নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার ঘরের বাজার আমি'ই করি।
দীর্ঘদিন বাজার করতে করতে আমি বেশ অভিজ্ঞ হয়ে গেছি। অভিজ্ঞ হওয়ার পরও লোকজন আমাকে ঠকায়। আমি কাউকে বিশ্বাস করেছি এবং সে আমাকে ঠকিয়েছে, এই বিষয়টা আমাকে অনেক কষ্ট দেয়। গতকাল আড়াই কেজি গরুর মাংস কিনেছি। সুরভি বলল, মাংসটা ভালো আনোনি। আমি বললাম, মাংস ঝুলানো ছিলো। আমি নিজে বেছে মাংস নিয়েছি। মাংস তো খারাপ হওয়ার কথা না! আসলে মাংস আমি ভালোটাই বেছে নিয়েছিলাম। ওরা আমার সামনে ভালো মাংসটা কেটেছে কিন্তু দেওয়ার সময় অন্য তেল চর্বি মাংসের প্রয়োজনীয় অংশ দিয়ে দিয়েছে। কিন্তু এরকম তো কথা ছিলো না। আমি তো টাকা কম দেই নি। যদিও সামান্য মাংস, কিন্তু আমার মনটা ভীষন খারাপ হয়েছে।
বাইরে বের হলে, সাধারনত আমি খালি হাতে বাসায় ফিরি না।
বাসার জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাই। যদি পকেটে টাকা নাও থাকে তাহলে পাড়ার দোকান থেকে একবাটি আইসক্রীম বা কোনো ফল এক, দুই কেজি বাকিতে নিয়ে যাই। দীর্ঘদিনের অভ্যাস। ঢাকা শহরের লোকজন গুলো প্রচন্ড বদমাইশ। ভয়াবহ মিথ্যাবাদী। আজকাল সত্য কথা কেউ বলে না। মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়েছে যে- দরকার না থাকলেও এখন তারা মিথ্যা বলে। মিথ্যা তাদের রক্তের সাথে মিশে গেছে। রিকশাচালক থেকে শুরু করে সব্জি বিক্রেতা। সব বদমাশ। মন মানসিকতা অতি নিম্মমানের। একজন সাংসারিক মানুষও যদি ঘর থেকে বাইরে বের হয়, অমনি সে অমানুষ হয়ে যায়। অথচ ঘরে তার মমতাময়ী স্ত্রী, ভালোবাসার সন্তান আছে। এই শহরে কোনো ভালো লোক নেই।
সেদিন বাসার সামনে থেকে চারটা ইলিশ মাছ কিনলাম।
ইলিশ গুলো মাঝারি সাইজের। প্রতিটা ইলিশের ওজন ৭/৮ শ' গ্রাম করে। এক হালি মাছের দাম নিলো- দুই হাজার টাকা। প্রতি পিছ মাছ পাঁচ শ' টাকা করে। বিক্রেতা বলল, স্যার একদম পদ্মার ইলিশ। খাইয়া খুব স্বাদ পাবেন। গন্ধে মন বইরা (ভরে) যাইবো। মাছ ভাজার জন্য তেল লাগবে না। মাছের তেলেই মাছ ভাজতে পারবেন। আমি খুব বুঝতে পারছি, মাছ বিক্রেতা মিথ্যা কথা বলছে। এগুলো পদ্মার ইলিশ মাছ না। পদ্মার ইলিশ সাধারণ ঢাকায় আসে না। এবং এই মাছ খেতে খুব স্বাদ হবে না। বিক্রেতা মিথ্যা কেন বলছে? জেলেরা যখন এই মাছ ধরেছে তখন কি বিক্রেতা জেলেদের সাথে ছিলো পদ্মা নদীতে? নিজের চোখে দেখেছে মাছ ধরতে? অথবা এই মাছ বিক্রি করার আগে কি বিক্রেতা নিজে রান্না করে খেয়ে এসেছে। তাই বলতে পারছে- 'খেতে খুব স্বাদ হবে? মাছের তেল দিয়েই মাছ ভাজা যাবে। সব দিক মিলিয়ে বলা যায়- মানুষ আর মানুষ নেই। সব অমানুষ হয়ে গেছে।
বিকালে হাঁটতে বের হয়েছি।
দেখি রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক লোক আমড়া বিক্রি করছে ভ্যানে করে। অথচ সে আমড়া না বলে, বলছে- 'বরিশাল' 'বরিশাল'। রীতিমতো চিৎকার করছে। অর্থাৎ এগুলো বরিশালের আমড়া। শুনেছি, বরিশালের আমড়া সবচেয়ে ভালো হয়। বড় বড় আমড়া হয়। খেতে মিষ্টি স্বাদ হয়। অথচ বিক্রেতা যে আমড়া বিক্রি করছে সেগুলো ছোট ছোট আমড়া। সম্ভবত বরিশালের আমড়া না। তবুও আমি দুই কেজি আমড়া কিনলাম। সাধারণত এরকম বিক্রেতাদের কাছ থেকে আমি দামাদামি করে কেনাকাটা করি না। আমি মনে করি, এরা ক্ষুদ্র ব্যবসায়ী ক'টাকা আর লাভ করবে। অথচ ওরা ক্রেতাকে ঠকায়। আমাকেও ঠকালো। ওজনে কম দিলো এবং ৫/৭ টা আমড়া পচা দিলো। আমার কথা হলো- আমি তো দামাদামি করি নি বা টাকা কম দেই নি। যা চেয়েছে তাই দিয়েছি। আমাকে ঠকালো কেন? আসলে মানুষ ঠকানো এই শহরের মানুষের অভ্যাস হয়ে গেছে।
বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের একটাই চিন্তা-
কিভাবে ক্রেতাকে ঠকানো যায়। ক্রেতাকে ঠকাতে পারলেই বিক্রেতারা মনে করে 'জিতে গেলাম'। এই মানসিকতা 'অতি সস্তা' মানসিকতা। সস্তা মানসিকতার লোক দিয়ে এই শহর ভরে গেছে। ওষুধ এর দোকান গুলো পর্যন্ত ওষুধের দাম বেশী রাখে। মানুষের কুটিলতা, জটিলতা আর নোংরামী গুলো তাদের মুখে ভেসে উঠে। আমি রাস্তায় বের হলেই সমস্ত মানুষের মুখে কুটিলতা আর জটিলতা গুলো স্পষ্ট দেখতে পাই। এজন্য আমি কোনো মানুষের সাথে সহজেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারি না। এই সমাজ নষ্ট হয়ে গেছে। পচে গেছে। এই শহরে কোথাও শান্তি নেই। এই শহরে কেউ ভালো নেই। এই শহরে কেউ কাউকে বিশ্বাস করে না। এই শহরে কেউ কাউকে ভালোবাসে না।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: আমার খুব রাগ হয়। কিন্তু আমি চুপ করে থাকি। নির্বোধদের বুঝানো যায় না।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৩
শাহ আজিজ বলেছেন: যদিও বলি সময় শেষ তবুও আশা জেগে থাকে , পরদিন ভাঙ্গে আবার গড়ি , এভাবেই চলছে । কসাই গালিটা পাকিস্তানের সময়ও ছিল কারন তারা গুড়ির পেছনে থাকা পর্দা চর্বি হাড় মিশিয়ে দিত ।
এখন সর্বক্ষেত্রে বাটপাড়ি ।
এ সমাজ ভাংতে হবে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: সমাজ নষ্ট হয়ে গেছে। আর ঠিক হবে না।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের ব্যবসায়ীরা একেকজন একেকটা আস্ত হারামি।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: বদমাইশ।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার আজকের লেখায় বাংলাদেশের ব্যবসায়ীদের একটা নগ্ন চিত্র ফুটে উঠেছে ।
এরা এত খারাপ হলো কি করে ? এরা কি কখনোই ভালো হবে না?
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: এরা আর ভালো হবে না। সামনের দিন গুলোতে গলায় ছুরি ধরে টাকা রেখে দিবে। সদাইও দিবে না।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮
নেওয়াজ আলি বলেছেন: সর্টকাট বড় লোক হতে গিয়ে আমজনতা নিঃশেষ হচ্ছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: সব লোকজন কেমন কুত্তা পাগল হয়ে গেছে।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের মানুষদের পিনকিওর ( কাঠের মানুষ- ভণ্ডুল ) মতো যদি তাৎক্ষনিক শাস্তি হত তাহলে কেউ মিথ্যা কথা বলত না। কারণ মিথ্যা বললেই নাক লম্বা হয়ে যেত। ফলে মানুষ ধরে ফেলত। বাজার করতে সুবিধা হত।
আল্লাহ্তালা এই ধরণের মাপে কম দেয়ার জন্য একটি জাতিকে ধ্বংস করেছিলেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: এখন লোকজনের মরনের পরের ভয় নেই।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুর্নীতির ব্যাপক বিস্তার উপর লেবেল থেকে সুরু হয়েছে,কমাতেও হবে উপর লেবেল থেকে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: প্রতিদিন একজন করে দূর্নীতিবাজ ধরা উচিত।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনি একটা যায়গা নিয়ে, পরিচিত পরিবারগুলো জন্য সমবায় দোকান করেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: সম্ভব না।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাউকে ঠকানোতে ওরা আনন্দ পায়
অথচ ওরা যানেনা ওরা মানুষের বিশ্বাসে
কুঠার আঘাত করেছে। ওরা বিবেকহীন মানুষ।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৮
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: এটা শুধু ঢাকা শহর না ।সব জায়গায় আছে এটা। মাংস ওজন করার সময় ওজনে বেশি হলে ভালো মাংস নামিয়ে রাখে।মুরগি ওজন করতে গিয়ে ওয়েট মেশিনে গোঁজামিল করে। একশো লিচুর কথা বলে ৮০ টা দেয়।যদি বলেন ১০০ টা দিতে তাহলে আরও ১০০ টাকা বেশি রাখে।দোকান থেকে বাকিতে কিছু আনলে দাম বেশি লিখে রাখে।আর এখনকার দিনে সত্য মিথ্যার প্রভেদ করা খুবই কঠিন কাজ।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: সত্য মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৫৬
ইসিয়াক বলেছেন: এটা তো আগে পড়েছি। রিপোস্ট নিশ্চয়?
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: না রিপোষ্ট না।
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৩৬
ইসিয়াক বলেছেন:
এই দুষ্টু বালকটি কে বলুন তো?
আমি এর নাম রেখেছি ”পাগলা দাশু”
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: এটা আমি।
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১৮
এমএলজি বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে ওভাবেই মানুষকে চলতে হয়। ভালো মানুষকে অনেকে বলে আনফিট। কি আর করা?
ভালো থাকবেন। ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৩
রানার ব্লগ বলেছেন: ভাই স্বপ্ন (বাসাবো) থেকে আমি বিভিন্ন টাইপের ফল ১০ কেজি কিনি, সব ফল পচা ও গন্ধযুক্ত, উপর দিয়ে দেখলে সুন্দর ফ্রেস মনে হইছে কিন্তু বাসায় নিয়ে একটা ফল ও খাওয়ার উপযগি ছিল না। এখন আপনি বলেন কা কে বিশ্বাস করবেন?
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: টাকা বেশি দিয়েও ভালো জিনিস পাওয়া যায় না।
১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই,
প্রথমে মাংসের ব্যাপার। আপনি যেখান থেকেই যত ভাল মাংসের টুকরা পছন্দ করেই দেন না কেন কসাই বেটা ঠিকই আপনাকে তার সাথে কিছু মিশিয়ে দিবে যা আগে থেকেই নীচে মজুদ করে রাখা এবং যখন মাংস পিছ করছে তখনই এই আকামডা করবে।তারা তা করবেই আপনি আমি যত ভাবেই সচেতন হইনা কেন।
আর মাছের ব্যাপার কি বলব। যত বেশী চাপা(মিছা কথা ) তত বেশী বেচা (বিক্রয়)।আপনি-আমি জানি তা পদ্মা নদীর মাছ নয় সাগরের।তার পরেও সে যদি বলে তা সাগরের তা হলে আপনি আমি কেউ কিনব না ।যখন কিনছি তখনি জানি এটা সাগরের তারপরেও তার মুখ থেকে শুনতে আমাদের ভাল লাগে আর তার পর কিনি এবং তারপরে অবশ্যই ঠকি।
আর আমড়া,শাকসবজির হকার বা আমরা সবাই যার যার অবস্থান থেকে অন্যকে ঠকানোর চেষ্টা করছি অবিরত ।এখানে ছোট-বড় বা ন্যায়-অন্যায় বিবেচ্য বিষয় নয়।অন্যকে ঠকানোর এ প্রচেষ্টা আমাদের রক্তের সাথে মিশে গেছে।
ঠকানোর এ প্রচেষ্টা একটি বৃত্তকারে ঘুরছে ।আমরা প্রত্যেকেই এ বৃত্তের অংশ হয়ে গেছি । আর তাই, চাইলেই আপনি-আমি এ বৃত্ত থেকে বেরিয়ে যেতে পারবনা বা এ ঠকানোর খেলা শেষ হবেনা।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: টাকা কিছু বেশি নিক, তবু ভালো দিক। মানুষকে ঠকাবে কেন? বিবেক নাই ওদের?
আমি ব্যবসা করলে মানুষকে ঠকতাম না।
আমি কাউকে ঠকাই না।
১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৯
তারেক ফাহিম বলেছেন: মাংস ব্যবসায়ীরা খুব চতুর হয়।
গত কাল ইলিশ কিনলাম ৭০০ গ্রামের পিচ ৩৮০ টাকা ধরে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: ৩০ টাকা কি কেজি?
নাকি ৭০০ গ্রাম ৩০ টাকা দাম নিয়েছে?
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯
তারেক ফাহিম বলেছেন: ৭০০ গ্রাম সাইজের ইলিশ মাছ ৩৮০ টাকা দরে কিনলাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: হায় হায়----
আমি আজ দুইটা কিনেছি। ৫ শ' গ্রাম করে। এক কেজি। ৭০০ শ' টাকা নিয়েছে।
১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক বলেছেন: এই দুষ্টু বালকটি কে বলুন তো?
খানসাব বলেছেন এটা তিনি, তার মানে তিনি দুষ্ট লোক !!
দুষ্ট লোকের মিষ্টি কথা বোঝা বড় দায়,
সত্যের মতো মিথ্যে বলে মানুষের মন ভোলায়।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: আপনি আমাকে যা ভেবে আনন্দ পান, তাই ভেবে নিন।
২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনি আমাকে যা ভেবে আনন্দ পান, তাই ভেবে নিন।
আমি যুক্তি দিয়েছি, যুক্তি মানলে মানবেন, না মানলে নাই!!
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: আপনার একচোখা যুক্তি আমি মানি না।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫
অদ্ভুত_আমি বলেছেন: এইসব দেখে ইদানিং নিজেকে এই সমাজে খুবই অনোপযুক্ত মনে হয় ।