নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৬৭

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৫



১। রবীন্দ্রনাথ আমাদের অনেক আগেই চিনতে পেরেছিলেন।
তাই তিনি এক বুক আক্ষেপ নিয়ে বলেছেন- ''সাত কোটি সন্তানেরে হে বঙ্গজননী, রেখেছ বাঙালী করে মানুষ করোনি!'' বঙ্গবন্ধু তার স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণে বলেছিলেন কবিগুরু আজ মিথ্যা প্রমাণিত হয়েছেন; আমার বাঙালী আজ মানুষ হয়েছে। ৭৫ এর ১৫ আগস্ট আমরা বঙ্গবন্ধুকে মিথ্যা প্রমাণিত করেছিলাম, সেদিন পিতাকে হত্যার মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আমরা মানুষ হইনি!

২। "It is better to keep your mouth closed and let people think you are a fool than to open it and remove all doubt." - Mark Twain

৩। আমি সুখী, কারন আমার সাথে কেউ দুর্ব্যবহার করলে আমি অতি দ্রুত ভুলে যাই।

৪। একটা ছোটগল্প লিখবার জন্যে যে পরিশ্রম করতে হয়, তা অনেকটাই একটা নূতন উপন্যাস শুরু করবার মতই। বিশেষ করে গল্পের প্রথম প্যারাটা তৈরি করতে হয় খুবই যত্ন সহকারে। কারণ গল্পের গঠন, ভাষ্য, আঙ্গিক, রিদম বা ছন্দ, দৈর্ঘ, এমনকি মুখ্য চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলিও সেই প্রথম প্যারাতেই ফুটিয়ে তুলতে হয়। এই কাজটা ঠিকঠাক মত শেষ করতে পারলে গল্পের বাকি অংশ গল্প বলার আনন্দেই তরতরিয়ে এগোয়। সেটা বর্ণনাতিত এক আনন্দময় অভিজ্ঞতা!

----গ্যাব্রিয়েল গারসিয়া মারকেজ।

৫। সাহেদকে হেলিকপ্টারে আনার দৃশ্য আর রানা প্লাজার রানাকে ধরে আনার দৃশ্য একই মনে হচ্ছে। দুজনেই মানুষের লাশ নিয়ে ব্যবসা করেছে। রানার বাপও করোনায় মারা গেল। সাহেদের বাপও। রানা এত বছর কারাগারে আছে আরামে। সাহেদও আরামে থাকবে। এদের ধরার জন্য বীরত্বপূর্ণ কাজের জন্য কেউ কেউ হয়তো প্রমোশন পাবেন।
হে আম জনতা উল্লসিত হওয়ার কিছু কি আছে?
যারা তাকে প্রমোট করল তাদের বিচার হবে কি? যে সংস্থা মিডিয়াগুলো তাকে টকশোতে ডেকে নিয়ে প্রমোট করেছে তাদের মুখোশ উন্মোচন করা হবে কি? সাহেদ তুমি যাদের সাথে ছবি তুলিয়া একদা উৎফুল্ল হইয়াছিল আজ তাহদের কাহাকেও কি পাশে পাইবে?

৬। এই দেশে শুধু শাহেদ আর সাবরিনা'ই একমাত্র প্রতারক আর বাকি সব ধোয়া তুলসি পাতা? চারিদিকে অপরাধী। ভালো করে তাকিয়ে দেখুন।

৭। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপাতত- নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য ও পর্যাপ্ত ঘুম শরীর সুস্থ্য রাখতে সহায়তা করবে।

৮। সামনে কোরবানী। মাংস বিনিময় না করলেই ভালো হয়। অবশ্য আমরা কারো দেওয়া মাংস নেবো না বলাটা অশোভন। মাংস দিলে সেই মাংস ঘরে ঢুকাবেন না। কাউকে দিয়ে দিবেন। বিপদআপদ বাড়িয়ে লাভ নেই। কোরবানি জীবনে অনেক এসেছে আরও আসবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। কবি গুরুর কথা ঠিক নাকি বঙ্গবন্ধুর কথা ঠিক?
২। আলোচনার সময় কেউ চুপ করে থাকলে বুঝবেন হয় সে খুব জ্ঞানী অথবা সে ব্যাপারটা কম বোঝে।
৩। এটা ভালো গুণ।
৪। গল্পের শেষটা খুব গুরুত্বপূর্ণ।
৫। শাহেদকে অনেকটাই নির্বিকার মনে হোল। এরা শাস্তিকে ভয় পায় না।
৬। ঠিক বলেছেন।
৭। আপনার ঘুম মনে হয় পর্যাপ্ত হচ্ছে না।
৮। কোরবানির মাংসের ক্ষেত্রেও করোনাজনিত নিরাপত্তার কথা মনে রাখতে হবে।

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: সাড়ে চুয়াত্তর আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ৫ ও ৬ এর কথা সত্যি।
আমরা গোড়া কেটে আগায় পানি দিতে উস্তাদ।

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৯

ডি মুন বলেছেন:
সুন্দর পোস্ট।
এক পোস্টে কতকিছু নিয়ে এলেন।
মার্ক টোয়েনের উক্তিটি দারুণ লাগলো।
ছোটগল্প লেখার ব্যাপারে মার্কেজের কথাটাও একেবারে শতভাগ সত্য।

আর নিজেদের নিয়ে কি বলবো, আমাদের মানুষ হতে আরো কতো শতাব্দী লাগবে কে জানে।

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৯

নেওয়াজ আলি বলেছেন: সজীব সতেজ নির্মল পৃথিবী চাই। পাপ বাপরেও ছাড়ে না

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: বহু পাপী বেশ ভালো আছে।

৫| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাজার থেকে সদাই পাতি, মাছ মাংশ ঘরে তোলা যাবে
দোষ করলো কোরবানীর গোস্ত !!

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: ঘরে তোলা যাবে। তবে সাবধানতা অবলম্বন করতে হবে।
বাজার করা জিনিসপত্র সাথে সাথে ঘরে তোলা ঠিক না। কমপক্ষে তিন ঘন্টা পর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.