নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সিলেটে এমসি কলেজে স্বামীকে বেঁধে তরুনীকে গনধর্ষণ- সাধারণ মানুষ যা ভাবছেন

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩


এরা কারা? এরা সবাই ধর্ষক। এছাড়াও এদের আরও একটি বড় পরিচয় আছে। এরা হলো ছাত্রলীগের কর্মী।

১। ভাগ্যিস মেয়েটা হাজব্যান্ডের সাথে ঘুরতে গেছিল। আজ যদি ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে কোন মেয়ে ধর্ষিত হতো তবে মেয়েটার অবস্থা এ ফেবুবাসী কি যে করতো...!

২। এইগুলোকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ময়লার ডিপোতে ফেলে আসবে না কেউ। নিরিহ কুকুরগুলোরই কেবল দোষ - কামড়ায়।

৩। এখন পত্রিকায় এরকম পোস্ট দেখলে বেশিরভাগই স্কিপ করে যাই, যে দেশে দুই যুগেরও বেশিরভাগ সময় ধরে প্রধানমন্ত্রী নারী, তাঁর সরকার যেহেতু ধর্ষনকারির টুনটুনি কেটে দেওয়ার মতোও একটা আইন বানাতে পারলেন না!

৪। এদের পরিবারগুলোকেও সামাজিক ভাবে বয়কট করার ব্যবস্থা নিতে হবে। ধর্ষক একদিনে তৈরি হয় না। প্রতিটা ধর্ষককে এই সমাজ ওম দিয়ে পেলে পুষে বড় করেছে। দেশে ধর্ষন বেড়ে যাওয়ার জন্য সমাজে বসবাসকারী প্রতিটি জনতার দায় রয়েছে।

৫। কী আশ্চর্য! মন না চাইলে, ইচ্ছা না করলে 'না' বলবারও অধিকার নাই, মেয়েদের? কুত্তা নিধন বাদ দিয়া 'এইগুলা'রে নিধন করুন।

৬। আশ্বিন কার্তিক মাসের কুকুরেরাও লজ্জা পাবে এ শয়তানদের দেখলে!! এরা দেখতে মানুষের মত নয়, ছাত্রলীগের মত।

৭। আপনাদের পায়ে পড়ি, প্রিয় সন্তানদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিন।

৮। এই ভয়ঙ্কর মহামারি করোনাতেও দেশের পুরো স্বাস্থ্যখাত নিয়ে দলীয় লুটপাট, চুরি-ডাকাতি তো সারা বিশ্বের জন্য এক অনন্য নিদর্শন হিসেবে এক বিরল স্থান করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রায় এক সপ্তাহ ধরে পাহাড় থেকে সমতলে ধর্ষণ, গণধর্ষণের ঘটনা একের পর এক ঘটে চলেছে। রাষ্ট্র, সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী সেই আগের মতোই আছে। প্রায় নির্বিকার। ফেসবুক কেন্দ্রিক বিদ্রোহ-প্রতিবাদ কিংবা মানববন্ধনও আগের পরম্পরা মেনেই হয়েছে।

৯। এই দেশে আপনি বাবার পাশে ঘরে থাকলেও ধর্ষণের শিকার হবেন, স্বামী নিয়ে বাইরে ঘুরতে গেলেও ধর্ষণের শিকার হবেন। পাহাড়ে, সমতলে, ঘরে, বাইরে, স্কুল-কলেজ-মাদ্রাসা-মসজিদ-মন্দির-গির্জা-হাসপাতাল যেখানেই থাকেননা কেনো বেঁচে থাকলেই আপনি ধর্ষণের শিকার হবেন। মরে গেলে মর্গেও রেহাই পাবেন না। এটাই বঙ্গবন্ধুর বাংলাদেশ? শেখ হাসিনার বাংলাদেশ?

১০। এই ঘৃণ্য দানব ধর্ষকদের থেকে পাহাড় থেকে সমতলের কেউই রক্ষা পাবে না। এইসব মিউ মিউ প্রতিবাদ, লোক দেখানো গ্রেফতার, লোক দেখানো জেল-জরিমানায় কিস্যুটি হবে না।

১১। এমসি কলেজে ধর্ষণ ঘটনায় করা মামলার এজহারের কপি পেয়েছি। সেখানে লেখা হয়েছে - ধর্ষকদের একজনের রুম থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে আর ছাত্রলীগের দাপট দেখিয়ে সে হল সুপারের ডাক বাংলো দখল করে থাকত।

১২। পাহাড়ে ও সমতলে সর্বত্র ধর্ষণের মহড়া চলছে।
যতদিন পর্যন্ত মানুষ নিজের চেয়ে কম ক্ষমতার মানুষকে মর্যাদা দিতে শিখবেনা, মানুষ হিসাবে মূল্যায়ন করতে শিখবেনা, ততদিন এইসব ধর্ষণ নানান কারণ দেখিয়ে হতেই থাকবে। কখনো সংখ্যালঘু, কখনো বেপর্দা, কখনো পাহাড়ি,,,, বিভিন্ন অজুহাতে, কারণে অকারণে...

মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: পুলিশ নাকি এমসি কলেজের হোস্টেলের ধর্ষণে জড়িতদের খুঁজে পাচ্ছে না। অথচ এরা অনেকেই আজ শনিবারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে, তারা একেকজন নির্দোষ। ভালো ছেলে। একই সাথে এও বলেছে যে, তাদের প্রাণের সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধেও যাতে কেউ অভিযোগ না করে। ছাত্রলীগকে যাতে কেউ ভুলে বুঝে কাঠগড়ায় দাঁড় না করায়!

শেখ হাসিনা একবার পুলিশদের বললেই, পুলিশ তাদের খুঁজে বের করতে পারবে। শেখ হাসিনা না বললে কিছু হয় না, এই দেশে। পরীক্ষিত।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই অমানুষগুলোকে দেখতে তো মানুষের মতোই মনে হচ্ছে ।
আবার দেখি কারো করো দাঁড়িও আছে ।
সব কটাকে প্রকাশ্যে গুলি করে মারা হোক।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: সুবিধা এইখানেই অমানুষ গুলো দেখতে মানুষের মতোন।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রধানমন্ত্রী একজন নারী হয়ে কেন কড়া হচ্ছেন না মাথায় আসেনা? অন্যায় অন্যায়ই, তার কোন রং হয় না। তবে এটুকু বুঝতে পারছি মাননীয়া প্রধানমন্ত্রী কড়া না হলে ওনার গদি বাঁচিয়ে রাখা চ্যালেজ্ঞের হবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রী মনে হয় না ছাড় দিবেন।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫১

আসিফ ইকবাল কাজল বলেছেন: অবক্ষয়ের সামান্য চিত্র। এ থেকে উত্তরণের কোন উপায় নেই

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: উপায় অবশ্যই আছে।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

ইফতি সৌরভ বলেছেন: সর্বত্রই নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। পুলিশ গিয়ে উদ্ধার করেছে এবং নেতাদের চাপে অভিযান চালাতে গড়িমসি করা হয়েছে- এদের কিছু হোক না হোক; এমন অবস্থা কারো জন্যই ভালো না। সূর্যও একসময় অস্ত যায় আর প্রকৃতি যখন প্রতিশোধ নেয়- তা হয় নির্মম! অভিশাপ, ঘৃণা এবং শত ধিক এ ধর্ষকদের পিতা-মাতা, শিক্ষক এবং যাদের কারণে তারা এমন জঘন্য "কুত্তা" হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকদের প্রতি প্রকৃতি প্রতিশোধ নেয় না। নিলে আজ এই অবস্থা হতো না।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

শাহ আজিজ বলেছেন: পড়ছিলাম স্থানীয় নেতারা নাকি একটা সমঝোতা বা ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করেছিল । কিন্তু মানুষ আগুন বা বারুদ হয়ে আছে । পুলিশ মামলা নিয়েছে । সবখানে প্রধানমন্ত্রী ইস্যু কেন ? কাজতো স্থানীয় পুলিশের । তাদের কাজ তারা করবে । সাম্প্রতিক সময়ে এত কিছু ঘটেছে যে আমরা সত্যি আতংকিত । এদের মুখে দাড়িও দেখা যাচ্ছে । সহজ হল ---- শিবির থেকে অনুপ্রবেশ বলে চালিয়ে দিন । প্রায় ৫০ বছর হতে চলল , জামাত শিবিরকে শাসকরা বাচিয়ে রেখেছে কিন্তু কেন ? রাশিয়া , চীনে বিপ্লবের পরেই বিপ্লব বিরোধীদের শিরচ্ছেদ করা হয়েছে । আমরা বাচিয়ে রেখেছি সসন্মানে । অনেকগুলো রোগ আমরা পুষেছি যত্ন করে , বাড়তে দিয়েছি তাই আমরা আক্রান্ত ।

আমাদের সহসা মুক্তি নেই ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: মুক্তি আছে। আছে।
আল্লাহর মাইর দুনিয়ার বাইর।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা থামাতে হবে দেশের সকলে মিলে।এই জন্য অনেক কিছু দায়ী।আইনগত ব্যবস্থা ক্রমেই সংকুচিত,তাই বেআইনী প্রসারিত।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: কঠিন শাস্তি দিতে হবে।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৩

সেনসেই বলেছেন: কমেন্ট কইরা কি হইবো?র্আফসুস

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: !

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৪

নেওয়াজ আলি বলেছেন:

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গায়ের জোরে প্রতিবাদ করার সামর্থ নাই
তাই মনে মনে এদের ঘৃনা কারছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: এদের শাস্তি পেতেই হবে।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫

মাস্টারদা বলেছেন: একানব্বইয়ের থেকে আজ পর্যন্ত দেশে প্রধান (চুচু) নারী। অথচ একটা ঠিকঠাক আইন নাই। ধর্ষককে ধরে বিচার করতে করতে আট বছর অথচ বাল‍্য বিবাহের (বাল‍্য বিবাহও গুরুতর অপরাধ, গুরুত্ব বুঝাতে) দায়ে মামলার নিস্পত্তিতে সময় লাগে না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: পোড়া দেশ।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৭

মুজিব রহমান বলেছেন: আমাদের নষ্ট রাজনীতি তরুণদের বিপথগামী করে ফেলছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সান্ডা পান্ডারা সুযোগ পেলে বা অর্থের বিনিময়ে হোক যেভাবেই হোক সরকারি দলে ঢুকে পড়ে।
তবে এরা অপরাধ করলে সরকার দ্রুতই ধরে জেলে পাঠায়, পালিয়েও রক্ষা নেই, প্রায় ১০০% ভাগ ধরা পরে। পলাতক খুনি ধর্ষক ধরে আনতে পুলিশ অনেকটাই সফল, কেউ অস্বীকার করতে পারবে না।
অপরাধির সমর্থনে সরকারি দলের কেউ আসেনা। মিছিলও হয় না।

কিন্তু কিছু দলের নেতা কর্মিরা ধর্ষনের মত অপরাধ করলেও তার পক্ষে ধর্ষক রক্ষা পরিষদ গঠিত হয়ে হয়। মিছিলও শুরু হয়ে যায়।
ধর্ষিতাকে অপবাদ দিয়ে ধর্ষকের হাস্যজ্জল ছবিও ছাপে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: গুরুত্বপূর্ন কথা বলেছেন।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২২

রাশিয়া বলেছেন: এগুলো একটাকে দেখেও ছাত্রলীগ মনে হচ্ছেনা - সবগুলোর শিবির শিবির চেহারা। এরা আসলে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্যই ধর্ষণ করেছে - নইলে এই দেশে শরীরের খিদা মিটানোর ১০১ টা উপায় থাকতে ধর্ষণের মত ঝুঁকি নিতে যাবে কেন?

শেখ হাসিনা একজন নারী হলেও তিনি মা। মা হয়ে তো আর সন্তানের বিচার করতে পারেন না। ছাত্রলীগ তার সন্তান সম। ছেলে গুলো শিবির শিবির চেহারার হলেও ছাত্রলীগের ভাব ধরে আছে, তাই পুলিশ তাদের খুঁজে পাচ্ছেনা।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: একটু আগে শুনলাম একজ গ্রেফতার করেছে।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৭

পুলক ঢালী বলেছেন: এখন ডিএনএ টেষ্ট করে ধর্ষক নির্ধারন করা যায়, সেটা করে যত তাড়াতাড়ী সম্ভব বিচার শেষ করে শাস্তি দেওয়া উচিৎ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে সময় মতো কিছু হয় না। দশ বছরও লাগতে পারে।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৫

জাহিদ হাসান বলেছেন: ধর্ষকদের কিভাবে উপযুক্ত শাস্তি দেওয়া যায় এটা নিয়ে লিখেছি। আমার নতুন পোস্ট-

হালচাল-৩ দেখুন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
এখুনি দেখছি।

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষণকারীকে খোজা করে দেয়ার বিধান তৈরী করে কার্যকর করা যেতে পারে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৪

উম্মে সায়মা বলেছেন: এই খবরটা জানার পর থেকে মনটা এত অশান্ত হয়ে আছে৷ দেশে বিচার ব্যাবস্থার এত খারাপ অবস্থা! একটা ধর্ষণের বিচার হলেও অন্যরা আর সাহস পেত না। এ কেমন দেশে বাস করি আমরা!

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: আমরা একটা জঘন্য দেশে বাস করি।

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২২

একাল-সেকাল বলেছেন:
বঙ্গ কন্যার বিনা অঙ্গুলি হেলনে পুলিশের চোখের গ্লকোমা দূরীভূত হবার নহে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: হে হে---

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জাহাঙ্গীরনগরে যে বদমাশ ধর্ষণের সিঞ্চুরী করেছিল তাকে বর্তমান সরকার বড় চাকুরীদিয়ে সম্মানীত করেছে তাহলে এই সোনার ছেলেরা ধর্ষণ করবেনা কেন? উত্তর দিন

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: উত্তর নাই।

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৯

মৌরি হক দোলা বলেছেন: মেয়েদের নিরাপত্তা সেদিনই নিশ্চিত হবে, যেদিন মেয়েরা 'মানুষ' বলে গণ্য হবে আর ধর্ষকগুলো পুরুষ থেকে 'মানুষ' হবে!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.