নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ইটালিয়ান পরিচালক বার্নার্ডো বারতোলুচি ১৯৯৩ সালে হলিউডে একটি মুভি তৈরি করেন, যার নাম ছিলো 'লিটল বুদ্ধা'। মুভিটিতে গৌতম বুদ্ধের জীবন ও বর্তমান সময়ের বৌদ্ধ ধর্মসহ অনেক বিষয় চমৎকারভাবে নিয়ে আসা হয়। এর বড় আকর্ষণ ছিলো নানা ধরনের মেডিটেশনের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেয়া। মুভিটি অনেকের মনে প্রভাব ফেলেছিলো।
২। মার্কস বলেন যুক্তির নিরিখে বিচার করলে জগত যে এক বা একাধিক উদ্দেশ্যবাদী সত্তা দ্বারা পরিচালিত তা বিশ্বাস করা যায় না। পূণ্য পুরষ্কৃত হবে এবং পাপ তিরষ্কৃত হবে, এই বিশ্বাসকেও মার্কস অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেন। তাঁর মতে, 'এ ধারনা গুলো স্রেফ শৈশবকালের কল্পনার ফলশ্রুতি এবং একই সঙ্গে তা প্রাক-বৈজ্ঞানিক চিন্তা ও মানসিকতার পরিচায়ক'।
অর্থাৎ, মার্ক্স স্পষ্টতঃই বলছেন, ধর্ম এবং ঈশ্বরে বিশ্বাস একেবারে শিশু বাচ্চাদের মতো কল্পিত বিশ্বাস মাত্র।
৩। যদি কারো ভুল ধরার ইচ্ছা থাকে তবে যে কারো যেকোন ভাবেই ভুল ধরা যায়।
৪। ইলিয়াস কাঞ্চনের মতো বলতে ইচ্ছে করছে- আমি বেঁচে থাকতে বস্তি দখল করতে পারবি না!
৫। পত্রিকায় সাহিত্য সাময়িকীতে আজ একটা সুন্দর গল্প পড়লাম। গল্পের নাম 'তিন ছাগল'।
চমৎকার গল্প। তিন ছাগলের বাড়ি তিন জেলায়। ঘটনাচক্রে তিন ছাগলের দেখা হয়ে যায়। তিনটাই নিজেকে মহা পন্ডিত মনে করে। কেউ কারো চেয়ে কম না। আসলে খালি কলস।
প্রথম ছাগলের আছে গলার জোর। তার সাথে মিথ্যায় কেউ পারে না। গলার জোরেই টিকে আছে।
দ্বিতীয় ছাগল আগে একটা মোবাইল ব্যবহার করতো নয় শ' টাকা দামের। সে মোবাইল রাবার দিয়ে প্যাচিয়ে রাখতে হতো। ইদানিং সে একটা স্মার্ট ফোন কিনেছে। স্মার্ট ফোন কেনার পর থেকে সে নিজেকে বুদ্ধিমান ভাবতে শুরু করেছে।
তৃতীয় ছাগল বেশ ক্ষমতাবান। তার ছোট চাচা সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপ সচিব। এই ছাগল নিজেকে বেশ জ্ঞানী মনে করে। জ্ঞানী মনে করা ভালো। কিন্তু ভিতরে ভিতরে বিরাট বলদ।
৬। শিক্ষকঃ প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো।
ছাত্রঃ আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি..
শিক্ষকঃ গুড বয়… প্রতিদিন কত ঘন্টা করে খেলো?
ছাত্রঃ মোবাইলের ব্যাটারী শেষ না হওয়া পর্যন্ত…!
৭। বেহেশতের একটা ফল পৃথিবীতে পাওয়া যায়- বলেন তো সেই ফলটার নাম কী?
৮। শত প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
৯। এক জেলায় বিরাট এক দূর্নীতিবাজ আছে।
সাড়ে দশ হাজার কোটি টাকা দূর্নীতি করেছে। জেলার বেশির ভাগ জমিই তার। অবশ্য সে স্কুল মাদ্রাসা করেছে তার গ্রামে। দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশে নানান ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এই দূর্নীতিবাজকে গ্রেফতার করার জন্য এক যুবক সরকারের নানান কর্মকর্তার সাথে দেখা সাক্ষাত করছে। দুদকেও গিয়েছে। অথচ কেউ তাকে সহযোগিতা করতে না। এমনকি তার জেলার মানুষও তাকে সহযোগিতা করছে। দূর্নীতিবাজ তার নামে অনেক গুলো মামলা করেছে। এখন সে গ্রাম ছাড়া। পালিয়ে বেড়াচ্ছে। দূর্নিতিবাজ আছে রাজার হালে।
২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: আনার নাকি?
২| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: টুকরো টুকরো সাদা মিথ্যা - ১৬৯ হবে মনে হয়।
২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
আমারই ভুল হয়েছে।
আমি এখনই ঠিক করে দিচ্ছি।
৩| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৮
লরুজন বলেছেন: -
আসছে কোরবানীর ঈদে
তিন ছাগলের একটা ছাগল হলে আমার চলবে
৭। খোরমা খেজুর
২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: হা হা হা---------
৭। না খেজুর হবে না। সম্ভবর ডালিম/আনার।
৪| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১ ও ২। বৌদ্ধ ধর্মের প্রতি পশ্চিমের মানুষের একটা আকর্ষণ আছে মনে হয়। প্রাচ্যের ধ্যান জিনিষটার প্রতি সাদা চামড়ার মানুষদের আকর্ষণ আছে। তবে সিনেমার ডাইরেক্টর সাহেব কি ধ্যানের পক্ষে বলেছেন না বিপক্ষে বলেছেন?
৩। কাজ যে করে সেই ভুল করে আর যে কাজ করে না তার কোনও ভুল নেই।
৪। বস্তিবাসিদের নিয়ে কোনও সরকার তেমন ভাবে না।
৫। এই ধরণের কিছু ছাগল মনে হয় ব্লগেও থাকতে পারে। আমাদের সাবধান হতে হবে।
৬। শিক্ষকের বলা উচিত ছিল প্রতিদিন মাঠে খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য ভালো।
৭। বরই নাকি?
৮। আমি নিশ্চিত না।
৯। শেষ জমানায় খারাপ লোকেরা দেশ চালাবে।
২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: ৭। না বড়ুই না।
৫| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৯
ইসিয়াক বলেছেন:
আচ্ছা বস্তি বা নিতান্ত গরীব লোকদের খুব একটা করোনা হচ্ছেনা আমি কিন্তু অনেক খেয়াল করে দেখলাম,খোঁজ নিয়েও দেখেছি। তারা কিন্তু জিবিকার তাগিদে আরো বেশি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছো। কিভাবে সম্ভব?
২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: বিধাতার লীলা বুঝা দায়।
৬| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫০
নেওয়াজ আলি বলেছেন: স্যালুট ইলিয়াস কাঞ্চনকে স্যালুট সেই যুবককে। দেশে শামীম সাহেদ সাবরিনা সম্রাটের অনেক উন্নতি হয়েছে । দেশের একদল চোর আরেক দল ডাকাত।
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: ছোট্র একটা দেশ। মানুষ বেশি। সমস্যা তো থাকবেই।
৭| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: নীতি বা দূর্ণীতি যাই হোক- এদেশে অর্থ ও ক্ষমতা থাকলে সবাই বহাল তবিয়তেই থাকে!!
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: মনের কথা বলেছেন।
৮| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
৯ নং:
যারা ভুমি দস্যু, ব্যবসার নামে ঋণ খেলাপী, আদম বেপরী, এরা কোন না কোনভাবে সরকারের সাথে যুক্ত।
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: একদম রাইট।
৯| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: বেহেস্তি ফলের নাম ডুমুর
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: নো নেভার।
১০| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৬
রাশিয়া বলেছেন: ২। মার্ক্স বাবাজী জীবনভর যে সমস্ত অপকর্ম করেছে, ঈশ্বরে বা পরলোকে বিশ্বাস করলে কি তা করার সাহস পেত?
৪। বস্তিগুলো গড়ে ওঠে সরকারী জায়গায় বা অবৈধ স্থানে। বস্তির ভাড়া ও চাঁদা তুলে, মাদক ব্যবসা করে একেকজন ক্ষমতাবান কোটিপতি হয়ে যায়। যারা বস্তি উচ্ছেদ করতে আসে, তারা তো তাদের অধিকার বুঝে নিতে আসে, তাতে ইলিয়াস কাঞ্চনের পেটে কৃমি কামড়ায় কেন?
৮। এদেশের ক্ষমতার ৫০ ইতিহাসের অর্ধেকটা সময়ই তো শেখ হাসিনা নেতৃত্ব দেননি। বাংলাদেশ কি সেই সময় পিছিয়ে পড়েছিল?
১১| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: ৪। হা হা হা---- হো হো হো-----
১২| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই লিঙ্কটা দেখুন Click This Link
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: পৃথিবীতে আল্লাহতায়ালা যেসব বেহেশতি ফল দান করেছেন তার মধ্যে ডুমুর অন্যতম। ডুমুরের গুরুত্ব বিবেচনা করে আল্লাহ ডুমুরের নামে একটি সুরার নামকরণ করেন সুরা ত্বিন। সুরা ত্বিনে আল্লাহ ইরশাদ করেছেন— ‘ভাবো ডুমুর ও জয়তুনের কথা এবং সিনাই পর্বতের কথা এবং এ নিরাপদ শহরের (মক্কা) কথা আর আমরা মানুষকে বানিয়েছি সর্বোত্তম শারীরিক গঠনে।’ সুরা আত ত্বিন।
দেখলাম। ধন্যবাদ আপনাকে।
১৩| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৭,মাকাল ফল,আমাদের এলাকার জংগলে অনেক পাওয়া যেত।ডালিমের মত কিন্ত ডালিমের থেকে অনেক উজ্জ্বল ।ভিতরে ছাইয়ের মত কিছু বস্তু এবং দুর্গন্ধযুক্ত।তখন মুরব্বিরা বলত আদম(আ অভিশাপে এই ফলের এই অবস্থা।
২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: ওকে। জানলাম।
১৪| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই মাত্র লক্ষ্য করলাম আপনার পোস্টটাতে আমি কোন মন্তব্য করিনি।
কেন এমনটা হল বুঝতে পারছি না।
আফসোস।
২০ শে জুলাই, ২০২০ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: কারন আপনি আমাকে ভালোবাসেন। আমার আনন্দে আনন্দিত হোন, আমার দুঃখে দুখিত হোন।
১৫| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৭। নারী ।
যে কোন হুজুরকে গোপনে জিজ্ঞেস করে দেখুন।
২০ শে জুলাই, ২০২০ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: আপনি দারুন রসিক মানুষ।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ৭ নাম্বারের উত্তর আমি জানি কিন্তু বলবো না, কারণ বললেই ভুল হবে।