নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সামান্য সচেতন হলেই কিন্তু জীবনটাকে অনেক বেশি উপভোগ করা যায়। দরকার শুধু সামান্য চেষ্টার। মানুষের জন্ম হয়তো একটি উপায়েই হয়ে থাকে কিন্তু মৃত্যু ঘটতে পারে হাজারটা কারণে। হতে পারে তা স্বাভাবিক বার্ধক্যজনিত মৃত্যু। হতে পারে কোনো দুর্ঘটনা। আবার এই মৃত্যু আসতে পারে কোনো রোগজনিত কারণ থেকে। পৃথিবীতে হাজার রকমের রোগে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। একদিন যেহেতু মৃত্যু হবে। হবেই। তাই মৃত্যুটাও আনন্দময় করা যায়। কেউই কষ্ট পেয়ে মরতে চায় না। রোগশোকে না ভূগে ঘুমের মধ্যে আরামে মরে যেতে যেতে চায়। ঘুমের মধ্যে মৃত্যু খুব কম মানুষের হয়।
সকালে ঘুম থেকে উঠে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন। এরপর বাথরুমে যান। এছাড়া সারা দিনে প্রচুর পানি খাবেন। পানি খাওয়ার নাম হচ্ছে হাইড্রোথেরাপি রা জলচিকিৎসা। মূলত এটি হচ্ছে প্রায় সাড়ে ৫ হাজার বছরের প্রাচীন ভারতীয় চিকিৎসা। আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে- ঘুম থেকে উঠে ধীরে ধীরে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস করলে প্রায় ৩৬ ধরণের রোগ হয় না এবং হলেও সেরে যায়। পানির চেয়ে ভালো বন্ধু দুনিয়াতে আর কেউ না।
দিনে কমপক্ষে এক হাজার মিলিগ্রাম ভিটামিন সি খেলে মানুষ চির তরুণ থাকে। তবে ট্যাবলেট খেলে কিছুই উপকার পাওয়া যায় না। খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ তাজা ফলমূল আর শাকসবজি। প্রতিদিনই খেতে হবে। ভিটামিন সি করোনা এবং ক্যান্সার ঠেকাতে সাহায্য করে। ভিটামিন সি কোলেস্টেরলের মাত্রাকে আয়ত্তে রাখে ও হৃৎপিন্ডকে রক্ষা করে। প্রচুর পরিমাণে আধা-সেদ্ধ শাক-সবজি, তরিতরকারি এবং খুব অল্প পরিমাণে ভাত-রুটি, এই হওয়া উচিত আপনার দৈনন্দিন মূল খাদ্য। ভাজাভুজি খাবেন না। অতিরিক্ত তেল, চর্বি, ঘি, মাখন খাবেন না।
ছোট-বড় সব ধরনের মাছ খাবেন। সমুদ্রের মাছ খাওয়া অভ্যাস করতে পারলে তো খুবই ভালো। কেননা, ওটা মহৌষধ। সূর্যমূখী ফুলের বীজ হচ্ছে হার্টের ভেষজ ওষুধ। রান্নায় সূর্যমূখী তেল ব্যবহার করলে হার্টের সুরক্ষা যেমন হয়, তেমনি হার্টের অসুখ থাকলে তা সারাতে সাহায্য করে। প্রতিদিন অল্প একটু টক দই খাওয়ার অভ্যাস করুন। টক দই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। আপেল নিয়ে সবচেয়ে প্রচলিত কথাটি হলো, প্রতিদিন একটি করে আপেল খান আর ডাক্তারকে দূরে রাখুন। আমি বলব, আপেলের সাথে দু'টা কলাও রাখুন।
প্রতিদিন, বিকেলে বা সন্ধ্যার দিকে, আট থেকে দশ কিলোমিটার হাঁটতে হবে। প্রথম আস্তে, আস্তে হাঁটতে শুরু করে, হাঁটার স্পীড বাড়াতে হবে এবং একদম শেষের দিকে হাঁটার স্পীড কমিয়ে আনতে হবে। আমাদের শরীর খুব জটিল কিছু প্রক্রিয়ার মাধ্যমে ভারসাম্য ঠিক রাখে। গাছপালা, সবুজ মাঠ, খোলামেলা যেখানে মুক্ত বাতাসের অভাব নেই তেমন জায়গায়। একটু সাঁতার কেটে নিলে তো স্বাস্থ্যের ব্যাপারে অনেকটাই এগিয়ে যাওয়া হলো। সবুজ শাকসবজি যতো খাওয়া হয় ততো ভালো। ভাতের চেয়ে শাকসবজির পরিমাণ বেশি হলেও সমস্যা নেই।
ভবিষ্যত সম্পর্কে আশাবাদী, বিশ্বাস মানুষকে শারীরিক এবং মানসিক অসুস্থতা থেকে রক্ষা করতে পারে। আপনি কখনই জানেন না আপনার জন্য কি অপেক্ষা করছে। আপনার নিজের উপর বিশ্বাস রাখা দরকার। দিনের একটা নির্দিষ্ট সময়ে আপনার যা ভালো লাগে তাই করুন (যেমন আঁকা, নাচ, গান, রান্না, ঘর সাজানো ইত্যাদি)। এর ফলে আপনার মন আরো সতেজ হয়ে উঠবে। ঘুম পৃথিবীর সবচেয়ে সুখের একটা জিনিস। আপনি যদি ঘুমান তাহলে পৃথিবীর কোন চিন্তা আপনার মাথায় আসবে না। কমপক্ষে একটানা আট ঘন্টা ঘুমাবেন। আনন্দময় ঘুম অনেক শান্তির।
গরম চায়ের ধোঁয়ার সাথে আপনার জীবনের সব হতাশা উড়ে যাক! স্বাস্থ্যের দিকে নজর দিন। শরীর ভালো তো মন ভালো। একটা ভালো সাউন্ড সিস্টেম কিনুন। মানেন তো, সুর-ই জীবন। সাহসী হন। যদি আপনি তা না-ও হন, অন্তত হবার ভান করুন। পার্থক্যটা কেউ ধরতে পারবে না। এমনভাবে নিজের জীবনকে উপভোগ করুন যাতে আপনার এপিটাফে লেখা থাকে, 'কোনো আফসোস নেই'। পেছনের গাড়ির মানুষটির টোল পরিশোধ করে তাকে আজকের জন্য খুশি করে দিন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: আপনার ইচ্ছা। আপনার ইচ্ছাকে আমি সম্মান করি।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হুম জানলাম!
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: জেনে আমাকে ধন্য ধরলেন।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫
শোভন শামস বলেছেন: সুস্থ জীবন সবার কাম্য, সুন্দর পোস্ট
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টা তৈরি করতে আমাকে সাত ঘন্টা পড়তে হয়েছে।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর লেখেছেন------------
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। রোজা শরীরের জন্যেও অনেক উপকারি।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: না খেয়ে থাকার কোনো মানে হয় না।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫২
তারেক ফাহিম বলেছেন: পড়লাম, আমলে কতটুকু নেয়া যায়, সেটাই বিবেচ্য।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে আমলে নিতে হবে।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: লকডাউনে থেকে অনেক মোটা হয়ে গেছি, এখন চলাফেরা করতে কষ্ট হয়।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: হাটুন।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন আমি।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: আমীন।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৯
নীল মনি বলেছেন: রাজীব ভাইয়া অত্যন্ত সুন্দর পোস্ট। বর্তমানে স্বাস্থ্যকর জীবন যাপন করার চেষ্টা করছি। কম কার্ব খেয়ে তার পাশাপাশি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করছি। সুন্দরভাবে তথ্য উপস্থাপন করেছেন। তবে চার গ্লাস পানি খাওয়ার বিষয়টা আমি জানি না আমি জেনেছি সকালে ঘুম থেকে জেগে খালি পেটে পানি খেতে। আর ভিটামিন সি খাওয়া ভালো তবে সিভিটে ভিটামিন সি একদম নেই এই কথাটি পর্যবেক্ষণের আশা করছি।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: সিভিটের কথা ভুলে যান।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩
নেওয়াজ আলি বলেছেন: যেহেতু ডায়াবেটিস তাই সব নিয়মে করতে হয় । ডাঃ জাহাঙ্গীর কবিরের কথা অনুসারে চলি।
অফুরান ভালোবাসা ও অন্তহীন শুভকামনা।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
নাসরিন ইসলাম বলেছেন: অসাধারণ আশা জাগানিয়া বার্তা। অভিভূত হলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: শরীরবিদ্যায় মন দিলেন যে!
ভাল লেগেছে। ধন্যবাদ।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩০
রাজীব নুর বলেছেন: অপরাধ করেছি? অন্যায় করেছি?
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৭
ইসিয়াক বলেছেন: আপনি কি অসুস্থ? এতো এতো স্বাস্থ্যবিষয়ক পোস্ট।
পাকা কলা উপকারী শরীরের জন্য। আমি নিয়মিত খাই।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: কলা খাওয়া ভালো।
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪২
কলাবাগান১ বলেছেন: বিরানী, বার্গার, কোক, ২ কেজি চিংড়ি মাছ এর কি হবে?
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: কম খেলে মানুষ মরে না। বেশি খেলেই নানান সমস্যা দেখা দেয়।
পুষ্টিকর খাবার নির্বাচন করতে পারলে দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব।
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বেশি পানি পান করলেই আমার পা ফুলে যায়।তাই ডাক্তার আমাকে পানির পরিমান নির্ধারিত করে দিয়েছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: হায় হায়---
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৪৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: হায় হায় এর কিছু নাই,এভাবেই চলছি বিশ বছর।আরো১০/১৫ বছর এভাবেই পার করে দেব।তার বেশি বাঁচার ইচ্ছা আমারো নেই।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: বেঁচে থাকাটা আনন্দের। তাই দীর্ঘদিন বেঁচে থাকতে হবে।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১২
ভেনাস বলেছেন: প্রয়োজনীয় পোস্ট। ভাল লেগেছে পড়ে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভেনাস।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গুড। না পড়েই গুড দিলাম।