নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। অল্প কিছুদিন আমাদের আয়ু। এই অল্পদিনের জন্য আমাদের কত আয়োজন- ডিগ্রী, চাকরি, প্রমোশন, টাকা, বিয়ে, বাড়ি-ঘর; কোনো মানে হয়!
২। যতদিন এই অজানা এবং জ্ঞানের সীমার বাইরের ব্যাপার থাকবে ততদিন ঈশ্বরকে না মেনে উপায় নেই নাস্তিক দলের।
৩। জীবনটাও একটা আয়না স্বরূপ।
আপনি যেভাবে জীবনকে দেখবেন, সেও ঠিক সে ভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দ ময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা, হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে উঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন, আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে।
৪। মানুষের সাথে মানুষের সম্পর্ক গুলো খুব সস্তা হয়ে গেছে। এ যুগের স্মার্ট ছেলেমেয়েরা সকালে make up আর বিকালে break up করে। গাছের চারার সাথে ছোট থাকতেই কাঠি বেধে দিলে গাছ বাঁকা হয়ে বড় হয় না। কিন্তু গাছ বড় হয়ে গেলে তাকে কিছুতেই সোজা করা যায় না। ঠিক তেমনি ছেলে- মেয়েদের ছোট থাকতেই ইসলামী মন-মানসিকতা, আচার-ব্যবহার, পোষাকে বড় করলেই সে একজন যোগ্য মানুষ হতে পারে।
৫। প্রায়'ই চোখের সামনে ঘোর বর্ষাকালের একটা দৃশ্য ভাসে।
চার দিন ধরে তুমুল বৃষ্টি। স্কুল বন্ধ, বাজার-হাট বন্ধ, উঠোনে হাঁটু পানি। একটি পরিবারের- মা বাবা ভাই বোন সবাই বারান্দায় বসে পানি দেখছে। চুপচাপ। কারো মুখে কোনো কথা নেই। টিনের চালে শুধু বৃষ্টির ঝমঝম শব্দ। তাদের পেট ভরতি ক্ষুধা। কিছু করার নেই। রান্না ঘর পানিতে ডুবে আছে। শুধু বৃষ্টি পড়ছে। শুধু বৃষ্টি পড়ছে।
৬। হঠাৎ উপলব্দি হলো, পৃথিবীর সব শিশুদের কান্না একই রকম। মানুষের মধ্যে কত রকম জাতি, কত ভাষা, কত সংস্কার, কত রকম বিভেদ, সবই কৃত্রিম ভাবে তৈরি করা। অথচ সব মানুষ'ই একই রকমভাবে জন্মায়, জন্মের পর অন্তত দু-তিন বছর মানব শিশুর হাসি ও কান্নায় কোনো প্রভেদ নেই। কোনো ধনীর ঘরের শিশু আর ঢাকার কোনো বস্তির গরীব মায়ের সন্তান ঠিক একই সুরে কাঁদে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহর রহমতে খেয়ে পড়ে বেঁচে আছি।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১১
রাশিয়া বলেছেন: নাস্তিকদের জন্য ঈশ্বরকে মানতে না মানতে কোন উপায় লাগবেনা। তারা মেনে নিলেও ঈশ্বরের কিছু যায় আসেনা। যারা আস্তিক, তার নিজেদের প্রয়োজনেই ঈশ্বরকে মানে - কোন যুক্তি, কোন থিওরী তাদের বিশ্বাসে ফাটল ধরাতে পারবেনা।
কেবল শিশু নয়, সব মানুষেরই হাসি কান্না একই রকম। বিভিন্নতা কেবল ভাষা, গায়ের ও চুলের রঙয়ে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রাশিয়া মন্তব্যের জন্য।
রাশিয়ার ভ্যাকসিন কি আমরা পাবো?
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮
সাজিদ উল হক আবির বলেছেন: ৬ নং উপলব্ধিটা সুন্দর। ৫ নং এর সাথেও ভালোলাগা তৈরি হচ্ছিল, পরিবারটির পেতে ক্ষুধা ঢুকিয়ে প্যাঁচ লাগিয়ে দিলেন।
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: ৫ নং টা বাস্তব।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
সাগর শরীফ বলেছেন: ভাল লাগল ভাই +++++
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
শেষটা:
ধনীর শিশু কাঁদলে তাকে ৩/৪ জন হাসাতে চায়, গরীবের শিশু কাঁদলে মাও বকুনী শোনে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: এই জন্য সবাই ধনী হতে চায়। চুরী দূর্নীতি যাই হোক। ধনী হতে হবে। এই হলো মানুষের চিন্তা।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৩
নেওয়াজ আলি বলেছেন: জীবন আয়না স্বরূপ কিন্ত বদ লোক এই আয়না দেখে না অন্যের সাথে সম্পর্কে মতলব খুজে
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানূষ।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলহামদুলিল্লাহ।
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: এই তো লাইনে আসছেন।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ১। অল্প কিছুদিন আমাদের আয়ু। এই অল্পদিনের জন্য আমাদের কত আয়োজন- ডিগ্রী, চাকরি, প্রমোশন, টাকা, বিয়ে, বাড়ি-ঘর; কোনো মানে হয়!
চমৎকার এক মস্তিষ্কের মালিকের জন্য শত বছর আয়ু আসলেই মসকরার মতো।
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: কচ্ছপ দীর্ঘদিন বাঁচে। অথচ মানুষ!!!
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,তা ছাড়া মানুষের কিইবা করার আছে।
২,ঈশ্বরকে মানা না মানা নাস্তিকদের কাজ না।তারা শুধু ঈশ্বরের নির্দেশের বিশ্লেষণ করে।অন্ধের মত অনুসরন করে না।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। মন্তব্যের জন্য। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভাই আপনি কেমন আছেন?