নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৭৯

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৩



১। আমরা বাংলাদেশীরা কোন এক বিচিত্র কারনে মানুষ কে তামাশা অথবা অপমান করে আনন্দ পাই। হয়ত কাউকে পছন্দ হচ্ছে না, তাকে নানা ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগে যাই। অন্যকে তামাশা, হেয়, অপমান, সমালোচনা আমাদের এক প্রকারের পৈশাচিক আনন্দ দেয়। মানুষকে হেনস্তা করা আর অপমান করা যেন আমাদের সংস্কৃতি!
আজব এক জাতি আমরা।

২। জন্মের সময় আমাকে যদি বলা হতো-
'তুমি কি পৃথিবীতে যেতে চাও? আমি চিৎকার করে বলতাম- না, আমি যাব না। এখন আমাকে প্রতিটা দিন যুদ্ধ করতে হয়, আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারি না। কোথাও শান্তি নেই। মানুষ আর মানুষ নেই, তারা পশুর চেয়ে বেশি নিষ্ঠুর। তাদের মন মানসিকতা নোংরা। হিংসুটে, লোভী, চতুর। যত খারাপ বিশেষণ আছে- সব বললেও কম বলা হবে।
আমার বাবা-মা যদি আমাকে পৃথিবীতে না আনতো- তাহলে কি আমাকে প্রতিদিন যুদ্ধ করতে হতো? হিমসিম খেতে হতো? মিথ্যা বলতে হতো? প্রতারনার স্বীকার হতে হতো? কুকুরের মতো পরিশ্রম করতে হতো? অভাবে-অভাবে জীবন যাপন করতে হতো? টেনশনে থাকতে হতো? ভয়ে থাকতে হতো? কারো গোলাম হতে হতো? খাওয়া পড়ার চিন্তা করতে হতো? অসুখ বিসুখের চিন্তা করতে হতো? আরও কত কি..

৩। তখন আমার ৭ বা ৮ বছর হবে।
সব ছেলেরা মাঠে ঘুড়ি উড়াচ্ছে। আমি খুব মন দিয়ে তাদের ঘুড়ি উড়ানো দেখছি। আমার নাটাই নেই, কাজেই অন্যদের ঘুড়ি উড়ানো দেখেই আমার আনন্দ।
সবচেয়ে বেশি আনন্দ হয়, যখন কারো ঘুড়ি কেটে যায়। আমি আকাশের দিকে তাকিয়ে সেই ঘুড়ির পেছনে ছুটি। সুতা কেটে যাওয়া ঘুড়িটাকে আমার ধরতেই হবে। আমার মতো আরো অনেকেই ছেঁড়া ঘুড়ি ধরার জন্য দৌড়ায়। বিরাট চ্যালেঞ্জ।

একদিন বিকেলে একটি ঘুড়ি কেটে দূরে জংলা মত একটা জায়গায় পেয়ারা গাছে ঝুলে ছিল। আমি পা টিপে টিপে খুব সাবধানে সেই পেয়ারা গাছের সামনে গিয়ে হাজির হই। পেয়ারা গাছটির পেছনে একটা দোতলা পুরোনো ভাঙ্গা বাড়ি। ঘুড়ি ধরার জন্য পেয়ারা গাছে উঠতেই বাতাসে উড়ে উড়ে ঘুড়িটি মাটিতে পড়ল। ঠিক তখন দেখি, একটি খুব সুন্দর তরুনী মেয়ে মাদুর পেতে বসে আছে। তার মাথা ভর্তি চুল, দুই হাত ভর্তি কাঁচের চুরি। চোখে মোটা করে কাজল দিয়েছে। মেয়েটি একটু মিষ্টি হেসে বলল, এই বাবু, আসো কাছে আসো। তুমি কোন বাড়ির ছেলে? হঠাত করে আমি খুব ভয় পেলাম। মাটি থেকে ঘুড়িটি তুলেই এক দৌড় দিলাম।

আজ বাংলামটর-এ এই মেয়েটিকে আমি দেখেছি। তার একটুও বয়স বাড়েনি। সেই আগের মতোই আছেন। এক নজর দেখেই চিনে ফেলি। আমি মেয়েটির কাছে গিয়ে বললাম, তুমি কেমন আছো? তারপর ...

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৫

রাকু হাসান বলেছেন:


অপমান বা অন্য কে ছোট করে এক বিকৃত আনন্দ পায় আমরা।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: বিষয়টা দুঃখজনক।

২| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ১।জাতি হিসাবে আমরা খুবই অসহনশীল।আমরা কেউ কারো ভাল করিনা এবং কারোও ভাল সহ্য করতে পারিনা একটা জাতি হিসাবে এটা খুবই লজ্জার.
২।পৃথিবীতে আসার ক্ষেত্রে যদি আসা/না আসার অপশনের ষুযোগ থাকত ,আমার মনে ৯৯% মানুষ ই পৃথিবীতে আসতে চাইতনা।
৩।কিশোর ব্য়সে ঘুড়ি উড়ানোর মত নির্মল আনন্দ এবং ঘুড়ি কাটাকাটির যে রোমাঞ্চ তা বাকি জীবনে খুব কম ক্ষেত্রেই পাওয়া যায়।
কিশোর ব্য়সের হঠাৎ ভাল লাগা কেউ সারাজীবনই মনের কোনে থাকে এবং কোথাও না কোথাও / সবজায়গায়, তাকে / তারমত সবসময় ই মনের অজানতে দেখতে পাওয়া যায়।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জামান ভাই।

৩| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪২

ভুয়া মফিজ বলেছেন: জন্মের সময় আমাকে যদি বলা হতো - তুমি কি পৃথিবীতে যেতে চাও? আমি চিৎকার করে বলতাম- না, আমি যাব না। বোগাস!!! কিসের ভিত্তিতে বলতেন? তখন তো আপনি দুনিয়াই দ্যাখেন নাই। দুনিয়া যে রসগোল্লা না, করল্লার জুস......বুঝতেন ক্যামনে? আপনি কি আশা করেন, জন্মের আগে আপনাকে দুনিয়ার ডেমো ভিডিও দেখানো হবে!! B-)

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: দুনিয়াটা সহজ সরল হলে আমার কোনো সমস্যা হতো না। এখন আমি বারবার হোচট খাই।

৪| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জাতি হিসেবে আমাদের মত নোংরা জাতি পৃথিবীতে খুব কম আছে।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: দেশে তো আসতেছেন, নিজের চোখেই দেখবেন - মানুষ গুলো কেমন অমানুষ।

৫| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সেই তরুণী এখন নিশ্চয়ই পূর্ণ যুবতী! এখনো কি অবিবাহিতা?

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: না বিয়ে করেছিলো। কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে।

৬| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০০

শেরজা তপন বলেছেন: ব্লগার ভুয়া মফিজ বলেছেন: জন্মের সময় আমাকে যদি বলা হতো - তুমি কি পৃথিবীতে যেতে চাও? আমি চিৎকার করে বলতাম- না, আমি যাব না। বোগাস!!! কিসের ভিত্তিতে বলতেন? তখন তো আপনি দুনিয়াই দ্যাখেন নাই। দুনিয়া যে রসগোল্লা না, করল্লার জুস......বুঝতেন ক্যামনে? আপনি কি আশা করেন, জন্মের আগে আপনাকে দুনিয়ার ডেমো ভিডিও দেখানো হবে!! B-)মফিজ বলেছেন: জন্মের সময় আমাকে যদি বলা হতো - তুমি কি পৃথিবীতে যেতে চাও? আমি চিৎকার করে বলতাম- না, আমি যাব না। বোগাস!!! কিসের ভিত্তিতে বলতেন? তখন তো আপনি দুনিয়াই দ্যাখেন নাই। দুনিয়া যে রসগোল্লা না, করল্লার জুস......বুঝতেন ক্যামনে? আপনি কি আশা করেন, জন্মের আগে আপনাকে দুনিয়ার ডেমো ভিডিও দেখানো হবে!! B-)

সহমত- আমিও তেমন কিছু বলতে চাচ্ছিলাম।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: যেহেতু দুনিয়াতে আসার আগে অনুমতি নেওয়া হয় না, তাই এটা অবশ্যই অবিচার

৭| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


১নং:
বাংগালীরা এখনো স্হিতিশীলতার প্রশান্তির চোঁয়া পায়নি আজো।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে তো এরকমই হবে।

৮| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৬

নেওয়াজ আলি বলেছেন: কাউকে অপমান করা গর্হিত কাজ

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৯| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ৩:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার লিখা পড়ে পাঁচ মিশালী একটা কৌতুহল মনে জাগরিত হয়।এই জন্য ভাল লাগে।

৩১ শে আগস্ট, ২০২০ রাত ৩:৩৬

রাজীব নুর বলেছেন: এটা আমি ইচ্ছা করেই করি। সচেতন ভাবেই এটা করি।

১০| ৩১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২২

ইসিয়াক বলেছেন: আমি অবশ্যই পৃথিবীতে আসতে চাইতাম।
ফিরোজা বেগমের নজরুলগীতিটা শোনেন নি.......
https://www.youtube.com/watch?v=N5XIHbH0sQ0

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: ্লিংকটা ঠিক করে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.