নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৬৮

১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:২২



১। সে অনেকদিন আগের কথা।
এক দেশে বাস করত এক রসায়নবিদ। সে ছিল অসম্ভব সুন্দর। সে এতটাই সুন্দর ছিল যে, তার সৌন্দর্য দেখতে আকাশের পরীরা নেমে আসতো পৃথিবীতে। সে যখন স্নান করত নদীতে- মৎস্যকুমারীরা তার চারপাশে খেলা করত আর তাকে ছুঁয়ে ধন্য হত। শুধু রসায়নশাস্ত্রে নয়, তলোয়ার বিদ্যাতেও তার পারদর্শিতা ছিল। দেশ বিদেশের সুন্দরী রাজকুমারীরা প্রস্তাব পাঠাত তাকে বিয়ে করার জন্য। তবে সব প্রস্তাবই ফেরত যেত, কেননা রসায়নবিদের এসব দিকে খেয়াল নেই। সে তার গবেষণা নিয়েই ব্যস্ত থাকত রাত-দিন।

২। আমাদের দেশে একজন বীর পুরুষ ছিলেন।
নাম তার ঈসা খাঁ। মোগল সম্রাটদের মধ্যে সব চাইতে কির্তীমান বলে যাকে ধরা হয় সেই জালালউদ্দীন আকবর বশ্যতা স্বীকার করে খাঁজনা দিতে আদেশ দিলেন ঈসা খাঁ-কে। বরাবরই স্বাধীনচেতা বাংলার নেতা ঈসা খাঁ সেই আদেশে সাড়া তো দিলেনই না উল্টা যুদ্ধ ঘোষণা বসলেন। ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন সম্রাট আকবর।

বাংলার নেতাকে শায়েস্তা করার জন্য আকবর পাঠালেন তার সর্বাধিক বিশ্বাসভাজন রাজপুত সেনাপতি মানসিংহকে। বাংলার মানুষও লেজ গুটিয়ে পালানোর নয়, বীরের বেশে অস্ত্র ধারণ করে প্রতিরোধ গড়ে তুললো ঈসা খাঁ-র নেতৃত্বে।
শেষে তারা দুইজন আর যুদ্ধ করেন নি। দু'জন মিলে আপোষ করে ফেলেন।

সত্যিই বীর সেইই যে নিরস্ত্র, অসহায়, দুর্বলের বিরুদ্ধে অস্ত্র ধরেনা। আর কাপুরুষ সেইই যে সুযোগ পেলেই নিরস্ত্র, অসহায়, দুর্বলের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে।

৩। বেশীরভাগ মানুষই মনে করে যে, চার্লস ডারউইনই প্রথম বিবর্তনবাদের তত্ত্ব উপস্থাপন করেন, যা বৈজ্ঞানিক প্রমাণ, পর্যবেণ ও অনুসন্ধানের উপর প্রতিষ্ঠিত। আসলে, সত্যি কথা হলো যে ডারউইন এর মূল প্রবক্তা নন এবং এই মতবাদ কোন বৈজ্ঞানিক প্রমাণে উপ প্রতিষ্ঠিত নয়।

৪। কেন এই সাবরিনা মেয়েটা খারাপ রাস্তার দিকে গেল? কে বা কারা তাকে প্রলোভন দেখিয়েছে? কারা তাকে ইচ্ছেমতো ভোগের সামগ্রী বানিয়েছে? আমি বলছি না সাবরিনা ভালো। আমি চাই এই মেয়ে এতটা নষ্ট হবার পিছনে যারা যারা দায়ী তাদের সবার শাস্তি হওয়া দরকার।

মন্তব্য ৫২ টি রেটিং +২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ছোট বেলায় ডানাকাটা পরীর খুব সুনাম শুনতাম।
আর ভাবতাম, পরীগুলোর ডানা কেন কেটে দিল?

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: ডানা না কেটে দিলে পরী কোহেকাফ নগরীতে চলে যেত।

২| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগের দিনের কথা ভুলেই গেছি
নষ্ট সময়ের যাতাকলে পড়ে !!
পৃথিবীটা নষ্টদের দখলে যাবে
তা কি ভাবছিলাম !!

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: পৃথিবী পুরোটা নষ্টদের দখলে যায় নি। শুধু কয়েকটা দেশ নষ্টদের দখলে গেছে।

৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজকেই জলপরী?মৎসকুমারী নিয়ে একটা আর্টিকেল পড়লাম।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: এডিট করা ছবি। এই ছবি আগে দেখেছি। ইউটিউবে ভিডিও আছে।

৪| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। রসায়নবিদ বোকা কারণ সে সুন্দরী রাজকন্যার মূল্য বুঝল না। রসায়ন পড়লে মনে হয় আর রোমান্টিক থাকা যায় না।
২। সম্রাট আকবর ভালো না। উনি নিজে একটা ধর্ম তৈরি করেছিলেন তার ক্ষমতার স্বার্থে।
৩। ডারউইনের আরও ভালো করে গবেষণা করা উচিত ছিল। ওনার কারণে এখন অনেক সমস্যা হচ্ছে।
৪। সাবরিনা অত্যন্ত মেধাবী একজন মহিলা। সে না বুঝে কিছু করে নাই।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: আপনি অনেক ভেবে চিন্তে মন্তব্য করেন। এটা আমার ভালো লাগে।

৫| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


সাড়ে চুয়াত্তর বলেছেন, "২। সম্রাট আকবর ভালো না। উনি নিজে একটা ধর্ম তৈরি করেছিলেন তার ক্ষমতার স্বার্থে। "

-সব ধর্মই এইভাবে এসেছে; কোনটা টিকেছে, বাকীগুলো টিকেনি

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৬| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৯

ডার্ক ম্যান বলেছেন: সাবরিনা তার জামাইকে শায়েস্তা করতে গিয়ে নিজেই বিপদে পড়েছে । বিলাসী জীবনের মোহ তার সর্বনাশ ডেকে এনেছে

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: বিলাসিতা ভালো না। এজন্য দরিদ্র থাকা ভালো। সব সময় মাথায় রাখা দরকার সুখের থেকে স্বস্তিতে থাকা অনেক ভালো।

৭| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: আকবর দ্বীন এ এলাহীর প্রবক্তা । দারুন লিখেছেন । ঈসা খা দারুন সাহসী এবং দেশপ্রেমিক ছিলেন ।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৮| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ চাঁদগাজী - আপনার মতে কোনও ধর্মই আল্লাহর কাছ থেকে আসেনি। সব মানুষের বানানো। তার মানে প্রচলিত কোনও ধর্ম আপনি বিশ্বাস করেন না। আপনার অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: ধর্ম বিশ্বাস যার যার ব্যাক্তিগত ব্যাপার।

৯| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

চাঁদগাজী বলেছেন:


সাড়ে চুয়াত্তর বলেছেন, "২। সম্রাট আকবর ভালো না। উনি নিজে একটা ধর্ম তৈরি করেছিলেন তার ক্ষমতার স্বার্থে। "

-সব ধর্মই এইভাবে এসেছে; কোনটা টিকেছে, বাকীগুলো টিকেনি

যে কোন ধর্মই মানুষের মাথায় তৈরী।
ঈশ্বর কোন ধর্ম দেননি।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: যারা ধর্ম বিশ্বাস করেন না, ঈশ্বর তাদের উপর রাগ করেন না। তবে মৃত্যুর পর যাদের কঠিন শাস্তি ফবেন।

১০| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: যারা ধর্ম বিশ্বাস করেন না, ঈশ্বর তাদের উপর রাগ করেন না। তবে মৃত্যুর পর যাদের কঠিন শাস্তি ফবেন।

ঈশ্বর মানুষের মতো প্রতিহিংসাপরায়ন নন। তিনি বিশুদ্ধ।

আফসোসের বিষয় হচ্ছে, পৃথিবীর কোন মানুষই তার সন্ধান পায়নি।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: ঈশ্বরকে অনুভব করতে হয়।

১১| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৯

সোহানাজোহা বলেছেন: সাবরিনা নির্দোষ সকল দোষ রাজীব নুরের।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: আমার যেন কোনো দোষ না হয় তাই আমি কোনো কিছুর আগে পড়ে থাকি না।

১২| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ চাঁদগাজী - আপনার মতে কোনও ধর্মই আল্লাহর কাছ থেকে আসেনি। সব মানুষের বানানো। তার মানে প্রচলিত কোনও ধর্ম আপনি বিশ্বাস করেন না। আপনার অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।

সবাইকে যে ধর্ম মানতে হবে বিষয়টি এমন নয়।
রাজিব নুর বলেছেন, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার।
তার কথা ঠিক।

পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কোন ধর্মই বিশ্বাস করেন না। এটা হতেই পারে।

বিশ্বাসে মিলায় বস্তু , তর্কে বহুদূর।

সবাই যার বিশ্বাস নিয়েই থাকুন। বস্তু লাভ করুন।
ক্যাচাল না লাগলেই হলো।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: আলোচনা আর ক্যাচাল এক নয়।

১৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: সাবরিনা ছবির হিরোইন হতে চেয়ে ছিলো । কেউ এগিয়ে আসেনি । নায়কিয়া হলে আজ এমন হতো না।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:৪৪

রাজীব নুর বলেছেন: আহারে----

১৪| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নেওয়াজ আলি বলেছেন: সাবরিনা ছবির হিরোইন হতে চেয়ে ছিলো । কেউ এগিয়ে আসেনি । নায়কিয়া হলে আজ এমন হতো না।

দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে।
নায়িকা হয়ে ফায়দা কি যদি সিনেমাই না থাকে।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: সব সিনেমা হল বন্ধ হয়নি। অল্প কিছু বন্ধ হয়েছে। বরং বেশ কয়েকটা আধুনিক সিনেমা হল হয়েছে।

১৫| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পানির ধর্ম নিচের দিকে ঘড়ায়।পানির যদি ধর্ম থাকতে পাড়ে আর মানুষের থাকবে না।প্রত্যেকের নিজের নিজের ধর্ম আছে।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে ধর্মের শেষ নেই। চুম্বকেরও ধর্ম আছে।

১৬| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পানির ধর্ম নিচের দিকে ঘড়ায়।পানির যদি ধর্ম থাকতে পাড়ে আর মানুষের থাকবে না।প্রত্যেকের নিজের নিজের ধর্ম আছে।

আপনি পানির সেই ধর্মের কথা বলছেন সেটাকে ইংরেজিতে বলে Property

আর মানুষের যে ধর্মের কথা বলছেন সেটাকে ইংরেজিতে বলে Religion.

দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: মানুষ যতদিন থাকবে তত দিন ধর্মও থাকবে।

১৭| ১৯ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৪

রুদ্র আতিক বলেছেন: সম্রাট আকবর দীন ই ইলাহি নামে ধর্মের প্রবর্তন করেছিলেন তার অনুসারী ছিল ৭-৮ জন । এই ধর্ম মতে একে অপরের সাথে দেখা হলে বলতে হত, আল্লাহু আকবর আর উত্তরে বলতে হত জাল্লে জালালুহু । সম্রাটের যে গুনটি আমার বেশি লাগে তা হল তিনি খুব বই পড়তেন । আর ডারউইন কে আমার সুস্থ স্বাভাবিক বলে কখনোই মনে হয়নি ।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: সম্রাট বই পড়েন। এটা অনেক বড় ব্যাপার।

১৮| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৬

সুপারডুপার বলেছেন:



চাঁদগাজী সাহেব একটি জটিল কথা বলেছেন ,

"সাড়ে চুয়াত্তর বলেছেন, "২। সম্রাট আকবর ভালো না। উনি নিজে একটা ধর্ম তৈরি করেছিলেন তার ক্ষমতার স্বার্থে। "

-সব ধর্মই এইভাবে এসেছে; কোনটা টিকেছে, বাকীগুলো টিকেনি "

ধরা যাক , বর্তমানে শহীদ আল বোখারী মহাজাতক বাংলাদেশে ধীরে ধীরে কোয়ান্টাম ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তখন উনি এই গেমে জিতে গেলেই হিপ হিপ হুররে, হেরে গেলেই শেম শেম। জিতে গেলেই মানুষ মনে করবে ঈশ্বরের ওহী উনি ডাউনলোড করতে পেরেছিলেন। একইভাবে বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করে ঈশ্বরের সাথে দেওয়ানবাগীর বিশেষ কানেকশন আছে।

কাজেই মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই যা বলেছেন , "যে কোন ধর্মই মানুষের মাথায় তৈরী, ঈশ্বর কোন ধর্ম দেননি।" তা স্বচ্ছ জলের মতন পরিষ্কার। কিন্তু তারপরেও মানুষ সামাজিকতা ও মৃত্যুভয় থেকে এবং কিছু ক্ষেত্রে বিশেষ স্বার্থে কোনো একটি ধর্মে সংঘবদ্ধ হতে চায়। যেমনঃ আমাদের প্রিয় ব্লগার রাজীব নুর কিছু সময় ধর্মের পক্ষে, কিছু সময় ধর্মের বিপক্ষে থাকতে চান। আমরাও ধর্মীয় ছুটি, অনুষ্ঠান উপভোগ করি।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ নাম্বার মাথার উপর দিয়া গেলো, ২ নাম্বার খাঁটি কথা।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: ভালোবাসা পাই।

২০| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: মোটামুটি হয়েছে।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

২১| ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২১

কল্পদ্রুম বলেছেন: আমি পড়েছি ইসা খাঁর প্রধান শক্তি ছিলো নৌবাহিনী।মোঘলরা এই দিক থেকে দুর্বল ছিলো।ডারউইনের ব্যক্তি জীবনী খুবই ইন্টারেস্টিং।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: গুরুভাই এর কোনো খবর জানেন?

২২| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার কাছে রসায়ন খুব কঠিন লাগতো।
এর কারণও আছে।
আমার কোন প্রাইভেট পড়ার সঙ্গতি ছিল না।
নিজে নিজে পড়তে হয়েছে।

তাই মনে হতো রসায়ন খুব কঠিন বিষয়। আসলে স্কুল বা কলেজের কোন বিষয়ই কঠিন না।
কেবল একটু দেখিয়ে দেবার মতো কেউ থাকলে যে কোন কঠিন বিষয় পানির মতো সহজ হয়ে যায় ।

সেই সময়ের নূরুল হকের রসায়ন বই, জীবেন রায়ের রসায়ন বই মতো হতো আমার চির শত্রু।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: অতীতে কি আপনি দরিদ্র ছিলেন?

২৩| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: সব সিনেমা হল বন্ধ হয়নি। অল্প কিছু বন্ধ হয়েছে। বরং বেশ কয়েকটা আধুনিক সিনেমা হল হয়েছে।

আমার নিজের উপজেলা দোহারে এক সময় ৫টি সিনেমা হল ছিল।
এখন একটিও নেই।
ঢাকা শহরে অনেক সিনেমা হল ছিল । এখন সেই সব নেই বললেই চলে।

বড় বড় সুপার মার্কেটে সিনেপ্লেকে্স নামে যা হয়েছে তাতে ছেলে মেয়েরা ডেট করতে যায় ।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: সব খবরই রাখেন দেখছি!!

২৪| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: অতীতে কি আপনি দরিদ্র ছিলেন?

অতীতে কেন আমি তো এখনো দরিদ্র। আমি এখানে কামলা দিই। তবে আমি কঠোর পরিশ্রম করতে পারি। আমার সহকর্মীরা আমার কাজ করা দেখে অবাক হয়ে যায়। তারা বলে, আপনি এতো শক্তি পান কই?

আমি বলি , আমি জীবনে যে সুযোগ পাইনি সেই সুযোগ আমার ছেলেমেয়েদেরকে দিতে হবে। সেই জন্য আমার উপার্জন করা দরকার। তারা যেন পড়ােশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: গ্রেট কথা বলেছেন। আপনি একজন গ্রেট পিতা। সব পিতার আপনার মতো চিন্তা করা উচিত।

২৫| ২০ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৭

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: ঈশা খাঁ বাংলার সবচেয়ে সাহসী পুরুষ।
সাবরিনা'র দোষের চেয়ে যারা তাকে খারাপ পথে নিয়ে গেছে তারা আরো বেশি দায়ী।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: রাইট।

২৬| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৮

কল্পদ্রুম বলেছেন: লেখক বলেছেন: গুরুভাই এর কোনো খবর জানেন?

মনে হচ্ছে তাকে আপনার দরকার।কিন্তু দুঃখের বিষয় তার খবর আমার কাছে নেই।

২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.