নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আসুন ভিয়েতনাম দেশটি সম্পর্কে জানি

০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৬



জনসংখ্যা ১০ কোটি, করোনা আক্রান্ত ২৫০, মৃত ০, কী ভাবে পারল ভিয়েতনাম? বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য দেশে এখনও সংক্রমণ ও মৃত্যু ব্যাপক মাত্রায় বাড়ছে, কিন্তু ভিয়েতনাম, গোড়ার দিকেই সংক্রমণের হার যখন কম ছিল, তখনই দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলেছে। ভিয়েতনামকে আগেও বহু রোগের প্রাদুর্ভাব মোকাবেলা করতে হয়েছে। যেমন ২০০৩ সালে সার্স থেকে শুরু করে ২০১০য়ে এভিয়ান ফ্লু, এছাড়াও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া হাম ও ডেঙ্গু। করোনা মোকাবেলায় দেশ জুড়ে কখনই লকডাউন দেয়নি ভিয়েতনাম। কিন্তু কোথাও গুচ্ছ সংক্রমণের খবর আসলেই কর্তৃপক্ষ তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। ভিয়েতনামের সব শহরে পোস্টার লাগানো হয়েছে এই ভাইরাসের বিস্তার ঠেকাতে জনগণকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে।

পৃথিবীর ইতিহাসে গণহত্যার জন্য সবচেয়ে কুখ্যাত যুদ্ধ হিসেবে গণ্য করা হয় ভিয়েতনাম যুদ্ধকে। ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দীর্ঘায়িত এই যুদ্ধটি এশিয়ায় সংঘটিত সবচেয়ে বড় সংঘাত মানা হয়। ভিয়েতনামের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন? যুদ্ধবিধ্বস্ত দেশের তকমা তো আর এখন দেওয়া যাবে না। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটি কীভাবে গত ৩০ বছরে নিজেদের মধ্যম আয়ের দেশে পরিণত করেছে, তা যেন এক গল্প! ১৯৮৫ সালে দেশটির মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ২৩১ ডলার। বর্তমানে যা এসে যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৬ ডলারে।

এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ ভিয়েতনাম।
ভিয়েতনামের উত্তরে চীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। 'হানয়' ভিয়েতনামের রাজধানী। যার অর্থ নদীর মধ্যে শহর। 'হো চি মিন' সিটি হল বৃহত্তম শহর। ভিয়েতনাম দেশটির আকৃতি অনেকটা ইংরেজি এস (s) অক্ষরের মত। দেশটিতে প্রায় ৫০টির মত জাতি বসবাস করে। তাদের সবচেয়ে প্রাচীন তিনটি ধর্ম হল মহায়ন বৌদ্ধধর্ম কনফুসিয়াসবাদ এবং দাওবাদ। ভাত ভিয়েতনামীয়দের প্রধান খাদ্য। ১৯৬০-এর দশকের শুরুতে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে।

১৯শ শতকের শেষ দিকে ফ্রান্স ভিয়েতনাম আক্রমণ করে।
খ্রীস্টপূর্ব ২২১ সালে চীনের ছিন রাজবংশ এই এলাকা দখল করে। ১২২৫ সাল থেকে শুরু হয় ট্রান রাজবংশের শাসন। এই পুরো সময়টাতে তাদেরকে চীনের রাজাদের সাথে লড়তে হয়েছে। ১৪০৭ সালে চীনা মিং রাজবংশ ভিয়েতনাম দখল করে। শত শত বছর ধরে চলা যুদ্ধের মধ্য দিয়ে ভিয়েতনামি জাতির জন্ম।

ভিয়েতনাম। চীনের প্রতিবেশী, জনবহুল দেশ।
একসময় ছিলো দুর্বল স্বাস্থ্যসেবা। কলকাতা থেকে প্লেনে ভিয়েতনাম যেতে সময় লাগে ছয় ঘন্টা। ঢাকা থেকে গেলে বারো ঘন্টা লাগে। কারন সরাসরি প্লেন নেই। বরং আছে যাত্রাবিরতি (ব্যাংকক, সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড)। প্রতি বছরই ভিয়েতনামে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, আর তার ফলেই দেশের বিভিন্ন প্রদেশের কোনও না কোনও অঞ্চল প্লাবিত হয়। কিন্তু তা সত্ত্বেও ভিয়েতনামীদের কাছে বৃষ্টি খুবই শুভ। তাঁরা মনে করেন বৃষ্টি মানেই দেশে ড্রাগন ঘুরে বেড়াচ্ছে।
ভিয়েতনামের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন? ভিয়েতনামের মুদ্রার নাম ডং। ১০০ ডলার ভাঙালে ২২ লাখ ডং হাতে পাবেন। বাংলাদেশের ১ টাকা দিয়ে ভিয়েতনামের প্রায় ২৮৫ ডং পাওয়া যায়।

একনজরে

পুরো নাম : সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম
রাজধানী : হ্যানয়
সর্ববৃহৎ শহর : হো চি মিন
জনসংখ্যা : দশ কোটি
ঘনত্ব : প্রতিবর্গকিলোমিটারে ২৭৩ জন
আয়তন : তিন লাখ ২৯ হাজার ২৪৭ বর্গকিলোমিটার
পানি : ৬ দশমিক ৪ শতাংশ
ভাষা : ভিয়েতনামি
প্রধান ধর্ম : বৌদ্ধ
আয়ু : ৭৫ বছর (পুরুষ), ৭৮ বছর (নারী)
রপ্তানি পণ্য : পেট্রোলিয়াম, ধান, কফি, কাপড়, মাছ
প্রেসিডেন্ট : টান সাং
জিডিপি : মোট : ৬৬৭ বিলিয়ন ডলার
মাথাপিছু : পাঁচ হাজার ৭৬৬ ডলার
মুদ্রা : ডং
জাতিসংঘে সদস্যপদ : ২০ সেপ্টেম্বর ১৯৭৭।

(ছবি ও তথ্য – ইন্টারনেট)

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভিয়েতনাম খুবই দ্রুত উন্নতি করছে।
কেননা তাদের মধ্যে ধর্মীয় গোঁড়ামি নেই ।
তাদের মাঝে সততা আছে , দেশ প্রেম আছে।

আমাদের এগুলোর কিছুই নেই।
আফসোস!

০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে দুষ্ট লোকের সংখ্যা বেশি।

২| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৩৩

রফিকুল ১৯৯০ বলেছেন: অসাধারণ লিখেছেন ! ওদের থেকে আমাদের অনেক শেখার আছে। জানিনা সেটা কবে হবে !

০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: আমরা কারো কাছ থেকে শিখি না। এই জন্য আজও আমাদের দেশে এত ভিক্ষুক। এত এত বেকার। ফুটপাতে লোকজন ঘুমায়।

৩| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৩৪

আমি সাজিদ বলেছেন: ওদেরও আমলাদের নিয়ে করোনা প্রতিরোধ কমিটির বৈঠক হয়েছিলো কিনা কে জানে। ওরাও কি নিজেদের কানাডার চেয়েও বড় দাবী করে? হ্যানয়ে কি লোকাল বাসগুলো রেস দিয়ে মানুষ মেরে ফেলে? মাস্ক কেলেংকারী হয় নি ওদের?

০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৪| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৭

ইসিয়াক বলেছেন:

চমৎকার তথ্য পূর্ণ পোস্ট।

০৬ ই জুন, ২০২০ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক সময় ঢাকার দেয়ালে নানান ধরনের লিখন শোভা পেত।
যেমন - -- এর পরিনাম /বাংলা হবে ভিয়েতনাম!

০৬ ই জুন, ২০২০ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: তখন কি আমার জন্ম হয়েছিলো?

৬| ০৬ ই জুন, ২০২০ রাত ১১:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পরবর্তীতে স্লোগান গেল আরও পাল্টে গেল।

তারা দেয়ালে লিখতে শুরু করলো,

আমরা হবো তালেবান।

বাংলা হবে আফগান

০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: বাংলা তো আফগান হতো দিবো না।

৭| ০৭ ই জুন, ২০২০ ভোর ৪:৪২

নেওয়াজ আলি বলেছেন: দেশটা দেখতে যাবো ।

০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৩১

রাজীব নুর বলেছেন: আমিও যাবো।

৮| ০৭ ই জুন, ২০২০ ভোর ৫:৪২

অনল চৌধুরী বলেছেন: এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ ভিয়েতনাম- কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়।

০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৩২

রাজীব নুর বলেছেন: একদিন যাবো দেশটা দেখতে।

৯| ০৭ ই জুন, ২০২০ সকাল ৮:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: বাংলা তো আফগান হতো দিবো না।।

বাংলাদেশ ধীরে ধীরে আফগান হয়ে যাচ্ছে। হুজুররা বাংলাদেশকে আফগান বানিয়ে ছাড়বে।
তার ৩০% কাজ অলরেডি কমপ্লিট।

০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৩২

রাজীব নুর বলেছেন: না পারবে না।
মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.