নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৬৯

২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৮



১। দেখুন জলাবদ্ধতা তখনই কমবে যখন আপনি সচেতন হবেন, আপিনি ভেবে বলুনতো আপনার বাসার ময়লা পলিথিনে ভরে কোথায় ফেলছেন? রাস্তার উপর, ড্রেইনের পাশে, খালের পাশে? ময়লাটা যায় কোথায় বলতে পারেন?

এই গুলার খবরই যখন আপনি আমি রাখি না জলাবদ্ধতা নিয়া হা হুতাশ ও আমাদের সাজে না। যতদিন আমি সচেতন না হচ্ছি, আমি আমার ড্রেইনটা কে পলিথিন মুক্ত না করছি, এলাকার এক মাত্র খালটাকে পরিচ্ছন না রাখছি ততদিন আমি আপনি সবাই কোমর পর্যন্ত পানিতে হেটে যাতায়েত করতে হবে, যদি বলেন এই গুলা সরকারের কাজ, সরকার কিন্তু আপনার আমার সচেতনাতা বোধ তৈরি করতে পারবে না। এটা যার যার নিজের মধ্যে থাকতে হয়।
তাই বলছি হা হুতাশ না করে যা করা দরকার তাই করুন।

২। 'ফার্মগেট, মিরপুর...মিরপুর'
বাসের হেল্পার অনবরত চিৎকার করে যাচ্ছে। অবাক হতে হয়! বাসটা লোকজনে একদম ঠাসা। মনে হচ্ছে তিল ধারণের জায়গা পর্যন্ত নেই! কিন্তু হেল্পারের সে বিষয়ে কোনও মাথা ব্যাথা নেই। সে অবিরাম বাসে যাত্রী উঠিয়ে যাচ্ছে। এত মানুষের জায়গা কিভাবে হচ্ছে তাও এক রহস্য!

৩। সবাই যেন ভাল ভাবে প্রিয়জনদের সাথে সুখে শান্তিতে, আরাম আয়েশে ঈদ উদযাপন করে নিরাপদে নিজ নিজ বাসস্থানে ফিরে এসে নতুন আমেজে জীবন যাপন শুরু করতে পারে এই কামনা রইল।

৪। ওয়াইন কিন্তু মদ নয়।
যে- কোনো ফলকেই ফারমেন্ট করলে অ্যালকোহল তৈরি হয়?
আঙুর আর ওয়াইন এক!

৫। জাপানে ভুলের জন্য কারণ দর্শাতে হয় কর্মক্ষেত্রে।
দায়িত্ব ও কর্তব্য এবং আদেশ পালনে ব্যর্থতা, অবহেলা, অবজ্ঞা এবং আলস্যের কারণে জবাবদিহি করা কমনসেন্স।
সামান্য অপরাধের জন্য ক্ষমা চাওয়া অপরিহার্য।
সদাচারণ স্বাভাবিক ভদ্রতা।
অন্যায়, অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই এই দেশে।
যে কারণে বিদেশিরাও জাপানে বসবাস করলে জাপানি হয়ে যেতে বাধ্য।

মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩। সবাই যেন ভাল ভাবে প্রিয়জনদের সাথে সুখে শান্তিতে, আরাম আয়েশে ঈদ উদযাপন করে নিরাপদে নিজ নিজ বাসস্থানে ফিরে এসে নতুন আমেজে জীবন যাপন শুরু করতে পারে এই কামনা রইল।

যারা নট নরনচর হয়ে নিজের বাড়িতেই গ্যাট বসে থাকবে (আমার মতো) তেদের জন্য একটু কিছু কইলে না ভাই!!!

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ও আপনি তাহলে আমার মতোন অবস্থা!

২| ২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সচেতনার বড় অভাব কি ভাবে পূর্ণকরা যায় ভাবতে হবে এবং প্রয়োগ করতে হবে

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৩| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১১

সাইন বোর্ড বলেছেন: সচেতন কথা ।

লটকনের ছবি মনে হয় কয়েকদিন আগেও দিয়েছিলেন ।

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: মনে থাকে না কিছু।

৪| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২২

মোঃ খুরশীদ আলম বলেছেন: বেশি করে লটকন খান আর ভিটামিন সি’র অভাব পূরণ করুন।

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৫| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৭

ভুয়া মফিজ বলেছেন: ১ আর ৪, দু'টাই ভুল কথা।
তবে আপনার সাথে আলোচনা করে লাভ নাই। আমি তথ্য এবং যুক্তি দিলেই আপনি বলবেন ঠিক ঠিক!! :-B

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: তর্ক করতে চাই না, তাই ঠিক ঠিক বলি রে ভাই।

৬| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৪

ইসিয়াক বলেছেন:
১ নম্বর সঠিক কথা । যত্র তত্র ময়লা আবর্জনা ফেলা ময়লা আবর্জনা ফেলা জলাবদ্ধতার প্রধান কারণ।

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া কবি।

৭| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৮

ইসিয়াক বলেছেন:

৩ নম্বর, আপনার কামনায় করোনা ভাইরাস আরো বেশি করে ছড়াবে।

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: না। ছড়াবে না।

৮| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৯

ইসিয়াক বলেছেন:


লটকন আমার খুব ভালো লাগে । আগে যশোরে পাওয়া যেতো না।গত তিন বছর থেকে সিজনে সিজনে পাওয়া যায়। দামও কম । ১০০ টাকা কেজি। আমি সেদিন একা একাই এক কেজি লটকন খেয়েছি।দারুণ টক মিষ্টি স্বাদ।

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: আমি লটকন খাই না।

৯| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:১২

ইসিয়াক বলেছেন:

লেখক বলেছেন: আমি লটকন খাই না।
ফল খাবেন কেন? বেশি করে বিড়ি সিগারেট খান।

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: আমার কোনো মন্দ অভ্যাস নেই। শুধু মাত্র সিগারেট ছাড়া।

১০| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: চাকুরীজীবীদের জন্য স্থান ত্যাগ করার পারমিশন নাই

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: হা হা হা

১১| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৯

ফুয়াদের বাপ বলেছেন: =< জলাবদ্ধতার সহ প্রায় সব রকম পরিবেশ দূষনে প্রতক্ষ-পরোক্ষ ভাবে আমরাই দায়ী। নিজেরা সচেতন না হয়ে চায়ের চুমুকে টকশো করে লাভ নেই।

=< করোনায় নিন্ম আয়ের প্রায় সবাই নাভিশ্বাস অবস্থা। যে যেভাবে পারছে পরিবারের জন্য উপার্জনের চেষ্টা করে যাচ্ছে অবিরাম।

=< করোনা/বন্যা এই দুই একসাথ হয়ে এবারের কোরবানীর ঈদ আর আনন্দময়তায় থাকবে বলে মনে হচ্ছে না। ভয় হচ্ছে বন্যায় জাতীয় দূর্যোগ দেখা দেয় কিনা।

=< জাপানীরা শৃষ্টাচার, নিয়মানুবর্তীতা, শৃঙ্খলা, একাগ্রতা, ভদ্রতা এমন অনেকগুলো গুন পরিবার-সমাজ-রাষ্ট্র থেকে পেয়ে যায়।

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।

১২| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৯

নেওয়াজ আলি বলেছেন: আমরাও জাপানের মানুষের মত জ্ঞান অর্জন করে সভ্য শান্তিকামী মানুষ হই। তাহলে নিজের ময়লা পরিষ্কার নিজে পরিস্কার করবো ।বাসে একজনের উপর দশজন উঠাবো না। তখন মনের মত ওয়াইন পান করবো ।

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: ওয়াই খাওয়া কি হালাল?

১৩| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


জাপানীদের এনে আমাদের প্রশাসন, ব্যুরোক্রেসীর লোকজন, ব্যাংক ইত্যাদির লোকজনকে ট্রানিং দেয়ার দরকার।

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: বাংালী ট্রেনিং নিবে কিন্তু মেনে চলবে না।

১৪| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশকে ও জাপান বানানো সম্ভব ।
বাংলাদেশের সব লোকজন জাপানে নিয়ে যেতে হবে এবং জাপানের লোকজন বাংলাদেশ নিয়ে আসতে হবে।

এক মাসের মধ্যেই জাপান হয়ে যাবে বাংলাদেশ আর বাংলাদেশ হয়ে যাবে জাপান।

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: হা হা হা-

১৫| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়ার লটকন কিন্তু অত্যন্ত মিষ্টি হয়।
এখানে লটকনের দাম ও খুব কম।

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: মালোশিয়ায় যে লটকন হয় সেটাই জামতাম না।

১৬| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ঢাকা শহরে ময়লা সংগ্রাহকেরদের রীতিমতো টেন্ডার দিয়ে ময়লা কালেকশন করতে হয় (ময়লা কোটি টাকার বানিজ্য) ! আপনি কি প্রতিমাসে ময়লার বিল দেন!! দিলে খোঁজ নিয়েন কিন্তু!!

২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

রাজীব নুর বলেছেন: কিছুটা জানি। ময়লা নিয়ে কোটি টাকার ব্যবসা হয়। ময়লার জন্য কত টাকা জানি দেওয়া হয়, আমি জানি না। মা জানে।

১৭| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আর রাস্তায় বা ড্রেনে বেশিরভাগ-ই পথচারির ময়লা-আবর্জনা ! যা আইন করেও নিষিদ্ধ করা যায় নি।

২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: মানুষ ভালো না।

১৮| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৪

আমি সাজিদ বলেছেন: প্রথম পয়েন্টের উপর বলতে চাই, বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম আমাদের ডায়নামিক না এইজন্য ঢাকা চট্রগ্রামে পানি জলাবদ্ধতার সমস্যা, দ্বিতীয়ত ভোগ্য পণ্যে মোড়কজাতে পলিথিন বা প্লাস্টিক এগুলো বাদ দিয়ে অন্য কিছু ব্যবহার করার সময় চলে এসেছে।

২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৯| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৫০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৪)আম জনতা খেলে মদ,যিশু খ্রীষ্ট খেলে দ্রাক্ষারস।

২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: হুম।

২০| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১, সহমত

২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.