নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একবার অস্ট্রেলিয়ার এক বড় ডিপার্টমেন্টাল স্টোরে একজন বাংলাদেশী জয়েন করলো বিক্রয়কর্মী হিসাবে। প্রথমদিনে পূর্ণ উদ্যমে কাজ শুরু করলো সে।
সারাদিনের কাজ শেষে সন্ধ্যা ৬টার সময়ে তার বস তাকে ডাকলো।
বস: প্রথমদিনে তুমি কয়টা বিক্রি করলে?
বাংলাদেশী: স্যার, জাস্ট একটা বিক্রি করতে পারছি।
বস: কি বলো! সারাদিন মিলিয়ে শুধু একটা বিক্রি! আমাদের এখানে সব সেলসম্যানের দিনে অন্তত ২০ থেকে ৩০ জন কাস্টমারকে বিক্রি করে থাকে। সেখানে তোমার মাত্র একজন! আচ্ছা ঠিক আছে, তুমি যে কেবল একজনকে বিক্রি করেছো, তো তার কাছে মোট কত টাকার বিক্রি তুমি করেছো?
বাংলাদেশী: ৯৩০০০ ডলার, স্যার
বস: হোয়াট! কি বলো! এতো বিরাট ব্যাপার। কিন্তু তুমি এটা করলে কিভাবে?
বাংলাদেশী: স্যার, একজন ক্রেতা আসলো। আমি তার কাছে প্রথমে একটা ছোট বড়শী বিক্রি করলাম। তারপর একটা মাজোলা, আর তারপর আরো একটা বড় বড়শী বিক্রি করলাম। এরপর আমি তাকে একটা ফিশিং রড এবং আরো কিছু ফিশিং গিয়ার বিক্রি করলাম।
এসবের পর আমি তাকে জিজ্ঞাসা করলাম- তুমি কোথায় যাবা মাছ ধরতে? উত্তরে সে বললো- সমুদ্রে...
তখন আমি তাকে জানালাম- তাহলে তো একটা নৌকাও দরকার হবে। এরপর তাকে আমি আমাদের নৌকার ডিপার্টমেন্টে নিয়ে গেলাম এবং সেখানে একটা ২০ ফিট লম্বা ডাবল ইঞ্জিনের স্কুনার বোট বিক্রি করলাম তার কাছে। কিন্তু তারপরই সে আবার আমাকে জানালো যে এই নৌকা তার গাড়ির পিছনে ধরবে না! তখন আমি তাকেে আমাদের অটোমোবাইল সেকশনে নিয়ে গেলাম এবং সেখানে নতুন একটা ডিলাক্স ৪ বাই ৪ শেভ্রোলেট গাড়ি বিক্রি করলাম নৌকা বয়ে নেয়ার জন্যে।
এসব কিছুর পরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম- তো তুমি কবে যাচ্ছো মাছ ধরতে? সে জানালো যে তখনো সে প্লান করেনি। তখন আমি তাকে আমাদের ক্যাম্পিং সেকশনে নিয়ে গেলাম এবং সিক্স স্লিপারের একটা ক্যাম্পিং তাবু বিক্রি করে বললাম এটা তোমার ক্যাম্পিং এ কাজে লাগবে।
এরপর সে আরো ২০০ ডলারের গ্রোসারি নিলো এবং ২ কেস বিয়ার নিলো।
এসবকিছু শুনে বস দুই পা পিছায়ে অবাক হয়ে বাংলাদেশীরে জিজ্ঞাস করলো- 'এই সমস্ত কিছু তুমি বিক্রি করলে সেই লোকের কাছে যে শুধু তোমার কাছে একটা মাছধরা বড়শী কিনতে আসছিলো?!'
বাংলাদেশী: না স্যার! সে শুধু একটা মাথা ব্যাথার ট্যাবলেট কিনতে আসছিলো। আমি তাকে শুধু বুঝায়ে বলেছিলাম- মাছধরাই হলো মাথাব্যাথার সবচেয়ে বড় ওষুধ!
বস: তুমি এর আগে কোথায় কাজ করতে?
দেশী: ও হ্যা স্যার, আমি বাংলাদেশে একটা প্রাইভেট হসপিটালে প্রফেশনাল ছিলাম। সেখানে যেকোনো সাদামাটা ব্যাপারেও রোগীকে আমরা প্যাথলজি, ইসিজি, ইকো, সিটি স্ক্যান, এক্সরে, এমআরআই, ইত্যাদিসহ দুনিয়ার সব টেস্ট করতে দেই।
বস: তুমি কি প্লিজ আমার চেয়ারে বসবে? আমি বাংলাদেশে যাবো এবং একটা প্রাইভেট হস্পিটালে যোগ দেব ট্রেইনিং এর জন্য।
(সংগ্রহ)
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭
জাহিদ হাসান বলেছেন: আগেই পড়েছি। তারপরও হাসলাম।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: হায় হায়--
সবাই পড়েছে!
আমিই পড়ি নি!
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মিল ভালই দিয়েছেন।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: জ্বী।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৬
শায়মা বলেছেন: হা হা হা হা একদম নাম্বার ওয়ান!!!
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: হে হে----
আসল সমস্যা হলো আমাদের দেশে দুষ্ট লোকে ভরা।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫০
কল্পদ্রুম বলেছেন: আমরা অনেক বুদ্ধিমান জাতি। পরিবেশের চাপে বোকার মতো কাজ করি। উপযুক্ত পরিবেশে আমাদের মেধার পরিচয় পাওয়া যায়।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: একজন ভালো বিক্রয় কর্মী ছাইও ভালো দামে বেচতে পারে।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: এটা ঠিক।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৯
শেরজা তপন বলেছেন: শুনেছি আগে তাতে হয়েছে কি- তবুও দারুন মজা পেয়েছি
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার মতোই আগে পড়া ও শোনা
তবুও হাসলাম তবে কিঞ্চিত !!
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: হাসুন মন খুলে। হাসতে গিয়ে কাপন্য করবেন না।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশীরা এতটা দক্ষ হয় না।
এটা ইন্ডিয়ান কেস।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: হতে পারে।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশ মজা লাগলো।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মামা।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪২
উম্মে সায়মা বলেছেন: হাহাহ। পড়েছিলাম। মজার
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৭
রাজীব নুর বলেছেন: সবাই ই পড়েছে। শুধু আমিই দেরীতে পড়লাম।
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শত শত ইন্ডিয়ান, পাকিস্তানী ও শ্রীলঙ্কান এই জাতীয় কাজ করছে। তারা এই কাজ না করলে বিপনেন বিরাট সমস্যা হত। বাংলাদেশীরা কুটনামিতে দক্ষ। তারা ক্রেতাদের সাথে সাথে নেগোসিয়েশনে দক্ষ নয়। সেই কাজটা করার জন্য মোটা বেতন দিয়ে বিদেশী পালতে হয়।
আর আমাদের বেকাররা হতাশায় ভোগে। আমাদের শিক্ষা ব্যাবস্থা দক্ষ কর্মী তৈরী করে না। ক্যাডার আর নেতা তৈরী করে।
আফসোস!
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন।
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে দারুন দক্ষতা।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: ভারত আর বাংলাদেশের মানুষের মন্দ কাজ গুলো একই রকম।
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৭
নতুন নকিব বলেছেন:
বেশ মজার গল্প! +
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশের হাসপাতাল ও ডাক্তারদের বাস্তব চিত্র।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: এজন্য আমি ডাক্তার দেখাই না।
১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
কানিজ রিনা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা। অনেক অনেক ধন্যবাদ হাসানোর জন্য।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: হাঁসুন। হাসাহাসি করা ভালো।
১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৯
জগতারন বলেছেন:
খুব ভালো লাগল পোষ্ট টি!
সম্ভব হলে উপরের ছবিটি সংগ্রহ করে রাখতাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: উপরের ছবি আমার তোলা। রেইল লিলি। লাগলে আমি দিতে পারি।
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৫
জগতারন বলেছেন:
উপরের ছবি আমার তোলা। রেইল লিলি। লাগলে আমি দিতে পারি।
দয়া করে দিন পাঠিয়ে আমার ই-মেলে।
বা WhatsApp-এ
+1-214-355-8233
আমার ই-মেইলঃ
[email protected]
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: এখনই দিচ্ছি।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: হে এইটা আগে পড়েছি