নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। যে একা সে'ই সামান্য। একা ভালো থাকা যায় না। কাজেই সবাইকে নিয়ে ভালো থাকতে শিখুন। তবে, দুশ্চিন্তা, দুঃখবোধ, মানসিক ও শারীরিক কষ্টের তীব্র যাতনা আমাদের জীবনেরই অংশ। এগুলোকে মেনে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে।
২। আমাদের মনটা আসলে একটা বেলুনের মতো। যদি তাতে হাওয়া না ভরো, সেটা চুপসে ছোট্ট হয়ে থাকে। কিন্তু যত হাওয়া ভরবে, বেলুনটা ততই বড় হতে থাকবে।
৩। মানুষ অর্থাৎ যাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, ন্যায়, অন্যায় বুঝার ক্ষমতা আছে তাকে বলে মানুষ। আরবের বরর্বর যুগে, যেখানে কন্যা শিশু জন্ম নিলে জীবন্ত কবর দেয়া হত। বিনা বিচারে হত্যা করা হত,মানুষের মুল্যবোধ ছিলো না মানুষের মাঝে।
৪। গত এক যুগে কত লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে সে হিসাব কারো কাছে আছে?
৫। হঠাৎ হঠাৎ শাহেদ, সাবরিনা, পাপিয়া, জেকেজির ফারুক চৌধুরীদের মত কিছু লোকের মুখোশ উন্মোচন হয়, কিছুদিন আন্দোলনের নামে, ব্লগ, ফেসবুকে লেখালেখি, বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন, টকসোর ঝড় উঠতে থাকে, কিন্তু যেসব রাজনীতিবিদদের আশ্রয়-প্রশ্রয়ে এদের মত লোকরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তারা আড়ালেই থেকে যায় এবং নতুন করে নতুন উদ্যমে আবার শাহেদ, সাবরিনা, ফারুক চৌধুরী, পাপিয়াদের মত কাউকে তৈরি করতে উৎসাহ জুগিয়ে যায়।
সাবরিনারে পুলিশ ধরলো, সাহেদরে পুলিশ খুজতাছে, সাহেদ ও সাবরিনা তৈরির কারিগর ও কারখানা কিন্তু রয়ে গেছে।
৬। গত চব্বিশ ঘন্টায় করোনায় ৩৯ জন মারা গেছেন।
মোট মৃত ২৩৯১, আক্রান্ত ১৮৬৮৯৪ এবং সুস্থ ৯৮৩১৭ জন।
৭। স্ত্রী : শোন, ডাক্তার বলেছে, আমার অনেক রেস্ট দরকার, বিনোদন দরকার। তাহলে আমার স্বাস্থ্য ভালো হবে।
স্বামী : আর কী বলেছেন?
স্ত্রী : তিনি আরও বলেছেন, আমাকে সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যেতে। দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে। মুভি দেখতে নিয়ে যেতে। এমনকি শপিংয়ে নিয়ে যেতে। তো - আমরা প্রথমে কই যাবো?
স্বামী : আরেক ডাক্তারের কাছে।
৮। যে দেশের মানুষ যত জটিল সরকারকে তার চেয়ে বেশি জটিল হতে হয়। নইলে দেশ চালানো যায় না। তাই আমলাতন্ত্র এতো জটিল।
১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: আপনি হয়তো ঠিকই বলেছেন। আপনি ভুল কথা বলার মানুষ না।
২| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সবকিছু একচিন্তার সাগর হচ্ছে
অনেক ভাল লাগল রাজীব দা------
১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: ভালোবাসা।
৩| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৫
চাঁদগাজী বলেছেন:
৫ নং:
সরকার ও প্রশাসন সঠিক কোন নিয়মের মাধ্যমে দেশ চালাচ্ছে না; বাংলাদেশের এই অবস্হায় সীমিত সোস্যালিজম না করলে, দেশ কোনভাবে পায়ে দাঁড়াতে পারবে না।
১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: দূর্নীতি বন্ধ করতে পারলেই সব ঠিক হয়ে যাবে।
৪| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪১
নতুন নকিব বলেছেন:
ভালো পোস্ট।
১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।
৫| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৪
মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
৬ নম্বরে ২৪ ঘন্টার করো না নিউজ আপডেট এগুলো
বিশ্বাস করেন ? আরো বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছে।
১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: সরকার যা বলে সেটাই। সাধারন মানুষ কি করবে? এটা বিশ্বাস করা ছাড়া তো উপায় নাই।
৬| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:১৮
সাইন বোর্ড বলেছেন: এ মাসেও মনে হচ্ছে করোনা দূর হবে না ।
১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: সেপ্টেম্বর থেকে করোনা দূর হতে শুরু করবে।
৭| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দার্শনিক টাইপের কথাবার্তা।
৭নং একটা কৌতুক।
সবগুলোই ভাল লেগেছে।
১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৪
নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশে করোনা হিসাব সঠিক নয় । কারণ সাহেদ এবং সাবরিনার করোনা পজিটিভ এবং নেগিটিভ দেওয়া রিপোর্ট ভুয়া । এই রকম আরো আছে ।
১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: কিছু দুষ্টলোক বাংলাদেশের বারোটা বাজিয়ে দিচ্ছে।
৯| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আজকেরগুলো আগেরথেকে একটু নিম্ন মানের।লক্ষন ভাল না।লঞ্চে বেড়িয়ে আসতে পারেন কেবিন বুক করে।
১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: করোনার ভয়ে কোথাও যাচ্ছি না।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন: ৮ নম্বর ব্যতিত আর কোনোটি সঠিক নয়।