নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যে যত তথ্য জানে, সে তত সমৃদ্ধ

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৫



১। পৃথিবীতে সাগরের মাত্র ৫% জানা গেছে বাকি ৯৫% অজানা। সমুদ্রের তলায় আছে পৃথিবীর অঢেল সম্পদ।

২। বিশ্ব অর্থনীতিতে চীনের অবদান প্রায় বলা চলে অর্ধেক। চীনের মানুষ গুগল ফেইসবুক ব্যবহার করে না , রাষ্ট্রের কড়া নীতির কারনে। চীনের লোকেরা এতো মেধাবি যে আমেরিকা কিছু আবিষ্কার করলে তার কপি করতে খুব কম সময় নেয়।

৩। আফ্রিকা মহাদেশে ৫৪টি দেশ। এখানে পাঁচ থেকে চৌদ্দ বছরের প্রায় ৪১% বাচ্চাই শিশু শ্রমে যুক্ত। ফেইসবুকে ১০০ মিলিয়ন আফ্রিকান ইউজার আছে। পৃথিবীর অর্ধেক হীরা’ই আসে আফ্রিকা হতে। আফ্রিকার সুদানে মিশরের চেয়েও বেশী পিরামিড অবস্থিত।

৪। Pringles কোনো আলুর চিপস নয়। এটিতে 40% আলুর গুড়ো থাকে। বাকিটা ভুট্টা, চাল এবং গম এর মিশ্রণ থাকে। এইজন্য এটি খাস্তা ও মচমচে হয়।

৫। আইফোন, হ্যারি পটার বই এবং রুবিক’স কিউব হচ্ছে মানবজাতির ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত বস্তু/সামগ্রী।

৬। মাত্র ১ ক্যালরী শক্তি ক্ষয় করার জন্য আমাদেরকে ১ কোটি বার মাউসে ক্লিক করতে হবে।

৭। চার্লস ডারউইন হচ্ছেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি অফিসের চেয়ারে চাকা লাগানোর ব্যবস্থা করেছিলের যাতে করে মানুষ সহজে নড়াচড়া করতে পারে।

৮। বজ্রপাতে প্রতিবছর অনেক লোক মারা যায়, কিন্তু আপনি কি জানেন বজ্রপাত না থাকলে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেত।কারন বজ্রপাতের মাধ্যেমেই ওজোন তৈরি হয়।

৯। নামাজ বেহেস্তের চাবী - ইহা কোরআন দাবী করে না। কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই। সুন্নতে খাত্না, আকিকা, দুই ঈদ, কুলখানি, চল্লিশা, ওরশ, মিলাদ, সবে বরাত এই সকল প্রথা, রীতিরেওয়াজ মুসলিমরা মেনে চললেও কোরআনে এগুলি কিছুই নাই।

১০। যতই চেষ্টা করুন না কেন, আপনি আপনার কনুই এ কামড় দিতে পারবেন না।

১১। প্রথম বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় নারীদের টুর্নামেন্ট দিয়ে ১৯৭৩ এ ইংল্যান্ডে, তার দু বছর পরে প্রথম পুরুষ দের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

১২। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের পথে কেউ মারা গেলে তার লাশ সেখানেই রেখে আসা হয়। তাদের মৃত দেহ পথ নির্দেশক হিসেবে কাজ করে।

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পড়লাম এবং জানলাম।জানাবার জন্য ধন্যবাদ

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১৭

সেনসেই বলেছেন: জব্বর তথ্য sir

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: কয়েকটা টেষ্ট করে দেখলাম। ফলাফল শূন্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent.

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিঃসন্দেহে খুব শিক্ষণীয় ও আনকমন পোস্ট। ভালো লাগলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:২৪

জাহিদ হাসান বলেছেন: অনেক অজানা তথ্য জানলাম।

৫ ওয়াক্ত নামাজের কথা কুরআনে না থাকলেও সহীহ হাদীসে আছে। যা কুরআনে থাকার মতই গুরুত্ববহ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: ওকে।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৯

কলাবাগান১ বলেছেন: আর যারা তথ্য তৈরী করে, তারা আরো বেশী সমৃদ্ধ...যেমন যারা CRISPR আবিস্কার করেছে, তাদের তথ্য দিয়ে এখন ক্যান্সার রোগী ভাল হচ্ছে...

আর নীলক্ষেতের গাইড বুক মুখস্ত করে তথ্য যারা জানছে অথবা গুগুল করে তথ্য কপি পেস্ট করছে, তারা.......!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: তথ্য জানা টাই বড় কথা। গুগল থেকে জানুন আর গাইড বুক থেকেই জানুক।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২০

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: মি জাহিদ সাহেব - হাদিস কে আল কুরানের সাথে তুলনা করে আপনি বুঝাতে ছাচ্ছেন কি ? রাসুলের সকল হাদিস আল কুরানের একটা আয়াতের সমান না।। আল কুরান যে খানে ১০০% সেখানে আপনি হাদিস দেখান । আপনি রাসুলের হাদিস মতে কবিরা পাপ করেছেন ।।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: না বুঝে বলে দিয়েছে। বাচ্চা মানুষ। বাদ দেন।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ওয়াজ করলে প্রচুর পরিমানে আয় রোজগার করতে পারবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: আমি পরিশ্রম করেই আয় করতে চাই।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯

আমি সাজিদ বলেছেন: আন্দাজি এলোমেলো তথ্য জেনে লাভ নেই।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯

আমি সাজিদ বলেছেন: আন্দাজি এলোমেলো তথ্য জেনে লাভ নেই।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: সমৃদ্ধ হলাম । ধন্যবাদ ভাইকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা দাদা।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। যেহেতু সাগরের ৯৫% এখনও অজানা তাই আমার মনে হয় মৎস্য কন্যারা হয়তো গভীর সমুদ্রে আছে।
২। চীনের ব্যাপারে আপনার উপাত্ত সঠিক না মনে হয়।
৩। দরিদ্র দেশের জন্য শিশুশ্রম দরকার আছে।
৪। আলু, ভুট্টা, গম থাকলে মচমচে হবে এমন কোনও কথা নেই। মচমচে বিশেষ প্রক্রিয়ায় করা হয়।
৫। আমি রুবেক্স কিউব ছোটবেলায় ১ মিনিট ১৫ সেকেন্ডে মিলাতে পারতাম সব পাশ। এখন মিলাতে ৪ থেকে ৫ মিনিট লাগে। বয়স বাড়লে বুদ্ধি কমে মনে হয়।
৬। অনেক গরীব মানুষ ক্যালরি ঘাটতিতে আছে। তাই মাউস ক্লিক করে ক্যালরি ক্ষয় একটি বিলাসিতা।
৭। বাসার চেয়ারগুলিতেও চাকা লাগানো উচিত। বাসার মানুষ নড়তে চায় না।
৮। যে কোন সময়ে হিসাব করলে পৃথিবীতে ২০০০ বজ্রবৃষ্টি চলে একসাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। গড়ে প্রতি সেকেন্ডে ১০০ টা বজ্রপাত হয় পৃথিবীর বিভিন্ন কোনায়।
৯। নামাজ বেহেশ্তের চাবি - এই হাদিসটা সম্ভবত ঠিক নাই। তবে সবার আগে নামাজের হিসাব নেয়া হবে। খৎনা, ঈদ, আকিকা এগুলির কথা কোরআনে না থাকলেও হাদিসে আছে তাই মানতে সমস্যা নাই। বাকিগুলি নিয়ে বিতর্ক আছে।
১০। আপনি বলেছেন তাই চেষ্টা করলাম না।
১১। Ladies first
১২। হজে গিয়ে কেউ মারা গেলে তাকে মক্কাতেই দাফন করা হয়। দেশে পাঠানো হয় না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: আপনি একজন সত্যিকারের পড়ুয়া লোক।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০০

জাহিদ হাসান বলেছেন: সেলিনা জাহান প্রিয়া আমি বুঝাতে চেয়েছি হাদীস মানাটা মুসলমানের জন্য আবশ্যিক। হাদীস ছাড়া মুসলমান দাবী করা যায় না। আপনি কোন মুফতি সাহেব জিজ্ঞাসা করে ব্যাপারটা যাচাই করে নিন। না জেনে আন্দাজে মন্তব্য করেন কেন?
আলেমদের সকলের এক মত- হাদিস ও সুন্নতের অস্বীকার প্রকারান্তরে কোরআনের অস্বীকার।

হাদীস মানা কুরআনের মতই আবশ্যিক

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: আপনার উপর আমার আস্থা আছে।

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: রসূল (সাঃ) ধর্মের ব্যাপারে কোনও মনগড়া কথা বলতেন না বরং আল্লাহর আদেশ, নিষেধ নিজের ভাষায় বলতেন। তাই সহি হাদিসে বর্ণীত আদেশসমূহ পালন করা ওয়াজিব বা ফরজ। হাদিসের মাধ্যমে অনেক কিছু ফরজ করা হয়েছে। কোরআনের আদেশ আর হাদিসের আদেশ একই রকম গুরুত্বপূর্ণ। কারণ আসলে কোরআন আর হাদিসের আদেশগুলি সবই আল্লাহ্‌রই আদেশ এবং উৎস এক। হাদিসকে ছোট করে দেখার কোনও সুযোগ নাই। এভাবে ধর্মকে বিকৃত করার চেষ্টা করা হয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: এত এত বছরেও যখন ধর্মকে বিকৃত করে সাফল্য পায় নি। আর পারবে না।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বেশী জানা লোকের বেশী সমস্যাস!
জানার কোন শেষ নাই,
জানার চেষ্টা বৃথা তাই

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: বেশী জানলে মানুষ, আসলে জানতে জানতে জানতে জানোয়ার হয়ে যায়।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: আমি পরিশ্রম করেই আয় করতে চাই।

ওয়াজ করতে ও পরিশ্রম কম নয়। তবে আয় অনেক বেশী। আগে জানলে মাদ্রাসায় পড়াশোনা করে অনেক বড় হুজুর হয়ে ওয়াজ করতাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: চেষ্টা চালি যান। এখনও সময় আছে।

রবীন্দ্রনাথও তো দেশ বিদেশ ঘুরে ঘুরে ওয়াজ (বক্তৃতা) করে গেছেন। অবশ্য তিনি টাকার জন্য ওয়াজ করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.