নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দস্যু বিরাপ্পান

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৭



বিরাপ্পান একজন দস্যু।
টানা ৩৬ বছর তিনি নানান অপকর্ম করেছেন। এমনকি মুক্তিপণের জন্য তিনি অভিনেতা এবং প্রধান রাজনীতিবিদদের অপহরণ করেছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবন এবং পুলিশকে এড়িয়ে যাওয়ার দক্ষতা মানুষকে অবাক করেছে, বিস্মিত করেছে। তার জন্ম ১৯৫২ সালে কর্ণাটকের গোপিনাথমে। তার স্ত্রী মুথুলক্ষ্মী। তিনি বিরাপ্পানের কুখ্যাতি এবং গোঁফ এর কারণে বিয়ে করেছিলেন। তাদের দুই মেয়ে বিদ্যা রানী ও প্রভা। অবশ্য তার আরেকটি মেয়ে হয়েছিলো। কথিত আছে সেই মেয়েটিকে বিরাপ্পান নিজে হত্যা করে। যদিও তার স্ত্রী একথা মানতে রাজী নন। দুই মেয়ে প্রভা এবং বিদ্যারাণী আইনের ছাত্রী। প্রভার জন্ম ১৯৯০ তে। আর রানীর জন্য ১৯৯৩ তে। তামিলনাড়ু-কর্নাটক সরকার বিরাপ্পানের মাথার দাম ঘোষণা করেছিল ৪০ কোটি টাকা।



বীরাপ্পনের জীবন চমকে দেওয়ার মতো।
বিরাপ্পান এর কর্মজীবন শুরু হয় ছোটবেলায় (১৯৬৯সালে) তার আত্মীয় কুখ্যাত শিকারী এবং চন্দন কাঠ পাচারকারীকে কাজে সহযোগিতা মধ্য দিয়ে। তিনি ১৯৭২ সালে প্রথম গ্রেপ্তার হন। প্রমান না থাকায় এবং বয়সে ছোট বলে বিরাপ্পান ছাড়া পেয়ে যায়। এরপর বিরাপ্পান নিজে চন্দন এবং হাতীর দাঁত পাচার শুরু করেন। হাতীদের তিনি গুলি করে হত্যা করতেন এবং কোদাল দিয়ে হাতির দাঁত তুলে নিতেন। কমপক্ষে সে এক হাজার হাতী হত্যা করেছিলো। এবং ১০ হাজার টনেরও বেশি চন্দনকাঠ পাচার করেছিল বিদেশে। যার মূল্য সেই সময় দু’কোটি মার্কিন ডলারেরও বেশি। ১৭ বছর বয়স থেকেই বিরাপ্পান পুলিশ অফিসার, বন কর্মকর্তাদের হত্যা করতে শুরু করেন। কিন্তু সাধারণ মানুষের কোনও ক্ষতি করেননি তিনি।



বিরাপ্পান বহু বেকারকে নিয়োগ করেছিল নিজের জনসংযোগ রক্ষা করতে। সাংবাদিক থেকে শুরু করে সাহিত্যিক, সকলের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। বিদেশেও জনসংযোগের জন্য লোক নিযুক্ত করেছিল বীরাপ্পন। লন্ডন এবং নিউ ইয়র্কেও তার লোক ছিল। বীরাপ্পনকে হত্যা করতে শুরু করা হয়েছিল ‘অপারেশন কোকুন’। বছরের পর বছর ধরে চলে এই অপারেশন। ‘অপারেশন কোকুন’ ভারতের ইতিহাসে অন্যতম খরচাসাপেক্ষ অভিযান। এই অভিযানে ১০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছিল সেই সময়েই। ভারতের সবচেয়ে বড় অপরাধীর নাম বীরাপ্পন। কর্ণাটক, কেরল ও তামিলনাড়ুর প্রায় ৬০০০ বর্গ কিলোমিটার জুড়ে ছিল এই বীরাপ্পনের রাজত্ব। জঙ্গলের ভেতর থেকে বের হতেন না বিরাপ্পান। তিনি তার স্ত্রীকে ভালোবাসতেন।



বীরাপ্পনের কন্যা বিদ্যা বিজেপির রাজনীতিতে নেমেছেন।
বাবা সম্পর্কে তিনি বলেন, ‘পরিস্থিতি বাবাকে দস্যু হওয়ার দিকে ঠেলে দিয়েছে। কিন্তু ওঁর এমন অনেক কাজ আমাকে সমাজের হয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। ‘‌আমি সমাজের গরীব এবং পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে চাই। জাতি–ধর্ম নির্বিশেষ আমি কাজ করতে চাই। প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক পরিষেবা চালু করেছেন। আমি সেই পরিষেবা এবং প্রকল্প গুলিকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমাকে সহযোগিতা করুন। আমার নাম দেখে নয় আমার কাজ দেখে আমাকে বিচার করুন। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। ‌
বাবা বীরাপ্পনের মৃত্যুর সময়ে বিদ্যা রানীর বয়স ছিল মাত্র ১৪ বছর। সেই বিদ্যা এখন পেশায় উকিল। তামিলনাড়ুতেই লেখাপড়া করেছেন তিনি।


বীরাপ্পন এর কন্যা বিদ্যা বীরাপ্পন।

আইপিএস বিজয় কুমারের নেতৃত্বে অপারেশন কোকুন পরিচালনা করা হয়। আর তাতেই ২০০৪ সালের ১৮ অক্টোবর খতম হয় বীরাপ্পন। এবং আইপিএস অফিসার বিরাপ্পানের ওপর একটি বইও লিখেছিলেন। পুলিশ বহু লোকোকে এনকাউন্টারে হত্যা করে বিরাপ্পানের নামে চালিয়ে দিয়েছেন। মানুষ হিসেবে বিরাপ্পান মন্দ লোক ছিলেন না। তিনি গরীব গ্রামবাসীদের বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন। বিরাপ্পান তার মোচের খুব যত্ন নিতেন। এরকম মোচ সাধারনত দেখা যায় না। বিরাপ্পানের দলে লোকজন ছিলো মাত্র কুড়িজনের মতোন। তার কোনো আধুনিক পিস্তল ছিলো না। ছিলো না এঁকে ফোরটি সেভেন। সাধারণ রাইফেল দিয়েই তিনি পুলিশের সাথে লড়তেন। ২০১৬ সালে পরিচালক রাম গোপাল ভার্মা বিরাপ্পানকে একটা সিনেমা বানিয়েছেন। আগ্রহীরা মুভিটা দেখতে পারেন। ভালোই লাগবে। রাম গোপাল ভার্মা সম্পর্কে যাদের ধারনা আছে, তারা জানেন তিনি কেমন মুভি বানান।

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৮

বন্ধু শুভ বলেছেন: অবাক হওয়ার মতো ঘটনা। আগে জানা ছিল না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫১

রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:



বেচারা শেষে প্রাণ হারালো, বোকামী করেছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫২

রাজীব নুর বলেছেন: লোকটাকে অন্যায় ভাবে মেরেছে। প্রতারনা করে মেরেছে।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫০

শাহিন-৯৯ বলেছেন:

ছবি দেখে তো মনে হচ্ছে একজন সাধারণ কাঠুরী কিন্তু আপনার বর্ণনায় পড়ে মনে হচ্ছে দুর্দান্ত অপরাধী। যে ব্যাক্তি দেশের সম্পদ পাচার করে যে কখনো ভাল হতে পারে না। সে নিশ্চিত খুব খারাপ লোক ছিল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫২

রাজীব নুর বলেছেন: কেউ শখ করে মন্দ কাজ করে না।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫৭

শাহিন-৯৯ বলেছেন:


লেখক বলেছেন-কেউ শখ করে মন্দ কাজ করে না।
ঠিক, বর্তমান লীগের সব চোর তাহলে কি ঠেকায় পড়ে চুরি করছে? মোদি রামপাঠা কি ঠেকায় পড়ে উগ্রবাদ জন্ম দিচ্ছে?

এসব কিছুই না, প্রতিটি মানুষ চাইলে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, হ্যাঁ কিছু সমস্যা সম্মুখীন হতে অনেক সময় তাই বলে দস্যু হয়ে দেশের সম্পদ পাচার, বন্য প্রানী হত্যা, মানুষ হত্যা!!

আপনি জ্ঞানী মানুষ তাই তর্কে জড়াতে চাচ্ছি না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৪

রাজীব নুর বলেছেন: না আমিই ভুল বলেছি।
কিছু দুষ্টলোক আছে সমাজে। এরা খুব লোভী। এবং এদের পেট ভরে না।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১২

কলাবাগান১ বলেছেন: আরেক অধ্যায় হয়ত লিখতে ভুলে গেছেন.।

যেদিন আপনি আর বীরাপ্পন একসাথে চকবাজারে বিরানী, কোক, বার্গার খেতে গিয়েছিলেন (বাসার কাউকে না বলে)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৫

রাজীব নুর বলেছেন: আমি দুষ্টলোকদের সাথে মিশি না।
আর একজন ডাকাতের সাথে কেন আমি বিরানী, কোক বার্গার খাবো? আমার মাথা তো খারাপ হয়নি।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৭

অনল চৌধুরী বলেছেন: তাকে নিয়ে রাম গোপাল বর্মা ২০০০ সালে জঙ্গল নামে ছবি বানিয়েছে।JUNGLE (2000)JUNGLE (2000)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৬

রাজীব নুর বলেছেন: জঙ্গল মুভিটা অনেক আগে দেখেছি। অবশ্য কাহিনী কিছুই মনে নাই এখন।

তবে ২০১৬ সালে বিরাপ্পান নামে মুভি বানিয়েছেন রাম গোলাপ বার্মা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০২

রাজীব নুর বলেছেন: মনে পড়েছে জঙ্গল মুভি বিরাপ্পানকে নিয়ে নয়। আমি সিউর।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:২১

অনল চৌধুরী বলেছেন: প্রথমটা তাকে নিয়ে বানানো তবে অনেকটাই কল্পনা, দ্বিতীয়টাতে হয়তো বাস্তবতা বেশী।, যদিও আমি দেখিনি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: আপনি যে সিনেমার কথা বলছেন সেটাতে উর্মিলা আছে। আমি দেখেছি। আর আপনি বিরাপ্পান দেখলে বিষয়টা পরিস্কার হবে।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ হিসাবে এই যদি হয় ভাল লোকের নমুনা তাহলে খারাপ লোক কারা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: বিরাপ্পান মন্দ লোক নয়। কেউ চুরী করলেই মন্দ লোক হয়ে যায় না।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খারাপ মানুষ আমি পছন্দ করি না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ভালোকে তো সবাই ভালোবাসে৷ খারাপ মানুষদের ভালোবাসুন।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪৯

অধীতি বলেছেন: তার নাম দিয়ে পুলিশও সাধারণ জনগন মেরেছে।বেশ বেশ।আমাদের এখানে এমন চলছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: এই জন্য রেগে গিয়ে বিরাপ্পান পুলিশদের বেশি মারতেন।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাহলে দস্যুতা খারাপ কাজ নয়? আহা বেশ বেশ বেশ!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: আসলে বিরাপ্পান সব সময় বিখ্যাত হতে চাইতো।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৩

জাহিদ হাসান বলেছেন: বহু বছর আগেই ডাকাত বীরাপ্পানের নাম শুনেছিলাম। পশ্চিমবঙ্গের কোন এক লেখকের লেখা গল্পে। লেখকের নামটা মনে পড়ছে না। গল্পটা কি ছিল তাও মনে পড়ছে না । খুব সম্ভবত কিশোর সাহিত্যে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: সম্ভবত সুনীলের কাকাবাবু তে পড়েছিলেন।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পুরোটা পড়লাম।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানিবেন।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: উনি ছিলেন গরিবের রবিনহু!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: উনি ছিলেন গরিবের রবিনহুড!

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: উনি ছিলেন গরিবের রবিনহুড!

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩

শোভন শামস বলেছেন: আগে জানা ছিল না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: বাচতে হলে জানতে হবে।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

রুদ্র নাহিদ বলেছেন: নতুন কিছু জানলাম। ধন্যবাদ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: সময় পেলে মুভিটা দেখবেন।

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

আসিফ ইকবাল কাজল বলেছেন: তথ্যবহুল লেখা। অনেক ইতিহাস। তার সম্পর্কে কিছু কিছু জানতাম। ধন্যবাদ ভাই রাজীব

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: ম্যভিটা দেখলে ভালো লাগবে।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খারাপ মানুষ সব সময়ই খারাপ।

খারাপের কোন ভালো নেই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: অতি পিশাচের মধ্যেও দুই একটা দিক ভালো থাকে।

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: পত্রিকায় খবর পড়তাম তাকে নিয়ে। শেষ মেষ এভাবে মারা পড়ল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: পুলিশ তাকে বিনা বিচারে মারছে। তাও সহজ পথে না। চালাকি করে। প্রতারনার আশ্রয় নিয়ে।

২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩০

মুজিব রহমান বলেছেন: বীরাপ্পনের প্রতিও মানুষের সহানুভূতি কাজ করে? অনেকের মন্তব্য দেখে বিস্মিত হলাম। সে একজন মহা অপরাধী। তার শাস্তি দরকার ছিল, তাকে থামানো দরকার ছিল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই তার শাস্তি দরকার ছিলো। কিন্তু পুলিশ তাকে আইনের আওতায় আনে নি। বিরাপ্পান গাড়ির মধ্যে ছিলো< চারপাশ থেকে ত্রিশ জন লোক তাকে এঁকে ফোরটি সেভেন দিয়ে টানা পাঁচ মিনিট গুলি করেছে।

২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: ফুলনদেবী, বীরাপ্পন এরা বহু মানুষকে খুন করেছে। হ্যাঁ সরকার তাদের হত্যা করেছে ঠিকই। তবে তাদের হত্যা যদি আরো আগে হতো তাহলে হয়তো কিছু লোক বেচে যেতে পারত।
কিছুদিন আগে উত্তরপ্রদেশের কানপুরের ডন বিনোদ আটজন পুলিশকে গুলি করে হত্যা করলে সরকার এনকাউন্টার করে তাকে মেরে দিয়েছে।জ্ঞানেশ্বরী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন দুর্ঘটনা ও নিরীহ লোককে হত্যা করার অপরাধে সরকারের ব্ল্যাকলিস্টেড হয়েছিল মাওবাদী নেতা কিষেনজি। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর তাকেও এনকাউন্টার হত্যা করেছে। যদিও মানবতাবাদীরা থেমে নেই। বেচারা ফুলনদেবী, বীরাপ্পন, কিষেনজি বা বিনোদকে কেন নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো তার বিরুদ্ধেও তারা প্রশ্ন তুলেছে। ঠিকই তো তাদের হত্যাযজ্ঞকে আরো দীর্ঘায়িত করতে সরকারের উচিত ছিল তাকে আজীবন জামাই আদর করে বাঁচিয়ে রাখা।


০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: দাদা সেটা না।
তাদের পুলিশ গ্রেফতার করবে। এবং আদালতে তাদের বিচার হবে। সাধারণ মানুষ এটাই চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.