নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আজ বৃষ্টির দিন।
তাই সারাদিন শুয়ে বসে পত্রিকা পড়ে কাটাচ্ছি
পত্রিকায় কি কি পড়লাম তা আপনাদের কিছুটা বলি
এক পত্রিকা লিখেছে- সংসদে প্রধানমন্ত্রী বলেছেন-
মুক্তিযোদ্ধা কোটা থাকবে এবং হামলাকারীরা ছাড়া পাবে না
প্রধানমন্ত্রী যখন বলেছেন- মন্দ বলি কি করে?
এদিকে সংসদে রওশন এরশাদ বলেছেন, 'দেশ ঠিকভাবে চলছে না'
রওশন ম্যাডাম আমার সংসার'ই ঠিকভাবে চলছে না
আর একটা দেশ ঠিকভাবে পরিচালনা করা চারটিখানি কথা নয়
পত্রিকায় দ্বিতীয় পাতায় লিখেছে, 'চাঁদ দেখা কমিটি আগামীকাল বৈঠক করবেন'
মানে কি? ঈদ তো এখনও অনেক দেরী আছে
তাহলে তারা কিসের বৈঠক করবেন?
শেষের পাতায় ছোট করে নিউজ হয়েছে-
'বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু'
এই নিউজ গুলো আমাকে খুব কষ্ট দেয়
তৃতীয় পাতায় লেখা-
'আগামীকাল উদ্বোধন হবে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার'
এই নিউজটা পড়ে বুঝতে পারলাম পত্রিকাটা বহু পুরোনো
আহ আমি কি নির্বোধ!
এক সপ্তাহ আগের পত্রিকা মন দিয়ে পড়ছিলাম
পুরান পত্রিকা পড়েই বুঝতে পারলাম আমি অনেক পিছিয়ে আছি।
পুরান পত্রিকা পড়ে মেজাজ খুব খারাপ হয়েছে
এদিকে মনে হচ্ছে- চায়ে চিনি কম
বিনা কারনে সুরভির সাথে চিল্লাচিল্লি করলাম
আসলে চা'য়ে চিনি ঠিকই ছিল
সুরভি চুপ করে সব সহ্য করলো
আহা বেচারির মনটা খারাপ করে দিলাম
বিকেলবেলা বাইরে গেলে সুরভির জন্য একবাটি আইসক্রীম আনবো
সে আইসক্রীম খুব পছন্দ করে
আমি নিশ্চিত আইসক্রীমের বাটি দেখে সে খুব খুশি হবে
এবং আমার বিনা কারনে চিল্লাচিল্লি করার অপরাধটা ক্ষমা করে দিবে।
২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:০২
মুক্তা নীল বলেছেন:
রাজিব ভাই ,
আপনি এতো বদরাগী কেন ? এখনই ভাবিকে স্যরি বলেন
২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: জ্বী সরি বলা উচিত।
৩| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:১২
সাইন বোর্ড বলেছেন: বেশ পুষ্টি সমৃদ্ধ কবিতা, পড়ে ভালই লাগল ।
২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: ধনবাদ জনাব।
৪| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার বৃষ্টির দিনের কবিতা পড়ে
আমারও একটা কবিতা লিখতে মনে
বাসনা যেগেছে !!!
২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: হে হে---
লিখে ফেলুন মুরুব্বী।
আপনার কবিতা ভালো হবে। আপনি অভিজ্ঞ লোক।
৫| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩২
এস এম মামুন অর রশীদ বলেছেন: বৃষ্টির মধ্যে আবোলতাবোল বকে চাঁদ দেখা কমিটির দোষ দেখার পূর্বে মাথা ঠাণ্ডা করেন, এটি রোজার ঈদ নয় যে ঈদের সম্ভাব্য আগের রাতে চাঁদ খুঁজতে হবে। আজ বা কাল যিলহজ্জ মাসের নতুন চাঁদ দেখার কথা, সে হিসেবে কমিটির প্ল্যান ঠিক আছে। আপনি বরং পরামর্শ দিতে পারেন, কমিটি যেন প্রযুক্তির ব্যবহার বাড়ায়।
২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য।
৬| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি ভাবীর সাথে এত রাগারাগি করেন কা হুহ,
একদিন বাসায় যাবো বেড়াতে আর ভাবীরে নিয়ে গপ্প করুম আর আপনি রান্না করে খাওয়াবেন এটা হলো শাস্তি
২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: অবশ্যই আসবেন।
৭| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৪
নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: ভাবীরে খেপায়েন না।
বাইরে হোটেল ফোটেল অনেক বন্ধ। ঘর থেকে বের ক রে দিলে শেষে না খেয়ে থাকতে হবে। শোয়ার জায়গাও কেউ দেবে না।।
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: বাইরের খাবার খাওয়া সে পছন্দ করে না। সে আমাকে অনেক ভালোবাসে। কাজেই আমার কোনো চিন্তা নেই।
৮| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: হে হে--- লিখে ফেলুন মুরুব্বী।
আপনার কবিতা ভালো হবে। আপনি অভিজ্ঞ লোক।
আপনাকে উৎসর্গ করবো, অনুমতি প্রার্থনীয়
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: হায় হায়----
এত সৌভাগ্য আমার হবে!
অনুমতির কিছু নেই।
এটা তো আনন্দের কথা।
৯| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৬
নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই ভালো কবিতা লিখেন। গতকালকেই একটা পড়লাম বৃষ্টি নিয়ে। ভালো লিখেছেন।
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১০| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
চা আমি সব সময় নিজে বানাই, অন্যদের তৈরি চা থেকে আমার চা বেশী ভালো লাগে।
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: গ্রেট।
আমাকে চা বানানোটা শিখিয়ে দিবেন। তাহলে আর কাউকে বিরক্ত করতে হবে না।
১১| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৭
নেওয়াজ আলি বলেছেন: ঢাকা চিটাং রোড়ে নৌকা চলার সময় এখন
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: ও আলি ভাই---
নৌকা ছাড়া আমাদের গতি নাই।
নুহ নবিও আমাদের নৌকা দিয়ে বাচিয়ে ছিলেন।
১২| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: হায় হায়----
এত সৌভাগ্য আমার হবে!
অনুমতির কিছু নেই।
এটা তো আনন্দের কথা।
তবে তাই হোক
শ্রাবণের বৃষ্টি মুখর প্রভাতের বিক্ষিপ্ত ভাবনা
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।
১৩| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: হায় হায়----
এত সৌভাগ্য আমার হবে!
অনুমতির কিছু নেই।
এটা তো আনন্দের কথা।
তবে তাই হোক
শ্রাবণের বৃষ্টি মুখর প্রভাতের বিক্ষিপ্ত ভাবনা
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: লিংক এ সমস্যা।
১৪| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিংক কাজ করছেনা, এ্টি সহ উপরের ২টি মন্তব্য মুছে দিন দয়া করে
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: মুছার কি দরকার। থাক না।
১৫| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: হায় হায়----
এত সৌভাগ্য আমার হবে!
অনুমতির কিছু নেই।
এটা তো আনন্দের কথা।
তবে তাই হোক
শ্রাবণের বৃষ্টি মুখর প্রভাতের বিক্ষিপ্ত ভাবনা
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: এবার ঠিক হয়েছে।
১৬| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৪
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ভালো লাগলো পোস্ট পড়ে। তবে অকারণে মানুষজনকে বকাঝকা করা আমার সাংঘাতিক অপছন্দের। সুরভী ভাবি খুব ভালো মানুষ, তাই হয়তো আইসক্রীম পেয়ে সব ভুলে যাবেন।
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৭| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক বছর আগে আমি দোকান থেকে পুরাতন বিচিত্রা সংগ্রহ করে আনন্দের সাথে পড়তাম।
খুবই মজা লাগতো।
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: আমি গুড।
এরকম আমীও করেছি। কেজি দরে নানান রকম পত্রিকা আর ম্যাগাজিন কিনতাম।
১৮| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:০৫
ইসিয়াক বলেছেন:
হৃদয়হীন
২১ শে জুলাই, ২০২০ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: কে?
১৯| ২১ শে জুলাই, ২০২০ রাত ১১:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: বৃষ্টির দিন গরীবের জন্য অভিশাপ আর ধনিদের জন্য বিলাসিতা ।
২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: হ্যা।
২০| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৯
Subdeb ghosh বলেছেন: মজার মানুষ আপনি।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: ছোটবেলা থেকেই।
২১| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৯
আমারে স্যার ডাকবা বলেছেন: এইটা কবিতা ছিলো?
২২| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: আধুনিক কবিতা।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ মজা পেলাম রাজীব দা