নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নীলা অপেক্ষায় থাকো

২৬ শে জুলাই, ২০২০ রাত ১২:১৬




পৃথিবীর সব পথ ঘুর ঘুরে, শেষে-
এক আকাশ আনন্দ নিয়ে তোমার কাছে আসবো
আজ আকাশ ভরা কেন এত হাহাকার!
হয়তো ভালো আছো অথবা ভালো নেই তুমি!

কিভাবে তোমাকে নিজের কাছে নিয়ে আসি-
আমার না আছে যোগ্যতা
পঁচিশ হাজার বছর ধরেই
আমি তোমাকে ভালোবাসতে পারি
তাতে একটুও কমবে না ভালোবাসা,
ভেবনা আমার ভালোবাসা কম দামী পারফিউমের মতো-
গন্ধ হঠাৎ করে উধাও হয়ে যাবে।

একটু একটু করে ভালোবাসা জমাচ্ছি-
একদিন জমবে এক আকাশ ভালোবাসা
তোমার শাড়ির আঁচলের ভাঁজে ভাঁজে
খেলা করে রাশি রাশি পংক্তিমালা নিরবে
যুগে যুগে বদলে যায় আঁচলের ভাঁজ আর মন
অচল কবির অভিমানের কে রাখে খবর?

অদৃশ্য কুয়াশায় দেখা যায় না, ইষ্টিশন মাস্টারের ঘর
ওয়েটিং রুমে বসে চোখে ভাসে তোমার কপালের টিপ
কুয়াশার কাছে ভিক্ষা চাই- তোমার ভালোবাসার স্পর্শ
নীলা, তুমি তো জানো- আমি আমার ইচ্ছা মতো লিখি
যেখানে ইচ্ছা কমা বসাই, যেখানে ইচ্ছা দাড়ি দেই
বাড়িয়ে রাখো তোমার হাত- সময় মতো ধরে নেবো।


মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:০৯

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল ও   সুন্দর  উপস্থাপন ।

২৬ শে জুলাই, ২০২০ রাত ২:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:১৬

শের শায়রী বলেছেন: রাজীব ভাই এখন পর্যন্ত যত আপনার কবিতা পড়ছি আমার দৃষ্টিতে এটাই বেষ্ট, যদিও আমি কবিতার সেভাবে সমাঝদার না।

২৬ শে জুলাই, ২০২০ রাত ২:৪২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:২৯

অনিন্দ নিন্দা বলেছেন: ভাল ভালবাসা , ”বাড়িয়ে রাখো তোমার হাত- সময় মত ধরে নেব”--- কার সময় মত? কবির না কবিতার?

২৬ শে জুলাই, ২০২০ রাত ২:৪৩

রাজীব নুর বলেছেন: কবির।

৪| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:৩২

আমি রাছেল খান বলেছেন: এই একটা জিনিস প্রিয় হয়ে উঠেনি

২৬ শে জুলাই, ২০২০ রাত ২:৪৩

রাজীব নুর বলেছেন: ওকে।

৫| ২৬ শে জুলাই, ২০২০ ভোর ৬:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধু, সাধু, সাধু।

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: সাধু হতে পারলাম না। আবার শয়তানও হতে পারলাম না।

৬| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:১৮

ইসিয়াক বলেছেন:


কবিতাই ভালেবাসা,কবিতাই জীবন।
কবিতা নিয়ে বাঁচতে চাই কবিতায় হোক মরণ।
চন্দ্রাহত প্রেমিক আমি ভীষণ আবেগী,
কবিতার প্রেমে অন্তর মম প্রেমবিবাগী।
চিত্তজুড়ে কবিতা,ভালোবাসায় কবিতা,
প্রেয়সী সেতো আমার কবিতার কথকতা।
নিদানকালে শেষ দেখায় কবিতা কন্ঠে জড়াই,
কবিতার জন্য জীবনপন,কবিতার জন্য লড়াই।
যায় যাক চলে সবকিছু অর্থ বিত্ত বা খ্যাতি।
কবিতা আমার অন্তরের খোরাক একমাত্র সম্পত্তি।

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: ওকে।

৭| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন তো হিংসা হচ্ছে রাজীব দা
আমি কবিতা লিখতে জানি না---------

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: হায় হায়---

৮| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা আমি খুব একটা বুঝি না।
তাই কোনো কিছু পড়ে না বুঝলেই সেটা কবিতা মনে হয়।

প্রথম কথা
অর্থাৎ আমার কাছে প্রথম লাইনের বক্তব্যের সাথে দ্বিতীয় লাইনের বক্তব্যের যখনো কোন মিল না থাকবে সেটাই কবিতা। আপনার বেলায় তো তা হচ্ছেনা!!!

দ্বিতীয় কথা
কবিতায় অপ্রচলিত, কঠিন ও আজনা (আমার) শব্দের উপস্থিতি থাকবে।
আপনার বেলায় তো তা হচ্ছেনা!!!

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: আমি কবিতা লিখতে পারি না। কিন্তু ইচ্ছা হয় কবিতা লিখতে। তখন চেষ্টা করি কবিতার মতোণ কিছু একটা লিখতে।

৯| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৫

সাইন বোর্ড বলেছেন: কবিতায় প্রেম থাকবে, থাকবে হাহাকার, না পাওয়ার বেদনা, ইচ্ছে মত কমা ছেদ দাড়ি...

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: ওকে।

১০| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই মাইয়া তো বড়ই ভাগ্যবতী দেখছি।

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: ইয়েস। আপনি বুঝতে পারছেন।

১১| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতা ভাষা খুঁজে পেয়েছে

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: মজার ব্যাপার হলো- এই কবিতা ২০০৯ সালে লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.