নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৮৬

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৭



১। একবার, এক বুড়ি সকালে আমাদের বাসায় ভিক্ষা করতে এসে আমাকে নিয়ে গেল। আমি খুশি মনে বুড়ির সাথে তার বস্তিতে চলে গেলাম। মনে মনে ভাবলাম, যাক বাসার অত্যাচার থেকে বাচলাম। এত এত শাসন থেকে রেহাই পেলাম।
বুড়ি বলল- বাবু সেজে বসে থাকলে হবে না। আমার সাথে ভিক্ষা করতে হবে রোজ। আমি বললাম জ্বী অবশ্যই। বুড়ি বলল গুড বয়।

বুড়ির এক হাতে লাঠি, অন্য হাতে আমার হাত ধরা। বুড়ি নাকি সুরে বলছে, দেন গো বাবা দু'টা পয়সা ভিক্ষা দেন। নাতিটাকে নিয়ে বড় বিপদে পড়ছি। লোকজন বেশ ভিক্ষা দিচ্ছে। কয়েক ঘন্টায় আমাদের বেশ ইনকাম হলো। বুড়ি তো আমার উপর মহা খুশি! এক মাসের ইনকাম একবেলায় হয়ে গেল। বুড়ি বলল, বল কি খাবি? আমি বললাম, চিকেন ফ্রাই। বুড়ি ছোট্র করে দমক দিলো আমার কাছে বাবুয়ানা চলবে না। খুব হিসাব করে চলতে হবে।

শেষে বুড়ি এক চা'র দোকানে নিয়ে এক পিস কেক আর চা দিলো। আমি খুব আগ্রহ নিয়ে সবটুকু চা আর কেক খেয়ে নিলাম। আহ কি আন্দময় জীবন! কপাল মন্দ। সুখ কপালে শইলো না। ফিরে যেতে হলো নিজের আস্থানায়। যদি সেদিন বাসায় না ফেরা হতো, তাহলে আজ আমি ঢাকা শহরের শ্রেষ্ঠ ভিক্ষুক হতাম।

২। অনেক বছর আগের কথা।
রাত ৮ টায় বেইলী রোডে দাঁড়িয়ে আছি। হঠাত দেখি আমার পাশে দাঁড়িয়ে একটি মেয়ে খুব কাঁদছে। চারপাশের লাইটের আলোতে মেয়েটির কান্না ভেজা মুখ ঝকমক করছে। যেন জল রঙ এ আকা ছবি। খুব'ই রুপসী মেয়ে! সাদা শাড়ি পরা। ঠিক সাদা না, অফহোয়াইট বলা যেতে পারে। শাড়ির সাথে মিল রেখে কানে দুল। কপালে টিপ, চোখে মোটা করে কাজল, আর দুই হাত ভরতি কাচের চুড়ি। মেয়েটি চোখ ভরতি পানি টপটপ করে পড়ছে। আমার ইচ্ছা করলো মেয়েটির চোখের পানি মুছে দেই। এক আকাশ ভালোবাসা নিয়ে বুকে জড়িয়ে ধরি। আমার সামনে একটি মেয়ে কান্না করবে তা তো হতে পারে না।

শেষমেষ মেয়েটির সাথে আমার ভাব হয়ে গেল। আমরা একসাথে ডিনার করলাম। অনেকক্ষন রিকশা করে ঘুরলাম। বেইলী রোড থেকে নীলক্ষেত গেলাম। মুখস্ত করা সব কবিতা শুনিয়ে দিলাম। কবিতা শুনে কেউ হাসে? কিন্তু মেয়েটি খুব হাসলো!

৩। সিঙ্গারা আলুকে বলছে, ওরা যখন আমায় গরম তেলে ভাজে তখন আমি তোমাকে Cover করি। কারণ " I Love u ....
আলু সিঙ্গারাকে বলছে, ওরা যখন তোমায় সাথে সাথে মুখে নেয় তখন আমি তাদের জিভ পুরিয়ে দেই। কারণ " I Love u ...

৪। কেউ বলেন, আমি ডাক্তার হবো, সাংবাদিক হবো, সাহিত্যিক হবো, কবি হবো, ব্যাবসায়ী হবো, আলোকচিত্রী হবো- সবাই অনেক কিছুই হতে চায় কিন্তু কেউ ভালো মানুষ হতে চায় না। আসলে, ভালো মানুষ না হলে যে কিছুই হওয়া যায় না- সেটা কেউ বুঝতে চায় না।

৫। অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ আদর্শ ছড়িয়ে পরুক। যুক্তি, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে মতের বিরুদ্ধে মত শক্তিশালী হোক। বল প্রয়োগ করে অনেক কিছু করাই সম্ভব হতে পারে, কিন্তু একটা আদর্শকে দমিয়ে রাখা কখনই সম্ভব নয়। জয় বাংলা।

৬। পল্টনে যেদিন হাজার হাজার মানুষের বিশাল সমাবেশে শেখ সাহেবকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হলো ছাত্রজনতার পক্ষে থেকে, সেদিনের জনসভায় উপস্থিত ছিলেন- আমার মা ও বাবা। কিন্তু কেউ কাউকে চিনতেন না। মা গিয়েছিলেন আমার নানা'র সাথে। আর আব্বা একাএকা গিয়ে ছিলেন। তাহলে অদৃশ্যভাবে তো সেই জনসভায় আমিও ছিলাম। কি ছিলাম না?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব চমৎকার কাহিনী

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৬ নম্বরটা সঠিক বলেছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: :) :) বাহ্!!

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪১

ভুয়া মফিজ বলেছেন: ১। আগের কোন এক পোষ্টে অন্যভাবে বলেছিলেন। ;)
২। আপনার আশেপাশের সব মেয়ে রুপসী, আর তাদের সাজ-সজ্জাও একই রকমের। এক কুমীর ছানা আর কতো!! X(
৩। আলুকে কাভার করে ময়দা......সম্পূর্ণটা মিলে সিঙ্গারা। ভুল তথ্য দেওয়া নিষেধ।
৪। বর্তমান দুনিয়ায় ভালো মানুষের কোন দাম নাই। তাই সবাই কোন না কোন ভাবে দুই নাম্বার।
৫। জয় বাংলা =p~
৬। সেই হিসাবে আপনার পরীও তখন পল্টন ময়দানে ছিল। যদিও আরো অদৃশ্যভাবে! :-B

সব মিলিয়ে আজকের ডায়েরী ভুয়া হয়েছে। B-)

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: আপনি তো ভূয়া, এজন্য---

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। ছোটবেলায় আমাদের বাসাতে মাঝে মাঝে একজন ভিক্ষুক আসতেন ঘোড়ায় চড়ে। আমরা খুব বিশ্ময়ের সাথে তাকে দেখতাম।
২। চাপাবাজি
৩। I love Shingara and alu
৪। শিশুরা সবাই ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার কথা তাদের মাথায় আসে না।
৫। বর্তমান সরকার সকল আদর্শকে দমিয়ে রেখেছে তাদের আবিষ্কৃত জাদু দিয়ে।
৬। আপনার ধারনাটা সান্ত্বনা হিসাবে ঠিক আছে।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: ২নং মোটেও চাপাবাজি না।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাবের মনটা চির সবুজ
তাই তিনি দিন/রাত সারক্ষন সুন্দরী
ললনাদের নিয়ে ভাবেন আর স্বপ্ন দেখেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: আমি কখনই সুন্দরী নারীদের নিয়ে ভাবি না। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই না?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.