নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার স্বপ্নে রবীন্দ্রনাথ আসেন না
ক্রিস্টিন কিলার, ডায়না হেডেন- না
তাই, আমাকে দিয়ে কবিতা হবে না
সমস্ত শব্দই আমার কাছে দুর্বোধ্য
২৯৮ লাইন অনায়সেই লিখতে পারি
কিন্তু তা তো আর কবিতা নয়
তোমাকে বিভ্রান্ত করবো না
ভন্ডামি নেই আমার মধ্যে
তবে আবেগ আছে, ভালোবাসা আছে
আমার কবিতায় থাকে না কোনো বার্তা
তুমি যথেষ্ট বুদ্ধিমান, পড়াশোনা আছে এবং সমঝদার
তবু আমার কবিতা আপনার ভালো লাগবে না।
১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই জুলাই, ২০২০ ভোর ৫:৩৮
নেওয়াজ আলি বলেছেন: হয়েছে হয়েছে । চমৎকার কবিতা হয়েছে
১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ১৫ ই জুলাই, ২০২০ ভোর ৬:০৯
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতায় মুগ্ধ , খুবই ভাল লেগেছে।
আমার নতুন পোষ্টে উৎসর্গের তালিকায়
আপনি্ও আছেন ।
১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: এত সৌভাগ্য কি আমার আছে!!
৪| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ৯:৫৬
নিয়াজ সুমন বলেছেন: এই তো কবিতা হয়ে গেলো
যারা বলে হয়না তারা আপনার মিত্র না !!!
১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
৫| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:১৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: কবিতা তো হয়েই গেল ভাই।
চালিয়ে যান............
১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভরসা পেলাম।
৬| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা লেখার একটা পদ্ধতি আছে। আপনি প্রথমে আপনার গদ্য লিখবেন। তারপর পাঁচ থেকে সাতটা শব্দ শেষ হলেই ঐ লাইন শেষ করে পরের লাইনে চলে যাবেন। এভাবে প্রতি লাইনে পাঁচ থেকে বড়জোর দশটা শব্দ রাখবেন। এর পর আপনার লেখার মধ্যে কিছু উপমা সংযোগ করবেন। লেখার মধ্যে কিছুটা আবেগ নিয়ে আসবেন। আশা করা যায় আপনি সেটাকে মোটামুটি ধরণের কবিতা বলে চালিয়ে দিতে পারবেন। যা বললাম সবই মজার জন্য। সিরিয়াসলি নেয়ার চিন্তাও করবেন না। কোনও কবির উদ্দেশ্যে বলি নাই। এটা একান্তই আমার উর্বর মস্তিষ্ক প্রসূত ধারণা।
১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ।
৭| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৯
ইসিয়াক বলেছেন:
শেষের দু লাইন একটু খেয়াল করবেন কি?
”তুমি যথেষ্ট বুদ্ধিমান পড়াশোনা আছে সমঝদার
তবু আমার কবিতা আপনার ভালো লাগবে না।”
তুমি থেকে আপনি কিভাবে হলো। হয় তুমি হবে, না হয় আপনি হবে, দু’জায়গাতেই। তাই তো?
১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: ইচ্ছা করেই তুমি আপনির গন্ডোগোলটা করেছি।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২০ ভোর ৪:১০
রাফা বলেছেন: বাহ্ বেশ ভালো হয়েছে‘তো ......।
হবে মনে হয়..।