নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কবিতা নয় আবেগ

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪০



শুধু বলতে গেলেই আমার যতো সংকোচ!
অথচ আমার কিছু কথা ছিলো! যা বলা দরকার
কখনো হেটে যেতে যেতে থমকে দাড়াতে হয়
কতটুকু পথ হাটলাম সেটা দেখার জন্য নয়,-
নিজের ছায়াকে ভালোবেসে অনুভব করার জন্য
পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাওতা'য়ালা বলেনঃ
'অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি,
যখন তারা জুলুম করেছে'। (সুরা ইউনুস, আয়াত- ১৩)

বয়স মানুষকে বদলে দেয়, অনেক ক্ষেত্রেই বদলে দেয়
বাঘকেও হরিণে রুপান্তর করে দেয় আচার-আচরণে
বয়সের কারনে এক ধরনের অসহায়ত্বও পেয়ে বসে।

যখনই শুনি কেউ মারা গেছেন- আমার খুব কষ্ট হয়
মানুষ যখন ভোগ বিলাসে মত্ত হয়ে পড়ে,
আল্লাহকে স্মরন করে না, তখনই আল্লাহ গজব দেন।




(একটা সত্য কথা বলি, আমি কবিতা লিখতে পারি না। কিন্তু আমার কবিতা লিখতে খুব ইচ্ছা করে না। তাই কবিতার মতোন করে কিছু লিখতে চেষ্টা করি। আমার এই অপরাধ- অবশ্যই ক্ষমাসুন্দর চোখে দেখবেন। কিছু দিন পর পর কবিতার মতোন করে কিছু একটা না লিখলে ভালো লাগে না। তাই লিখি। দীর্ঘদিনের অভ্যাস। সুন্দর, প্রানবন্ত এবং মনোমুগ্ধকর কবিতা লেখার চেষ্টা আমার অব্যহত আছে। কথায় আছে- গাইতে গাইতে গায়েন।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০১

নেওয়াজ আলি বলেছেন: সুনিপুণ । ভালো থাকুন সবসময়।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ৫ লাইন অন্য লেভেলের হয়েছে। আপনার নিজের তুলনায়।
বি.দ্র. আমি কবিতা বুঝিনা তাই আমার মন্তব্যে গুরুত্ব না দিলেও চলবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি আল্লাহর গজবে আস্থা রাখেন?
সত্যি বয়স অনেক কিছু ওলোট পালোট
করে দেয়। আপনার শান্তি কামনা করছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অসাধারণ একটি কবিতা।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১৪লাইনের কবিতা।১০লাইন কবির কবিতা,৪লাইন মোল্লার ওয়াজ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: হে হে হে--
ভালো পর্যবেক্ষন।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩০

শোভন শামস বলেছেন: ভালো থাকুন সবসময়।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১০

সাহাদাত উদরাজী বলেছেন: এই প্রথম কোন কবিতায় আয়াতের প্রবেশ দেখলাম। আমি ভুল হতে পারি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: আধুনিক কবিতায় সব সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.