নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রতিভা

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪৩



এক শকুনের বাচ্চা তার বাপের কাছে আবদার ধরলো-
বাবা, আমি মানুষের মাংস খেতে চাই, এনে দাও না প্লিজ!
শকুন বলল, ঠিক আছে ব্যাটা সন্ধ্যার সময় এনে দেব।

শকুন উড়ে গেল, ফেরার সময় ছেলের জন্য শুকরের মাংস নিয়ে এলো
বাচ্চা বলল, বাবা এটাতো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই
বাপ বলল, ঠিক আছে ব্যাটা, এনে দেব।
শকুনটা উড়ে গেলো, ফেরার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো
বাচ্চা বলল, আরে এটাতো গরুর মাংস, মানুষের মাংস কোথায়?

তখন শকুনটা একটা বুদ্ধি করলো
শুকরের মাংস একটা মসজিদের পাশে
আর গরুর মাংস একটা মন্দিরের পাশে রেখে দিলো!
কিছুক্ষণের মধ্যেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গায়
কয়েকশ মানুষের লাশ পড়ে গেল।

আর বাপ-ব্যাটায় মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল
বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করলো-
বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো?
শকুন বললো, এই মানুষ জাতটাই এরকম'ই
সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন
ধর্মের নামে এদেরকে জানোয়ার থেকেও হিংস্র বানানো যেতে পারে!
বাচ্চা বললো- তোমার অনেক বুদ্ধি বাবা!
শকুন বলল, আরেহ, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি
এদের একটা অংশ যখনই কোন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয়
তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে ব্যবহার করে
ধর্মের চেয়ে মজার জিনিস দুনিয়াতে নাই।



(উপরের ঘটনাটি কাল্পনিক, কিন্তু সংলাপ এবং বিষয়বস্তু দুটোই বাস্তব।
বুদ্ধি আসলে জমানোর জিনিষ না, বুদ্ধি খরচ করার জিনিষ। মজার ব্যাপার হলো, আপনি যত বেশী বুদ্ধি খরচ করবেন আপনার তত বেশী বুদ্ধি বাড়বে, কোনভাবেই বুদ্ধি কমবে না। তাই একটু ভাবুন, কেন এইসব ধর্ম ব্যাবসায়ীদের হাতের পুতুল হবেন।)

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১২

দয়িতা সরকার বলেছেন: ধর্ম ব্যবসায়এই দের জন্য আমাদের এদিকও যেতে নেই ওদিক ও যেতে নেই।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

২| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩৬

ঢুকিচেপা বলেছেন: দারুণ বুদ্ধি খাটিয়েছেন দেখছি!!!!!!!!!!

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: বুদ্ধি আছে আমার!!

৩| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪০

এম এ হানিফ বলেছেন: আপনার বুদ্ধি আছে বলা যায়।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনিও আপনার লেখায় তাই প্রমাণ করলেন
ধর্ম নিয়ে লিখলেই আলোচিত হওয়া যায়!!
আপনিও আলোচিত হবেন আর আপনার
লেখাও !!

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: আমি কোনো দিনও আলোচিত হতে চাই না। আমি শ্যাওলার মতো জীবন যাপন করতে চাই।

৫| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: মানুষের মাঝেই সবকিছু রাজীব দা-------------

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: জ্বী দাদা।

৬| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আরেকটা শকুনের বাচ্চা ছিল।
সে বলল, আমি বাংলাদেশের পুলিশের মাংস খেতে চাই।
মা বললেন, ছিঃ! ওই বিষাক্ত জিনিস কেউ খেতে চায়?

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৭| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


পাকভারতীয় শকুন?

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: হতে পারে। আবার না ও হতে পারে।

৮| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৩

নেওয়াজ আলি বলেছেন: এখন কিন্তু মরা গরু খাওয়া শুকন দেখি না । যাদের দেখি তারা আমাদের মাঝে বসবাস ।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: আমি দেখেছি। এখনও দেখি।

৯| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫০

দেবদাস বাবু বলেছেন: ধর্মের নামে যারা অপধর্ম করে বেড়াই তাদের থেকে সাবধান থাকা উচিত।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: তাদের একেবারে সমাজ থেকে নিষিদ্ধ করে দিতে হবে।

১০| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সহজ কথায় খুব কঠিন বিষয়কে সুন্দর করে বলেছেন।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১১| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৪

আশরাফ আনন্দ বলেছেন: কলেজ জীবনে স্বেচ্ছা রক্তদান করতে যেবার প্রথম কোয়ান্টামে গিয়েছিলাম. সেবার রক্তদান পর্ব শেষে কতৃপক্ষ একটা রঙ্গীন পানীয় পান করতে দিয়েছিলো। খেতে খুব ভালো লাগায় জিজ্ঞাসা করে জেনেছিলাম, ওটা নাকি শ্যাওলার শরবত ছিলো। সেদিন বুঝেছিলাম, শ্যাওলারও অনেক গুণ আছে। কিন্তু ভাই আপনার শ্যাওলার মতো জীবন যাপন করতে চাইবার ব্যাপারটা একটু খুলে বলেন না প্লীজ।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই বলল।
আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটা পোষ্ট দিব ইনশাল্লাহ।

১২| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৩

সোহানাজোহা বলেছেন: @ মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বাংলাদেশে বেওয়ারিশ লাশ পুলিশ দাফন করেন। করোনাকালীন সময়ে পুলিশ যা করেছেন তা নজিরবিহীন। এক মেজর (অবঃ) সিনহার জন্য টোটাল পুলিশ ফোর্স দায়ী নয়, আপনার বিবেচনা থাকা উচিত। প্রবাসে থেকে এতোটা বিবেচানবোধ লোপ পাওয়া উচিত না। মেজর (অবঃ) সিনহা হত্যার জন্য তার পরিবারের বিচার পাওয়ার রাইট আছে, কিন্তু তার পরিবার এভাবে আপনাদের মতো লোকদের পুরো পুলিশ বাহিনীর উপর লেলিয়ে দিতে পারেন না।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: আপনার কথাটা ভেবে দেখার মতোণ।
আশা করি সাজ্জাদ ভাই ভেবে দেখবেন।

১৩| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:০১

অন্তরা রহমান বলেছেন: ধর্ম নিয়ে শকুনের চাইতে বেশি ব্যবসা মানুষই করে।

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।

১৪| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধর্ম এসেছে মানুষের কল্যানে। আর মানুষ যখন সেটা নিয়ে ব্যবসায় নামে তখনতো লাশ পড়বেই। দোষ মানুষের ধর্মের নয়।

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: দোষ ধর্মেরও আছে। আরে বাশি না থাকলে তো বাশি বাজতো না।

১৫| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৫

ইসিয়াক বলেছেন: আমি এরকম একটা কার্টুন দেখছিলাম সেদিন।আপনি তো ভালোই কার্টুন দেখেন দেখছি :(

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: জ্বী। দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.