নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ঈশ্বর এবং নারী- ঈশ্বরই আসলে নারী। কারণ নারী ছাড়া কেউ জন্ম দিতে পারে না। ঈশ্বর ছাড়া কেউ পৃথিবীতে জন্ম দিতে পারে না।কারণ জন্ম দেওয়ার ক্ষমতা পুরুষের নেই। পুরুষ আসলে ভালোবাসতে পারে এবং জন্ম দিতে প্ররোচিত করতে পারে নারীকে। পুরুষ সব কিছুর ব্যবস্থা করতে পারে, কিন্তু জন্ম দিতে পারে না। তাই নারী হলো ঈশ্বর অথবা ঈশ্বর হলো নারী, পুরুষ নয়।
২। যে, তোমার সাথে শত্রুতা করে, তাকেও ভালবাসো। যে, তোমাকে কষ্ট দেয় তার জন্যও দু'আ করো। চেয়ে দেখো- সূর্যের আলো ভালো মন্দ সকলের জন্যই অবধারিত। পাপী ও পূণ্যবান সকলের জন্যই বৃষ্টি বর্ষিত হয়।
৩। প্রত্যেকের ঘরে যদিও কোরআন থাকে তথাপি একটি সুন্দর বাংলা অনুবাদসহ কোরআন রাখা উচিত। এটা নিয়মিত পড়া দরকার এবং প্রয়োজনে বিষয়ভিত্তিক সূচী ধরে কোরআনের বিভিন্ন নির্দেশনা জেনে নেয়া প্রয়োজন। যিনি মুসলিম নয় তিনিও কোরআন পড়তে পারেন। কারণ কোরআন মুসলিমদের ধর্মগ্রন্থ হিসেবে নাযিল হয়নি। কোরআন নাযিল হয়েছে সমগ্র মানবজাতির জন্য সেকথা কোরআনেই লেখা আছে।
৪। কোথাও অপেক্ষা করতে হলে, আর সেখানে আলমিরা ভরা বই থাকলে- আমার অপেক্ষা করতে কোনো সমস্যা হয় না। কারো বাড়িতে অতিথি হয়ে গেলে তার বইপত্র দেখে তাকে জাজ করার অনৈতিক একটা অভ্যাস হয়েছে আমার। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ একটি খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন 'প্রত্যেক মানুষের তিনটি করে মা থাকে। একটি জন্মদাত্রী মা, একটি মাতৃভাষা এবং আরেকটি হচ্ছে মাতৃভূমি'। একজন মানুষ যতটা কথায় বিশ্বাস করে তার চেয়ে অধিক বিশ্বাস করে যখন সে কোনো কিছু পড়ে। তাই বই পড়ার ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। মানুষকে বিভ্রান্ত করার সহজ ও উত্তম পন্থা হল 'বই'। বই পড়া মানে হল 'অন্যের চোখে ও চিন্তায় পৃথিবী দেখা'। কথাটি কে বলেছিলো মনে নেই।
৫।
'প্রথমে ভেবেছিলাম যে মন্দির বানাবো। তারপর ভেবে দেখলাম, সেখানে কেবল হিন্দুরাই আসবে, মুসলিম, ক্রিশ্চান এরা কেউ ছায়া মাড়াবে না। মসজিদ গড়লেও একই কথা। মুসলমান ছাড়া আর কেউ ঘেঁষবে না তার দরজায়। গির্জা হলেও তাই। যাই করতে যাই, সর্বধর্মসমন্বয় আর হয় না। তা ছাড়া পাশাপাশি মন্দির-মসজিদ-গির্জা গড়লে একদিন হয়তো মারামারি লাঠালাঠিও বেধে যেতে পারে। তাই অনেক ভাবনা চিন্তাকরে এই পায়খানাই বানিয়েছি। সবাই আসছে এখানে। আসবে চিরদিন।' - গল্পের নাম 'দেশের মধ্যে নিরুদ্দেশ' শিব্রাম অমনিবাস।
৬। সব্যসাচী বলতে, যে দুই হাতে সমানে কাজ করতে পারে তাকে বোঝানো হয়। সাহিত্যের ক্ষেত্রে যিনি একধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, ছড়া, প্রবন্ধ প্রভৃতি সৃষ্টিতে সক্ষম তিনি সব্যসাচী লেখক। বাংলাদেশে সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়।
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১০
জাহিদ হাসান বলেছেন: আপনিও কি এরিয়ানা গ্রান্ডের মত মনে করেন- গড ইজ ওম্যান?
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: আমি গড নিয়ে ভাবি না। তার চেয়ে রোহিংগাদের নিয়ে ভাবা ভালো।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩২
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!!
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: সবটাই ভালো
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: হে হে----
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪০
কানিজ রিনা বলেছেন: আমি নারী আমার ভিতর আমার সন্তান বড় হয়েছে সেই সিস্টেমটা কে করেছে আমি জানিনা। তাহলে আমি ঈশ্বর হলাম কেমনে? পৃথিবীর ভূমি মাতৃ গর্ভধারিনী সত্য, মহাবিশ্বে লক্ষ কোটি কোটি গেলাস্কি গ্রহ নক্ষত্র আছে।
সেসবের ঈশ্বরকে কারো জানা নেই কেউ চোখে দেখেনা।
আমরা এত ক্ষুদ্র যে আমাদের ধারণা নাই। আমাদের জ্ঞান পরিধির বাইরে, বিজ্ঞানীরা এখনো নিজের গ্রহ কে সম্পূর্ণ আয়ত্তে আনতে পারে নাই। যেমন ধরুন সাগরের তলদেশে মাত্র 5 ভাগ আয়ত্তে এনেছেন। তাহলে আমরা বিশ্বাস করবো না কেন ঈশ্বর একজন সু নিয়ন্ত্রক তার হাতে সুনিপুণ পদ্ধতিতে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। তিনি লন্ডভন্ড করতে পারেন,
সুনিপুণতারো নিয়ন্ত্রক। তবে হ্যাঁ নারীরা ঈশ্বর প্রদত্ত ঈশ্বরের দায়িত্বই পালন করে থাকেন যা অনেক কঠিন ও মহান।
যে দায়িত্ব ঈশ্বর নারীদের দিয়েছেন। ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: ঈশ্বর বিশ্বাস আর ভূতে বিশ্বাস একই কথা।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৩
নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সত্য সুন্দর লিখতে তৌফিক দিন ।
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: আমিন।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬
বাকপ্রবাস বলেছেন: প্রসব করতে নারী লাগে, বানাতে লাগেনা। ইশ্বরতো দুনিয়াদারী প্রসব করেনি, বানিয়েছে। তায় ইশ্বরের একটা সুন্দর নারী মন আছে কিন্তু ইশ্বর নারী নন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: ওকে। মানলাম।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
কোরান, বাইবেল, তোরাহ, এই ৩ গ্রন্হের লোকদের মাঝে ( আব্রাহামিক লাইন) কারা সবচেয়ে খারাপ করছে?
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: খারাপ এর দিক থেকে কেউ পিছিয়ে নেই।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব ধর্ম নিয়ে মনগড়া কথা কিংবা টুকরো টুকরো
সাদা মিথ্যার নামে আপনার মনগড়া মতবাদ চালিয়ে
দেবার মানসিকতা ত্যাগ করুন। আল্রাহ নারী র্কিংবা
পুরুষ, তিনি জন্ম দেন কি দেন না এসব কথা বার্তা অবান্তর।
মহান আল্লাহপাক দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেনঃ
বলো, তিনিই আল্লাহ, একক ও অদ্বিতীয়, আল্লাহ কারও
মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী; তিনি কাউকে
জন্ম দেননি, এবং তাকেও জন্ম দেয়া হয়নি; এবং তার
সমতুল্য কেউই নেই। (সূরা ইখলাস : আয়াত ১-৪)।
আল্লাহ! আমাদের প্রকৃত তাওহিদের ওপর অটল থেকে
সব ধরনের শিরক ও কুফুরি থেকে রক্ষা করে মৃত্যু দান করুন। আমিন
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: আমি আমার মতবাদ দিয়েই যাবো। ভুল হলে বর্জন করবেন। ব্যস। ঝামেলা শেষ।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক প্রথম জীবনে অনেক কষ্ট করেছেন। উনি বিদেশে গিয়ে অর্থকষ্ট থেকে বাঁচার জন্য কিছু দিন ফুটপাথে কলম বেচেছেন। ওনার একটা লেখাতে পড়েছিলাম।
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: ভালো লেখক। তসলিমা নাসরিন তাকে বেশ ধাক্কা দিয়েছিলেন।
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২২
নুরুলইসলা০৬০৪ বলেছেন:
৫, লাইব্রেরি করা সবথেকে উত্তম কাজ।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১০
রাজীব নুর বলেছেন: আমি একটা লাইব্রেরী করবো।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর একটি লেখা।