নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছোটবেলা থেকেই আমার নায়ক হবার ইচ্ছা ছিলো।
লাল শার্ট, জিন্স প্যান্ট আর কেডস পরে থাকতাম সারাক্ষণ। মাথার লম্বা চুল গুলো উলটো করে আচড়াতাম। বেশ লাগতো আমাকে দেখতে। নিজেকে আয়নায় দেখে নিজেই মুগ্ধ হতাম! সেই দিন গুলো খুব সুন্দর ছিলো আমার। সেই দিন কি আবার ফিরে আসবে কখনও? মাথায় কমপক্ষে পাঁচটা সাদা চুল আছে। মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়। ফালাই না। মায়া লাগে।
একদিন সুন্দর ঝলমলে দিনে-
রাস্তার পাশের চায়ের দোকান থেকে চা সিগারেট খাচ্ছি। বেশ ভালো লাগছে। সবচেয়ে বড় কথা রাস্তার পাশের দোকান গুলোর চা ভালো হয় না। এই চা টা বেশ ভালো হয়েছে। চিনিও ঠিক আছে। ইচ্ছা হলো আরেক কাপ চা নিবো। যেহেতু আমি বাংলা সিনেমার নায়ক ভাবি নিজেকে তাই মাঝে মাঝে আমার আত্মবিশ্বাস এবং সাহস খুব বেড়ে যায়।
আমি চা সিগারেট শেষ করতে পারলাম না।
আমার চোখের সামনে একটা লোক একজন মেয়ের হ্যান্ডব্যাগ কেড়ে নিয়ে মোটরসাইকেলে চেপে পালিয়ে যাচ্ছিলো। মেয়েটা অসহায়ভাবে চ্যাচামেচি করছিলো। কান্না করছিলো। আমার খুব মায়া হলো। মেয়েটা দেখতে বেশ সুন্দর। মাথা ভরতি চুল। চোখে মোটা করে কাজল দেওয়া। হাত ভরতি চুড়ি। আমি আর থাকতে পারলাম না। পাশেই অন্য কার একটা মোটরসাইকেল রাখা ছিলো, লাফিয়ে সেটায় উঠে পড়ে তাড়া করলাম চোরটাকে।
আমি খুব ভালো মোটরসাইকেল চালাতে পারি।
উঁচু-নিচু রাস্তা, চোরটা যত স্পিড দিচ্ছে, আমিও তত স্পিড বাড়াচ্ছি। চোরটা ট্র্যাফিকের লাল বাতি মানছে না, আমিও মানছি না। রাস্তার সব লোক অবাক হয়ে আমাদের দেখছে। আমি চোরটাকে ধরবোই, লুকাবে কোথায়! খানিক পরে দেখি, রাস্তাটা অনেক উচু থেকে খাড়া নেমে গেছে, সামনেই একটা খাল বা পুকুরের মতো। এত স্পিডে চালাচ্ছি যে থামাবার উপায় নেই। সোজা গিয়ে খালে পড়তে হবে। তখন চোরটাকে ধরা যাবে ঠিকই, কিন্তু মেয়েটার হ্যান্ডব্যাগটা যদি ডুবে যায়! তাই শেষ মুহুর্তে আমি মোটরসাইকেলের ওপর দাড়িয়ে উঠে ঝাপিয়ে পড়লাম চোরটার ঘাড়ের ওপর।
মেয়েটাকে তার বাসায় পৌঁছে দিলাম।
মেয়েটা মুগ্ধ হয়ে আমার দিকে তাকালো! আমি মেয়েটার দিকে ভালোবাসা নিয়ে তাকালাম। ব্যস হয়ে গেলো। আপনারা হয়তো ভাবছেন, একদম সিনেমার মতোন কাহিনী! মাঝে মাঝে জীবনের গল্পগুলো সিনেমাকেও হার মানিয়ে দেয়। আড়াই বছর পর মেয়েটাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে এলাম। মেয়েটার নাম সুরভি।
৩১ শে জুলাই, ২০২০ রাত ২:৩১
রাজীব নুর বলেছেন: এটাই হচ্ছে ভালোবাসা।
২| ৩১ শে জুলাই, ২০২০ রাত ২:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনি তো মহা-নায়ক
৩১ শে জুলাই, ২০২০ রাত ৩:০০
রাজীব নুর বলেছেন: ফান করছেন?
৩| ৩১ শে জুলাই, ২০২০ রাত ২:৫৮
অনল চৌধুরী বলেছেন: কিন্তু মেয়েটার হ্যান্ডব্যাগটা যদি ডুবে যায়! তাই শেষ মুহুর্তে আমি মোটরসাইকেলের ওপর দাড়িয়ে উঠে ঝাপিয়ে পড়লাম চোরটার ঘাড়ের ওপর[/sb কোথায় ঘটেছিলো?
আমার ছবির ষ্ট্যান্টম্যান হিসেবে আপনাকে নিতে হবে।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৩:০১
রাজীব নুর বলেছেন: এই ঢাকা শহরেই।
৪| ৩১ শে জুলাই, ২০২০ সকাল ৮:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খলনায়ক
৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: শুধু নায়ক বলুন।
৫| ৩১ শে জুলাই, ২০২০ সকাল ৯:৫৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সর্বমোট কতটাকা খরচ হল।নকল ছিনতাইকারীকে দিতে হয়েছে টাকা,মোটর সাইকেল সারাতেও ভাল টাকাই গেছে,তবে সফল।ঈদের সুভেচ্ছা
৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: না না
একদম সত্য ঘটনা।
৬| ৩১ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৬
মুজিব রহমান বলেছেন: বাহ! সফল প্রেমের সিনেমার গল্প। একটি দুর্দান্ত দৃশ্য।
ইদের শুভেচ্ছা!
৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: ইদ মোবারক।
৭| ৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি তো সামুর নায়ক। একটা পোস্টে আপনার ছবি সহ পোস্টার দেখলাম। নায়িকা আমাদের সুরভি ভাবী। অন্য কোনও নায়িকা আপনার পাশে ব্লগাররা মেনে নেবে না।
৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: ব্লগার সোনাবীজ ভাই নায়ক হওয়ার সুযোগ দিয়েছেন।
৮| ৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: বড় ভাই আপনি আমাকে একটুও ভালোবাসেন না।
৯| ৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৫
ইসিয়াক বলেছেন:
ওয়াও! কেয়া কিউট স্টোরি হ্যা ইয়ে।
৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: হুম।
১০| ০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮
ইসিয়াক বলেছেন:
হুম কি? গুম! গুম!!
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৯
রাজীব নুর বলেছেন: হুম হুম।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাকতালীয় ভাবেই আজও আপনার
উপরেই থাকবে আমার পোস্ট!! দুই
নূরের যুগলবন্দি!!!