নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আমি যখন জীবনানন্দের কবিতা পাঠ করি তখন প্রতিটি লাইন পড়ে আমাকে থামতে হয়, বার বার থামতে হয়।
২। তিনি জেনিকে বিয়ে করেন।
লেখার কারনে জার্মানি থেকে বিতাড়িত হবার পর প্যারিসে যান। সেখান থেকে লেখার কারনে বিতাড়িত হবার পর লন্ডন আসেন। এই লন্ডনে তিনি ছিলেন ৩০ বছর। তখন তাঁর সন্তান ছিল ৬ জন। কাজের মেয়ের গর্ভেও জন্ম নিয়েছিল তাঁর এক সন্তান। খুব মানবেতর জীবন কাটিয়েছেন তিনি। অতি দারিদ্রতায়, অপুষ্টিতে তাঁর ৪ সন্তান এবং স্ত্রী মারা যায়। এরপর তিনি আক্ষেপ করে বলেন, আপনারা জানেন যে, আমি আমার জীবন বিপ্লবী কাজে উৎসর্গ করেছি। আমাকে যদি আমার জীবনটা আবার ফিরিয়ে দেয়া হয়, তবে আমি যা করেছি তাই করতাম, তবে বিয়ে করতাম না!
বলুন, আমি কার কথা বলছি? আমি একটু সহজ করে দিচ্ছি- ১৮৮৩ সালের ১৪ই মার্চ তাঁর মৃত্যু হয়।
৩। একটা মজার ব্যপার কি খেয়াল করেছেন? মানুষ ব্রেইনের নাম দিয়েছে ‘ব্রেইন‘। একটু টেকনিক্যালি খেয়াল করেন, ব্রেইন কিন্তু নিজেই নিজের নামকরণ করেছে।
৪। বিপুল পরিমাল ইলিশ ধরা পড়লেও কমছে না ইলিশের দাম। আজিব !!!
৫। বুদ্ধদেব বসু অনেক আগেই লিখেছিলেন-- " শেষের কবিতা" বীজের মতো কাজ করেছে, তা থেকে অন্য বই জন্ম নিয়েছে।
৬। সুখ ব্যাপারটা কি ভেবে পাই না।
প্রিয় খাবার গুলো দিয়ে পেট ভরে খেলে সুখ? প্রিয় মানুষের সাথে সমুদ্রে বা পাহাড়ে বেড়ানো- সুখ? ব্যাংকে প্রচুর টাকা থাকলে সুখ? দেশ বিদেশ ঘুরে বেড়ালে সুখ? নিজের সন্তান সুস্থ সবল থাকলে সুখ? সুখ পরিমাপ করার কি কোনো যন্ত্র আবিস্কার হয়েছে? ধর্ম গুলো সুখ নিয়ে কি বলে? আইনস্টাইন বা রবীন্দ্রনাথ কি সুখী মানুষ ছিলেন? রবীন্দ্রনাথ তো বলেছেন- 'এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়...'।
দার্শনিক এরিস্টটল বলেছেন- 'জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না'। একজন লেখককে জিজ্ঞেস করলাম- সুখ ব্যাপারটা আসলে কি? লেখক বললেন- ' সুখ অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো। একেক মানুষ একেকভাবে একে উপভোগ করে।'
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: বাহ!
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৮
নতুন বলেছেন: ৬। সুখ ব্যাপারটা কি ভেবে পাই না।
এটা মনের একটা কাল্পনিক অবস্থা।
আপনি যদি মনে করেন আপনি সুখি তো আপনি সুখি।
আর আপনি যদি মনে করেন আপনি দুখি তো দুনিয়ার কারুর সাথ্যনাই যে আপনাকে বোঝানো আপনি সুখি।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: ভুল কথা।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৫
স্থিতধী বলেছেন: সুখ বিষয়ে মানুষের ফিঙ্গারপ্রিণ্টের তুলনাটা ভালো লাগলো। তুলনাটা অনেকটাই বাস্তব। কার্ল মার্ক্সের পরবর্তী জীবনে বিয়ে না করতে চাওয়ার কথাটার রেফারেন্স টা কোথা থেকে পেলেন জানালে ভালো হতো।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: কোন একটা বই থেকে পেয়েছি। বইয়ের নাম মনে নাই।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৩
সাগর শরীফ বলেছেন: সুখের সঙ্গা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: ওকে।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩০
জাহিদ হাসান বলেছেন:
এই জীবনে সুখী হতে আমার দরকার মাত্র তিন লাখ টাকা ব্যাংক ব্যালেন্স। এই টাকা থাকলে আমি এশিয়ার দেশগুলো ভ্রমণ করতে পারতাম।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: তিন লাখ টাকা কোনো টাকাই না।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৮
মোঃ ইকবাল ২৭ বলেছেন: সবই ভাল তবে ৬ নাম্বার বেশী ভাল লেগেছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪০
রামিসা রোজা বলেছেন:
সুখ ব্যাপারটা কি ভেবে পাই না।.... আপনি
পুরোপুরি সুখী মানুষ । প্রতিদিন অসংখ্য পোস্ট দেন ,
মনে শান্তি না থাকলে কেউ এত লিখতে পারেনা ।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: আমার সাথে কিছু দিন থাকুন।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: অনুভবের বিষয়---------------------
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: আপনি কবি।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪০
জোবাইর বলেছেন: ১। আমি দেশ-বিদেশে ভ্রমণে প্রাকৃতিক সৌন্দর্য্যকে উপভোগ করার সময় জীবনানন্দকে খুবই মিস করি। উনি বঁচে থাকলে আমি উনাকে সাথে নিয়েই ভ্রমণ করতাম।
২। জার্মানী ও প্যারিস থেকে বিতাড়িত বিশেষ ব্যক্তিটি হচ্ছেন কার্ল মার্কস।
৩। মানুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ ব্রেইন - এটি বুঝতেই মানব জাতির অনেক সময় লেগেছে।
৪। ইলিশের দাম কমলে জেলেরা চলবে কেমনে? এরা সারা বছর দুটো টাকা আয়ের জন্য এই ইলিশের মৌসুমের অপেক্ষায় থাকে।
৫। শেষ বলতে কিছু নেই। যারা ক্রিয়েটিভ তারা যখন ইচ্ছা তখন শুরু করতে পারে।
৬। একটি মানুষের কাছে সুখের সংজ্ঞা এক এক রকম। সুখ কী? এ বিষয়ে যার যথার্থ জ্ঞান নেই, সে কোনোদিন সুখী হতে পারবে না।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: ১। জীণনানন্দ যেহেতু নাই আমাকে নিয়ে ভ্রমন করতে পারেন।
২। ইয়েস।
৩। জেলেরা কি টাকা ঠিকভাবে পাচ্ছে? তাহলে আমার কোনো আপত্তি নাই।
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ৪। বিপুল পরিমাল ইলিশ ধরা পড়লেও কমছে না ইলিশের দাম। আজিব !!!
রাস্তায় বেশ বড় বড় সাইজের ইলিশ নিয়ে বসে থাকতে দেখি।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: আমিও দেখেছি।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫
ইসিয়াক বলেছেন:
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২
সাজিদ উল হক আবির বলেছেন: জীবনানন্দের কবিতা আপনার উপর আসলেই আছর করুক স্যার, এই কামনা করি।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: না দড়কার নাই। আমি সাংসারিক মানুষ।
১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১, আকবর আলি খানের চাবিকাঠির খোঁজে পড়ে দেখতে পারেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: অনেকদিন নতুন বই কিনি না।
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।
১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৮
নেওয়াজ আলি বলেছেন: আমার যা আছে তাতে আমি খুশি
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: এটাই ভালো।
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৪
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সুখের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই।সুখ একটা আপেক্ষিক বিষয় যা পরিবেশ,পরিস্থিতি ও মানসিক অবস্থা অনুসারে পরিবর্তিত হয়।
পোস্টের জন্য ধন্যবাদ।অজানা কিছু জানলাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৩
তারেক ফাহিম বলেছেন: সুখ নিজের কাছে, নিজের যা আছে তা নিয়ে আত্মতৃপ্তি থাকাটাই সুখ আমার মনে হয়।
১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৫
হাসান রাজু বলেছেন: তার কলমের কালি যখন কাগজ ভিজিয়ে একটা দিশা তৈরি করে দিচ্ছে পরবর্তী বিশ্বকে । অর্ধ বিশ্ব সেই জীবনধারা খুব শীঘ্রই নিজেদের করে নিবে। সেই কাগজ, কলম হাতে নেয়া টেবিলে বসা দুনিয়া বদলে দেয়া লোকেটির শিশু সন্তান পাশের ঘরে নিভু নিভু চোখে অপেক্ষা করছে আর শেষ কয়টি মুহূর্তের।