নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। যে পত্রিকা পড়ে না, যার বাসায় টিভি নেই, যার সাথে ইন্টারনেটের কোন কালেকশন নেই, ব্লগ নেই সেই মানুষটি বাংলাদেশের সবচেয়ে সুখী এবং চিন্তামুক্ত মানুষ।
২। নাস্তিক হতে অনেক বড় কলিজা লাগে। আর ধর্ম ভীরুরা হয় আস্তিক।
৩। বাংলাদেশের মানুষের চিন্তা আর প্রতিভা চর্চার উপযুক্ত স্থান সামু ব্লগ।
৪। লেখক মার্ক টোয়েন একবার বলেছিলেন, একজন লেখাপড়া জানা মানুষ আর একজন লেখাপড়া না জানা মানুষের মধ্যে পার্থক্য কি যদি লেখাপড়া জানা মানুষটা একটা ভালো বই না পড়লেন? এখন প্রশ্ন হলো, ভালো বই কোনটা?
সাধারণ অর্থে বলা যেতে পারে, যে কোন বিষয়ের ওপর লেখা যে কোন বই'ই হতে পারে ভালো বই, যদি তাতে থাকে সে বিষয়ের নূতন কোন উদ্ঘাটন বা চিন্তা। যে কোন বইয়ের ভালো বই হবার জন্য দুটি আবশ্যক বৈশিষ্ট্য থাকতেই হবে। এগুলো হলো, নূতনত্বের পরশ এবং দৃষ্টিভঙ্গির পরিচ্ছন্নতা। অনেকে বলেন, বই পড়ে আমি অনেক আনন্দ পাই! অর্থাৎ যে-বই আনন্দদায়ী সে বই ভালো বই। কথাটা পাঠাভ্যাস তৈরির জন্য ভালো তবে তা বইয়ের ভালোত্ব বিচারের জন্য যথেষ্ট নয়। আমরা যদি বইয়ের ভিতর নিছক আনন্দ খুঁজি তবে তা নেহায়েত নির্বুদ্ধিতা হবে কারন বইয়ের জগত জানাবার ও জানবার জগত। যদি আনন্দের কথা বলা হয় তবে আনন্দধারায় ধন্য এ ভূবনে আনন্দের উপাদান ও উপকরণ সর্বত্র ছড়ানো, শুধু তাকে খুঁজে নিতে হবে।
৫। স্বামী অফিসে যাওয়ার সময় স্ত্রী বলল, একটা অন্যায় করে ফেলেছি। রাগ করবে না বল?
: তোমার ওপর কি রাগ করতে পারি? কী হয়েছে?
: ইস্ত্রি করার সময় তোমার প্যান্টের পিছনটা পুড়ে ফেলেছি।
৬। এই জগতে আমরা সবাই ক্রমশ ফুরিয়ে আসছি। কেউ জানে না কবে সে থেমে যাবে। তাই যতটুকু সময় বেঁচে আছি- ভালোবাসা, শান্তি, আর ক্রোধহীনভাবে থাকাই বাঞ্ছনীয়।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৮
রাজীব নুর বলেছেন: নাস্তিক সম্পর্কে আপনার ভুল ধারনা।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: নাস্তিকরা মনে করে বিজ্ঞান অনেক কিছু জেনে ফেলেছে। আসলে বিজ্ঞান খুব সামান্যই জানে। না জানার পরিমান বিজ্ঞানের বর্তমান আবিষ্কারের সহস্র বা নিজুত গুণ। এই সামান্য জ্ঞান নিয়ে সৃষ্টি কর্তাকে নিয়ে কথা বলা ঠিক না।
অনেক বই মানুষকে বিপথে নেয়। যেমন জঙ্গিদের বই, কমিউনিজমের বস্তা পচা বই, পর্ণ জাতীয় বই ইত্যাদি। খারাপ ও অপ্রয়োজনীয় জিনিস দিয়ে মাথা ভর্তি রাখা বুদ্ধিমানের কাজ না। মানুষের জীবন খুব সীমিত সময়ের জন্য তাই বেছে বেছে ভালো বই পড়া উচিত।
অন্তরজাল থেকে সংগৃহীত একটা কৌতুক শোনেন;
আজ সকালে মোবাইলে বউয়ের ফোন এসেছিল ….. । খুব কাঁদছিল। আমাকে সরি বললো। কান্না কান্না গলায় সে এটাও বললো …. “তোমার সাথে আর কখনো ঝগড়া করবো না, তোমার সব কথাই শুনবো, তুমি যা বলবে তাই করবো”। এগুলো শুনে সত্যি আমার চোখেও জল এসে গেল।
জানিনা কার বউ ছিল …..
রং নম্বর ছিল ….
কিন্তু বউটা ভালো ছিল।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৩
রাজীব নুর বলেছেন: শূন্য থেকে আজ পর্যন্ত যতটূকু জেনেছে, সেটা আপনার কাছে কম মনে হচ্ছে!!!! কত টূকু জানলে তারপর স্বীকার করবেন? ধার্মিকেরা বিজ্ঞানের সুবিধা নেবে কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রাকে মানতে নারাজ।
অবশ্যই ভালো ভালো বই পড়া উচিত। মানুষ যত বই পড়বে তত মানবিক হবে।
কৌতুক টা আগে পড়েছি। ভুলে গিয়েছিলাম। আপনি আবার মনে করিয়ে দিলেন।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৩
আমি সাজিদ বলেছেন: চার নম্বর পয়েন্টের কিছু অংশের সাথে যোগ করি - আপনি সব সময় জানবার জন্য বই পড়তে পারবেন না। বইয়ের আনন্দ দেওয়ার গুনটাও আপনার মাথায় রাখতে হবে। আমার ক্ষেত্রে যা হয়, অন্যদের ক্ষেত্রে হয় কিনা জানি না - ট্রেনে ভ্রমনের সময় আমি বরং একটা হালকা বই পড়তে চাইবো৷ বাসায় যেদিন কাজ কম যেদিন আমি একটু ভারী কিছু পড়ার চেষ্টা করবো। আর বিষয় হচ্ছে - এত এত বইগুলোর মধ্যে একেকজনের চিন্তা অনুযায়ী ও আগ্রহ অনুযায়ী তার পাঠের অভ্যাস বছরের পর বছর ধরে গড়ে উঠে। যেমন - একজনের কাছে ঊনবিংশ শতাব্দীর স্পেনের চিত্রশিল্পীদের মূল্যায়ন নিয়ে লেখা বই ( আসলে আছে বোধহয়) ভালো লাগবে, আরেকজনের কাছে ইরাক যুদ্ধের উপর মার্কিন সাংবাদিকের বই ভালো লাগবে। কোনটাই হালকা নয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৭
রাজীব নুর বলেছেন: আমি ভাই দরিদ্র মানুষ। আমি কোনো কিছু নিয়ে বিলাসিতা করি না। হাতের কাছে যা পাই তাইই পড়ি। ট্রেনে বা বাসার জন্য আমার আলাদা বই নাই। হাতের কাছে যেটা আছে সেটাই লক্ষ্মী ছেলের মতো পড়ি।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৬
আমি সাজিদ বলেছেন: আমি বরং বুঝে দরকারী বই পড়ার পক্ষপাতে দুষ্ট৷ অনেক কাজ করার আছে। শুধু বই পড়াই নয়। আবার বই না পড়লে ভেতরের মানুষটা মরে যায়। তাই দুই কূলই রাখতে হবে এই যান্ত্রিকতার যুগে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: দুই কূল রাখা মুশকিল।
দুই নৌকায় পা দিলে কি হয়?
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৫
এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার অনেক পয়েন্ট গুলিস্তানের ক্যানভাসারদের মতো, চটকদার, প্রায় বিশ্বাসযোগ্য কিন্তু সত্য নয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৬
রাজীব নুর বলেছেন: এটা কি বললেন!!!!!!
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১৮
অনল চৌধুরী বলেছেন: ৯৯% বক-ধার্মিক সব অপকর্ম করার পরও আস্তিক সাজার অভিনয় করে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: আসল ধার্মিক বাংলাদেশে নাই।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২০
অনল চৌধুরী বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: ............ অনেক বই মানুষকে বিপথে নেয়। যেমন জঙ্গিদের বই, কমিউনিজমের বস্তা পচা বই- ২/১ টা ভালো বইয়ের নাম বলেন দেখি?
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: সহমত।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫০
নেওয়াজ আলি বলেছেন: ১) খাও আর ঘুমাও বার্থরুম ফিনিশ করো।
৫) মাত্র একটার পিছন দিয়ে পুড়ছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: হুম।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:১৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল বই কোনটা?
যার যেটা জানার ইচ্ছা সেটা জানার জন্য যে বইটা প্রয়োজন সেটাই তার কাছে ভাল বই।
অক্সফোর্ড ,কেমব্রিজ বা আরো কিছু প্রতিষ্ঠান,আন্তর্জাতিক মানের পত্রিকা বা প্রকাশনা সংস্থা
কিছু কিছু বইয়ের নাম দেয়।
উপমহাদেশের কয়েকটা বইয়ের নাম এর মাঝে দেখেছি,কালিদাসের দুটি বই,রামায়ন,মহাভারত,
অমর্ত্য সেনের একটা বই আর দুই একটা।একশর মত বই থাকে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: ভালো বই এর অভাব নাই।
আমি নিজেই কয়েক বছর আগে ভালো ভালো বই নিয়ে ধারাবাহিক পোস্ট দিয়েছিলাম। যে বই গুলো পড়তে হবে। হবেই।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৫৫
আমি সাজিদ বলেছেন: সে কেন? ছোট উদাহরন দেই ১৭ তারিখ যা পড়ার কথা লিখেছিলেন এর মধ্যে - দাম্পত্য কলহ, কারাগারে ১৮ বছর, গল্পে বেদান্ত, আমার আমি, গৌরিপুর জংশন এগুলো তুলনামূলক হালকা। শ্রীকান্ত সহ বাকি বইগুলো একটু ভারী। আমি আলাদা আলাদা বই তো কিনতে বলছি না। বিলাসিতার কথা না বলে আমি ক্যাটেগরাইজ করার কথা বলেছি। ভালো থাকুন।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: সত্যিকার পড়ুয়ারা এত বাছবিচার করে না।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৫৯
আমি সাজিদ বলেছেন: পাঁচ নম্বর কমেন্টে আপনার জবাবে বলি - সব পেশায় দুই কূলে পা রাখা সম্ভব নয়। টাইম ম্যানেজমেন্ট বলেও একটা বিষয় আছে। দ্বায়িত্ববোধ বলে বিষয়গুলোও আছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: তর্ক করবো না। তা আছে।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ অনল চৌধুরী - ভালো বইয়ের অভাব নাই। কোনটা ভালো বই জানতে মুজিব রহমান ভাইয়ের পোস্টগুলি পড়েন। আমার কাছ থেকে ভালো বইয়ের নাম জানতে চাওয়ার কারণ বুঝতে পারলাম না।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: অন্তত আপনার পড়া তিনটা ভালো বইয়ের নাম বলেন।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ অনল চৌধুরী - ২ টা ভালো বইয়ের নাম হল ১। ঠাকুরমার ঝুলি (দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার) ২। Alice's Adventures in Wonderland ( Lewis Carroll )
বইগুলি আমি লিখি নাই তাই এইগুলির দোষ ত্রুটি থাকলে দয়া করে লেখকদের বলবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: হা হা হা----
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: লিটল হাউস অন দা প্রেইরি
এটাও একটা ভালো বই। তিনটা বইয়ের নাম পূর্ণ কর দিলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
'লিটল হাউস অন দা প্রেইরি' কার লেখা? এটা কি অনুবাদ আছে আমাদের দেশে?
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আরেকটা ভালো বই আছে -
ঠাকুর দাদার ঝুড়ি - লেখকের নাম মনে নাই। ক্লাস ওয়ানে পড়েছিলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: রকমারিতে পাবেন
লিটল হাউস অন দা প্রেইরি ও ফারমার বয় । এটার মূল লেখিকা লরা ইঙ্গ্ল্স্ ওয়াইল্ডার
আজব দেশে এলিস - রকমারি - অনুবাদ
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৮
জাহিদ হাসান বলেছেন: ফাসি, ফাসি, ফাসি চাই !
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: এত টা উত্তেজিত হবেন না।
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent.
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০১
পদাতিক চৌধুরি বলেছেন: তিন নম্বরটাকে আমি আরও একটু বাড়াতে চাই। শুধুমাত্র বাংলাদেশীদের জন্য নয়, বিশ্বের সব বাংলা ভাষাভাষীদের জন্য সামু ব্লগ সর্ববৃহৎ মঞ্চ।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬
জাহিদ হাসান বলেছেন: অনেক দিন ধরে কেউ কারো ফাসি চায় না। তাই আমি নিজেই চাইতেছি। কার ফাসি চাই আমি নিজেও জানি না।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: হা হা হা
২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৪
মুজিব রহমান বলেছেন: ১। ধরলাম সেই যোগ্যতা তার নেই। তাহলে হাজারটা সমস্যা তার উপর চেপে বসবে। সে সুখী ও চিন্তামুক্ত কিভাবে হবে?
২। ধর্মভীরুরাতো আস্তিকই।
৩। সামুতে বিতর্কটা জমে না। মন্তব্য-প্রতিমন্তব্য করা জটিল ও সময়সাপেক্ষ।
৪। ভাল বই বাছাই করা ব্যাপারই না। ধর্মান্ধর কাছে গেলেতো হবে না এজন্য প্রকৃত পাঠকের কাছেই যেতে হবে। বইয়ের সমালোচনা পড়তে হবে। বিশ্বের সেরা ১০০ বইর তালিকা নেটেও খুঁজতে পারেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কয়েকদিন আগে আমি পপুলারে গিয়েছিলাম বই খুঁজতে।
সেখানে একটা বই আছে । বইটার শিরোনাম এই রকম+ 1000 বই মৃত্যুর আগে যেগুলো পড়ে যেতে হবে.।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: এরকম বই একটা আমার লেখার ইচ্ছা আছে।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫২
রিনা রহমান বলেছেন: ধার্মিকরা স্ত্রী পিটায়। আর নাস্তিকরা করে ধর্ষন। কোন দিকে যাবে নারী?