নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার জিজ্ঞাসা

১৪ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪২



১। আওয়ামী লীগ সরকারের আমলে যারা দূর্নীতি করে ধনী হলো তাদের সরকার গ্রেফতার করছে না কেন?

২। চিপা গলির মধ্যে রাস্তায় অসংখ্য দোকানপাট, পুলিশ বা সিটিকরপোরেশন ওদের সরিয়ে দিচ্ছে না কেন?

৩। ইচ্ছাকৃত ভাবে ঝামেলা তৈরি করা ব্লগারদের সংখ্যা কত?

৪। দেশে সাংবাদিকের অভাব নেই। কিন্তু গুটিকয়েক সাংবাদিক গাড়ি বাড়ি জমিজমা করে ফেলেছেন কিভাবে?

৫। বর্তমানে তিনজন সৎ রাজনীতিবিদের নাম বলুন?

৬। প্রতিবছর নদী ভাঙে। এর কি কোনো স্থায়ী সমাধান নেই?

৭। দরিদ্র দেশে ডাক্তাররা এত টাকা ভিজিট নেয় কেন? বেসরকারি হাসপাতাল গুলো এত টাকা নেয় কেন?

৮। মানুষ এত টাকা টাকা করে কেন? জীবনে টাকাটাই কি সব? সুন্দরভাবে জীবনযাপন করতে একজন মানুষের কত টাকা লাগে?

৯। দেশে শিক্ষার মান খারাপ, চিকিতসার মান খারাপ, চাকরির বাজার খারাপ, রাজনীতিবিদরা খারাপ, সরকারী অফিস গুলোতে ঘুষ লেনদেন- বাংলাদেশ হলো সমস্যার দেশ। এই দেশে কি কোনো বিষয় ভালো নেই?

১০। দেশে ইংলীশ মিডিয়াম স্কুল গুলোতে এত টাকা বেতন নেয় কেন? একটা নার্সারীর শিশুর বেতন নেয় ২৩ হাজার টাকা।

মন্তব্য ৪৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: সবকিছু কেমন জানি করোনা নিয়ে গেলো বুঝি
তবুও ওরা ভাল থাক--------------

১৪ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: একা ভালো থাকা যায় না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে?

২| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৩

নজসু বলেছেন:


আপনার লেখা আমি নিয়মিত পড়ি। মন্তব্য করা হয়না। আপনার রাস্তায় পাওয়া ডায়েরী থেকে আমার খুব ভালো লাগে। কাঁকড়া নিয়ে লেখাটা পড়েছি। ভৌতিক গল্পটায় আলাদা আমেজ পেয়েছি।
ভালো থাকবেন ভাই। পরী মামণির জন্য অনেক অনেক দোয়া এবং আদর রইলো।

১৪ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: আমার সালাম গ্রহন করুন।

৩| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৩

ঢাবিয়ান বলেছেন: ১ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে যে এই দেশে শাহেদ ও সাবরিনই একমাত্র প্রতারক আর বাকি সব ধোয়া তুলসি পাতা ।

১৪ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: এই দেশের ৯০% লোক ভালো না।

৪| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




১। সরকার টিকবে না। (বাছতে বাছতে কম্বল খালি হয়ে যাবে)

২। এরা লতায় পাতায় সরকারের আত্মীয়! - বাংলাদেশের মানুষ কথায় কথায় বলেন আমারে চিনোছ/চিনো/চিনেন? অর্থাৎ তিনি বর্তমান ও প্রাক্তন সরকারের - দুর সম্পর্কের মামাতো চাচার ফুফাতো খালুর শালার শালা!

৩। সামনে ঝামেলা হলে সংখ্যা গুনে নিবেন।

৪। এরা ডাবল গ্যাম জানে।

৫। আছে কেউ? থাকলে আওয়াজ দিতে বলবেন।

৬। না, নেই।

৭। ডাক্তারি একটি কালো ব্যবসা। ডাক্তার হচ্ছের ঔষধ কোম্পানীর সবচেয়ে বড় সেলসম্যান আর ডায়াগনষ্টিক প্রতিষ্ঠানের নিয়োগকৃত এজেন্ট।

৮। আপনার টাকা নাই তাই আপনি ভাবতে পারছেন। টাকার সিড়িতে যেদিন পা রাখবেন আমি হলফ করে বলতে পারি আপনি মরার আগ পর্যন্ত সিড়ি দিয়ে উঠতেই থাকবেন - উঠতেই থাকবেন।

৯। ভেঁজাল দ্রব্য ভালো আছে এক নম্বর ভেঁজাল! এখানে দু নম্বরি নেই।

১০। বেসরকারি কোন স্কুলে বেতন কম নেয়? “আপনার সন্তানকে সরকারি স্কুলে পাঠান” - এটি হতে হবে আজকের বাণী।

১১।আপনার দশটি প্রশ্নের উত্তর কয়জন ব্লগার দিবেন?

আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্ট করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনি সব গুলোর প্রশবের উত্তর দিয়েছেন।
শুধু ৮ নং বলি। আমার টাকার প্রতি কোনো লোভ নেই। গাড়ি বাড়ি, ফ্লাট জমি ব্যাংক ব্যালেন্স এইসব নিয়ে আমি কোনো কালেও ভাবি নাই। ভাববো না। আমি অল্পতেই খুশি।

৫| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫০

চাঁদগাজী বলেছেন:

৭ নং:

তাজুদ্দিন সাবে ও সেখ সাবেকে হত্যা করা হয়েছিলো যাতে, এই গরীব দেশে প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট আদম বেপারী করতে পারে।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: কিন্তু এই দেশটার এরকম হবার কথা ছিলো না।
বহু কষ্টে পাওয়া এই দেশ।
এই দেশ এখনও সঠীক ভাবে পরিচালনা করার সময় আছে।

৬| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:


৩ নং:

ইচ্ছাকৃতভাবে ঝামেলা লাগাতে সক্ষম ব্লগার আমার চোখে পড়ছে না।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: আমারও এরকম ধারনা।

৭| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৭

নেওয়াজ আলি বলেছেন:
১)ঘরের লোক মন্দ হলেও ভালো। (২) দুই নাম্বার আয় কমে যাবে। ৩)নাই । ৪) ধান্ধা করে ৫) মনে আষছে না । ৬)ভোটের রাজনীতি ৭)কসাই ৮)লোভ ৯) মনে পড়ছে না ১০) ব্যবসা

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

৯| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একটি কেন এর উত্তর খুঁজতে গৌতম বাবু ঘর ছেড়ে
বনে চলে গেলেন আর আপনি এত কেন মাথায় নিয়ে
কি করে এখনো ঘরে আছেন তাই ভাবি অবাক হযে !!

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: পরিবার না থাকলে আমিও বাইরে চলে যেতাম।

১০| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌একটা প্রশ্নের জবাবও দেয়া গেলো না। পরীক্ষায় ০০ পাইলাম।

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: এটা ভালো লক্ষন।

১১| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জীবনে টাকার ও দরকার আছে।

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: কত টাকা?

১২| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৭

এইচ তালুকদার বলেছেন: আসলে ভাই এইসব প্রশ্নের কোন জবাব নাই,মনে হচ্ছে দেশে দুর্নিতি আর অনিয়ম একটা প্রাতিষ্ঠানিক রুপ নিয়েছে,এইযে দেখেন শাহেদ বা সাবরিনা বা জিকে শামীম অথবা সম্রাট এরা কিন্তু সরকারের(মন্ত্রী,বড় আমলা,পুলিশ+আর্মির বড়কর্তা) প্রত্যক্ষ মদদেই লুটপাট চালাচ্ছে।অন্যকারও লুটপাটে ব্যাঘাত সৃষ্টি করায় এরা গ্রেফতার নাইলে আগামী ৫০ বছরেও কেউ এদের কথা জানতো না

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৪। কারণ তারা সাংবাদিকদের নেতা।
৫। মতিয়া চৌধুরী, মুজাহিদুল ইসলাম সেলিম, আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র মন্ত্রী)
৯। বাংলাদেশের ভালো কিছু খুজে পাচ্ছি না খারাপের জোয়ারে। হয়তো আছে।
১০। কারণ এই দেশ চরম বৈষম্যের দেশ।

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

১৪| ১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৫

সাইন বোর্ড বলেছেন: জিজ্ঞাসা ঠিক আছে ।

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: জানি না।

১৫| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৮:০২

কৃষিজীবী বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একটি কেন এর উত্তর খুঁজতে গৌতম বাবু ঘর ছেড়ে
বনে চলে গেলেন আর আপনি এত কেন মাথায় নিয়ে
কি করে এখনো ঘরে আছেন তাই ভাবি অবাক হয়ে !!
=p~ =p~ =p~

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: ওকে।

১৬| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকল মন্তব্যসহ পড়লাম।

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৭| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৩

কল্পদ্রুম বলেছেন: সবগুলো উত্তর দেওয়া কঠিন।এত জ্ঞান নেই।তাও চেষ্টা করি।
১| আওয়ামী লীগের আমলে কোন দুর্নীতিবাজ নেই।সব আগে থেকে তৈরি হয়েছিলো।এই সরকার আস্তে আস্তে সবাইকে ধরছে এবং ধরবে।
২| সরানোর অন্য কোথাও নেওয়ার মতো জায়গা নেই।তারাও গরীব।সরালে তাদের বুকেও লাথি দেওয়া হবে।
৩|এটা জানি না।
৪|তাদের ব্যাপারে আপনি জানেন বেশি বোধহয়।
৫|চিনি না।
৬|আছে।সব সমস্যার সমাধান আছে।আমরা নিতে পারবো কি না সেটাই বিষয়।
৭|জানি।কিন্তু বলবো না।অনেক কথা।
৮|অনেক টাকা বিষয়টা বোধহয় আপেক্ষিক।আমার পকেটে পাঁচশো টাকা থাকলেও মনে হয় অনেক টাকা।
৯|আছে।বর্তমানে পদ্মা সেতু আর জয়া আহসান।
১০|ভালো জিনিসের দামটা একটু বেশিই।

১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: আপনি তো দারুন আশাবাদী মানুষ!

১৮| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১১:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৫,তিনজন কেন তিনশ জনের নাম বলতে পারি কিন্ত তারা ক্ষমতার কাছা কাছি যেতে পারে নাই।সারা জীবন রাজনীতিই করেছে।

১৪ ই জুলাই, ২০২০ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: বলেন নাম বলেন।

১৯| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দার্শনিক প্রফেসর সাইদুর রহমান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষক।

বঙ্গবন্ধু উনাকে গাড়ি পাঠিয়ে বাসায় নিয়ে আসতেন । এক বার কথা প্রসঙ্গে তাকে বলেন, স্যার, আমাকে দশ জন সৎ লোকের তালিকা দেন । আমি তাদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করব।

বঙ্গবন্ধু প্রায়ই তাকে স্মরণ করিয়ে দেন তালিকার কথা। প্রফেসর সাইদুর রহমান বলেন, এই তো কদিন পরেই দিব।

১৯৭৫ সালের ১৫ আগস্ট এর দিন পর্যন্ত প্রফেসর সাইদুর রহমান দশ জন সৎ লোকের তালিকা বঙ্গবন্ধুর হাতে দিতে পারেননি।

আফসোস।

প্রফেসর সাইদুর রহমানের এক পুত্র শফিক রেহমান পরবর্তীতে যায়যায়দিন নামক একটি পত্রিকা বের করে খুব বিখ্যাত হয়েছিলেন।

১৪ ই জুলাই, ২০২০ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: শফিক রেহমান একজন আধুনিক মানুষ। টীভিতে তার একটা অনুষ্ঠান হলো 'একটি লাল গোলাপ'। একদিন তার সাথে কিছুক্ষন কথা হয়েছিলো। খুব সুন্দর করে কথা বলেন।

২০| ১৫ ই জুলাই, ২০২০ ভোর ৪:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তাদের নাম বলে তাদেরকে বিব্রত করতে চাই না।আপনার কাছেইতো একজন আছে,আপনার গুরু।সৎ লোক চেনার জন্য কিছু সৎ গুনাবলী থাকা দরকার।

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: ওকে ওকে। বুঝতে পেরেছি।

২১| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৪

তারেক ফাহিম বলেছেন: পড়লাম, উত্তর নেই জানা।



১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: কে কে জানে উত্তর?

২২| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৩

তারেক ফাহিম বলেছেন: লেখক বলেছেন: কে কে জানে উত্তর? তার খবরও রাখিনা।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: খবর কম রাখা ভালো। তাহলে রাতের ঘুম ভালো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.