নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৬৭

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২১



গতকাল বাসায় অনুষ্ঠান গেছে।
ভাবীর জন্মদিন ছিলো। জন্মদিন মানেই ভালো মন্দ রান্না করে খাওয়া। রানা করেছে সুরভি। মোরগ পোলাউ। ফার্মের মূরগী না। মোরগ দিয়েই মোরগ পোলাউ রান্না হয়েছে। সাথে ছিলো গরুর টিকিয়া আর স্প্রাইট। খাওয়া শেষে পায়েশ আর পুডিং। সুরভির রান্না ভালো হয়েছে। আমি পুডিং খাই না। তবে পায়েশ খাই। পায়েশটা ভালোই হয়েছে। আমি নিজে আমুলিয়া থেকে খাটি গরুর দুধ এনেছি। সেই দুধেই পায়েশ রান্না হয়েছে। দুপুরের খাওয়াটা বেশ হয়েছে। বেশি খেয়ে ফেলেছি। যখনই ভাবি কম খাবো। তখনই আরো বেশি খাওয়া হয়ে যায়। আমার পেট বেড়ে গেছে। সব গুলো প্যান্ট টাইট হচ্ছে। আর কিছু বাড়ে না, শুধু পেট বাড়ে! আজিব!!

রাতে ভাবী বাইরে থেকে খাবার আনিয়েছেন।
চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর ভেজিটেবল। তার জন্মদিন উপলক্ষ্যে সে সবাইকে খাওয়াবে। দুইটা কেক কাটা হয়েছে। একটা কুপার আরেকটা মিঃ বেকারের কেক। খেতে ভালোই লেগেছে। সুরভি ঘরে দই বানিয়েছে। আইসক্রীম বানিয়েছে। বেশ খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে ভাবীর জন্মদিন পালন করা হলো। এরকম জন্মদিন প্রতিদিন আসুক। তবে আমাদের বাসায় প্রতিমাসে একটা করে জন্মদিন পালন হয়। কারন আমাদের বাসায় বারো জন সদস্য। এছাড়া বিবাহ বার্ষকী আছে। বিশেষ বিশেষ দিন তো আছে। করোনার কারনে এখন রেস্টুরেন্টে যাওয়া হয় না। তাই সবাই মিলে বাসায় ভালো মন্দ রান্না করে খাই।

গতকাল রাতের কথা।
সুরভি বলল, ভাত খেতে ইচ্ছা করছে না। আমি বললাম, কি খেতে ইচ্ছা করছে? সুরভি বলল, নুডুলস। আমি বললাম, বানাও নুডুলস। সুরভি বলল, আমার নুডুলস রান্না করতে ইচ্ছা করছে না। আমি বললাম, কোনো অসুবিধা নাই। আমি ভালো নুডুলস রান্না করতে পারি। রাত এগারোটায় সমস্ত খাবার ফ্রিজে রেখে দিলাম। এবং আমি নুডুলস রান্না করলাম। আমি ভালো নুডুলস রান্না করতে পারি। খেতে খুব স্বাদ হয়। তবে দুই মিনিটে নুডুলস বানাতে পারি না। সুরভি আমার বানানো নুডুলস খেয়ে মুগ্ধ! বলল, এখন থেকে সব সময় নুডুলস তুমি বানাবে। সাথে সাথে সে তার কয়েকটা বান্ধবীকে ফোন করে জানালো- আমি নুডুলস ভালো রান্না করতে পারি। এবং বান্ধবীরা বলেছে তারা আমার রান্না করা নুডুলস খেতে আসবে।

আমার এক বন্ধুর ধারনা আমার অনেক টাকা।
সে প্রায়ই আমার কাছ থেকে টাকা লোন নেয়। আমিও ধার দেই। অবশ্য বন্ধু সময় মতো টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু করোনার শুরুতে ২০ হাজার টাকা নিলো। সেই টাকা আজও দিলো না। সাত মাস হয়ে গেলো। অথচ বন্ধুর সাথে নিয়মিত দেখা হয়। চা খাই, গল্প করি। করোনার কারনে বন্ধুর চাকরি চলে যায়। আমার বন্ধুটা ভালো। মায়া হয় আমার অনেক ওর জন্য। আমি কয়েকজনকে ওর চাকরির জন্য বলেছি। যাদেরকে চাকরির কথা বলেছি, ওরা কেউই আর এখন আমার সাথে যোগাযোগ করে নি। এমন কি ফোন করলেও ধরে না। আজিব! চাকরি না দিতে পারলে দিবি না, ফোন ধরতে সমস্যা কি?

চায়ের দোকানের বিল্লালের করোনা ভালো হয়েছে।
সে ঢাকা ফিরে এসেছে। দোকান খুলেছে। গতকাল তার দোকানে গিয়েছিলাম। চা টা খেয়েছি। বিল্লাল গ্রাম থেকে আমার জন্য চারটা নারকেল এনেছে। সুরভি সেই নারকেল দিয়ে আজ নাড়ু বানিয়েছে। চার টা হরলিক্সের বোতলে ভরে রেখে দিয়েছে। নারকেলের নাড়ু খেতে আমার ভালো লাগে। আমার মা নারকেলের নাড়ুটা সেইরকম বানায়। মার কাছ থেকে সুরভি শিখে নিয়েছে। মার থেকেও সুরভি এখন ভালো নাড়ু বানাতে পারে। সেদিন ভাবী তালের পিঠা বানিয়েছিলো। খেতে একটুও ভালো হয় নাই। তালের পিঠা আমার মা ভালো বানায়। এখন আর মা কোনো রান্না করে না। মাকে রান্না করতে বললে বলে, আমি সব রান্না ভুলে গেছি।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


এইজন্য ঢাকায় খাবারের দাম বেশী

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: হাঁ হাঁ হাঁ----

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

ভুয়া মফিজ বলেছেন: বলেছেন, ভাবীর জন্মদিন ছিলো। জন্মদিন মানেই ভালো মন্দ রান্না করে খাওয়া। আইটেম যা ছিল, সবই দেখলাম ভালো। মন্দ আইটেম কোনটা ছিল? মুরগীর নাড়িভুড়ির কোন প্রিপারেশান ছিল কি? ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন। :P

যাইহোক, আপনার ভাবী তো আমাদেরও ভাবী। ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। :)

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: এটা কথার কথা ''ভালো মন্দ''।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই ,আপনি খালি খান! সব সময় খান !! খান খান!!!
আপনি কি "খান বংশের পোলা" :P - খান খালি পোলাও আর তার সাথে সব নামী-দামী খাওন। আমাগো ও ত খাইতে ইচছা করে।

মাঝে মাঝে অর্ধাংগীনিকে সাহায্য করা ,তাকে পাক করে কিছু-মিছু খাওয়াইলে আখেরে নিজেরই লাভ =p~ বোনাস পাইবেন অনেক কিছু ভাবীর কাছ থেকে।

ফলোআপে, বিল্লালের করোনা ভাল হয়েছে শুনে ভাল লাগল।

আর বন্ধুর দূর্দিনে তাকে ধার দিয়ে উপকার করেছেন ।তার সুদিন আসা পর্যন্ত অপেক্ষা করুন ।আল্লাহ আপনার মংগল করবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: আমি অতি সামান্য খাই।
আমাদের তো খান বংশ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খাবারের গল্প শুনলে দাওয়াত খেতে ইচ্ছা করে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: করোনাকাল গেলে দাওয়াত পাবেন।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
টাকা ধার দিয়ে আমি বেশির ভাগ সময়ই ফেরত পাইনি ।
আফসোস।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: আসলে আমি কাউকে টাকা ধার দেই না। একেবারেই দিয়ে দেই। ফেরত পেলে বোনাস মনে করি।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

জাহিদ হাসান বলেছেন: জীবনে মাত্র একবারই মোরগ পোলাও খেয়েছি। আর খাবো না।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: হায় হায়!!

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পেট ছোট করেন,আর কিছু বড় হবে।

অ্যাপল ওয়াচ পরুন,কত কেলরি খেলেন কত বার্ন করতে হবে বলে দেবে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: অ্যাপল ওয়াচ এর দাম কেমন?

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৯

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর এসে আপনার ডায়রি পড়ে ভালোই লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


লেখক বলেছেন: আসলে আমি কাউকে টাকা ধার দেই না। একেবারেই দিয়ে দেই। ফেরত পেলে বোনাস মনে করি।

আমি অতি দরিদ্র মানুষ । আপনার মত অত উদার সিদ্ধান্ত আমি নিতে পারি না ।

তবে অনেক বার টাকা ধার দিয়ে আর ফেরত পাইনি । টাকা ধার দেওয়ার পরে মনে হয়েছে উল্টা আমি নিজেই বিপদে পড়ে গেছি । টাকাটা যেন তারই ।

তাই ঠিক করেছি আগামীতে আর কাউকে ধার দিব না । টাকা ধার দেওয়া খুবই অন্যায় একটা কাজ। এই অপরাধ যত কম করা যায় ততই মঙ্গল।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: মানুষ হয়ে জন্মেছি, মানুষের বিপদে থাকতে চেস্টা করি।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: চাকরী বাকরি ছাড়া কি আনন্দে দিন কাটাচ্ছেন। সৌখিন বেকার।

আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: অভাবের মধ্যে ভালো থাকার আপ্রান চেস্টা আমার আছে।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: মানুষ হয়ে জন্মেছি, মানুষের বিপদে থাকতে চেস্টা করি।


যারা টাকা ধার করে তারা অনেকটা অভ্যাসের কারণে এটা করে । প্রকৃতপক্ষে তারা বিপদে পড়ে এটা করে না । বিপদে পড়লে তারা হয়তো জমিজমা বিক্রি করে টাকা সংগ্রহ করত। কিংবা ব্যাংক থেকে লোন গ্রহণ করত।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: ভুল বললেন, বড় ভাই। কেউ শখ করে হাত পাতে না। কারো কাছ থেকে টাকা লোন নেওয়া খুব লজ্জার। মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ বাধ্য হয়। এই অবস্থায় যে না পড়েছে কোনোদিন, সে বুঝবে না।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: ডায়াবেটিস তাই খানা দেখলে লোভ লাগে

২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২২

রাজীব নুর বলেছেন: ডায়বেটিকস খুব কঠিন অসুখ।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৪

ইসিয়াক বলেছেন: নারকেলের নাড়ু খেতে আমার খুব মজা লাগে।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.