নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মানুষের যে কত রকমের সমস্যা।
সুগারে সমস্যা। ডাক্তার প্রতিদিন ছয় বার সুরভিকে সুগার টেস্ট করাতে বলেছে। খাওয়ার আগে একবার, খাওয়ার পর আরেকবার। ছয়বার আঙ্গুল ফুটো করে রক্ত বের করতে হয়। সুগার টেস্টের মেশিন আছে আমাদের। কিন্তু স্টিক শেষ। সেই স্টিক কোথাও খুঁজে পেলাম না। তাই নতুন মেশিন কিনতে হলো। নতুন মেশিনের সাথে ২৫ পিচ স্টিক থাকে। প্রতিদিন ছয়টা স্টিক লাগে। মেশিন কিনতে গিয়েও নানান তালবাহানা। কোনো দোনানে মেশিনের দাম ৯ শ' টাকা, আবার কোনো দোকানে দুই হাজার থেকে চব্বিশ শ' টাকা দাম। আমি দোকানিকে বললাম, আপনি চব্বিশ শ' বলছেন, অন্য দোকানে তো ৯ শ' টাকা চাইলো। দোকানি বলল, ঐ মেশিন ভালো না। সঠিক হিসাব পাবেন না। আমাদের মেশিন ভালো। কিনলাম চব্বিশ শ' টাকা দিয়েই। চব্বিশ শ' টাকার মেশিন কয়দিন চললো, তারপর ব্যাটারি নষ্ট হয়ে গেল। সেই ব্যাটারি কিনতে যেতে হলো বায়তুল মোকারম। শেষ হলো স্টিক। স্টিক কিনতে গেলাম। এখন স্টিক পাই না। যে দোকান থেকে মেশিন কিনলাম তাদের কাছেও স্টিক নেই। নতুন স্টিক আসতে দশ পনের দিন সময় লাগবে।
১।
পরী আর পরীর মা মিলে বোতলে রঙ করেছে।
২।
তাইয়্যেবা'র নয় মাস হয়ে গেছে। সেদিন এসেছিলো সে আমাদের বাসায়। বাচ্চাটা কান্না করে না। সারাক্ষণ হাসে।
৩।
চাষের মাছকে বলছে নদীর মাছ। মিথ্যা কথা ছাড়া কি বেচা বিক্রি হয় না?
৪।
এই কবুতর আমার কাছে প্রতিদিন আসে। আমি তাকে খাবার দেই। মাঝে মাঝে সে তার বন্ধুকেও নিয়ে আসে। আজ তো পুরো এক পাতিল ভাত দিয়েছি। গতরাতে ভাত খেতে পারি নি। ভাত খেতে গিয়ে দেখি ভাতের মধ্যে একটা তেলাপোকা ঘুরছে।
৫। সেদিন বাগিচা মসজিদের কাছে দেখি একটা ট্রাকটর। এই ট্রাকটর চাঁদগাজীর কথা মনে করিয়ে দেয়।
৬। আকাশ থেকে একটা পরী নেমেছে।
৭। রেইন লিলি। অযত্ন, অবহেলার পরেও দু'দিনের বৃষ্টিতে ফুল দিয়েছে।
৮।
গলায় সাপ প্যাচিয়ে দোকান, দোকান থেকে টাকা নিচ্ছে। আমি সাপ খুব ভয় পাই। ভূতকেও এত ভয় পাই না।
৯।
এটা কি ছবি? কেন তুলেছি জানি না।
১০।
তাইয়্যেবা আগামীকাল আবার আসবে। হে হে---
১১। দুই ভাই জন্ম প্রতিবন্ধী। ভিক্ষা ছাড়া তাদের আর কোনো উপায় নাই। মার্কেটের ভিতর সারাদিন বসে ভিক্ষা করে।
১২। এই মাছটা খেয়ে আমি আরাম পাই না।
১৩।
কারা এখানে টাকা পয়সা দেয়? কেন দেয়? সারা ঢাকা শহরে অনেক জাগায় এরকম ব্যাঙ্ক দেখা যায়।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: মহা সত্য।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৪
কল্পদ্রুম বলেছেন: তাইয়্যেবা পিচ্চিটা কিউট। বাজারে রূপচান্দা মাছের নামে না কি পিরানহা মাছ বেঁচা হচ্ছে।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: দেশের বেশির ভাগ মন্দ হয়ে গেলে যায় হয়, আর কি!
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: দারুণ-------------
২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পেয়েছি। ধন্যবাদ।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: ওকে।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩
মনিরা সুলতানা বলেছেন: আমি এসব যায়গায় জীবনে ও টাকা পয়সা দেই না ।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: দিবেন মাঝে মাঝে।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪০
নেওয়াজ আলি বলেছেন: বাচ্চারা আসলে পরী
২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: ছোট ছোট বাচ্চাদের জন্যই দীর্ঘদিন বেঁচে থাকতে ইচ্ছা করে।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল সচিত্র এই পোষ্টটি।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬
রানার ব্লগ বলেছেন: খলিফার দানবাক্স, এই গুলা ভুয়া আর ভন্ডামি। মানুষ দেখেও দেখে না।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: সিটি করপোরেশনের উচিত ব্যবস্থা নেওয়া।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
ট্রাক্টর আমাদের চাষীদের সমবায়ের প্রতীক হওয়ার কথা
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: সহমত।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকা শহরের বেশীর ভাগ মহিলাই গৃহপালিত ফার্মের মুরগি। তারা শারীরিক পরিশ্রম করতে চায় না । ফলে সুগার লেভেল তাদের অনেক বেশি হয়ে থাকে।
শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। কঠোর পরিশ্রম করতে হবে। কাজের বুয়া ধারণাটি বাদ দিতে হবে।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: ভুল ধারনা আপনার। আপনার মধ্যে বেশ কিছু ভুল ধারনা বাসা বেধেছে বড় ভাই।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গুলিস্তানে ওসমানী উদ্যানের পাশে এরকমই একটা মাজার শরীফ আছে । যার নাম ভুলে গিয়েছি । এখানে মানুষ জন প্রচুর পরিমাণে টাকা দান করে।
বাংলাদেশের কিছু মানুষ আছে তারা ভোদাই কিসিমের।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: গোলাপ শাহ মাজার?
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
আমি সাজিদ বলেছেন: আকাশ থেকে নামা পরীর জন্য ভালোবাসা
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন।
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার ২৫বছরের ডাইবেটিস জীবনে কোন দিন ছয় বার রক্তে সুগারের পরিমান টেষ্ট করতে হয় নাই।ইনসুলিন পরিবর্তন করতে হলে দুই এক বার সকালে দুই বার রাত্রে দুই বার করেছি।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: ডাক্তার বলেছেন ৬ বার টেস্ট করতে।
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭
সোনালী ঈগল২৭৪ বলেছেন: ভাবীর শারীরিক ব্যাপারে খেয়াল রাখবেন। ডায়াবেটিস হচ্ছে সকল অসুখের জননী। সব অসুখকে একরকম দাওয়াত করে সে নিয়ে আসে শরীরে।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: আমার কথা তো শুনে না।
ধন্যবাদ, ভালো থাকুন।
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
দুই জন্ম প্রতিবন্ধী ভাই এর ছবিটি (১১নং) আমার দৃষ্টি আকর্ষন করেছে।
উনাদের বিষয়ে আমার আরো অনেক কথা জানার প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে।
সমাজ সেবা অধিদপ্তরের ওয়েবসাইট হতে জানা যায় যে “বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর। ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়। পরবর্তীতে এ আইনটি বাতিল করে 'প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩' প্রবর্তন করা হয়। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ ও তাদের সুরক্ষা প্রদানের অনন্য দলিল। বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার প্রদান করা হয়েছে। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-০৬ অর্থ বছর হতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়। শুরুতে ১,০৪,১৬৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে জনপ্রতি মাসিক ২০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। তা ক্রমে বাড়িয়ে চলতি ২০২০-২১ অর্থবছরে ১৮ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৭৫০ টাকা হিসেবে ১৬২০ কোটি টাকা প্রদান করা হচ্ছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিবিড় তদারকি এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বিতরণে প্রায় শতভাগ সাফল্য অর্জিত হয়েছে বলে দাবী করা হয়েছে।
সুত্র Click This Link
এখন সমাজ সেবা অধিদপ্তরের কাছে বেশ কটি প্রশ্ন রাখা যায় যথা:-
১) এই জন্ম প্রতিবন্ধী দুটি ভাই কি সরকারী প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ? পাইলে মাসিক কত টাকা করে পাচ্ছেন ?
২) সমাজ সেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগন যদি নিরলসভাবে প্রতিবন্ধীদের বিষয়ে তাদের দাবী করা শতকরা শতভাগ সাফল্য অর্জন করেই থাকেন, তাহলে এই দু’জন চলাচল সামর্থহীন প্রতিবন্ধি মানুষ কিভাবে বাজারের দোকানের সামনে এসে এমনভাবে বসে মানুষের করুনা ভিক্ষা করছেন? বিষয়টি সমাজ সেবা আধিদপ্তরের কাছে জানা প্রয়োজন । দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত আয় হতে প্রদত্ত টেক্সের পয়সায় প্রতিবন্ধীদের জন্য ভাতা দেয়া হয়
,তাই দেশের জনগন প্রতিবন্ধীদের এমন করুন দৃশ্য দেখবে বলে আশা করেনা । এর দায় সমাজ সেবা অধিদপ্তরকে নিতে হবে ।
৩)সরকারীভাবে প্রদেয় প্রতিবন্ধী ভাতার ফ্লাট রেট মাসে ৭৫০ টাকা একেবারেই যুক্তিসঙ্গত নয়। এটা প্রতিবন্ধীদের প্রতিবন্ধী মাত্রা অনুযায়ী বিভিন্ন রেটের হওয়া উচিত ।একজন সম্পুর্ণ অচল প্রতিবন্ধীর জন্য বর্তমান বাজার দরে তার থাকা খাওয়া ও মবিলিটি(যাতায়াতের জন্য )ভাতা সব মিলিয়ে কমপক্ষে মাসিক ৫ হতে ১০ হাজার টাকার মত প্রয়োজন । তাই সকল প্রতিবন্ধীর জন্য ২০২০-২১ সালে তা মাসিক ৭৫০টাকা প্রদান যুক্তি সঙ্গত ভাতা হতে পারেনা । সমাজ সেবা অধিদপ্তরকে বিষয়টি পূণ পর্যালোচনা ও মূল্যায়ন করে প্রতিবন্ধীদের প্রতিবন্ধী লেভেল( স্তর /মাত্রা ) নির্ধারন করে তার জন্য উপযুক্ত পরিমানের ভাতা নির্ধারন করতে হবে যথাযথভাবে ।
আপনার কাছে অনুরোধ রইল যদি সম্ভব হয় তাহলে ঐ প্রতিবন্ধী ভ্রাতাদের বিষয়ে আরো কিছু তথ্য যথা- উনারা থাকেন কোথায়? উনাদের পরিবারে আর কেহ আছেন কিনা? উনারা বিবাহিত কিনা? বিবাহিত হলে তাদের সন্তানাদি আছে কিনা?উনারা বাজরের নির্দিষ্ট স্থানে আসেন কি ভাবে ?কে উনাদেরকে আসা যাওয়ায় সহায়তা করে ? সেখানে বসে মানুষের করুনার দান সংগ্রহ করে তাদের দৈনিক/মাসিক আয় কেমন হয়?জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গী কিংবা সমাজের প্রতি তাদের প্রাপ্তির প্রত্যাশা কি? সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাদের ব্যকুলতা কতটুকু ? তাদের প্রতিবন্ধী জীবনের জন্য তারা কাদেরকে দায়ী বলে ভাবেন? , ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আপনার অনুসন্ধানী সচিত্র একটি পোষ্ট সামুতে প্রকাশ করলে প্রতিবন্ধীদের প্রতি মানুষের সচেতনতা অনেক বৃদ্ধি পাবে । আমার দৃঢ় বিশ্বাস, আপনি যেহেতু ক্যামেরা কাধে নিয়ে ঢাকার পথে ঘুরে সমাজের এই অবহেলিত মানুষের কথাচিত্র মাঝে মাঝেই সামুতে তুলে ধরেন , তাই এ ধরনের একটি পোষ্ট আপনর হাতেই বেশী পরিপুর্ণতা ভাবে । আপনার পোষ্টের এই ছবিটি সাথে আমার মন্তব্যটির মত অন্যরাও বিষয়টি নিয়ে লেখালেখি করলে ভাল হয় বলে মনে করি ।
পোষ্টে থাকা অন্য কিছু ছবি সাথে আপনার তোলা হৃদয় বিদারক এই ছবিটির কল্যানে পোষ্টটি প্রিয়তে গেল ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: সমাজ সেবা অধিদফতরের কোনো কথা আমি বিশ্বাস করি না। এই অধিদফতর তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না।
এই দুই ভাই মৌচাক মার্কেটে ভিক্ষা করে। আপনি জুয়েলার্স এর সামনে বসে থাকে।
যদি বলেন তো আমি মৌচাক গিয়ে ওদের সাথে দেখা করে বিস্তারিত সব জেনে আসতে পারি।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৩
সাইন বোর্ড বলেছেন: পথের সাথে বেশ কিছু ঘরের ভেতরের ছবিও দেখলাম, ভাল লেগেছে ।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫
অনল চৌধুরী বলেছেন: ১।নিয়মিত শরীরচর্চা আর খাবার নিয়ন্ত্রণ করলে ডায়বেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন ১ ঘন্টা হাটতে আর ১৫ মিনিট যোগ ব্যায়াম করতে বলবেন, নিজেও করবেন।
২।তেলাপোকা খুব বেড়ে গেছে। ওষুধ দিলেও মরতে চায় না।
৩।তাইয়্যেবা কে?
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: ৩ নং তাইয়েবা আমাদের আত্মীয়। আগামীকাল আসবে। সারাদিন আমাদের বাসায় থাকবে।
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিনে ৬ বার রক্তেরে সুগার টেষ্ট করতে হয় !!
ব্যাপারটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!!
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: স্কয়ার হাসপাতালের ডাক্তার বলেছেন।
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: দিবে ৬ বার সুগার মাপলে তো শরীর সব সুগার শেষ হয়ে যাবে। মির্জাগঞ্জটা কোথায়?
২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: মির্জাগঞ্জ বাংলাদেশে মোট ১৭ টা আছে।
২১| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
ইসিয়াক বলেছেন: তাইয়্যেবা বাবুটা ভীষণ কিউট।
২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: জানি।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৪
শোভন শামস বলেছেন: আসলে কেউ সুখী নয়
সংকটের মাঝে বেঁচে থাকাই জীবন