মধুরময় মনে হয়। তবে এবার আর দেশ থেকে পাঠানো আম মনে হয় কপালে জুটবেনা। ঝড়ে সব শেষ। :(( :(( :(( :(( :((
ফরমালিনযুক্ত আমই ভরসা।

০৬ ই জুন, ২০২০ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: বাজারে প্রচুর হিমসাগর উঠেছে। ৬০ টাকা কেজি। দশ কেজি কিনে ইচ্ছে মতো খান। হিমসাগর বেশি দিন থাকবে। কুইক।

৫| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:০০

মীর আবুল আল হাসিব বলেছেন: ৪ নং টা অসাধারন!!!

০৬ ই জুন, ২০২০ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইজান।

৬| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মরে গেলে পচে মাটিতে মিশে যাবেন এবং কিছুদিন পর কেউই মনে রাখবে না।

০৬ ই জুন, ২০২০ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: এটা চিরন্তরন সত্য।

৭| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:২৬

মীর আবুল আল হাসিব বলেছেন:



লেখক বলেছেন: বাজারে প্রচুর হিমসাগর উঠেছে। ৬০ টাকা কেজি। দশ কেজি কিনে ইচ্ছে মতো খান। হিমসাগর বেশি দিন থাকবে। কুইক।
================================================================

বাজার থেকে ফল কিনে খেতে ভয় লাগে; ঢাকা শহর বলে তো বেশি ভয় লাগছে।

কুরিয়ার করতে বলেছি। আশা করি যথা সময় আম এসে যাবে। :)

০৬ ই জুন, ২০২০ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: না ভাই এতটা ভয় করলে হবে না। সর্তক থাকা ভালো। ভয় ভালো না।
অবশ্য কুরিয়ার করেও ভালো করেছেন।

আজ আমি দশ কেজি হিমসাগর কিনেছি। আমার প্রিয় ফল আম। হিমসাগর আমি।

৮| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:১৪

ইসিয়াক বলেছেন: ৪ নম্বর আমার মনের কথা।

০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৯| ০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার এক বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠান আছে।
সরাসরি বাগান থেকে আম লিচু বাসায় পৌঁছে দেয়। কেউ প্রয়োজন মনে করলে উনার সাথে যোগাযোগ করতে পারেন । আমি উনার নাম্বার দিতে পারি।

০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: উনার ফেসবুকে পেজ লাগবে। তাহলে লোকজন তার সাথে অতি সহজেই যোগাযোগ করতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.