নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বইপত্র

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৯



আমার কিছু মনে থাকে না।
আমি অনেক বই পড়েছি কিন্তু তার অধিকাংশই ভুলে গেছি। পড়া বই হাতে নিই কিন্তু বইয়ের কাহিনী কিচ্ছু মনে পড়ে না। তবে, বই পড়ার ফলে, এখনকার আমি'র সাথে আগের আমি'র অনেক তফাৎ। এবং সেজন্যই আমি বই পড়ে যাব। মনে থাকুক আর নাইবা থাকুক। সম্প্রতি পড়ে শেষ করলাম, চৌরঙ্গী। শঙ্কর এর লেখা উপন্যাস। এই লেখকের বইগুলো পড়তে ভালো লাগে। কেমন একটা আলাদা স্বাদ পাওয়া যায়। চৌরঙ্গীর কাহিনী হলোঃ সম্ভ্রান্ত পরিবারের এক বেকার যুবকের সংগ্রাম দিয়ে গল্পের শুরু। তারপর ঘটনা এগিয়ে গেছে নানান দিকে। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' পড়তে শুরু করেছি। সাংবাদিক আবুল মনসুর আহমদ এর লেখা। আবুল মনসুর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সিনিয়ত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পূর্ব পাকিস্তানের মন্ত্রীও ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ঘটে যাওয়া ঘটনার সমন্বয় হচ্ছে এই বই।

হুমায়ুন আজাদ স্যারের লেখা 'নারী'
আমার এই ক্ষুদ্র জীবনে পড়া শ্রেষ্ঠতম বইগুলোর একটা। এই বইটা জীবনে সবারই একবার না একবার পড়াটা দরকার। বইয়ের নামঃ 'অন দ্য শর্টনেস অব লাইফ'। লেখকের নামঃ সেনেকা। অনুবাদ: সাবিদিন ইব্রাহিম। এই স্বল্পমেয়াদী জীবনকে যদি ফলবান, মূল্যবান করতে চাইলে, সময়কে কীভাবে কাজে লাগাতে হবে সে বিষয়ে কার্যকরী সদুপদেশ নিয়ে সেনেকার এই বই। চেতন ভগতের 'হাফ গার্লফ্রেন্ড'। বইটার খুব নাম ডাক শুনেছি। কিন্তু আমার কাছে ভালো লাগে নি। লেখকের প্রতি সম্মান রেখেই বলতে চাই, বইটা আমার ভালো লাগে নি এর সম্পূর্ন দায়ভার আমার। আজগুবি যুক্তিহীন কাহিনীর মধ্যে সামঞ্জস্যহীন ঘটনা প্রবাহতে ভরপুর একটি বই আমার 'ফিলিংস' গুলোকেই ভোঁতা করে দিয়েছিল। এই বইটা নিয়ে মুভিও হয়েছে।

প্রতিটা বাঙ্গালীর একটা বই পড়া দরকার।
সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 'অসমাপ্ত আত্মজীবনী'। বইয়ের নাম- 'পালামৌ'। লিখেছেন- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। এক বসায় পড়ে ফেলার মতন ছোট একটি বই। প্রকৃতির অসাধারণ সব বর্ণনা আর পরতে পরতে কিছু হালকা-পাতলা জীবনদর্শন, কোল উপজাতি আর সংস্কৃতির কথা- সব মিলিয়ে এক সুখকর পাঠ। স্বামী বিবেকানন্দ বিশ্বভ্রমণ করেছিলেন। প্রথমে ভারতবর্ষ ঘুরেন। এরপর দুই ধাপে ইউরোপ ঘুরেছেন। সেখানে উনি যা দেখেছেন, শুনেছেন তার বেশকিছু অভিজ্ঞতা নিজস্ব সহজ স্বাভাবিক ভাষায় অত্যন্ত পরিশীলিত রসবোধের মাধ্যমে লিখে গেছেন। স্বামী বিবেকানন্দ এর 'পরিব্রাজক'। দারুন একটা বই। 'বাঙ্গালীর ইতিহাস' বইটি লিখেছেন- নীহার রঞ্জন রায়। গোটা দুনিয়ার লোকজনের হাঁড়ির খবর রাখা বাঙালির নিজেদের ইতিহাস জানতে তীব্র অনীহা। কেন রে ভাই! বইটা পড়ুন ভালো লাগবে।

প্রবীর ঘোষের কোনো লেখা কি আপনারা পড়েছেন?
আমি পড়েছি- 'আমি কেন ঈশ্বরে বিশ্বাস করিনা' বইটি। ঈশ্বর বিশ্বাসী মানুষদের সরলতার সুযোগ নিয়ে এক শ্রেনীর লোক ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই বই এইসব লোকজনের ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় উপন্যাস ‘ঘরজামাই’ পড়ে শেষ করলাম। মাত্র ২৭ পৃষ্ঠার একটি উপন্যাস। উপন্যাসের মূল চরিত্র বিষ্ণুপদ। সে উঠতি বয়সে একটু ধন দৌলত এর লোভে ঘরজামাই হয়ে শ্বশুরবাড়ি যায় আর ফিরে আসেনা। উপন্যাসের শেষে এসে তার জামাই গোবিন্দ তাকে পদে পদে শিক্ষা দেয় এবং তার চোখে খুলে দেয়। বিষ্ণুপদ'র একজন কৃষক এবং সেই গ্রামের এক পাগলও বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলে। পারিবারিক জীবনের অনেক শিক্ষাই এই ২৭ পৃষ্ঠার উপন্যাসটিতে পেয়ে যাবেন আশা করছি।

নিমাই ভট্টাচার্যের 'মেমসাহেব' বইটা আমার ভীষন প্রিয়।
শত টানাপোড়েনের পরেও একজন বেকার কিভাবে তার পেশার সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় তা এই বইয়ের মূল উপজীব্য। আর সমগ্র উপন্যাসটি চিঠির আকারে বর্ণনা করা হয়েছে। উপন্যাসটি কখনো আপনাকে হাসাবে, কখনো কাঁদাবে, আবার কখনোবা স্বপ্ন দেখতে শেখাবে। ইয়স্তেন গার্ডারের একটা বই পড়েছিলাম, 'সোফির জগৎ'। বইটা পড়ে কিচ্ছু বুঝি নি। অবশ্য এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারনে। লেখকের কোনো দোষ নেই। তবে, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের 'যে গল্পের শেষ নেই' বইটি ভালো লেগেছে। বইটি পৃথিবীর ইতিহাসের বই। সকল শ্রেণি-পেশার মানুষের জন্য অবশ্য পাঠ্য। বইটি পাঠ করলে ভালো লাগবে। মোটেও সময় অপচয় হবে না। বিখ্যাত ফরাসি উপন্যাস 'লা মিজারেবল'। এর লেখকের নাম ভিক্টর হুগো। দারুন এক বই।


আপনার জীবন বইয়ের মত সুন্দর হোক!

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বই পড়াটাও একটা কাজ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৫৯

রাজীব নুর বলেছেন: এই কাজই করে যাচ্ছি।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৩৬

সাবিনার বচন বলেছেন: লা মিজারেবল টিন এজে পড়েছিলাম। ভাল লেগেছিল।
শুভকামনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সাবিনা।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৩৮

সেনসেই বলেছেন: বই পড়তে ভালোবাসেন জেনে ভালো লাগলো। আজকালবই এরপাঠক কম। ফেসবুকেরপাঠকবেশি

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: বইয়ের পাঠি বৃদ্ধির জয় ব্যবস্থা নিতে হবে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: কাউনট অফ মনটি ক্রিস্তো না পড়ে থাকলে পড়ে ফেলতে পারেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: না পড়ি নি।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: নারী, পালামৌ, মেমসাহেব আর লা মিজারেবল পড়েছি, বাকিগুলি পড়িনি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৪

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: লা মিজারেবল যে আমি কতবার পড়েছি হিসেব নেই। অত্যন্ত ভালো লাগার মত একটা বই।
সোফির জগৎ বুঝতে হলে একাডেমিক ভাবে টার্ম গুলো জানা থাকতে হবে, নাহলে বুঝতে কষ্ট হবে।
মেম সাহেব ও অনেক পছন্দের একটা বই।
অসমাপ্ত আত্মজীবনী পড়ে ভালো লেগেছে।
নারী, আমি কেন ইশ্বরে বিশ্বাস করিনা, পুরোটা পড়া হয়নি।

@সাড়ে চুয়াত্তর, কাউন্ট অফ মন্টিক্রিস্টোন প্রথম পার্ট টা অত্যন্ত চমৎকার, দ্বিতীয় পার্ট ভালো লাগেনি। তবে নতুন ভাবে বাঁচার প্রেরণা যোগায় বইটা।
বই পড়ুন, সুস্থ থাকুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ সন্ধ্যা রাতের ঝি ঝি - আমি কাউনট অব মনটি ক্রিস্তোর বাংলা অনুবাদ ১৯৮৬ বা ৮৭ সালে পড়েছিলাম। বেশীর ভাগই ভুলে গেছি। শুধু ভালো লাগার অনুভুতি আছে। আবার পড়তে হবে ঝালাই করার জন্য। দ্বিতীয় পর্বের চেয়ে প্রথম পর্ব মনে হয় বেশী আকর্ষণীয় ছিল।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: এখন আর বই পড়তে পারি না, আহা, সময়!
কি করে চলে যায়!

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: কিন্তু মুভি দেখেন।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৯

ইসিয়াক বলেছেন: লা মিজারেবল আমার খুব প্রিয় একটা বই।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: একটা রিভিউ লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.