নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ধৈর্য্যের পরীক্ষা

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৩১



এক রাজা তার সৈন্যদের নিয়ে নদীতে গোছল করতে গেল!
ওখানে কিছু মেয়ে আগে থেকেই স্নান করছিলো। রাজা ও সৈন্যদের আসতে দেখে মেয়েগুলো নদী থেকে উঠে দ্রুত চলে যেতে লাগলো। ওদের মধ্যে একটি মেয়েকে রাজার খুব পছন্দ হয়! খুব। মেয়েটা দারুন সুন্দরী।

রাজা তার প্রাসাদে ফিরে গেল।
কিন্তু রাজার চোখের সামনে বার বার সেই মেয়েটির মুখ ভেসে উঠছিলো। তার মন কোনো কাজে বসছিলো না। রাত হল। রাজা ঘুমালেন না। সারারাত রাজা সেই মেয়েটির কথা চিন্তা করলেন। মেয়েটার কথা চিন্তা করতে রাজার খুব ভালো লাগছিলো। সকালে রাজা তার সৈন্যদের আদেশ দিলেন 'যাও খোঁজ নাও ওই মেয়েটি কোথায় থাকে'। সৈন্যরা মেয়েটার খোঁজ নিলো। সেই মেয়েটির বাবা ছিল একজন দরিদ্র কামার।

রাজা কামারকে প্রাসাদে ডেকে পাঠালেন।
সাত দিন পার হয়ে যাওয়ার পরও কামার রাজার প্রাসাদে এলো না। রাজা দ্বিতীয় বার ডেকে পাঠালেন। এবার ১৪ দিন পার হয়ে গেল। কামার এলো না। রাজা মনে মনে ভাবলেন সামান্য কামারের এত তেজ কিসের? রাজার ডাককে অগ্রাহ্য করে! রাজা প্রচন্ড রেগে গেলেন। মনে মনে কামারকে কুৎসিত দু'টা গালি দিলেন।

রাজা কামারকে গ্রেফতার করে ধরে নিয়ে আসার জন্য সৈন্য পাঠালেন।
যখন সৈন্যরা কামারের বাড়িতে পৌছালো তখন দেখল বাড়িতে তালা লাগানো। ঘরে কেউ নেই। সৈন্যরা ফিরে এসে রাজাকে জানালেন কামার এবং তার কন্যা পালিয়েছে। রাজা সৈন্যদের হুকুম দিলেন কামার আর তার মেয়েকে খোঁজার জন্য। সৈন্যরা কামার আর তার মেয়েকে সব জায়গা খুঁজলো কিন্তু কোথাও পেলো না।

তারপর সারারাত না ঘুমিয়ে রাজা একটি উপায় বের করলেন।
আর ঘোষনা করলেন, যে কামার আর তার কন্যাকে খুঁজে বের করতে পারবে তাকে এক কেজি স্বর্ন দেওয়া হবে এবং এক শ' বিঘা জমি দেওয়া হবে।
এক সপ্তাহ পার হয়ে গেল। তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। রাজা আবার ঘোষনা করলেন, যে কামার আর তার মেয়েকে খুঁজে বের করবে তাকে অর্ধেক সাম্রাজ্য লিখে দেব।

আরও এক সপ্তাহ পার হয়ে গেল।
তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। এই করে এক মাস পার হয়ে গেল তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। রাজার মেজাজ প্রচন্ড খারাপ হলো। রাজা রাগ করে দাড়ি কামানো বন্ধ করে দিলেন। এবং সকালে এবং দুপুরে খান না। রাজার এক সৈন্য বুদ্ধি দিলো রাজাকে। সেই বুদ্ধি অনুযায়ী রাজা ঘোষনা করলেন, কামার আর তার মেয়েকে যদি না পাওয়া যায় তাহলে তিনি গোটা রাজ্যের সমস্ত লোককে শাস্তি দেবেন। তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। অবশেষে তিনি প্রতিবেশী রাজ্যের রাজাদের কাছে সাহায্য চাইলেন।

তারাও তাদের রাজ্যে কামার আর তার মেয়েকে খুঁজলেন।
তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। রাজা উদাস হয়ে গেলেন। মদ খেতে শুরু করলেন। একদিন রাজা একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে সেই নদীটি দেখলেন আর স্বপ্নেই ছুটে গেলেন সেই নদীটির কাছে। কিন্তু ওখানেও কেউ ছিল না। উদাস হয়ে যখন পিছনে ঘুরলেন, তখন একটি সাধু বাবাকে দেখতে পেলেন। তিনি নদীর পাশে একটি ছোট্ট ঘরের দিকে ইশারা করলেন। এবং বললেন, "তুমি যাকে খোঁজ করছো সে ওখানেই আছে"।

সেই মুহুর্তে রাজার ঘুম ভেঙে যায় এবং তার সৈন্যদের নিয়ে সেই নদীর কাছে গেলেন। সেখানে স্বপ্নের সেই ঘরটি দেখতে পেলেন। রাজা বড় খুশি হলেন। এবং যখন ঘরে প্রবেশ করলেন তখন একটি মেয়ে এবং একটি বৃদ্ধ লোককে দেখতে পেলেন। কিন্তু সেই মেয়েটি দেখতে খারাপ ছিল। আর ওর বাবা ছিল ভিখারি। কামার নয়।

এক বছর হয়ে গেল!
কামার আর তার মেয়ের খোঁজ মিলল না! এবং সবশেষে রাজা রেগে গিয়ে তার সৈন্যদের বাদ দিয়ে দিলেন। আর কেসটা CBI এর হাতে দিলেন। তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। অবশেষে রাজা তার সৈন্যদের, প্রতিবেশী রাজ্যের আর CBI- এর কামার আর তার মেয়েকে খুজতে ব্যর্থ হয়। এবং তাদের সময় নষ্ট হল, যেমন এই পোস্ট পড়াতে আপনারও সময় নষ্ট হয়েছে। রাগ করবেন না প্লিজ।
আমার সাথেও এমনটি হয়ে ছিল! আমার সময়ও নষ্ট হয়েছিলো। তাই আমি আপনাদের সময় নষ্ট করলাম। আপনার ইচ্ছা হলে অন্য কারো সময় নষ্ট করতে পারেন। প্রতিশোধ নিন।

কামার আর তার সুন্দরী কন্যাকে খুঁজে পেলে জানাবেন কিন্তুু!

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: খুঁজে পেয়েছি। আপনি মনে হয় সেই রাজা।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: হা হা হা---

২| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




এই বেকুবটা কে?

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ঠিক ধরেছেন।

৩| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৪

কল্পদ্রুম বলেছেন: নিষ্ঠুর দুনিয়া,নিষ্ঠুর তার মানুষ।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: কিছু মানুষ এখনও অবশিষ্ট আছে তারা নিষ্ঠুর না। এই যেমন আমি।

৪| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৬

এইচ তালুকদার বলেছেন: এইডা কিছু হইলো?

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: হে হে----

৫| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১:২৫

কল্পদ্রুম বলেছেন: আমিও নিষ্ঠুর না।বেশিরভাগ সময়।হৃদয়বান মানুষদের একসাথে একটা দল খোলা উচিত।আপনি প্রতিষ্ঠাতা সভাপতি।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: আপনি সভাপতি হোন। আমি সাধারন সদস্য।

৬| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়!!
সময় থাকতে আপনি যথাযথ কাজটি না করে
পরের দিনের জন্য রেখে দিলেন এখন সারা
জীবন পস্তান!! তবে যা গেছে তার জন্য হা
হুতাস না করে যা আছে তাই নিয়ে সুখী
হবার চেষ্টা করেন। এত লোভ করা
ভােলোনা। বেশী লোভে তাতী
নষ্ট!! জানতে পারলে আমও
যাবে ছালাও যাবে।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন। মুরুব্বীদের কথা শুনতে হয়। তাদের অভিজ্ঞতার একটা দাম আছে।

৭| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ৭:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এক রাজা কেন সকল রাজারাই এমন ছিল।কেবল সুন্দরী নারী দেখার অপেক্ষা,দেখলে আর রক্ষা নেই।পালিয়ে যাবে কোথায়,সিরাজই পালিয়ে বাঁচতে পারল না,এতো সামান্য কামার।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আমার রাজা হতে ইচ্ছা করে।

৮| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ৮:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বেশীর ভাগ রাজা বাদশাই চরিত্রহীন আর নিষ্ঠুর ছিলেন। গল্পের রাজার চরিত্র সম্পর্কে কামার জানত তাই তারা পালিয়ে গেছে। ইতিহাসে এই সব খারাপ রাজাদের মহানভাবে দেখানো হয়। ইতিহাসে সহজ সরল কামারের কথা থাকে না। থাকে এইসব খারাপ রাজাদের কথা। যদিও আপনি রাজার চরিত্রের ব্যাপারে খারাপ কিছু বলেননি। কিন্তু কামারের আচরণে আমার এরকম মনে হয়েছে।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান পাঠক।

৯| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ৯:০৪

মুজিব রহমান বলেছেন: আপনি কি আমাদের গণতন্ত্র ও মানবাধিকার খুঁজতে নেমেছেন?
আপনি কি জবাবদিহিতা ও সুশাসন খুঁজতে নেমেছেন?

খুঁজে পেতে আরো বহু বছরই লাগবে? অদূরে পাওয়ার কোন সম্ভাবনা দেখছি না।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১০| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ৯:২২

দারাশিকো বলেছেন: থামছেন, তাই বিশেষ ধন্যবাদ। ;)

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: হা হা হা

১১| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


বনজংগলে পালিয়েছে

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: পালিয়ে বাচতে পারবে না। সব খানেই রাজা আছে।

১২| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৯

নেওয়াজ আলি বলেছেন: আপনার জীবন সুন্দর ও সজীব হোক

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:০১

নজসু বলেছেন:


শেষে এসে মজা নষ্ট করে দিলেন। :D
আমি রসিয়ে রসিয়ে গল্পটা পড়ছিলাম।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: হা হা হা
স্যরি ব্রো।

১৪| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৫| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার হাতে কোন কাজ কাম নেই।
আয় রোজগার মূলক কাজ। ?

১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.