নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায়। দৈনিক ১৮ঘন্টা।
২। টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে।
৩। বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে এক নতুন দ্বীপ, যার নাম- বঙ্গবন্ধু দ্বীপ।
৪। মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে কোন দেশের? --সিঙ্গাপুর।
৫। মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার।
৬। গুগল হচ্ছে প্রথম বড় প্রযুক্তি কোম্পানি যারা তাদের কর্মচারীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে। তা ছাড়া কর্মচারীদেরকে তাদের পোষা কুকুর অফিসে নিয়ে আসতে দেয়া হয়।
৭। চাঁদে যে পানি আছে তা ভারতই প্রথম আবিষ্কার করে।
৮। চীনকে পান্ডার মালিক বলা যায়। কারণ পান্ডা এখন শুধু চীনেই পাওয়া যায়। যদি বিশ্বের অন্য কোনো দেশে পান্ডা দেখা যায় তবে ধরে নিবেন তা চীন থেকেই ভাড়া করে আনা হয়েছে।
৯। আল্লাহ কুরআনে যতটুকু বলেছেন তাঁর থেকে মানুষ বেশি কিছু খুঁজে পাবে না।
১০। একটি বোয়িং ৭৪৭ মডেলের বিমান প্রতি সেকেন্ডে ১ গ্যালন জ্বালানী খরচ করে থাকে।
১১। বিমানে যাত্রা পথে যদি কেউ মারা যায় তাহলে তার মৃতদেহটি সিটের সঙ্গেই সিট বেল্ট দিয়ে আটকানো থাকে। পরে মৃতদেহটিকে কম্বল বা চাদর দিয়ে ঢেকে রাখা হয়। ফ্লাইট শেষে মৃতদেহটি সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়।
১২। পৃথিবীর সর্বাধিক বিক্রিত গ্রন্থের নাম বাইবেল।
১৩। অনলাইনে প্রতি মিনিটে পর্নো দেখে প্রায় ২০ লাখ মানুষ!
১৪। এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে ৪৫ থেকে ৬০ মিনিট।
১৫। হিটলার এবং স্টালিন যারা ৪ কোটি মানুষ হত্যার জন্যে দায়ী। তারাই শান্তিতে নোবেল
পুরুস্কারের জন্যে মনোনীত হয়েছিলেন।
একটি ধাধাঃ ছোট একটি মেয়েকে (আনা) জিজ্ঞেস করলাম তোমার বয়স কত? আনা উত্তর দিল, 'দুই বছর পর আনার বয়স হবে পাঁচ বছর আগে আমার বয়স যা ছিল তার দ্বিগুন। আনা'র বয়স কত ?
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন: আপনার বিড়াল যদি ১৮ ঘন্টা না ঘুমায় তাহলে ডাক্তার দেখান।
আপনার বিড়ালের নাম কি?
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৩
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ১৫ নম্বরটা জানতাম না।অবাক লাগলো।
আনার বয়স ১২ বছর। ৫ বছর আগে ছিলো ৭ বছর। ২ বছর পর হবে ১৪ বছর। ৭ এর দ্বিগুণ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: আমরা বহু কিছু জানি না। অথচ জীবন অনেক ছোট। তাই যতটা সম্ভব জেনে নিতে হবে।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
ধাঁধাঁ: মেয়ের বর্তমান বয়স ১২ বছর।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮
ঊণকৌটী বলেছেন: 8. একটু ভুল সংশোধন, পৃথিবীতে একমাত্র রেড পাণ্ডা পাওয়া যায় ভারতের অরুণাচল এবং সিকিমের গভীর বনে
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চিত?
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশ তো অনেক বড় একটি মুসলিম দেশ।
কিন্তু এখানকার পতাকায় চাঁদ ও নেই, তারাও নেই ।
এটা কিভাবে সম্ভব হলো??
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: আমরা ধর্ম নিরপেক্ষ।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: অংকে বরাবরই কাচা ছিলাম।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: অংক দারুন মজার সাবজেক্ট। একটু মন দেন বুঝতে পারবে।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আমরা ধর্ম নিরপেক্ষ।
আপনি সম্ভবত বাংলাদেশের সংবিধান মনোযোগ দিয়ে পড়েন নি। এটা মনোযোগ দিয়ে পড়ার দরকার আছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৬
রাজীব নুর বলেছেন: কে আমাকে বিপদে ফেলছেন?!
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ২। টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে।
ছোট বেলায় যখন টিকটিকির ডিম খোজে পেতাম সেখানে কখনোই এতগুলি ডিম দেখি নাই!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৭
রাজীব নুর বলেছেন: ছোট ছোট ডিম তো। গড়িয়ে নানান জায়গায় ছড়িয়ে যেত ।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: চাঁদে জল আবিষ্কার করেছে ভারত, এটা জানতাম না তো। ও তাহলে ঠিকই তাহলে, মোদীজি চাঁদের সাফল্যের পর এবার জল আবিষ্কার করতে মঙ্গল গ্রহে ছুটেছেন। ইতিমধ্যে পৃথিবীর বুকে প্রথম করোনা ভ্যাকসিনের কথা মোদীজি আজি ঘোষণা করলেন। কাজেই একথা বলা যায়, ইহকাল পরকালের সব সাফল্য এখন মোদিজীর হাতের মুঠোয়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৭
রাজীব নুর বলেছেন: মোদী ভাগ্যবান।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটা কি পিসি সরকারের মেয়ের?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: হা হা হা---
দাদা রসিকতা ভালোই করেন দেখছি!!!
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৯, কোরানে কতটুকু বলেছে সেটাই মানুষ এখন পর্যন্ত জানে না।বিজ্ঞানীরা যেটাই আবিষ্কার করে,মৌলবিরা বলে কোরানে ছিল।
তারা আবিষ্কারের আগে একটাও বলতে পারে না।যাও বা বলে ভুল বলে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: তর্ক করবো না।
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৬
শোভন শামস বলেছেন: আমরা বহু কিছু জানি না। জেনে নিতে হবে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: অব্যশই জানতে হবে।
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৭
নেওয়াজ আলি বলেছেন: সিঙ্গাপুরের পতাকায় চাঁদ তারা কেন ।
কারণ কোরন পূর্ণাঙ্গ জীবন বিধান
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: আলহামদুলিল্লাহ।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭
যায়েদ আল হাসান বলেছেন: আমাদের বাসার বিড়ালটি দিনে ১৮ ঘন্টা ঘুমায় না। মোটেই না। বাজি ধরে বলতে পারি। আর হ্যা, আনার বয়স ১২ বছর। ধন্যবাদ।