নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মানুষ যত শিক্ষিত তার মানসিকতা তত সমৃদ্ধ

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৭



আপনি যদি দৈনন্দিন জীবনে একটু কৌশলী হন তাহলে চারপাশের পরিবেশ সহজে অবজার্ভ করতে পারবেন। যদি আপনার ঘুম পরিপূর্ণ না হয়ে থাকে তবে, মস্তিষ্ককে বলুন, 'আমি অনেক ভালো ঘুমিয়েছি'। দেখবেন অনেকটা প্রশান্তি লাগবে। এটা চমৎকার কাজ করে! পরীক্ষিত। কাউকে হারিয়ে দিতে চান, যে আপনাকে অপমান করেছে? কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। কিছু না বলে শুধু সবার সামনে তাকে এড়িয়ে চলে যান। এটা তার অহংকারকে আঘাত করবে। পিছনের তিক্ত কথা বলা ব্যক্তিদেরকে প্রতিহত করবেন কিভাবে? প্রতিক্রিয়া দেখাবেন না। সামনা-সামনি চোখ পাকাবেন না। মানুষের সাইকোলজি হচ্ছে সে কারো সম্পর্কে পুরোপুরি মনে রাখে না। মানব মস্তিষ্ক সাধারণত প্রথম ও শেষ স্মৃতি মনে রাখে। এজন্য কারো স্মৃতিতে থাকার ইচ্ছে হলে প্রথম ও শেষ ইমপ্রেশনস ভালো রাখুন। একদম সহজ হিসাব।

মানুষ যত বেশি শিক্ষিত তার মানসিকতাও তত সমৃদ্ধ।
অপ্রয়োজনীয় তথ্য মস্তিষ্কে জমা রাখা বাদ দিন। এটা কম্পিউটারের অপ্রয়োজনীয় তথ্য ডিলিট করে দেয়ার মতো। একজন মুসলিম হিসেবে আমি যেকোনো কুসংস্কারকে অস্বীকার করি। ইসলাম আমাকে কুসংস্কার বিরোধী হিসেবে গড়ে তুলেছে। রসূলুল্লাহ (স) বলেন ‘কুলক্ষণে বিশ্বাস করা শিরক’। মহানবীকে একজন ইহুদি বিষ দিয়েছিল। এর প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিন পর মারা যান। মহানবী (স) এর মৃত্যুর পর তাঁর অনুসারীরা বিশালভাবে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সেজন্য তিন দিন তাঁর লাশ দাফন করা হয়নি। মহানবী লোকেদের রোগমুক্তির জন্য 'উট-মূত্র' খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ভারতে যেভাবে গোমূত্র খাওয়া হয়, সেভাবেই আরব বিশ্বে উটের মূত্র খাওয়া হয়। সেখানকার সুপার শপ গুলোতে অতি সহজেই প্যাকেট জাত উট মূত্র পাওয়া যায়।

সব সময় শিখতে থাকেন। যাকে বলে কন্টিনিউয়াস লার্নিং।
ইনফরমেশন দরকার কারণ অনিশ্চয়তাময় বাস্তবতা আমাদের। আপনাদের একটা দামী কথা বলি- বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না, দুটোই মূল্যহীন। গাজর খেলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে- এটি এমন একটি মিথ যা নাৎসিদের পরাজিত করার জন্য তৈরি হয়েছিল। পৃথিবিতে মাটির নিচে যে জলের লেয়ার রয়েছে তা আর কয়েক বছরের মধ্যে শেষ হতে চলেছে। আর পানি মাটির নিচ থেকে পাম্পের মাধ্যমে তোলা সরকারি ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি শুধুমাত্র এটুকু বললাম, আপনি চোখটা বন্ধ করে ভাবুন দু'মিনিটের জন্য। আজ আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি কিন্তু কয়েক যুগ পরে এরকমই হতে চলেছে। যে সময় পানি পাওয়া দুর্বিষহ হয়ে উঠবে। আমাদের পরিবেশ ,আমাদের দেশ, আমাদের জীবন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পানির অপচয় বন্ধ করুন।

কেউ অসুস্থ শুনে, নিজের মন থেকেই কোনো নির্দিষ্ট ঔষধ খাওয়ার পরামর্শ দেয়া থেকে বিরত থাকুন। প্রতিটি মানুষ বিশেষ ভাবে আলাদা। নিজের ভেতরের যোগ্যতা গুলোকে বেশির ভাগ মানুষ চিনতে পারে না। আপনার মাঝেও ভালো কিছু আছে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। আপনি সুপারম্যানের চেয়েও সুপার। কারন, আপনি যা কিছু করেন তা সবটাই সত্যি। এখানে ক্যামেরা বন্ধ করলে সবকিছু থেমে যায় না। আপনি থেমে জান না। ইরানি সাংবাদিক আলি দাস্তির 'নবুওয়তের তেইশ বছর' বইটি পড়বেন। এই বইটি পড়লে সন্দেহহীন পুরোপুরি নাস্তিক না হয়ে আস্তিক হতে পারবেন। জুল ভার্ণের নাম মনে পড়ছে। তিনি ট্রাভেল নভেল লিখেছেন, অথচ তিনি নিজ দেশের বাহিরে যান নি! আত্মবিশ্বাস বজায় রাখতে হলে সঠিক আত্মবিশ্লেষণের মাধ্যমে আত্মবল বৃদ্ধি করাই হল মূলমন্ত্র।

মজার কিছু তথ্য দেই, যে নারী এডলফ হিটলারের বাংকার তৈরি করেছিলেন তাঁর নাতি সাদ্দাম হোসেনের বাংকার তৈরি করে দিয়েছিলেন। আসল টাইটানিক জাহাজ নির্মাণে ৭ মিলিয়ন ডলার লেগেছিল আর এর উপর ভিত্তি করে টাইটানিক চলচ্চিত্র নির্মাণে জেমস ক্যামেরনের ২০০ মিলিয়ন ডলার খরচা হয়েছিল। কোনো মেয়েই তার স্তনের আকার নিয়ে সন্তুষ্ট নয়। হয় তার কিছুটা বড় দরকার নয়তো কিছুটা ছোট। একটি সিগারেট যে পরিমাণ নিকোটিন ধারণ করে তা ইনজেকশনের মাধ্যমে সরাসরি মানুষের দেহে ঢুকালে মানুষ মারা যেতে পারে। পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ বেঁচে ছিলেন তাদের অর্ধেকই ম্যালেরিয়ায় মারা গেছেন। স্টালিন এবং লেলিনের বাবুর্চি ছিলেন ভ্লাদিমির পুতিনের দাদা।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫০

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে যে যতো শিক্ষিত, সে ততো বড় অপরাধী।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০৫

রাজীব নুর বলেছেন: ভালো মানুষও আছে। সব অপরাধী না। অল্প কিছু লোক অপরাধী।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৩৮

অনল চৌধুরী বলেছেন: অল্প কিছু লোক অপরাধী হলে ১৭ কোটি লোকের একটা দেশের এই শোচনীয় অবস্থা হয়?
খারাপ লোকের সংখ্যা দেশে অনেক বে
শী।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: আমি তো খারাপ না। আপনিও খারাপ না।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল কথার পরিমান এতো বেশি যে সব গোলমেলে লাগছে।দুই একটা মনে রাখতে চেষ্টা করবো।
সুশিক্ষিত লোক ভাল লোক।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: ভালো কথা মিষ্টি ফলে রমতোন হয়।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেশে প্রকৃত জ্ঞানীর চেয়ে জ্ঞানপাপীর সংখ্যা অনেক বেশী। লেখাপড়া জানলেই মন মানসিকতা উন্নত হয় না।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৬

বিবেকহীন জ্ঞানি বলেছেন: "বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না, দুটোই মূল্যহীন"...চির সত্য বচন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৬

বিবেকহীন জ্ঞানি বলেছেন: শেষের মজার তথ্য গুলো সবটা জানা ছিলোনা।ধন্যবাদ আপনাকে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। আমার সাথেই থাকুন।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৪

একাল-সেকাল বলেছেন:
বাংলাদেশে শিক্ষিতদের বালিশের দাম বেশি !

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: হেহে হে=---

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

নতুন বলেছেন: অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে যে যতো শিক্ষিত, সে ততো বড় অপরাধী।

চৌধুরী সাহেবতো অনেক শিক্ষিত, কিছু দিন আগে তিনি তার শিক্ষার পরিচয় দিয়েছিলেন মনে হয়। বেশ লম্বা ফিরিস্তি ছিলো সেটা।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: !

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৩

জাহিদ হাসান বলেছেন: আপনি সকল কথাতেই আমি সহমত।

কিন্তু নবী সা: বিষের প্রভাবে মারা যান এটা প্রমাণিত না। কারণ দুই বছর পরে বিষের প্রভাবে কারো মৃত্যু হয় কিভাবে?

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: তাও ঠিক।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৫

জাহিদ হাসান বলেছেন: কমেন্টে একটা টাইপো আছে।

আপনার সকল কথাতেই আমি সহমত। এটা লিখতে চাইছিলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: বুঝেতে পেরেছিলাম।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: ফ্লিপকারে আপনার তোলা ছবি গুলো দেখলাম। আপনি তো সাংঘাতিক লোক! ব্লগে কিছু নাই বলে গলা শুকান ওইদিকে দেশের মাথা, মান্ন-গৌন্য,তাবর সব লোকের ছবি আপনার প্রাফাইলে?

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৩

রাজীব নুর বলেছেন: তখন পত্রিকা অফিসে চাকরি করতাম। নানান রকম এসাইনমেন্টে যেতে হতো।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার মতে মানুষ যত শিক্ষিত হচ্ছে
তত সে নষ্ট মানুষ হচ্ছে। অন্যায় অপরাধ
বেশী করছে। নৈতিকতা বিসর্জন দিচ্ছে।
আল্লাহ-রসুল থেকে দূরে সরে যাচ্ছে সর্বপরি
গরীবের হক নষ্ট করছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৪

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৬

রাশিয়া বলেছেন: ঊটের মূত্র বিষয়ে আপনার জঘন্য মিথ্যাচারে আমি স্তম্ভিত! কোন আরব দেশের সুপার শপে উটের মূত্র আপনি পেয়েছেন? ছবি দেন। সুপার শপে পাওয়া গেলে নিশ্চয়ই অনলাইনেও পাওয়া যাবে। লিঙ্ক দেন। মহানবী (সা) কোন হাদীসে উটের মূত্র খাওয়ার পরামর্শ দিছেন, লিঙ্ক দেন। না দিলে আপনি বাবার সন্তান না।

আপনার মধ্যে সবসময় ইসলাম ও মুসলিমদেরকে হেয় করার একটা প্রচেষ্টা থাকে - যা অসুস্থতার লক্ষণ। ভালো চিন্তা করুন - সুস্থ থাকুন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন:

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: লিংকটা দেখুন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: দেখুন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: উটের মুত্র কিভাবে খাচ্ছে দেখুন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: লিঙ্ক দেন। না দিলে আপনি বাবার সন্তান না।

এরকম আহাম্মকের মতো মন্তব্য করেন কেন?
আপনি যদি আমাকে প্রেসিডেন্ট বা বাদশা বলেন, আমি প্রেসিডেন্ট বা বাদশা হয়ে যাবো না। আপনি যদি আমাকে বেজন্মা বলেন, আমি বেজন্মা হয়ে যাবো না।

তবে মানুষকে ভালোবাসা উচিত, সম্মান করা উচিত।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

রাশিয়া বলেছেন: আমি আপনাকে সম্মান করি। ব্লগ জগতে আপনার অনেক অবদান আছে। কিন্তু মাঝে মাঝে আপনি আহাম্মকের মত যেসব মন্তব্য করেন, তাতে মেজাজ ঠিক থাকেনা, তাই বাবার পরিচয় ধরে টান দিতে হয়।

যে লিঙ্ক দিলেন, তাতে ফটোশপে ভর্তি। কোন নির্ভরযোগ্য সূত্র না দিয়ে একটি ফটকাবাজি আর্টিকেল দেয়া হয়েছে, তাই আপনি গর্ব করে দিয়ে দিলেন। জর্দানি নারীর চা খাওয়ার ছবিকে যে গোমূত্র পানের ছবি বলে চালাতে পারে, তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু? যে সাইট থেকে আপনি এই লিঙ্ক দিলেন, তার অন্যান্য খবরগুলো দেখলেই বুঝা যায় এটি কট্টর হিন্দুত্ববাদীদের একটা সাইট আর গোমূত্র পান নিয়ে নিজেদের ইজ্জতের বারোটা বেজে যাচ্ছে বলে তারা এরকম একটি খবর প্রসব করেছে। তাতেই আপনার মনে হল মহানবী (স) নাকি উটের মূত্র পানের পরামর্শ দিয়েছেন, আর তাতেই আরব বিশ্বে উটের মূত্র হটকেকের মত বিক্রি হচ্ছে। আহাম্মক কি আমি না আপনি!

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: আসলে আমিই আহাম্মক। আপনার সাথে তর্কে গিয়ে আরো আহাম্মকের পরিচয় দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.