নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৮৫

২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৭



১। এক সময় আমি ইচ্ছা করেছিলাম, যখন আমার চা খেতে ইচ্ছা করবে, সবুজ আর নীল চুড়ি পরা স্নিগ্ধ দু'টি হাত আমাকে চা করে দেবে। আমার ইচ্ছা পূরন হয়েছে।

২। আমার যখন মন খারাপ হয়- তখন ঈশ্বর আমাকে সান্ত্বানা দেন না। রবীন্দ্রনাথ আমাকে আদর করে দেন।

৩। নারীর উপর কখনও রাগ করা উচিত নয়। এরা না পেরে অনেক কিছু করে, না বুঝে। তবে তাদের থাকে অনেক মায়া। এতটুকু শরীরে এত মমতা তারা কোথায় ধারণ করে?

৪। কিডনি নষ্টের ১০টি অনিয়ম!

১. প্রস্রাব আটকে রাখা।
২. পর্যাপ্ত পানি পান না করা।
৩. অতিরিক্ত লবন খাওয়া।
৪. যেকোন সংক্রমনের দ্রুত চিকিৎসা না করা।
৫. মাংস বেশি খাওয়া।
৬. প্রয়োজনের তুলনায় কম খাওয়া।
৭. অপরিমিত ব্যথার ওষুধ সেবন।
৮. ওষুধে সেবনে অনিয়ম।
৯. অতিরিক্ত মদ খাওয়া।
১০. পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া।

৫। বয়স কমানোর টিপস্!
১. সপ্তাহে তিন দিন রাতে ভালো মানের মধু খান ও চেহারায় মেখে ধুয়ে ফেলুন।
২. পছন্দের বা বিনোদনমূলক স্থানগুলো ভ্রমণ করুন।
৩. প্রিয় মানুষের সাথে বেশী সময় কাটান।
৪. ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক চিন্তা চেহারায় বসয়ের ছাপ ফেলে।
৫. সুযোগ পেলে নাচুন এবং হাসুন, গান শুনুন, বই পড়ুন, আকাশ দেখুন।
৬. আরাম করে ঘুমান, প্রচুর ফল খান এবং ভালো মানুষদের সাথে মিশুন।

৬। ২৫ হতে ৫-কে কতবার বিয়োগ করা যাবে?

৭। তিনটি তথ্যই সমান গুরুত্বপূর্ণ। বলতে হবে মেয়ে তিনটির বয়স কত...
১। তিন মেয়ের বয়সের গুনফল ৩৬।
২। বয়সের যোগফল বলে দিলেও বয়স বের করা যাবে না।
৩। সবচেয়ে বড় মেয়েটা কুকুর পুষতে পছন্দ করে ?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৯

জাহিদ হাসান বলেছেন:

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: চা কে বানিয়ে দেয় ভাবি নাকি পরী।
২৫ থেকে ৫ কে একবারই বিয়োগ করা যাবে। কারণ না জানলে পরে বলব। বড় মেয়ের বয়স ১৮ তার পরের মেয়ের বয়স ২ বছর আর একদম ছোটটার বয়স ১ বছর।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: সুরভি।
পরীর চা বানানোর বয়স এখনও হয়নি।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৩

এইচ তালুকদার বলেছেন: ১ নং ইচ্ছা আমার ও ছিলো এক বালিকাকে খুলে বলেছিলাম ইচ্ছার কথা,বাকিটা ইতিহাস
২ নং মন খারাপ থাকলে বিরানী খাই
৩ নং মেয়েদের উপর রাগ করতে পারি না
৪ কিডনি হাস্পাতালের সামনে ভিড় দেখে অনেক কষ্ট লাগে আমার ১১ বছর বয়সী ভাগ্নের ও কিডনি সংক্রান্ত জটিলতা আছে
৫ নং ইদানিং ৬ কেজি ওজন কমিয়েছি এবং এক বালিকা আমার সাম্প্রতিক ফেসবুক প্রোপিকে লাভ রিয়েক্ট দিয়েছে
৬ নং উত্তর দেব না
৭ মেয়েদের বয়স জানতে চাইলে রাগ করে।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: ৫ নং মেয়েদের কাছ থেকে দূরে থাকবেন। বিশেষ করে ফেসবুক এর মেয়েদের।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


ঢাকাতে মাস্কের ব্যবহার কেমন দেখছেন?

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: ঢাকার অর্ধেক মানুষ মাস্ক পড়ে না।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনাদের পরিবারের ব্যবহৃত কাপড় দিয়ে, ৬/৭ লেয়ারের মাস্ক তৈরি করাতে পারেন পরিচিত দর্জি থেকে; বয়স্ক মানুষদের সেগুলো দিতে পারেন।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: আমি বহু লোককে মাস্ক কিনে দিয়েছি। হোটেলের বয়, ভিক্ষুক, রিকশাচালক ইত্যাদি।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার সকল আসাই মোটামুটি পুর্ন হয়েছে।বাকি জীবন শুয়ে বসে ব্লগে লিখে কাটিয়ে দিতে পারবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: তাই ই তো করছি।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩১

এমএলজি বলেছেন: Thank you!

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: জ্বী।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ নাম্বার স্বপ্ন পূরনের অভিনন্দন।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: আমি জানি আমার সব স্বপ্নই পূরন হবে।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

ইসিয়াক বলেছেন: কিডনি নষ্টের অনিয়মগুলো উপকারি। জানতাম না এতোকিছু জেনে সমৃদ্ধ হলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: আমার সাথে থাকুন অনেক কিছু শিখতে পারবেন। জানতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.