নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। নিজের জন্য যারা পড়ালেখা করে তারা সম্মানিত কিন্তু চাকরির জন্য যারা পড়ালেখা করে তারা দেশের মেরুদণ্ডটাকেই নড়বড়ে করে দেয়।
২। একা একা থাকি, পড়ি, আলু সেদ্ধ খাই, ঘুমাই, লিখি। পড়তে পড়তে, লিখতে লিখতে, নিজের সাথে কথা বলতে থাকি, একা থাকি না। দু'জন হয়ে উঠি।
৩। জীবন একটা বহতা নদী। বহু পলি জমে এখানে গড়ে ওঠে দ্বীপ। তৈরী হয় বিশাল হৃদয়ী আয়তন। শুরু হয় সংগ্রাম। এখানে চির বিজয়ী তারুণ্য। তারুণ্যের মিছিলের অগ্রভাগে আমার অবস্থান। আপনারাও আমাকে গ্রহণ করুণ।
৪। সন্ধ্যায় ঘরে ফিরে একটু ভালোবাসা,একটু আদর,একটু কোমলতা পাওয়া - একে এক কথায় কি বলে বলতে পারেন? একে বলে আপনি ভুল বাসায় এসেছেন।
৫। মন্টুঃ ঐ যে সামনের টেবিলে বসে আছে তার সাথে আমার শত্রুতা আছে।
বল্টুঃ কিন্তু টেবিলে তো চারজন লোক বসে আছে।
মন্টুঃ যার মুখে গোঁফ আছে সে।
বল্টুঃ গোঁফ তো সবার মুখেই আছে।
মন্টুঃ আরে যে সাদা শার্ট পড়ে আছে।
বল্টুঃ কিন্তু সাদা শার্ট তো সবাই পড়া।
মন্টুঃ (রেগে গিয়ে পিস্তল বের করে তিনজনকে গুলি মেরে দিয়ে বলল)
"যেইটা বাকি আছে সেইটা। ওই বেটারে আমি ছাড়মু না।"
৬। কচ্ছপ একশো বছর বাঁচলেও হাতি বাঁচে মাত্র ৬০/৭০ বছর। হাতির চোখের দিকে তাকিয়ে অনুভব করি গভীর মমত্ব। হাতির কাছ থেকেই আমি ভালোবাসতে শিখেছি। ন্যাশনাল জিওগ্রাফী আর ডিসকোভারীতে হাতির অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে।
আফ্রিকায় প্রতি ১৫ মিনিটে একটি হাতিকে হত্যা করা হয়। অর্থাৎ প্রতিদিন প্রায় একশ’ হাতি হত্যা করা হয়। সেই হিসেব অনুযায়ী, গত বছর কমপক্ষে ৩৫ হাজার হাতিকে হত্যা করা হয়েছে।
৭। বই শুধু কাগজের উপর মুদ্রিত শব্দ বাক্যের ঝুড়ি নয়। বই হচ্ছে মানুষের কল্পনা ও চিন্তার বিশুদ্ধ প্রকাশ। অন্য সকল মাধ্যম হল অনেক তত্ব, তথ্য ও বিষয়ের সংমিশ্রন, কিন্তু বই হচ্ছে একক ও অকৃত্রিম।
৮। রাস্তায় বের হলেই মানুষ গুলো যেন কেমন হয়ে যায়! সবার মধ্যে ব্যস্ততা। বাস, গাড়ি আর মটরসাইকেল গুলো খুব তাড়াহুড়ো করে। কেউ অন্যকে জায়গা দেয় না। যে যেমন খুশি ওভার-টেক করতে গিয়ে জ্যাম তৈরি করে ফেলে। সবার মধ্যে এরকম একটা মানসিকতা "আমার দেরী হচ্ছে হোক, কিন্তু তোমাকে কিছুতেই আগে যেতে দেবো না।
৯। বিয়ের বয়স যত বাড়তে থাকে, দাম্পত্য কলহ তত বাড়তে থাকে। আবার বুড়ো বয়সে গিয়ে সম্পর্ক অতি মধুর হয়ে যায়।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন দাদা
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮
চাঁদগাজী বলেছেন:
৬ নং:
আফ্রিকার বেশীরভাগ মানুষ বানর থেকেও কম বুদ্ধিমান।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: ওরা মারামারি হানাহানিতে বেশি আগ্রহী।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৭
আমি সাজিদ বলেছেন: এই হাতি মারার পেছনে চীনা কুকুররাও দায়ী।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: শুধু চীন না পৃথিবীর অনেক দেশ হাতী মারে। হাতীর দাঁতের জন্য এক শ্রেনী বিশাল চোরাচালনের সাথে যুক্ত।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ৭। বই শুধু কাগজের উপর মুদ্রিত শব্দ বাক্যের ঝুড়ি নয়। বই হচ্ছে মানুষের কল্পনা ও চিন্তার বিশুদ্ধ প্রকাশ। অন্য সকল মাধ্যম হল অনেক তত্ব, তথ্য ও বিষয়ের সংমিশ্রন, কিন্তু বই হচ্ছে একক ও অকৃত্রিম।
ঠিক কথা
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: ভুল কথা আমি খুব কম বলি।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বেশির ভাগ মানুষ বই পড়া বলতে শুধু গল্প উপন্যাস পাঠ করাকে বুঝে।
আফসোস!
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: বড় ভাই আমি নিজেই গল্প উপন্যাস পড়ে যাচ্ছি।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৫৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২,আলু সেদ্ধ না খেয়ে আলুরদম খান ওটা বেশি ভাল।
৯,এখন কোন অবস্থানে আছেন।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: অনেকদিন আলুরদম খেতে ইচ্ছা করছে। রাস্তায় খুঁজি পাই না।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
সাগর শরীফ বলেছেন: ৫ নম্বরে জোকসটা মজার ছিল।
ওভারঅল লেখাটা অতি মনোরম!!