নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। শুধু অর্থ মানুষকে সুখী করে না। অর্থ যে সুখী করে না এটা প্রমাণিত সত্য। তবুও মানুষ জ্ঞানশূন্য হয়ে অর্থের পেছনে ছুটছে কেন? এটা তো একটা ভুল দৌড় মাত্র। এই ভুল দৌড়ের ব্যাপারেও আমাদের ধর্মগ্রন্থ আল-কুরআনে অনেক কথা বলা আছে। মানুষ যদি বুঝত তার জীবনটা অতি সংক্ষিপ্ত, এরপর তার জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, তা হলে তো এই পৃথিবীতে আরো অনেক বেশি শান্তি বিরাজ করত।
২। জোড়াসাঁকোতে থাকতে রবীন্দ্রনাথের ধর্মীয় চিন্তা-ভাবনা যে রকম ছিল শান্তিনিকেতনে যাওয়ার পর তা কিন্তু ধীরে ধীরে বদলে গিয়েছিল। বিশেষ করে বিভিন্ন ধর্মের অনুসারী ছাত্রদের কাছে বক্তব্য তুলে ধরতে গিয়ে তার ধর্মীয় ভাবনায় পরিবর্তন এসেছিল। গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, গুরু নানক প্রমুখ ধর্মগুরুর সম্মানে তিনি কবিতা ও গান রচনা ও পরিবেশন করেছেন। তাঁদের জীবন ও দর্শন সম্পর্কে আলোচনাও করেছেন। হযরত মোহাম্মদ (সা -এর জন্মদিনে শান্তি নিকেতনের মন্দিরের অনুষ্ঠানে ‘কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো’ গানটি গাওয়া হতো।
৩। আমি খুব ভীতু মানুষ। কিন্তু কারো সাহস দেখলে আমার ভীষন ভাল লাগে।
ভীতু আর দুর্বলদের একটা অসুবিধে আছে, তারা কোনো ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের দিয়ে যে যা খুশি করিয়ে নিতে পারে। অবশ্য রবীন্দ্রনাথ বলেছেন- 'ওরে ভীরু, তোর ওপরে নেই ভুবনের ভার।'
৪। দারিদ্যের সবচেয়ে বড় দোষ হলো- দারিদ্যে মানুষের নৈতিক চরিত্রটা বদলে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। কিন্তু নজরুল লিখেছেন, 'হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান'। এটা একেবারে ফালতু কথা।
৫। মানিক বন্দ্যোপাধ্যায় এর দিবারাত্রির কাব্য অনেকেরই পড়া। তারই বিশেষ একটা লাইন পড়ে মনে হয়েছিল - প্রচণ্ড বৃষ্টির এ রকম তুলনা কি করে কেউ ভাবতে পারে? চিন্তাই করতে পারি না!
মালতির খুব সরল মনের মেয়ে আনন্দ! আনন্দ সমুদ্রে প্রবল বৃষ্টি দেখে বলেছিল 'কি বৃষ্টি নেমেছে! সমুদ্রটা পর্যন্ত ভিজে যাবে' । যে সমুদ্র সীমাহীন জলের আধার - সেটা ভিজে যাবে !!!
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: যুক্তিপূর্ন কথা বলেছেন।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৮
চোখেরপর্দা বলেছেন: ১.অর্থ মানুষকে সূখী করে না, এ যেন আজ নিতান্তই মূখে মূখে।বাস্তবতাই এর প্রমাণ আজ নেই বললেই চলে।
৩.কিছু মানুষ ভীতু হলেও অনেক সময় এমন কাজ করে যা সাহসী বীরকেও হার মানায়।
৪.আমি নজরুলের কথার সাথে একমত হয়ে থাকতে চাই।
লেখা আনেক ভালো লাগলো।স্বল্ব সময়ের জন্য কিছু প্রশান্তি দিয়ে গেল।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৭
কল্পদ্রুম বলেছেন: শুধু টাকা পয়সা সুখী করতে পারে না।এটা সত্যি কথা।আমার তত্ত্ব হলো,সুখী হওয়ার জন্য টাকা উপার্জনের পাশাপাশি খরচের উপায়ও জানতে হয়।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: দুনিয়াতে সবচেয়ে সহজ হলো টাকা সংগ্রহ করা।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৪
অনল চৌধুরী বলেছেন: ফলের আমটা কি বলেন? ক দিয়ে শুরু্
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: নামটা জানি না। বৃক্ষ মেলা থেকে ছবিটা তুলেছিলাম। বেতফল নয়তো?
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ যে এক দেড়শো বছরের বেশি বাচবে না,এই কথাটা বিশ্বাস করেনা এমন মানুষ এই দুনিয়ায় নাই।শান্তির জন্য আর কত সংক্ষিপ্ত জানতে হবে।
অশান্তির কারন অর্থ না,বেশি দিন কম দিন বাঁচা মরাও না।অশান্তির কারন সম্পদের ব্যক্তি মালিকানা।এমন সময় ছিল( এখনো কোন কোন জনপদে আছে)আবার এমন সময় আসবে যখন সম্পদের ব্যক্তিমালিকানা থাকবে না।তখন সম্পদের জন্য কাড়া কাড়ি থাকবে না।
৩, সংসারের ভারতো আছে,নাকি তাও নেই
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৪
জুন বলেছেন: প্রথম প্রশ্নটা আগে করি রাজীব নুর । ছবির ফলগুলো কি ?
আর আপনার প্রতিটি উদাহরনই অসাধারন ।
অর্থই অনর্থের মুল আবার কাঙ্গাল হওয়ার চেয়ে জঞ্জাল থাকা ভালো ।
জঞ্জাল অর্থ সম্পদকেই বুঝিয়েছে এক তসবিহ টুপি বিক্রেতা ।
+
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: ফলটার নাম ভুলে গেছি।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: একজন ব্লগার আছেন যিনি খুব ভীতু।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: আমিই ভীতু।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: ভীতু হওয়া ভাল সবভিটামিন পাওয়া যায়----------------
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: হে হে---
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩
রবিন.হুড বলেছেন: অর্থই সকল অনর্থের মূল। এটা চিরন্তন সত্য। তারপরও মানুষ ভুল করে অর্থের পিছে ছুটে কেন?
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: আমি ভাই অর্থের পিছনে ছুটি না। আমি ভালো আছি। রাতে আলো ঘুম হয়।
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুখ আপেক্ষিক ব্যাপার!
কেউ দুধ বিক্রি করে মদ পান করে
এটাতেই সে সুখ খুঁজে পায়। আমার কেউ
মদ বিক্রি করে দুধ পান করে এটাতে তার সুখ।
কেউ ধর্মকে আকড়ে ধরে থাকতে চায় তাতেই
সে সুখ অনুভব করে। আবার কেউ ধর্মকে নিন্দা
করে সুখ পায়!!
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: ধর্মকে আকড়ে ধরে জীবন যাপন করা যায় না।
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৯
নেওয়াজ আলি বলেছেন: সম্পদের সুষম বন্টন হলে আজ সমাজে সম্রাট সাবরিনা সাহেদ সৃষ্টি হতো না। মানুষ স্বভাবেও দরিদ্র হয়।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: ধনী থাকার চেয়ে দরিদ্র থাকা ভালো।
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জীবনে টাকার ও দরকার আছে।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: জীবনে প্রচুর টাকার দরকার নাই।
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
সাজিদ উল হক আবির বলেছেন: আপনার সব লেখার মধ্যে এই সিরিজই আমার সবচে পছন্দের স্যার।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।
আপনি বেশ অন্য রকম। অনেকের সাথে মিলে না।
১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০
অনল চৌধুরী বলেছেন: বেতফল আরো আরো ছোটো হয়।
কাঠলিচু হতে পারে।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইয়েস।
নামটা আমি জানতাম। আসলে নামটা পেটে ছিলো, মুখে আসে নি।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৪
চাঁদগাজী বলেছেন:
১ নং:
মানুষের টিকে থাকতে কিছু মিনিমাম দরকারি পরিবেশ ও অবস্হার প্রয়োজন হয়; আধুনিক জগতে সেইসবের যোগানের জন্য মিনিমাম অর্থের দরকার হয়। কোরানে যেই সময়ের কথা বলা হয়েছে, সেই সময়ে মানুষের জীবন আজকের মতো ছিলো না।