নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
শফিক আর রিয়া একটা কাজে একটু বের হচ্ছিলো বাড়ি থেকে।
এমন সময় বাবা বললেন, 'তোর কাছে কি ২০০ টাকা হবে?'
হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো শফিকের। মনে পড়ে গেলো ছোটবেলার টুকরো কিছু কথা।
বাবাকে শফিক বলেছিলো, 'বাবা ১০টা টাকা দেবে?'
বাবা 'কেন? কি করবি ১০ টাকা দিয়ে?'
শফিকঃ ক্রিকেট বল কিনবো। (ঠিক হয়েছিল খেলার বন্ধুরা সবাই ১০ টাকা করে চাঁদা তুলে একটা নতুন বল কেনা হবে)।
বাবা ১০ টাকার পরিবর্তে ১০০ টাকা দিয়ে বলেছিলেন, 'যা তুই নিজেই একটা বল কিনে নিস।'
সেদিন নতুন বল নিয়ে যখন মাঠে যাচ্ছিলো শফিক গর্বে তার বুক ভরে আসছিল। নিজের জন্য নয়, এই গর্ব তার মধ্যবিত্ত বাবার জন্য। যে বাবা আর্থিক দিক থেকে মধ্যবিত্ত হতে পারে, কিন্তু নিজের অনেক না পাওয়া দিয়ে তাদের সব কিছু দিয়েছেন।
সময় কতোটা দ্রুত চলে যায়, আজ বাবা তার চাকরিটা আর করেন না। কেন যেন খুব কষ্ট হলো শফিকের।
ওয়ালেট হাতড়ে ৫০০ টাকার ৪টা নোট বাবার দিকে বাড়িয়ে দিলো শফিক। ঠিক তখনই রিয়া শফিকের হাত থেকে নোট গুলো নিয়ে নিল, আর সঙ্গে ওয়ালেটও। ঘটনার আকষিকতায় শফিক পুরো স্তম্ভিত!
আজ ৬ মাস হলো শফিক আর রিয়ার বিয়ে হয়েছে। এই কয়দিনে ওকে খুব ভালো মনের মানুষ বলে মনে হয়েছিল। যে কিনা শফিকের পরিবারকে নিজের পরিবার হিসাবেই মেনে নিয়েছে। তাহলে কি শফিক মানুষ চিনতে ভুল করলো?
এরপরে যেটা ঘটলো, তার জন্য শফিক একদমই প্রস্তুত ছিলো না। ওয়ালেট এ যত টাকা ছিল তার থেকে ১০০ টাকার মতো রেখে পুরো টাকাটাই রিয়া শ্বশুরের হাতে তুলে দিল।
বাবাঃ 'আরে পাগলী, এতো টাকা দিয়ে আমি কি করবো?'
রিয়াঃঃ বাইরে যাও, তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও। যা খেতে ইচ্ছে করে খাও।'
রিয়ার কথা শুনে শফিকের চোখে জল এসে গেল। আপনজনের জন্য সময়মতো কিছু করতে না পারলে কিসের এত টাকা পয়সা!! কিসের প্রাচুর্য, আপন মানুষের ভালোবাসা ছাড়া বাকি সবই তো ক্ষণস্থায়ী।
রিয়া শফিকের হাতে ওয়ালেটটা দিয়ে বললো' শোনো, বাবা মাকে আর কখনো যেন টাকা চেয়ে নিতে না হয়।'
পৃথিবীতে হয়তো অনেক স্ত্রীই তার স্বামীকে বাবা মার থেকে দূরে সরিয়ে নিতে চায়। আর রিয়ার মতো অনেক স্ত্রীও আছে যারা শশুর শাশুড়ীকে নিজের বাবা মার মতোই ভালোবেসে আগলে রাখে।
জীবনে দ্বিতীয় বার গর্বে শফিকের বুকটা ভোরে উঠলো। পরম শ্রদ্ধা আর ভালোবাসায় রিয়ার হাতটা যখন ধরলো, নিজেকে পৃথিবীর সব থেকে ধনী বলে মনে হলো।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good post.
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২
কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহ! কি দারুন একটা গল্প। রিয়ার মত বৌগুলোকে সবাই ভালোবাসুক।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: সব মেয়ে রিয়ার মতো হোক।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮
এম ইসলাম বলেছেন: ভালো গল্প রাজীব। গল্পের মূল থীম পজিটিভ প্রেরণা জোগাবে আধুনিক কালের ঘরনী মেয়েদের। .... এবার অন্য একটি কথা। ... আপনাকে কিছুদিন আগে একটা প্রশ্ন করেছিলাম .....নীচের লিংকের লেখার মন্তব্যে প্রশ্নটি আছে। প্রশ্নটির উত্তর পেলে খুশী হবো। ... পঁচিশ তরুণের কবিতা....
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকুন। সুস্থ থাকুন।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬
নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লাগলো ,অনেক শুভকামনা
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: ওকে আলি ভাই।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: গল্পেই সম্ভব বাস্তবে না।বাস্তব সম্মত গল্প লিখুন,পজিটিভ লিখুন কিন্তু বাস্তব সম্মত।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই। চেষ্টা অব্যহত আছে।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৪
আমি রানা বলেছেন: বেশ ভালো লাগল।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৫
রাজীব নুর বলেছেন: এতদিন কোথায় ছিলেন?
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শফিক সাহেবের মাসিক ইনকাম কত টাকা? যার মানি ব্যাগে সব সময় এতো এতো টাকা থাকে তার তো অনেক ইনকাম হবার কথা।
বাবা মাকে সবারই উচিত প্রচুর টেককেয়ার করা। তারা পৃথিবীতে সব চেয়ে মহান ব্যক্তি। তাদের কোন তুলনা নেই।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৪
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আমাদের শিক্ষা ও মন-মানসিকতার ওপরে সমাজের বিকাশ নির্ভর করে। আমরা পরিবর্তিত হলে সমাজ পরিবর্তিত হবে। সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।