নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সামুতে যাদের লেখা ভালো লাগে

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫১



ব্লগে অনেকের লেখাই আমার ভালো লাগে।
তাদের মধ্যে আজ কয়েকজনের কথা বলব। যদিও তারা অল্প লিখেন কিন্তু খুব ভালো লিখেন। আমি মুগ্ধ হয়ে তাদের লেখা পড়ি। তারা যেরকম বিষয় নিয়ে পোস্ট দেন কিন্তু সেই পোষ্ট তৈরি করতে অনেক সময় লাগে। কারন অনেক পড়তে হয়। তাদের পোষ্ট পড়লেই বুঝা যায়, একটা পোষ্টের জন্য তারা অনেক খাটাখাটনি করেন। ডঃ এম এ আলী লেখা ভালো লাগে। তিনি অনেক বড় পোষ্ট দেন কিন্তু পড়তে বিরক্ত লাগে না। তার লেখা থেকে কিছু শেখা যায়, কিছু জানা যায়। তারা কম পোষ্ট দেন কিন্তু সস্তা লেখা পোষ্ট করেন না। সামুতে বহু ব্লগার আছেন। কিন্তু সবাই ভালো লিখেন না। তা সম্ভবও না। আমার নিজের লেখাই অতি নিম্মমানের। তবু অনেকে পড়েন এবং মন্তব্য করেন সেটা আমার ভাগ্য।

শাহ আজিজ সাহেবের লেখা গুলো আমার ভালো লাগে।
সস্তা প্রেম ভালোবাসার গল্প কবিতা নিয়ে তিনি পড়ে থাকেন না। তার পোষ্ট পড়লেই বুঝা যায়, তিনি দেশ নিয়ে ভাবেন। দেশের সমস্যা নিয়ে ভাবেন। দেশের মানুষের কথা ভাবেন। যা বেশির ভাগ ব্লগাররা করেন না। আমি মনে করি, ভালো ব্লগাররা শুধু ব্লগের সম্পদ না। এই দেশের সম্পদ। ব্লগে এদের ধরে রাখা দরকার আছে। আমি বিশ্বাস করি- লিখে লিখে দেশটা বদলে ফেলা সম্ভব। একজ সাংবাদিকের চেয়ে একজন ব্লগার কম গুরুত্বপূর্ন নয়। সাংবাদিকরা ইচ্ছা মতো লিখতে পারেন না। সম্পাদকের ইচ্ছায় তাদের লেখা কাটছাট করা হয়। কিন্তু ব্লগে মন ভরে লেখা যায়। লেখালেখি অনেক বড় হাতিয়ার। এই হাতিয়ারকে সঠিকভাবে কাজে লাগানো দরকার।

অনল চৌধুরী ভালো লিখেন।
তার লেখা আমার ভালো লাগে। তার পোষ্ট বেশ ভারী। আজাইরা পোষ্ট লিখেন না। তার প্রতিটা পোষ্ট দরকারী। দেশকে ভালোবাসেন বলেই, খুব সাহসীকতার সাথে সত্য উচ্চারন করেন। উনি খুব কম লিখেন। কিন্তু দরকারী বিষয় নিয়ে লিখেন। সামুতে বহু ব্লগার এসেছে। আবার চলে গেছে। এদের মধ্যে কেউ কেউ টিকে গেছেন। অদৃশ্য ঝড় তুফান তাদের থামাতে পারে নি। আমি অন্যসব ব্লগারদের বলতে চাই- আপনারা প্রচুর পড়ুন। ভালো লেখার প্রধান শর্তই হচ্ছে প্রচুর পড়া। সস্তা লেখা না লিখে এমন কিছু লিখু যাতে মানুষের উপকার হবে। জাতির উপকার হবে। খারাপ স্টুডেন্টের মতো হলে হবে না। এলাম ক্লাশ করলাম আরা চলে গেলাম। কিন্তু কিচ্ছু বুঝলাম না। কিচ্ছু জানলাম না। কিচ্ছু শিখলাম না।

কিছু কিছু ব্লগার খুব সাহসী হয়।
অন্যায় তারা কিছুতেই মেনে নেয় না। এবং তারা প্রচুর পড়ুয়া লোক হয়। তাদের জ্ঞানের পরিধি ব্যাপক। তাদের পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লেই বুঝা যায়। তারা সত্যিকারভাবেই ব্লগিং ভালোবাসেন। হাসান কালবৈশাখীকে আমার ভালো লাগে। তারা লেখা পড়ে মুগ্ধ হই। কাকে ভালো লাগে, কাকে ভালো লাগে না তা আমি স্পষ্ট করে বলে দিতে চাই। সহজ সরল স্বীকারোক্তি করতে চাই। কোনদিন হুট করে মরে যাবো তাই মরার আগে নিজের ভালো লাগা মন্দ লাগার কথা জানিয়ে দিতে চাই। ব্লগে যাদের লেখা আমার ভালো লাগে না সেটাও আমি বলে দিতে চাই। আমি নিজে যে ভালো লিখি না তা আমি জানি। এবং এটা আমি স্বীকার করি। তবে আমি ভালো ভালো লেখা লিখতে চাই। সেই চেষ্টা আমার অব্যহত আছে।

সাজিদ উল হক আবির একজন ভালো ব্লগার।
প্রচন্ড প্রানশক্তি তার। তার লেখা ভালো লাগে। একজন প্রচন্ড আশাবাদী মানুষ তিনি। এরকম আত্মবিশ্বাসে ভরা ব্লগার সামু ব্লগে খুব কম আছে। তার লেখা, তার মন্তব্য একটু বাঁকা মনে হলেও- অতি চমৎকার। আমার আফসোস হয় আমি তার মতো লিখতে পারি না। প্রিয় ব্লগারদের লেখা পড়ে আমি প্রতিনিয়ত শিখি। তাদের পোষ্টে যতক্ষন থাকি, একবারও মনে হয় না সময়টা অপচয় করা হলো। আমি চাই ভালো ব্লগাররা নিয়মিত লিখুক। প্রচুর লিখুক। আমরা পড়ি। নিজেকে সমৃদ্ধ করি। অবশ্যই লিখে লিখে সমাজ, দেশ বদলে ফেলা সম্ভব। সকল অন্যায়ের বিরুদ্ধে সামুর ব্লগারদের লেখা চলবেই।

ব্লগার চাঁদগাজী সর্বকালের সেরা ব্লগার।
তার মতো ব্লগার আমি আমার জীবনে দেখি নাই। উনি সামু ব্লগের প্রান। আমার চোখে উনি ব্লগের হিরো। তার পোস্ট, তার মন্তব্য গুলো যেন এটম বোমা। তিনি প্রচন্ড সাহসী মানুষ। উনি সত্যটা বলার জন্য কারো ধারধারেন না। আমি তার বহু মন্তব্য আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জমিয়ে রাখি। উনি বিদেশ থাকলেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি উনার সীমাহীন ভালোবাসা রয়েছে। উনার প্রতিটা পোষ্টে, উনার মন্তব্য সত্য উচ্চারিত হয়। উনার মন্তব্যের ভার বহু ব্লগার সহ্য করতে পারেন না। কিছু ব্লগার তো উনাকে রীতিমতো হিংসা করেন। বছরের পর আমি দেখেছি, সামুতে সবচেয়ে বেশি উনাকে আক্রমন করা হয়। অবশ্য উনার লজিকের কাছে কেউ দাড়াতে পারে না। যাই হোক, সামুর সমস্ত ব্লগাররা ভালো থাকুক। সুস্থ থাকুক এটাই কামনা করি।

মন্তব্য ৮০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

শোভন শামস বলেছেন: শুভেচ্ছা

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

আমি সাজিদ বলেছেন: এভাবে বলা উচিত হয় নাই। সবাই ভালো লেখে৷ বোকার মতো কাজ করেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: হায় হায়---

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৬

আমি সাজিদ বলেছেন: মাইনাস দিলাম

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: মাই ব্যাড লাক।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৯

সাগর শরীফ বলেছেন: আমার তালিকায় আরো কয়েকজন প্রিয় মানুষ আছেন।
আমি চুপচাপ বসে পড়তে আর মাঝে মাঝে কমেন্ট করতে বেশী পছন্দ করি। নতুন অনভিজ্ঞ মানুষ আমি। শিখছি অবাক হয়ে। এসব প্রিয়দের জ্ঞানের মাঝে আমি হাবুডুবু খাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: একদিন আপনিও লেখার মধ্যেও দিয়ে সবার প্রিয় হয়ে যাবেন।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হাতে কি ভিসা চলে আসছে!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমার প্রিয়-সর্ব সেরা ব্লগার যার স্ট্যাটাস নিচে দেয়া হলো- নামটা খুঁজে বের করুন- আপনি !

পোস্ট করেছি: ১৫০০টি
মন্তব্য করেছি: ২৫৫২৩টি
মন্তব্য পেয়েছি: ৪২৩৭৫টি
ব্লগ লিখেছি: ১১ বছর ১১ মাস
অনুসরণ করছি: ১ জন
অনুসরণ করছে: ১২৮৬ জন

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: খুঁজে বের করার প্রয়োজন মনে করছি না।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৮

এ.এস বাশার বলেছেন: একজন লেখকের সব লেখাইযে ভালো হবে এমন নয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৪

খায়রুল আহসান বলেছেন: ভাল লেগেছে আপনার সত্য কথন। আরো লিখুন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৫

সাগর শরীফ বলেছেন: একদিন আপনিও লেখার মধ্যেও দিয়ে সবার প্রিয় হয়ে যাবেন।[/sb
সেই দোয়া অবশ্যই রাখবেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।
আপনাকে নিয়ে আমি আশাবাদী।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খেলতাম না ...... আমরা কিতা বানের জলে ভাইসা আইছি নি

আপনের ছবি তুইলা দিতাম না কইলাম :)

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: হায় হায় বোইন চেইত্তা গেছে!!

অপেক্ষা করুন কিছু একটা ব্যবস্থা করবো।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন উনাদের সবাইকে

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: ছবি আপুর মন্তব্যে এবার কাম ছারেসে------------ রাজীব দা

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: আরেহ নাহ, আমার বোন। ঠিকই বুঝবে।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৯

জাহিদ হাসান বলেছেন: আমি কেমন লিখি? খারাপ লিখলে এত মানুষ আমার পোস্টে ভীড় লাগায় কেন? :D



আপনি আমার রম্যরস ও সাহিত্যের ভক্ত। কিন্তু স্বীকার করেন না।
আপনার খবর আছে। :-0 :-0

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: আপনি ভালো লিখেন।
আপনার লেখা চিন্তাভাবনা উন্নত।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: আলহামদুলিল্লাহ।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি নিজেও ব্লগে বিশাল ভুমিকা রেখে চলেছেন।

আমি ব্লগিং ভালোবাসি, ব্লগারের পছন্দ করি, আমার পোষ্টগুলো আসলে লেখা নয়, চলমান কোন কিছুর আলোচনার সুচনা মাত্র। আপনি বরাবরই আমার ব্যাপার একটু আবেগী।

ব্লগিং অনেক শিক্ষিত বাংগালীর ভবানায় বিপ্লবী বিবর্তন ঘটায়েছে, এঁরা বিশ্বকে বুঝতে পারছেন সহজেই; এঁরা সংখ্যায় অনেক অনেক, নাম লিখে শেষ করা যাবে না; ড: এম আলীর পর্যবেক্ষণ ও এনালাইস ক্ষমতা আমাদের অনেক কিছু বুঝতে সাহায্য করছে; উনার আম্রপালী এক অপুর্ব সৃষ্টি।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: আমি সম্পূর্ন নিরপেক্ষ থেকেই এ পোস্ট দিয়েছি।
ব্যাক্তিগতভাবে আমি কাউকে চিনি না, জানি না। আপনাদের লেখা পড়েই আপনার জানছি।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ব্লগের এখন পাঠক খুবই কমে গেছে ।
হাতেগোনা কয়েকজন মাত্র এখন ব্লগ পাঠ করেন।
আফসোস!

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: না ঠিক না।
প্রচুর পাঠক আছে।
সামুতে পাঠকের সংখ্যাই বেশি।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


১৫ নং কমেন্টে টাইপো:

আমি ব্লগিং ভালোবাসি, *ব্লগারদের পছন্দ করি, আমার পোষ্টগুলো আসলে লেখা নয়, চলমান কোন কিছু *নিয়ে আলোচনার সুচনা মাত্র। আপনি বরাবরই আমার ব্যাপার একটু আবেগী।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: সেটা বুঝতে পেরেছি।
আবেগ টাবেগ কিছু না। এটাই বাস্তব।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

শেরজা তপন বলেছেন: আমার মনে হয় এইসব পছন্দ অপছন্দের বিষয়গুলো গোপন রাখা উচিত! কেউ কেউ খুশী হলেও, হয়তো অনেকেই মন খারাপ করবেন।
আমরা সবাই একদিন মরে যাব- কেউই আমাদের মনের সব কথা বলে যেতে পারবনা বা বলে যাওয়া উচিত বলেও আমি অন্তত মনে করি না।
তবে বিষয়টা একান্ত আপনার ব্যক্তিগত! আপনি যা ভাল মনে করেছেন তাই করেছেন।
যাদের লেখা আপনার ভাল লাগে তাদের সবার প্রতি রইল আমার ভালবাসা ও শ্রদ্ধা!

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: না না মানুষের কোনো কিছুই গোপন রাখা ঠিক না।
মানুষ হবে খোলা বইয়ের মতোন, যেন সবাই পড়তে পারে।

হুমায়ূন আহমেদের কথা ভেবে দেখুন। উনি কিচ্ছু গোপন রাখেন নি। সব লিখে গেছেন।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬

রাশিয়া বলেছেন: চাঁদগাজীকে সর্বশ্রেষ্ঠ বলার কারণ তার আর আপনার চিন্তাধারায় মিল আছে। দুইজনেই সুযোগ পেলেই ধর্ম নিয়ে খোঁচাখুঁচি করতে পছন্দ করেন। তবে চাদ্গাজী একটা জায়গায় আপনার চেয়ে উপরে আছে। তিনি আপনার মত ভেকধারী ব্লগার না। তিনি নাস্তিক - এটা মহা আত্মবিশ্বাসের সাথেই প্রকাশ করেন। কিন্তু আপনি মাঝে মাঝে ধার্মিকের ভেক ধরেন, যেটা সাধারণ ব্লগারদের কনফিউজ করে। তবে আপনি নিজেকে যেভাবে ব্লগে খোলামেলা ভাবে (কাপড় নয়) উপস্থাপন করেন - এই স্টাইলটা আমার খুব পছন্দ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: আপনার অপেক্ষাতেই ছিলাম।
ধর্ম নিয়ে খোচাখুচি আমরা করি না। এটা আপনার ভুল ধারনা। আপনি কি জানেন আজ সকালে সূরা বাকারা শুনে আমার ঘুম ভেঙ্গেছে?
না রে ভাই আমি ভেক ধরী না। আসলে আপনারা আমার দুই পথকে একসাথে মিলিয়ে গুলিয়ে ফেলেন।
ধর্ম নিয়ে ক্যাচাল করা আমার মোটেও পছন্দ না।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব আপনার গুরু !!
তাকেতো ভালো লাগবেই !!!

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: গাজীসাব বুদ্ধিমান মানুষ। আধুনিক মানুষ। এবং মানবিক মানুষ।
আপনি যদি আধুনিক মানুষ হতেন আপনাকেই আমি গুরু মানতাম।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগের এখন পাঠক খুবই কমে গেছে ।
হাতেগোনা কয়েকজন মাত্র এখন ব্লগ পাঠ করেন।
আফসোস!

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: বড় ভাই ব্লগে পাঠকের সংখ্যাই সবচেয়ে বেশি।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

সাজিদ উল হক আবির বলেছেন: স্যার, এই পোস্ট প্রমাণ করে আপনি চিপা বুদ্ধির মানুষ না। চিপা বুদ্ধি থাকলে সবার মনতুষ্টি মত একটা ব্লগারদের লিস্ট তৈরি করতেন, যেটা অনেকেই করে। কমেন্টের ঠ্যালায় পোস্ট হিট তালিকায় থাকতো তিনদিন। এখন, চিপা বুদ্ধি নাই - এই উপলক্ষে আপনাকে মুবারকবাদ জানানো উচিৎ হবে কিনা সেইটা নিয়া কিঞ্চিত দ্বিধায় আছি, কারণ ঐটা ছাড়া ব্লগে, বা বাংলাদেশে - যেকোন জায়গায়ই টিকা কঠিন। তবে আপনার অকপট মনোভাব প্রকাশের কারণে আপনার প্রতি শ্রদ্ধা বাড়লো। এখন যাদের এই পোস্ট দিয়া রাগাইলেন, তাঁদের ব্লগে কিছুদিন পোস্ট দেখলেই গিয়া ভালো ভালো কমেন্ট কইরেন রুটিন কইরা। আপনার জন্যে শুভকামনা।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।

ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। জয় বাংলা।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

সাজিদ উল হক আবির বলেছেন: পরামর্শ দিই নাই স্যার, হিউমারের চেষ্টা করছি, রাগ না করায় ধন্যবাদ।
আপনার কন্যাকে আমার আদর দিয়েন। জয় বাংলা।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: সেটা কি আমি আর বুঝতে পারি নি!
ইচ্ছা করে এড়িয়ে গিয়েছি জনাব।

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চাঁদগাজী একজন মজার মানুষ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: একজন গ্রেটম্যান।

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

শেরজা তপন বলেছেন: আপনি এখনো কত সরল ভাবে ভাবতে পারেন- বিস্মিত হলাম!

হুমায়ুন আহমেদ তার ব্যক্তিজীবনের অনেক অনেক কিছু গোপন করেছেন। সিনেমা বা নাটক পাড়ায় একটু গভীরে কান পেতে শুনবেন।

যে যাই হোক, যেমন হোক-আমি অন্তত আমার সব কিছু বলে যেতে পারব না...

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: নাটক পাড়ার কথা জানি। এগুলো সব বানানো।
আমি আমার সমস্ত কথা বলে যেতে চাই।

২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: বড় ভাই ব্লগে পাঠকের সংখ্যাই সবচেয়ে বেশি।


আপনি সঠিক বলছেন না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: আপনি খেয়াল করে দেখবেন, বহু ব্লগার লিখেন না, মন্তব্যও করেন না। তারা শুধু পড়েন। নিরবে পড়ে যান।

২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




অকপট স্বীকারোক্তি।

১৫ নম্বর মন্তব্যে চাঁদগাজীর কথা ভালো লেগেছে।


০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্য গুরুত্বপূর্ন।

২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো পোস্ট। প্রত্যেকেরই নিজস্ব ভালোলাগা থাকতেই পারে। ভায়ের সংবেদনশীল মনে ভালোলাগা। অভিনন্দন উল্লিখিত সুধী ব্লগারগণ।শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেবের ১৫ নং কমেন্টে ভালো লাগা।

শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১২

ইসিয়াক বলেছেন: সত্য কথনে ভালো লাগা।
শুভকামনা রইলো আপনার জন্য।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। অপূর্ব কুমার।

৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৩

লরুজন বলেছেন: উহু উহ খুক খুক ইয়া আফনে তো তেল দিয়া তেলের দাম বাড়াই দিছুইন
আফনারে একটা অংক দিমু অংকডা করুইন
তৈলাক্ত বাঁশ দিয়া একটা বান্দর বাইয়া বাইয়া উডে আর নামে
আফনে বুঝছুইন কিতা কইছি?

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: না বুঝি।
বুঝতে চাইও না।

৩১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৪

লরুজন বলেছেন: আনফে একটা কইতামনা কইতামনা
কমু থাক কইতামনা
না কইয়া দেই
আনফে মিয়া একটা ছামছা

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: ওকে।
খুশি?
খুশি থাকুন।

৩২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৬

লরুজন বলেছেন: ঠেলাগাড়ির চিতই ফিডাওয়ালি কুই???,,,!!!

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৬

রাজীব নুর বলেছেন: ভালো আছে।
গতমাসে তার মেয়ের বিয়ে হলো।

৩৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৬

অনল চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
সত্য কথাই লিখেছেন।
আপনার লেখাগুলিও গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রকাশিত পত্রিকার মতো ব্লগে আপনার লেখা প্রকাশিত হয়, যেটা থেকে অনেক বিষয় নিয়ে জানতে পারেন ও মতামত প্রকাশ পারেন।
আমিও নিয়মিত মন্তব্য করি।
ব্লগাররা নিয়মিত একসাথে কোথাও বসে আলোচনা করতে পারলে এবং দেশের উন্নয়নের জন্য সম্মিলিতভাবে কিছু সিদ্ধান্ত নিয়ে সেগুলি বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি করতে পারলে হয়তো দেশের কিছু পরিবর্তন হতো।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার বলেছেন।
এরকম হওয়া উচিত।

৩৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কয়জন পাঠক পড়েন সেই পরিসংখ্যান দেয়া হয় লেখার নীচে।
একটা সময় ছিল যখন ব্লগার রাজসোহান পোস্ট দেয়ার কয়েক ঘন্টার ভেতর পাঠক সংখ্যা ৫০০ পার হয়ে যেত।
কয়েক বছর আগেও চাঁদগাজী মহোদয় কোন পোস্ট দিলে নিমেষে পাঠক সংখ্যা ১০০০ হতেও দেখেছি।
তাই পাঠক সংখ্যা কমেছে এটা যদি কেউ না মানে তাহালে কিছু করার নেই।

এক সময় আলেক্সা রেটিং এ এই ব্লগের একটা স্থান ছিল। এখন কি আর আছে?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: খুব একটা ভুল বলেন নি।

৩৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:


প্রথমেই বলে নিয়েছেন ব্লগে অনেকের লেখাই আমার ভাল লাগে ,এর পরে আর বলার কিছু থাকেনা ।

তবে ব্লগে প্রকাশিত অধিকাংশের লেখাই আমার ভাল লাগে যদিও সময়ের অভাবে সকলের লেখা পাঠ করতে পারিনা । পো্ষ্টে লেখার শিরোনাম দেখে ভিতরে প্রবেশ করি । কে লিখেছেন তা দেখার চেয়ে লেখাটির বিষয়বস্তুকেই বেশী গুরুত্ব দেই । পরে নীজের মুল্যায়নে উঠে আসে লেখাটি কেমন লেগেছে আমার কাছে ।

যে লেখাগুলি পাঠ করি সেগুলি বেশ মনযোগের সাথে পাঠ করি । এ ব্লগে সারে চার বছরের স্বল্প ব্লগিং জীবনে ১২ হাজারের বেশী মন্তব্য করেছি । এসব মন্তব্যগুলির মধ্যে প্রায় অর্ধেকই অনেকের মুল পোষ্টের থেকেও আকারে বেশ বড় ।
অনেকেই বলেন মন্তব্যটি পৃথক পোষ্টের দাবী রাখে । যাহোক, মুল কথা হল সব লেখকের লেখাই আমার ভাল লাগে , অনেকের বিষয়বস্তুর সাথে একমত না হতে পারলেও বাকস্বাধিনতায় বিশ্বাসী বলে উনাদের লেখার পান্ডিত্যের প্রতি বরাবরই শ্রদ্ধা থাকে । খুব ছোট ছোট সাইজের পোষ্টগুলিতেও আমি অনেক ভাবনার কথা মালা খুঁজে পাই । মাত্র তিনটি অক্ষরে গঠিত লেখক মানুষটির মনের মাঝে যে কত লক্ষ লক্ষ শব্দ খেলা করে তার খবর কেইবা রাখে!

একজন লেখকের কাছে তার প্রতিটি লেখা আপন সন্তানের মত । কোনটা কখনোই তিনি খাঁটো করে দেখেনা- তার আপন সন্তান যে!! কোন লেখা লিখতে সময় লাগে ৫ মিনিট, কোনটা ঘণ্টা, কোনটা দিন, কোনটা মাস! আবার এমনও লেখা আছে যা লেখক মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা চালিয়েও শেষ করতে পারেননা। আবার অনেকের লেখা তার মৃত্যুর পরে প্রকাশিত হয় । ছাপার অক্ষরে তাঁর লেখাটি দেখে যেতে পারেন না । এখন সামু লেখককে সে সুযোগ দিয়েছে । সামুর শর্ত মেনে লেখকের মনের ভাব যত পারে তত প্রকাশ করতে ।

বিশ্বাস করি একজন লেখক নীজের আত্মসন্তুষ্টি নিয়েই লিখেন । আবার লেখাটি পোষ্ট করার আগে নিজে যে তা কতশত বার পড়েন , পরিবর্তন পরিমার্জন করেন তারই বা খবর কে রাখে! একজন লেখকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হল যখন তার লেখা সামুর পাতায় প্রকাশিত হয়। লেখাটি প্রকাশিত হবার পরে তার মনে হাজারও শঙ্কা কাজ করে, পাঠকদের কেমন লাগবে? তারা গ্রহণ করবে তো? তবে সামু পরিবারের সদস্য হিসাবে আমরা সকলের লেখাকেই সাদরে গ্রহণ করি, যদিও সময় অভাবে সকলের লেখা পাঠ করা হয়ে উঠেনা অনেকের ,তবে যেগুলি পাঠ করা হয় তা পাঠের পরে আবেগ অনুভুতির কথা মন্তব্যের ঘরে কেওবা প্রকাশ করি কিংবা নিরবে পাঠ করে যাই । যারা মন্তব্যটি পাঠ করেন তারা সকলেই বুজেন তাদের লেখা কার কাছে কতটুকু ভাল লাগে। মন্তব্য ছাড়াও প্রতিটি পোষ্টের সাথে লাইক আর প্রিয়তে নেয়ার বাটন আছে ,সেখানে নজর দিলেও বুঝা যায় লেখাটি কোন পাঠকের কাছে কতটুকু ভাল লেগেছে । আবার লাইকের ঘরে নাম না উঠালেও অনেকে মন্তব্যের ঘরে অনেক মুল্যবান কথা বলে যান,আবার কেওবা বলেন লেখাটি অসাধারণ হয়েছে,আবার অনেকেই বলেন লেখাটি ভাল লাগেনি মোটেও । তাই ভাল লাগা বিষয়টি একটি আপেক্ষিক বিষয়। একেক জনের কাছে একেক রকম হয় ।



১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: বাংলায় একটা কথা আছে সূর্যের চেয়ে বালি গরম। পোষ্টের চেয়ে আপনার মন্তব্য বড় হয়। এটা ব্লগের সবাই জানেন। সুন্দর মন্তব্য করেছেন। কোনো দ্বিমত নাই।

৩৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৩৬

কূপমণ্ডূক বলেছেন: রাজীব নুর, আপনি ভাল লেখেন তবে আপনার সময় হয়েছে একটু গুছিয়ে লেখার, অনেক তো লিখলেন। গণ্ডায় গণ্ডায় না লিখে হয়ত একটু কোয়ালিটি কন্ট্রোলে মন দিলেন, এতে আপনার থট প্রছেস, প্লটিং ইম্প্রুভ হবে।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন। এই কথাটা আমিও ভেবেছি।

৩৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১

নীল আকাশ বলেছেন: এই কাজটা ঠিক হয় নি রাজীব ভাই। সবাই চেষ্টা করে ভালো লেখার।
আবার সবার লেখা আপনার পছন্দ নাও হতে পারে।
আপনার পছন্দের উপর লেখকের ভালো খারাপ নির্ভর করবে এটা কেমন কথা?

পরিচিত বাকি সবাইকেই বাদ দিলাম, তারপরও জী এস ভাই আর খলিল ভাইয়ের নামও আনেন নি? কাওসার ভাই কই?
আপনি কেমন পাঠক এবার নিজে চিন্তা করুন?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: স্যরি।
আমি জাস্ট আমার ভালো লাগার কথা জানিয়েছে। আরো অনেক আছেন পর্যায় ক্রমে তাদের কথা লিখব। সেই ইচ্ছা আমার আছে।

আমি নির্বোধ পাঠক।

৩৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১১

পদ্মপুকুর বলেছেন: আমি নাই ক্যান? আপ্নের দাওয়াত ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল X( X(( /:) :( :((

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: হায় হায়----
মাই ব্যাড লাক।

৩৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

নূর আলম হিরণ বলেছেন: ব্লগ থেকে অনেক ভালো কিছু জানা যায়। আবার অনেক খারাপের সাথেও পরিচয় হওয়া যায়।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: জ্বী।

৪০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালোলাগার ব্লগারদের জানা হলো । তাঁরা ভালো ব্লগিং করেন। আপনিও একজন বিজ্ঞ ব্লগার।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসা কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.