নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৬৮

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩০



১। একটির পর একটি রাত পার করে নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এমনকি পৃথিবী সূর্যের চারদিকে যে গতিতে ঘুরছে তারচে অধিক গতি আমার মৃত্যুর দিকে।

২। ১৯৭১ সালে যখন ভারতে বসে তিনি যখন মুক্তিযুদ্ধ এবং দেশের শাসনকার্য নিয়ে ব্যস্ত, তখনকার ঘটনা ।
On Time অফিসে এসে তাজউদ্দিন দেখলেন, তাঁর পিয়ন তখনো আসেনি। তিনি থিয়েটার রোডের পিয়নের সেই বাসায় চলে গেলেন। এদিকে তাঁর অন্য এক কর্মচারী অফিসে এসে, তাঁকে না পেয়ে সেই পিয়নের বাসায় গেলেন। গিয়ে দেখেন, বাসায় আর কেউ নেই, শুধু প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব জ্বরে আক্রান্ত পিয়নের মাথায় বদনা দিয়ে পানি ঢালছেন।

৩। সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য গাছ লাগানো ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আমি যখন গ্রামে ফিরে যাব, ঠিক চাষী হয়ে যাবো। গাছের পর গাছ লাগাবো। সবুজে সবুজ করে দেবো চারধার।

৪। এলিজি এবং মৃত্যু এলিজি শব্দটার মানে কী কেউ জানেন?

৫। ধর্মকে একেবারে নির্মূল করতে না পারলে এই পৃথিবীর মানুষের মুক্তি নেই।

৬। কে আমাকে শিখিয়ে দেবে, কী করে একজন শত্রুকেও নিঃশর্তে ক্ষমা করা যায়?

৭। "স্যার একটা ফুল নেন, একটা ফুল নেন স্যার"। গাড়ির ভিতর থেকে কোনও সাড়াশব্দ নেই।

৮। আমরা একটি সুন্দর বাসযোগ্য সমাজ চাই, যেখানে কোনো মানুষকে আর নির্যাতিত হতে হবে না, আর সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সবাইকে ন্যায় নীতির ভিত্তিতে এক সঙ্গে কাজ করে যেতে হবে, সব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

৯। গতকাল রাতের স্বপ্ন-
এমন এক জায়গায় চলে গিয়েছি যেখানে কোন গাছ নেই। হঠাৎ করে আমার শ্বাস নিতে কষ্ট হল, মনে হল যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে আমার।
তখন দূর থেকে কে যেন বলল, গাছ না থাকলে তো কষ্ট হবেই!
আমি বললাম, গাছ না থাকলে কষ্ট কেন হবে?
গাছ না থাকলে অক্সিজেন আসবে কোথা থেকে? রোদের মধ্যে ছায়া পাওয়া যাবে কোথায়? সমুদ্রের পানি উপচে পৃথিবী ভেসে যাবে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটা সুন্দর করে সাজাবার জন্য- সবুজ একটা পৃথিবী গড়ে তুলতে হবে আমাদের'ই। বোকা মানুষ শুধু টাকা-টাকা করে। আরে... গাছ না থাকলে, পৃথিবী থাকবে না, তখন টাকা দিয়ে কি করবি? আগে তো পৃথিবীটাকে বাঁচাতে হবে।

১০। সব ভাগ্য নিয়ন্ত্রিত। বৃত্ত দিয়ে ঘেরা। এর বাইরে কেউ যেতে পারবে না। আমিও না, তুমিও না।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: তাজ উদ্দীন সাহেব পিয়নকে না পেয়ে পিয়নের বাসায় গেলেন ঠিক আছে। কিন্তু পরের কর্মচারী পিয়নের বাসায় কেনো গেলেন?

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: তাজ উদ্দিনকে খুজতে।

২| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর হয়েছে।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বাস্তবতার মুখোমুখি হয়ে লেখেছেন রাজীব দা

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: হয়তো।

৪| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১৯

চাঁদগাজী বলেছেন:



২ নং:

তাজউদ্দিন সাহেব যে ভালো মানুষ ছিলেন তাতে কোন সন্দেহ নেই; কিন্তু সাড়ে ৭ কোটী মানুষের স্বপ্নপুরণ করার মতো কোন আইডিয়া উনার ছিলো না, আমি সেটাই বলেছি পোষ্টে।

উনাকে যখন আটকায়েছে, আমি দেশে থাকলে উনাকে মুক্ত করার আমি ব্যবস্হা নিতাম।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: হতে পারে। তবে উনি অনেক কর্ম হাতে নিয়েছিলেন। সেসব শেষ করতে পারেন নি বা তাকে শেষ কর‍্যে দেওয়া হয়নি।

৫| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪০

নেওয়াজ আলি বলেছেন: স্যালুট তাজউদ্দিনকে । তাজ উদ্দিনদের মত আদর্শবান নেতা আমরা আর পাইনি বলে সুস্থ ও সুন্দর বাংলাদেশ মরণের আগে দেখবো না । ধর্ম নির্মূল কমিটির সভাপতি আপনি ।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: পরের কর্মচারী কি ভাবে বুঝলেন তাজউদ্দীন পিয়নের বাসায় গেছে? তিনি কি বলে গেছিলেন কাউকে?

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আমি তো সেই সময় উপস্থিত ছিলাম না। তবে ধারনা করে নিতে পারি। আপনিও নিন।

৭| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১২

ইসিয়াক বলেছেন:

১ নম্বর,ছবিটা সুন্দর।
মৃত্যু চিন্তা করার দরকার নাই। দুনিয়াটা মস্ত বড়,খাও দাও ফুর্তি করো।
২ নম্বর, মানবিক ছিলেন।
৩ নম্বর, আর কবে গ্রামে ফিরবেন? চুল তো সব পেকে সারা। শুধু কথার কথা।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: ৩নং খুব শ্রীঘই গ্রামে যাবো।

৮| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৮

ইসিয়াক বলেছেন:
৪ নম্বর, জানিনা।
৫ নম্বর, !
৬ নম্বর, শত্রুকে ক্ষমা করা মহৎগুণ।
৭ নম্বর, ফুল নিয়ে ওদের কোন লাভ হবে না। ওদের সঠিক পুর্নবাসন, মৌলিক অধিকারগুলো পূরণ হওয়া চাই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা,নিরাপত্তা।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বর্তমান আধুনিক বিশ্বে ধর্মের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: সহমত।

১০| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ১ - ১০ প্রত্যেকটি বিষয়ই মুগ্ধতায় ভরা। কোনটা ভাবনার খোরাক যোগায়, কোনটা তথ্য দেয়, কোনটা বা দায়িত্বশীলতার শিক্ষা দেয়। তবে ৫নাম্বারটায় অসম্ভব দুঃসাহসী কথা বলেছেন ভাই। (আমার মন্তব্যগুলো খুব বড় হয়ে যায়, কম জানা মানুষের এই এক দোষ। তাই সংক্ষেপ করার চেষ্টা করছি)
কথাগুলো আপনার মৌলিক ভাবনা থেকে এসে থাকলে, স্যালুট জানাই প্রিয় রাজীব নুর ভাই।

২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১১| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধর্মের প্রতি এত উষ্ণা কেন?
কোন ধর্মই অধর্মের কথা বলেনা।
চুরি ডাকাতি ঘুন করতে বলেনা।
পরের সম্পদ লুট কিংবা পরের নারী
হরণের কথাও বলেনা।
তবে কি আমরা তাই চাই বলেই
ধর্মের প্রতি এত রাগ পোষণ করি?
ধর্মতো খেতে পড়তে চায়না।
ইচ্ছা হলে মানুন না হয় ছাড়ুন।
ধর্ম বাধা দিতে আসবেনা।

২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: ধর্মের বাধা দেওয়ার ক্ষমতা নেই।

১২| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:০১

প্রেক্ষা বলেছেন: এমন যেনো হয় একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পৃথিবীটা বদলে গেছে। সকল অন্যায়,অবিচার সমাজের বুকে থেকে মুছে যাক এই কামনা করি।

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: এরকম ভাবতে ভালো লাগে। কিন্তু এরকম কখনও হবে না।

১৩| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:১১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৪।শোকগাথা।
১০।আবার এরকমও প্রবাদ আছে:ম্যান ইজ দ্যা আর্কিটেক্ট অব হিজ ওউন ফেট।

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১১:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩, ভাল কাজে দেরি করতে নেই।
৫, ধর্ম নিজে নিজেই নির্মূল হয়ে যাবে।
১০, নিয়তিবাদ

২৬ শে জুলাই, ২০২০ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: ওনেক ধন্যবাদ।

১৫| ২৬ শে জুলাই, ২০২০ ভোর ৬:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্বপ্ন দেখে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না।
সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে।
এই পৃথিবীতে এমন লোকও ছিলেন এক সময় যিনি স্বপ্ন দেখে নিজের ছেলেকে জবাই করতে গিয়েছিলেন।
হতে পারে এটা একটা মিথ।
তারপরও কথা থাকে।

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.